Breaking

Thursday, February 15, 2024

Indian Economic MCQ In Bengali Part - 03

Indian Economic MCQ In Bengali Part - 03 
Indian Economic MCQ In Bengali Part - 03
Indian Economic MCQ In Bengali Part - 03 


বন্ধুরা 
আজ তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় অর্থনীতি MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM - এ ভারতীয় অর্থনীতি থেকে প্রশ্ন এসে থাকে।


ভারতীয় অর্থনীতি MCQ কুইজ পর্ব - 03


1. নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় ? 
[A] সুইজারল্যান্ড 
[B] মাল্টা                 
[C] চেক রিপাবলিক
[D] পোল্যান্ড
উত্তর :- সুইজারল্যান্ড

2. প্রধানমন্ত্রী ভারত জোড়া পরিযোজনা - কার সাথে সম্পর্কিত ? 
[A] নদী সংযুক্তি  
[B] সামাজিক উন্নয়ন                 
[C] আবাস যোজনা
[D] হাইওয়ে উন্নয়ন
উত্তর :- হাইওয়ে উন্নয়ন

3. CEN VAT হল ? 
[A] বিক্রয় কর 
[B] পরিষেবা কর                
[C] কাস্টমস কর
[D] এক্সাইজ কর
উত্তর :- এক্সাইজ

4. রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে সরকার কোন বছর সার্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য স্থির করেছিল ? 
[A] ২০১২  
[B] ২০১৬                 
[C] ২০১৭
[D] ২০২০
উত্তর :- ২০১৭

5. ভারতের অর্থনীতির রাজধানী কাকে বলে ? 
[A] দিল্লি 
[B] মুম্বাই                
[C] চেন্নাই
[D] কলকাতা
উত্তর :- মুম্বাই

6. মুদ্রাস্ফীতি হলে কারা সব থেকে বেশি লাভবান হয় ? 
[A] ঋণদাতা  
[B] ঋণগ্রহীতা                
[C] কৃষক
[D] চাকুরীজীবী
উত্তর :- ঋণগ্রহীতা

7. ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কি ?
[A] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 
[B] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া                 
[C] এলাহাবাদ ব্যাঙ্ক
[D] ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
উত্তর :- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

8. সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সবথেকে বেশি উন্নতি হয়েছে ? 
[A] ধান 
[B] গম                
[C] পাট
[D] তৈলবীজ 
উত্তর :- গম

9. ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কত সালে ভারতীয় কৃষি জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ? 
[A] ১৯৮৬ 
[B] ১৯৮৭                
[C] ১৯৮৮
[D] ১৯৮৯
উত্তর :- ১৯৮৮

10. রাজধানী শহরগুলি থেকে বিভিন্ন রাজ্যে দ্রুত চিঠির পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে প্রকল্পটি চালু হয়েছিল ? 
[A] হলুদ চিঠির বাক্স  
[B] গেরুয়া চিঠির বাক্স                
[C] সবুজ চিঠির বাক্স
[D] লাল চিঠির বাক্স
উত্তর :- হলুদ চিঠির বাক্স

11. জাতীয় উন্নয়ন পর্ষদ এর কার্যনির্বাহী সচিব হলেন ? 
[A] পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান  
[B] লোকসভার সাধারণ সচিব                 
[C] অর্থমন্ত্রকের সচিব
[D] পরিকল্পনা কমিশনের সচিব
উত্তর :- পরিকল্পনা কমিশনের সচিব

12. নাবার্ড কোন কমিটির সুপারিশ অনুসারে গঠিত হয়েছিল ? 
[A] পাবলিক একাউন্টস কমিটি  
[B] শিবরামন কমিটি                 
[C] নরসীমা কমিটি
[D] ঝা কমিটি
উত্তর :- শিবরামন কমিটি    

13. সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয় ? 
[A] ২২ সেপ্টেম্বর ২০০১  
[B] ২৫ সেপ্টেম্বর ২০০২                 
[C] ২৫ সেপ্টেম্বর ২০০১
[D] ২২ সেপ্টেম্বর ২০০২
উত্তর :- ২৫ সেপ্টেম্বর ২০০১

14. প্ল্যানিং কমিশনের পরিবর্তে যে নতুন সংস্থাটি স্থগিত হয়েছে তার নাম কি ? 
[A] নীতি যোজনা 
[B] প্লানিং ইউনিট                 
[C] নীতি আয়োগ
[D] A ও C দুটিই 
উত্তর :- নীতি আয়োগ

15. ভারত সরকার কিসের পরিবর্তে নীতি আয়োগ নিয়োগ করেছে ? 
[A] মানবধিকার কমিশন  
[B] অর্থ কমিশন                 
[C] প্ল্যানিং কমিশন
[D] অর্থমন্ত্রক
উত্তর :- প্ল্যানিং কমিশন

16. আধার কার্ড পরিষেবা সর্বপ্রথম কোন রাজ্যে চালু ? 
[A] মধ্যপ্রদেশ  
[B] উড়িষ্যা                 
[C] গুজরাট
[D] মহারাষ্ট্র
উত্তর :- মহারাষ্ট্র

17. Indian Brand Equity Fund- গঠিত হয় ? 
[A] ১৯৯৬  
[B] ১৯৯৮                 
[C] ২০০০
[D] ২০০২
উত্তর :- ১৯৯৬

18. Super - 301 কি ?
[A] সর্বশেষ ভারতীয় সুপার কম্পিউটার  
[B] এইডস এর ওষুধ                
[C] নতুন ব্রিডের চাল
[D] আমেরিকার বাণিজ্য আইন
উত্তর :- আমেরিকার বাণিজ্য আইন

19. National Excise Tax Day কবে পালিত হয় ? 
[A] ২৪ ফেব্রুয়ারি  
[B] ২৪ মার্চ                 
[C] ২৪ এপ্রিল
[D] ২৫ জুন
উত্তর :- ২৪ ফেব্রুয়ারি

20. নির্মল গ্রাম পুরস্কার কিসের সাথে সম্পর্কিত ? 
[A] গ্রামীণ পানীয় জল  
[B] বনভূমি সম্প্রসারণ                 
[C] প্রাথমিক শিক্ষা
[D] সম্পূর্ণ স্বাস্থ্য বিধান কর্মসূচি
উত্তর :- সম্পূর্ণ স্বাস্থ্য বিধান কর্মসূচি

21. পেট্রোলিয়াম দ্রব্যের মূল্য এবং কর কাঠামোর জন্য কোন কমিটির গঠিত হয়েছিল ? 
[A] ম্যালেগাম
[B] লাহিড়ী                
[C] অভিজিৎ সেন
[D] রঙ্গরাজন
উত্তর :- রঙ্গরাজন

22. ভারতীয় কর্মচারীদের D.A দেওয়া হয় কিসের উপর ভিত্তি করে ? 
[A] জাতীয় আয় 
[B] গ্রাহকমূল্য সূচক               
[C] জীবনযাত্রার মান
[D] মাথাপিছু আয়
উত্তর :- গ্রাহকমূল্য সূচক

23. রাজীব গান্ধী শিল্পী স্বাস্থ্য বীমা যোজনা কাদের জন্য চালু হয় ? 
[A] অভিনেতা ও অভিনেত্রীদের জন্য  
[B] কবিতা আবৃত্তিকারদের জন্য                
[C] নাট্যকারদের জন্য
[D] কারিগর ও মিস্ত্রি ও তাদের পরিবারের জন্য
উত্তর :- কারিগর ও মিস্ত্রি ও তাদের পরিবারের জন্য 

24. প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয় ? 
[A] ১৯৬৫ সালে  
[B] ১৯৭৫ সালে                 
[C] ১৯৭৬ সালে
[D] ১৯৬৬ সালে
উত্তর :- ১৯৬৬ সালে

25. বর্তমানে ন্যাশনাল কমিশন অন পপুলেশন কার অধীনে ? 
[A] প্রধানমন্ত্রী  
[B] পরিকল্পনা কমিশন                 
[C] রাষ্ট্রপতি
[D] জাতীয় উন্নয়ন পর্ষদ
উত্তর :- পরিকল্পনা কমিশন

আরো পড়ুন :

📕 Indian Economic Part - 02

No comments:

Post a Comment