পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর |
১.পরিবেশের প্রধান উপাদান কয়টি?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
উত্তর:- [খ] তিনটি
২.পরিবেশের সঞ্জীব উপাদানগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
উত্তর:- [খ] তিনটি
৩.বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি?
[ক] ১২টি
[খ] ১৪টি
[গ] ১৬টি
[ঘ] ১৮টি
উত্তর:- [ঘ] ১৮টি
৪."বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে দশ শতাংশ শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়" কথাটি বলেছেন-
[ক] বিজ্ঞানী বলকিন
[খ] বিজ্ঞানী কিলার
[গ] রেমন্ড লিন্ডেম্যান
[ঘ] ই ডব্লিউ জিম্যারম্যান
উত্তর:- [গ] রেমন্ড লিন্ডেম্যান
৫.প্রকৃতি তথা পরিবেশের সার্বিক আলোচনা যে বিভাগে করা হয় তাকে বলে-
[ক] বাস্তুতন্ত্র
[খ] বাস্তুবিদ্যা
[গ] জীববিদ্যা
[ঘ] প্রকৃতিবিদ্যা
উত্তর:- [খ] বাস্তুবিদ্যা
৬.সুন্দরবন জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?
[ক] দার্জিলিং
[খ] জলপাইগুড়ি
[গ] আলিপুরদুয়ার
[ঘ] দক্ষিণ ২৪ পরগনা
উত্তর:- [ঘ] দক্ষিণ ২৪ পরগনা
৭.জোরপোখারি স্যালমান্ডার অভয়ারণ্য কোথায় অবস্থিত?
[ক] দার্জিলিং
[খ] জলপাইগুড়ি
[গ] আলিপুরদুয়ার
[ঘ] দক্ষিণ ২৪ পরগনা
উত্তর:- [ক] দার্জিলিং
৮.মহানন্দা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
[ক] দার্জিলিং
[খ] পুরুলিয়া
[গ] বাঁকুড়া
[ঘ] দক্ষিণ ২৪ পরগনা
উত্তর:- [ক] দার্জিলিং
৯.'তিবিলসি কনফারেন্স' (Tibilsi Conference) কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৭৭ খ্রিস্টাব্দে
[খ] ১৯৮৭ খ্রিস্টাব্দে
[গ] ১৯৯৩ খ্রিস্টাব্দে
[ঘ] ১৯৯৭ খ্রিস্টাব্দে
উত্তর:- [ক] ১৯৭৭ খ্রিস্টাব্দে
১০.কিয়োটো প্রোটোকল কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] লন্ডনে
[খ] প্যারিসে
[গ] ব্রাজিলে
[ঘ] জাপানে
উত্তর:- [ঘ] জাপানে
১১.জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন (১৯৭১) কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] ব্রাজিলে আলীর
[খ] প্যারিসে
[গ] ইরানে
[ঘ] ভারতে
উত্তর:- [গ] ইরানে
১২.কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় একটি ওজোন অণু?
[ক] দু'টি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
উত্তর:- [খ] তিনটি
১৩.গ্রীণহাউস গ্যাস হল-
[ক] কার্বন ডাই অক্সাইড, মিথেন, সি.এফ.সি
[খ] অক্সিজেন
[গ] হাইড্রোজেন
[ঘ] নাইট্রোজেন
উত্তর:- [ক] কার্বন ডাই অক্সাইড, মিথেন, সি.এফ.সি
১৪.যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাদের বলে-
[ক] স্বভোজী
[খ] উৎপাদক
[গ] জীবাণু
[ঘ] পরভোজী
উত্তর:- [ঘ] পরভোজী
১৫.চিল্কা হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত?
[ক] আসাম
[খ] ওডিশা
[গ] অন্ধ্রপ্রদেশ
[ঘ] মহারাষ্ট্র
উত্তর:- [খ] ওডিশা
১৬.নাইট্রোজেন অক্সাইডের উৎস হল-
[ক] যানবাহনের কালো ধোঁয়া
[খ] জীবাশ্ম জ্বালানির দহন
[গ] সালফাইড আকরিক থেকে সালফার নিষ্কাশন
[ঘ] সীসা, দস্তা এবং তামা নিষ্কাশনের চুল্লী
উত্তর:- [ক] যানবাহনের কালো ধোঁয়া
১৭.রিও সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৩৩
[খ] ১৯৯২
[গ] ২০০৩
[ঘ] ২০০৫
উত্তর:- [খ] ১৯৯২
১৮.বিনিময়যোগ্য বা সুস্পষ্ট সম্পদ হল-
[ক] স্বাস্থ্য
[খ] জ্ঞান
[গ] সামাজিক ঐক্য
[ঘ] পেট্রোলিয়াম
উত্তর:- [ঘ] পেট্রোলিয়াম
১৯.কোন্ সপ্তাহে অরণ্য পালন করা হয়?
[ক] ১৪-২০ জুন
[খ] ১৪-২০ জুলাই
[গ] ১৪-২০ আগস্ট
[ঘ] ১৪-২০ সেপ্টেম্বর
উত্তর:- [খ] ১৪-২০ জুলাই
২০.স্বাধীন ভারতে কত সালে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয়?
[ক] ১৯৪৮ সালে
[খ] ১৯৫০ সালে
[গ] ১৯৫২ সালে
[ঘ] ১৯৫৪ সালে
উত্তর:- [গ] ১৯৫২ সালে
২১.কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয়?
[ক] ১৯৫২ সালে
[খ] ১৯৭৫ সালে
[গ] ১৯৭৮ সালে
[ঘ] ১৯৮০ সালে
উত্তর:- [ঘ] ১৯৮০ সালে
২২.যৌথ বন পরিচালনা ভারতের প্রথম কোথায় শুরু হয়?
[ক] পশ্চিমবঙ্গে
[খ] ওডিশাতে
[গ] ছত্তিশগড়ে
[ঘ] আসামে
উত্তর:- [ক] পশ্চিমবঙ্গে
২৩. বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
[ক] দার্জিলিং
[খ] জলপাইগুড়ি
[গ] আলিপুরদুয়ার
[ঘ] কুচবিহার
উত্তর:- [খ] জলপাইগুড়ি
২৪.বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
[ক] দার্জিলিং
[খ] পুরুলিয়া
[গ] বীরভূম
[ঘ] দক্ষিণ ২৪ পরগনা
উত্তর:- [গ] বীরভূম
২৫.আগন্তুক প্রজাতির উদাহরণ হল-
[খ] আম গাছ
[খ] বাঁশ গাছ
[গ] নিম গাছ
[ঘ] ইউক্যালিপটাস গাছ
উত্তর:- [ঘ] ইউক্যালিপটাস গাছ
২৬.বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন-
[ক] লিন্ডেম্যান
[খ] ওডাম
[গ] ট্যাব্ন্সলে
[ঘ] ই ডব্লু জিম্যারম্যান
উত্তর:- [গ] ট্যাব্ন্সলে
২৭.ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন-
[ক] পি. ওডাম
[খ] আরনেস্ট হেকেল
[গ] ট্যান্সলে
[ঘ] লিন্ডেম্যান
উত্তর:- [খ] আরনেস্ট হেকেল
২৮.'Biogeographical Processes' নামক গ্রন্থটি কার লেখা?
[ক] আরনেস্ট হেকেল
[খ] সিমনস্
[গ] ট্যান্সলে
[ঘ] ওডাম
উত্তর:- [খ] সিমনস্
২৯.'Geography and Man's Environment' নামক গ্রন্থের লেখক কে?
[ক] সিমনস্
[খ] ওডাম
[গ] স্ট্যালার ও স্ট্যালার
[ঘ] ট্যান্সলে
উত্তর:- [গ] স্ট্যালার ও স্ট্যালার
৩০.'লায়ানা' (Liana) দেখা যায়-
[ক] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে
[খ] তৈগা অরণ্য বায়োমে
[গ] ভূমধ্যসাগরীয় বায়োমে
[ঘ] তুন্দ্রা বায়োমে
উত্তর:- [ক] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে
৩১.লাইকেন দেখা যায়-
[ক] তৈগা বায়োমে
[খ] ভূ-মধ্যসাগরীয় বায়োমে
[গ] তুন্দ্রা বায়োমে
[ঘ] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে
উত্তর:- [ঘ] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে
৩২.Hybernation হল-
[ক] এক প্রকার উদ্ভিদ
[খ] এক প্রকার প্রাণী
[গ] শীত ঘুম
[ঘ] জলজ উদ্ভিদ
উত্তর:- [গ] শীত ঘুম
৩৩.গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?
[ক] দার্জিলিং
[খ] জলপাইগুড়ি
[গ] আলিপুরদুয়ার
[ঘ] কুচবিহার
উত্তর:- [খ] জলপাইগুড়ি
৩৪.কত প্রকারের খাদ্যশৃঙ্খল দেখা যায়?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
উত্তর:- [ক] দুই
৩৫.ন্যাওড়াভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?
[ক] দার্জিলিং
[খ] জলপাইগুড়ি
[গ] আলিপুরদুয়ার
[ঘ] কুচবিহার
উত্তর:- [খ] জলপাইগুড়ি
৩৬.ভারতে জীব বৈচিত্র্য আইন কত সালে হয়েছিল?
[ক] ১৯৯২ সালে
[খ] ১৯৯৯ সালে
[গ] ১৯৯৫ সালে
[ঘ] ২০০২ সালে
উত্তর:- [ঘ] ২০০২ সালে
৩৭.বিপন্ন প্রজাতিদের নিয়ে যে পাঁচটি বই আছে তাদের বলে-
[ক] Green data Books
[খ] White data Books
[গ] Red data Books
[ঘ] Black data Books
উত্তর:- [গ] Red data Books
৩৮.The Wildlife Protection Act কত খ্রিস্টাব্দে চালু হয়?
[ক] ১৯৫২ সালে
[খ] ১৯৬২ সালে
[গ] ১৯৭২ সালে
[ঘ] ১৯৮২ সালে
উত্তর:- [গ] ১৯৭২ সালে
৩৯.বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের স্তর রয়েছে-
[ক] স্ট্যাটোস্ফিয়ার
[খ] ট্রপোস্ফিয়ার
[গ] মেসোস্ফিয়ার
[ঘ] আয়নোস্ফিয়ার
উত্তর:- [ক] স্ট্যাটোস্ফিয়ার
৪০.ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন্ রাজ্যে অবস্থিত?
[ক] ওডিশা
[খ] পশ্চিমবঙ্গ
[গ] আসাম
[ঘ] ছত্তিশগড়
উত্তর:- [ক] ওডিশা
৪১.বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস হল-
[ক] বায়বীয় শক্তি
[খ] সৌরশক্তি
[গ] স্থলজ শক্তি
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [খ] সৌরশক্তি
৪২.কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
[ক] গুজরাট
[খ] ওডিশা
[গ] আসাম
[ঘ] রাজস্থান
উত্তর:- [ঘ] রাজস্থান
৪৩.ভারতে কত সালে জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাশ হয়?
[ক] ১৯৭২
[খ] ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫
উত্তর:- [গ] ১৯৭৪
৪৪.পরিবেশ সুরক্ষায় ভারতীয় সংবিধানে কত সালে 48A ও 51A(g) ধারাটি সংযোজিত করা হয়?
[ক] ১৯৭২ সালে
[খ] ১৯৭৪ সালে
[গ] ১৯৭৬ সালে
[ঘ] ১৯৭৮ সালে
উত্তর:- [গ] ১৯৭৬ সালে
৪৫.পরিবেশ সুরক্ষা আইন কত সালে হয়?
[ক] ১৯৭২
[খ] ১৯৮২
[গ] ১৯৮৬
[ঘ] ১৯৯২
উত্তর:- [গ] ১৯৮৬
৪৬.ভারতে বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে হয়?
[ক] ১৯৭২
[খ] ১৯৮১
[গ] ১৯৮৬
[ঘ] ১৯৯১
উত্তর:- [খ] ১৯৮১
৪৭.চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] উত্তরাখণ্ড
[খ] আসাম
[গ] মধ্যপ্রদেশ
[ঘ] অন্ধ্রপ্রদেশ
উত্তর:- [ক] উত্তরাখণ্ড
৪৮.বিশনয়ী আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] উত্তরাখণ্ড
[খ] আসাম
[গ] রাজস্থান
[ঘ] অস্ত্রপ্রদেশ
উত্তর:- [গ] রাজস্থান
৪৯.আপ্পিকো আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? [ক] ১৯৭০
[খ] ১৯৭৩
[গ] ১৯৮৩
[ঘ] ১৯৮৬
উত্তর:- [গ] ১৯৮৩
৫০.নিশ্চুপ উপত্যকা কোথায় অবস্থিত?
[ক] রাজস্থান
[খ] কেরালা
[গ] উত্তরাখণ্ড
[ঘ] ছত্তিশগড়
উত্তর:- [খ] কেরালা
No comments:
Post a Comment