Indian Economic MCQ In Bengali Part - 02
Indian Economic MCQ Part - 02
বন্ধুরা
আজ তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় অর্থনীতি MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM - এ ভারতীয় অর্থনীতি থেকে প্রশ্ন এসে থাকে।
ভারতীয় অর্থনীতি MCQ কুইজ পর্ব - 02
1. প্রত্যক্ষ করের সুবিধা ?
[A] গণনা করা খুব সুবিধাজনক
[B] সর্বাধিক আয়ের উৎস
[C] আর্থিক আয়ের উপর ভিত্তি করে করের হার হ্রাস বৃদ্ধি করা হয়
[D] উপরের সবকটি
উত্তর :- আর্থিক আয়ের উপর ভিত্তি করে করের হার হ্রাস বৃদ্ধি করা হয়
2. পৃথিবীর মধ্যে কোন দেশের জনঘনত্ব সবথেকে বেশি ?
[A] চীন
[B] ভারত
[C] রাশিয়া
[D] বাংলাদেশ
উত্তর :- বাংলাদেশ
3. পৃথিবীর কোন দেশে প্রথমে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় ?
[A] চীন
[B] আমেরিকা যুক্তরাষ্ট্র
[C] ব্রিটেন
[D] ভারত
উত্তর :- ভারত
4. বিদেশি পুজি বিনিয়োগ সবথেকে বেশি হয় ?
[A] কৃষিক্ষেত্রে
[B] শিল্পক্ষেত্রে
[C] পরিসেবা
[D] কোনোটিই নয়
উত্তর :- পরিসেবা
5. ভারতবর্ষের কোন রাজ্যের দারিদ্রতার হার সবথেকে বেশি ?
[A] পশ্চিমবঙ্গ
[B] বিহার
[C] ওড়িশা
[D] ত্রিপুরা
উত্তর :- ওড়িশা
6. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবথেকে বেশি ?
[A] লাক্ষাদ্বীপ
[B] দমন ও দিউ
[C] মিজোরাম
[D] কোনোটিই নয়
উত্তর :- লাক্ষাদ্বীপ
7. নিম্নোক্ত কোন বাজারে excess capacity লক্ষ্য করা যায় ?
[A] পূর্ণ প্রতিযোগিতা
[B] একচেটিয়া বাজার
[C] মনোপলিস্টিক প্রতিযোগিতা
[D] অলিগোপোলি
উত্তর :- মনোপলিস্টিক প্রতিযোগিতা
8. দেশের অধিকাংশ নাগরিক কাজ করে ?
[A] পরিসেবা ক্ষেত্রে
[B] শিল্পক্ষেত্রে
[C] প্রাথমিক ক্ষেত্রে
[D] কোনোটিই নয়
উত্তর :- প্রাথমিক ক্ষেত্রে
9. 'ছদ্ম বেকারত্ব' বলতে বোঝায় ?
[A] যাদের কোনো কাজ নেই
[B] প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা
[C] মহিলা বেকারদের সংখ্যা
[D] ৬০ বছর বয়সের ঊর্ধ্বে বেকার
উত্তর :- প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা
10. নিচের কোনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য নয় ?
[A] জনসংখ্যা বৃদ্ধি
[B] শিল্পক্ষেত্রের উন্নয়নের হার বৃদ্ধি
[C] কর্মক্ষেত্র সৃষ্টি
[D] স্বনির্ভরতা
উত্তর :- জনসংখ্যা বৃদ্ধি
11. সরকারি ব্যয়ের কোন উপাদানটি দ্রুত হারে বাড়ছে ?
[A] প্রতিরক্ষা
[B] সুদপ্রদান
[C] ভর্তুকি
[D] প্রাকৃতিক বিপর্যয়
উত্তর :- ভর্তুকি
12. ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের শতকরা হার কম ?
[A] কেরল
[B] মহারাষ্ট্র
[C] পাঞ্জাব
[D] গুজরাট
উত্তর :- পাঞ্জাব
13. প্রধানমন্ত্রী নিজের কোনটি চেয়ারম্যান ?
[A] পরিকল্পনা কমিশন
[B] সংখ্যালঘু কমিটি
[C] অর্থ কমিশন
[D] এদের কোনো কোনটাই নয়
উত্তর :- পরিকল্পনা কমিশন
14. ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক ও কার অংশ ?
[A] কমার্শিয়াল ব্যাংক
[B] ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেট ব্যাংক অফ ইন্ডিয়া
[C] ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া
[D] কো-অপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার
উত্তর :- কো-অপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার
15. উপনিবেশিক যুগে ব্রিটিশ রাজধানী প্রাথমিক অর্থ বিনিয়োগ করেছিলেন কোন ক্ষেত্রে ?
[A] পরিকাঠামো
[B] কৃষিকাজ
[C] শিল্প
[D] কুটির শিল্প
উত্তর :- পরিকাঠামো
16. অর্থনৈতিক পরিকল্পনার পেছনে প্রকৃত যুক্তি কি ?
[A] পুঁজিবাদ অপেক্ষা সাম্রাজ্যবাদ উৎকৃষ্টতর
[B] মানব চরিত্র স্বার্থপর
[C] বাজার এবং দ্রব্যমূল্য পদ্ধতি একা মানুষের উন্নতি ঘটাতে পারেনা
[D] বেসরকারি সংস্থা উৎকৃষ্টতম
উত্তর :- বাজার এবং দ্রব্যমূল্য পদ্ধতি একা মানুষের উন্নতি ঘটাতে পারেনা
17. রঙ্গরাজন কমিটি স্থাপিত হয় কোন উদ্দেশ্যে ?
[A] রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ
[B] ঘাটতি ব্যয়
[C] টাকার অবমূল্যায়ন
[D] অসংগঠিত ক্ষেত্রের সংস্কার
উত্তর :- রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ
18. ইম্পেরিয়াল ব্যাংক ভারতে প্রতিষ্ঠা হয়েছিল ?
[A] ১৯১১
[B] ১৯২১
[C] ১৯৩৭
[D] ১৯৫২
উত্তর :- ১৯২১
19. দান কর বা Gift Tax ভারতীয় অর্থ ব্যবস্থায় কত সালে শুরু হয়েছিল ?
[A] ১৯৫৮
[B] ১৯৫৯
[C] ১৯৬০
[D] ১৯৬১
উত্তর :- ১৯৫৮
20. প্রথম রপ্তানি বৃদ্ধিকারী অঞ্চল বা Export promosion Zone বেসরকারিভাবে কোথায় গড়ে উঠেছিল ?
[A] কান্ডালা
[B] বিশাখাপত্তনম
[C] সুরাট
[D] হলদিয়া
উত্তর :- সুরাট
21. ভারতের প্রথম কেমিক্যাল বন্দর হল ?
[A] গোপালপুর
[B] দাহেজ
[C] পারাদ্বীপ
[D] মোছলীপত্তনম
উত্তর :- দাহেজ
22. মুম্বাই শেয়ার বাজার এর নতুন শেয়ার মূল্য সূচক হল ?
[A] UREX
[B] SENSEX
[C] FOREX
[D] DOLEX
উত্তর :- DOLEX
23. বর্তমানে জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস হল ?
[A] কৃষিক্ষেত্র
[B] শিল্পক্ষেত্র
[C] পরিষেবা ক্ষেত্র
[D] রপ্তানি ক্ষেত্র
উত্তর :- পরিষেবা ক্ষেত্র
24. ইকোমার্ক এর সাথে সম্পর্কযুক্ত ?
[A] রপ্তানি দ্রব্য
[B] আমদানি দ্রব্য
[C] উত্তম গুনসম্পন্ন
[D] পরিবেশের পক্ষে নিরাপদ
উত্তর :- পরিবেশের পক্ষে নিরাপদ
25. নাবার্ড গড়ে উঠেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ?
[A] চতুর্থ
[B] পঞ্চম
[C] ষষ্ঠ
[D] অষ্টম
উত্তর :- ষষ্ঠ
আরো পড়ুন :
No comments:
Post a Comment