Breaking

Thursday, February 15, 2024

History MCQ In Bengali Part - 03

 History MCQ In Bengali Part - 03

History MCQ In Bengali Part - 03
 History MCQ In Bengali Part - 03


বন্ধুরা

আজ তোমাদের সাথে শেয়ার করছি ইতিহাস MCQ প্রশ্ন উত্তর যেটিতে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM-এ ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে।


ইতিহাস MCQ কুইজ পর্ব - 03 


1. মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি ? 

[A] বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়  

[B] কলকাতা বিশ্ববিদ্যালয়                 

[C] জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়

[D] বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

উত্তর :- কলকাতা বিশ্ববিদ্যালয়


2. শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে স্থাপিত হয়েছিল ? 

[A] ১৮৫৬  

[B] ১৮৫৫                

[C] ১৮৬১

[D] ১৮৬২

উত্তর :- ১৮৫৬


3. ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ? 

[A] ১৮৭০  

[B] ১৮৮০                

[C] ১৮৭৬

[D] ১৮৮২

উত্তর :- ১৮৭৬


4. ভারত সভা কে প্রতিষ্ঠিত করেন ? 

[A] স্বামী বিবেকানন্দ 

[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর                 

[C] রাজা রামমোহন রায়

[D] রামতনু লাহিড়ী

উত্তর :- স্বামী বিবেকানন্দ


5. কত খ্রিস্টাব্দে আলীগড় অ্যাংলো মহামেডান ওরিয়েন্টাল কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয় ? 

[A] ১৯২০  

[B] ১৯২৫                 

[C] ১৯২৪

[D] ১৯২৭

উত্তর :- ১৯২৭


6. বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় ? 

[A] ১৮৫৫  

[B] ১৮৫৬                 

[C] ১৮৫৭

[D] ১৮৫৮

উত্তর :- ১৮৫৬


7. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? 

[A] অক্ষয় কুমার বড়াল  

[B] দেবেন্দ্রনাথ ঠাকুর                 

[C] অক্ষয় কুমার দত্ত

[D] অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তর :- অক্ষয় কুমার দত্ত


8. প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি
[A] সংবাদ প্রভাকর  
[B] আনন্দবাজার                
[C] হিন্দু পেট্রিয়ট
[D] সঞ্জীবনী
উত্তর :- সংবাদ প্রভাকর

9. পুনা সর্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয় ? 
[A] ১৮৮২   
[B] ১৮৮৭              
[C] ১৮৮৫
[D] ১৮৮৩
উত্তর :- ১৮৮৭

10. সাইন্টিফিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? 
[A] ১৮৮০ 
[B] ১৮৭২                 
[C] ১৮৬৫
[D] ১৮৫৬
উত্তর :- ১৮৬৫

11. কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন ? 
[A] ১৮৯০  
[B] ১৮৯১                 
[C] ১৮৯২
[D] ১৮৯৩
উত্তর :- ১৮৯৩

12. অস্ত্র আইন কবে ভারতে প্রবর্তিত হয় ? 
[A] ১৮৭০  
[B] ১৮৭৮                 
[C] ১৮৮০
[D] ১৮৬০
উত্তর :- ১৮৭৮

13. কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রোধ হয় ? 
[A] বিদ্যাসাগর 
[B] রামমোহন রায়                 
[C] বিবেকানন্দ
[D] শ্রীরামকৃষ্ণ
উত্তর :- রামমোহন রায়

14. বেদের যুগে ফিরে যাওয়ার আহ্বান কে জানান ? 
[A] স্বামী দয়ানন্দ সরস্বতী  
[B] স্বামীর স্বরূপাপ্নন্দ                 
[C] বিবেকানন্দ
[D] শ্রীরামকৃষ্ণ
উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী

15. কে কেশবচন্দ্র সেনকে 'ব্রহ্মনন্দ' উপাধি দেন? 
[A] অবনীন্দ্রনাথ ঠাকুর  
[B] দেবেন্দ্রনাথ ঠাকুর                 
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] অরবিন্দ ঘোষ
উত্তর :- দেবেন্দ্রনাথ ঠাকুর

16. কত খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত বারাণসীতে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ? 
[A] ১৮৯৫ 
[B] ১৮৯২                 
[C] ১৮৯৯
[D] ১৮৯৮
উত্তর :- ১৮৯৮

17. কে বলেছিলেন 'ঈশ্বরচন্দ্রের হৃদয়বত্তা বাঙালি জননীর মতে' ? 
[A] রবীন্দ্রনাথ ঠাকুর 
[B] রাজা রামমোহন রায়                 
[C] মাইকেল মধুসূদন দত্ত
[D] অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- মাইকেল মধুসূদন দত্ত

18. কাকে মুসলিম সমাজের 'রামমোহন' বলা হয় ? 

[A] সৈয়দ আহমেদ খান

[B] সৈয়দ মুজতবা আলী                 

[C] মৌলানা আবুল কালাম আজাদ

[D] মৌলানা মহাম্মদ আলী

উত্তর :- সৈয়দ আহমেদ খান


19. বালগঙ্গাধর তিলক কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? 

[A] বন্দেমাতরম  

[B] কেশরী                

[C] ইন্দুকুশ 

[D] ভারতমাতা

উত্তর :- কেশরী


20. বিপিনচন্দ্র পাল কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? 

[A] নিউ ইন্ডিয়া  

[B] ইয়ং ইন্ডিয়া                

[C] সন্ধ্যা

[D] যুগান্তর

উত্তর :- ইন্ডিয়া


21. অরবিন্দ ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? 

[A] বন্দেমাতরম  

[B] যুগান্তর                

[C] ইন্দুপ্রকাশ

[D] হিন্দু পেট্রিয়ট

উত্তর :- বন্দেমাতরম


22. লালা লাজপত রায় ছিলেন একজন ? 

[A] প্রার্থনা সমাজি  

[B] আর্য সামাজি                 

[C] আর্য বান্ধব 

[D] বাল সামাজি

উত্তর :- আর্য সামাজি   


23. কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতির নাম কি ? 

[A] অনুশীলন সমিতি 

[B] যুগান্তর দল                 

[C] সুহৃদ সমিতি

[D] মুক্তি সংঘ

উত্তর :- অনুশীলন সমিতি


24. চরমপন্থী দলের তাত্ত্বিক নেতা কে ছিলেন ? 

[A] অরবিন্দ ঘোষ  

[B] বাল গঙ্গাধর তিলক                

[C] লালালাজপত রায়

[D] বিপিনচন্দ্র পাল

উত্তর :- অরবিন্দ ঘোষ


25. আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন ? 

[A] ক্ষুদিরাম বোস  

[B] প্রফুল্ল চাকী                 

[C] বারিন্দ্র কুমার ঘোষ

[D] অরবিন্দ ঘোষ

উত্তর :- অরবিন্দ ঘোষ


আরো পড়ুন :

📕 History MCQ In Bengali Part - 02

No comments:

Post a Comment