Breaking

Tuesday, April 9, 2024

Physical Science MCQ Question And Answer In Bengali Part-05

Physical Science MCQ Question And Answer In Bengali Part-05
Physical Science MCQ Question And Answer In Bengali Part-05


প্রিয় বন্ধুরা, 

আজ তোমাদের সাথে শেয়ার করছি ৫০টি ভৌতবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পর্ব-০৫ যেটিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তরের রয়েছে। সুতরাং MCQ গুলি বিনামূল্যে সংগ্রহ করে নিজের ভৌত বিজ্ঞানের জ্ঞানকে সমৃদ্ধ করুন।

 ভৌতবিজ্ঞান MCQ

১.ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ-

[ক] পরিষ্কার আবহাওয়া

[খ] ঝড়

[গ] প্রচণ্ড বৃষ্টিপাত

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [খ] ঝড়


২.জলকে ০° থেকে 10° আয়তন- সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে জলের আয়তন -

[ক] ধীরে ধীরে বাড়ে

[খ] ধীরে ধীরে কমে

[গ] প্রথমে বাড়ে তারপর কমে

[ঘ] প্রথমে কমে তারপর বাড়ে

উত্তর:- [ঘ] প্রথমে কমে তারপর বাড়ে


৩.নীচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?

[ক] জল

[খ] ইথার

[গ] বেঞ্জিন

[ঘ] পারদ

উত্তর:- [ঘ] পারদ


৪.লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলে-

[ক] Galvanization

[খ] Electroplating

[গ] lonization

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [ক] Galvanization


৫.মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না কারণ-

[ক] নিম্নচাপের জন্য

[খ] নিম্ন আর্দ্রতার জন্য

[গ] বায়ুর উচ্চ গতিবেগের জন্য

[ঘ] নিম্ন আর্দ্রতার জন্য

উত্তর:- [খ] নিম্ন আর্দ্রতার জন্য


৬.একটি 'স্প্রেয়ার' (Sprayer) কোন্ নীতির উপর কাজ করে?

[ক] নিউটন

[খ] আর্কিমিডিস

[গ] বয়েল

[ঘ] বাগৌলী

উত্তর:- [ঘ] বাগৌলী


৭.যদি পৃথিবীর ব্যাস ও ভর বর্তমান মানের দ্বিগুণ হত তবে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে?

[ক] অপরিবর্তিত থাকবে

[খ] ভাগ হবে

[গ] দ্বিগুণ হবে

[ঘ] অর্ধেক হবে

উত্তর:- [ঘ] অর্ধেক হবে


৮.প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ হল-

[ক] চাপের পার্থক্য

[খ] কৈশিকতা

[গ] তেলের নিম্ন সান্দ্রতা

[ঘ] অভিকর্ষজ বল

উত্তর:- [খ] কৈশিকতা


৯.জলের ঘনত্ব সর্বাধিক হয়-

[ক] 0°C উয়তায়

[খ] সাধারণ উয়তায়

[গ] 4°C উন্নতায়

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [গ] 4°C উন্নতায়


১০.ওজোন স্তর (Ozone layer) অবস্থিত-

[ক] আয়োনোস্ফিয়ার-এ

[খ] মেসোস্ফিয়ার-এ

[গ] ট্রোপোস্ফিয়ার-এ

[ঘ] স্ট্র্যাটোস্ফিয়ার-এ

উত্তর:- [ঘ] স্ট্র্যাটোস্ফিয়ার-এ


১১.একটি পিং পং বলকে বায়ুর মধ্যে একটি জলস্তম্ভের উপরে রেখে দিলে এর সাম্যবস্তাটি হবে-

[ক] অস্থির

[খ] সুস্থির

[গ] অনির্দিষ্ট

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [খ] সুস্থির


১২.আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

[ক] সিরিয়াস

[খ] আলফা সেন্টাউরি

[গ] প্রক্সিমা সেন্টাউরি

[ঘ] ভেনাস

উত্তর:- [ক] সিরিয়াস


১৩.ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন?

[ক] ল্যাভয়সিয়র

[খ] প্রিস্টলে

[গ] আইনস্টাইন

[ঘ] নিউটন

উত্তর:- [ক] ল্যাভয়সিয়র


১৪.একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে?

[ক] 100% 

[খ] 80% 

[গ] 50% 

[ঘ] 0%

উত্তর:- [ঘ] 0%


১৫.Wood's metal-এ নিম্নোক্ত কোন্ ধাতুটি থাকে না?

[ক] সিসা

[খ] তামা

[গ] টিন

[ঘ] বিসমাথ

উত্তর:- [খ] তামা


১৬.অ্যালকালি ধাতুগুলি কোন্ ব্লকে রয়েছে?

[ক] d

[খ] s

[গ] p

[ঘ] f

উত্তর:- [খ] s


১৭.কে প্রথম বলেন- 'পৃথিবী নিজেই একটি চুম্বক'?

[ক] ওয়েবার গিলবার্ট 

[খ] গিলবার্ট

[গ] নরম্যান

[ঘ] প্লেটো

উত্তর:- [খ] গিলবার্ট


১৮.কোনও বস্তুকণার মুক্তিবেগের মান কত?

[ক] 9.2 কিলোমিটার/সেকেন্ড

[খ] 10.2 কিলোমিটার/সেকেন্ড

[গ] 11.2 কিলোমিটার/সেকেন্ড

[ঘ] 12.2 কিলোমিটার/সেকেন্ড

উত্তর:- [গ] 11.2 কিলোমিটার/সেকেন্ড


১৯.নীচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

[ক] জল ফোটানো

[খ] সালফারের গলন

[গ] লোহার মরিচা

[ঘ] এদের কোনওটিই নয়

উত্তর:- [গ] লোহার মরিচা


২০.কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি?

[ক] কোক

[খ] গ্রাফাইট

[গ] হীরক

[ঘ] এদের কোনওটিই নয়

উত্তর:- [গ] হীরক


২১.নীচের কোনটি সঠিকভাবে যুক্ত নয়?

[ক] কম্পাঙ্ক: হার্জ

[খ] চাপ-পাসক্যাল

[গ] তড়িৎ রোধ (রেসিস্টেন্স) ভোল্ট

[ঘ] এদের কোনওটিই নয়

উত্তর:- [গ] তড়িৎ রোধ (রেসিস্টেন্স) ভোল্ট


২২.নীচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি?

[ক] 50-L

[খ] 100-C

[গ] 500-E

[ঘ] 1000-M

উত্তর:- [গ] 500-E


২৩.দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মাধ্যাকর্ষণ শক্তি হবে-

[ক] দ্বিগুণ

[খ] চারগুণ

[গ] ১/৪ ভাগ

[ঘ] ১/২ ভাগ

উত্তর:- [গ] ১/৪ ভাগ


২৪.উড়োজাহাজের উত্থান কোন্ নীতির উপর নির্ভর করে?

[ক] বারনৌলির নীতি

[খ] পাস্কালের নীতি

[গ] আর্কিমিডিসের নীতি

[ঘ] বয়েলের সূত্র

উত্তর:- [ক] বারনৌলির নীতি


২৫.অ্যালুমিনিয়ামের একটি আকরিক হল-

[ক] বক্সাইট

[খ] হেমাটাইট

[গ] ডলোমাইট

[ঘ] ম্যাগনেটাইট

উত্তর:- [ক] বক্সাইট


২৬.ব্যারোমিটার আবিষ্কার করেন-

[ক] টরিসেলি

[খ] ফ্যারাডে

[গ] টমসন

[ঘ] জন নেপিয়ার

উত্তর:- [ক] টরিসেলি


২৭.স্পেয়ার কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে?

[ক] বয়েল

[খ] বাণৌলী

[গ] নিউটন

[ঘ] আর্কিমিডিস

উত্তর:- [খ] বাণৌলী


২৮.রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলে-

[ক] কনডেনসেশন

[খ] পলিমারাইজেশন

[গ] ভালকানাইজেশন

[ঘ] হাইড্রোজিনেশন

উত্তর:- [গ] ভালকানাইজেশন


২৯.'Cupellation' পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনেব সঙ্গে জড়িত?

[ক] সিসা

[খ] টিন

[গ] তামা

[ঘ] রূপো 

উত্তর:- [ঘ] রূপো


৩০.পিতলের উপাদান হল-

[ক] তামা ও দস্তা

[খ] তামা ও টিন

[গ] দস্তা ও টিন

[ঘ] দস্তা ও রূপো

উত্তর:- [ক] তামা ও দস্তা


৩১.একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়?

[ক] নিরক্ষরেখায়

[খ] মেরুতে

[গ] পাহাড়ের চূড়ায়

[ঘ] খনির মধ্যে

উত্তর:- [খ] মেরুতে


৩২.নীচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়?

[ক] বক্সাইট

[খ] ডলোমাইট

[গ] ক্রায়োলাইট

[ঘ] কেলসপার

উত্তর:- [খ] ডলোমাইট


৩৩.প্রেসারে দ্রুত রান্না হয়, কারণ তা

[ক] স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে

[খ] স্ফুটনাঙ্ক হ্রাস করে

[গ] গলনাঙ্ক বৃদ্ধি করে

[ঘ] গলনাঙ্ক হ্রাস করে

উত্তর:- [ক] স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে


৩৪.নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখতে। পাওয়া যায়?

[ক] টিন

[খ] দস্তা

[গ] লোহা

[ঘ] ফ্রান্সিয়াম

উত্তর:- [ক] টিন


৩৫.হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কী?

[ক] হাইড্রোজেন

[খ] কার্বন

[গ] হিলিয়াম

[ঘ] অক্সিজেন

উত্তর:- [ঘ] অক্সিজেন


৩৬.নিম্নোক্ত কোন্টি একটি ধাতুকল্পের উদাহরণ নয়?

[ক] দস্তা

[খ] টিন

[গ] অ্যান্টিমনি

[ঘ] আর্সেনিক

উত্তর:- [ক] দস্তা


৩৭.গানমেটালে কোন্ ধাতুটি থাকে না?

[ক] ক্রোমিয়াম

[খ] তামা

[গ] জিঙ্ক

[ঘ] টিন

উত্তর:- [ক] ক্রোমিয়াম


৩৮.সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপো যোগ করা হয় সোনাকে ------- করার জন্য।

[ক] প্রসারণীয়

[খ] চকচকে

[গ] কঠিন

[ঘ] নমনীয়

উত্তর:- [গ] কঠিন


৩৯.'টাইটান' হচ্ছে-

[ক] শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র

[খ] একটি যাত্রীবাহী প্রমোদ তরী

[গ] একটি প্রাচীন শহর

[ঘ] ধাতব পদার্থ

উত্তর:- [ক] শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র


৪০.কোনও তরলের পৃষ্ঠটান পরিমাপের S.I. একক কী?

[ক] নিউটন/বর্গমিটার

[খ] কিলোগ্রাম/বর্গমিটার

[গ] ডাইন / বর্গমিটার

[ঘ] নিউটন / মিটার

উত্তর:- [ঘ] নিউটন / মিটার


৪১.যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে বলে-

[ক] ক্যালসিনেশন

[খ] বিগলন

[গ] জারন

[ঘ] হাইড্রোজিনেসন

উত্তর:- [ক] ক্যালসিনেশন


৪২.যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলে-

[ক] ফ্যাদোমিটার

[খ] হাইগ্রোমিটার

[গ] হাইড্রোমিটার

[ঘ] টেনসিমিটার

উত্তর:- [খ] হাইগ্রোমিটার


৪৩.নীচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে? 

[ক] নিয়ন

[খ] আর্গন

[গ] ক্রিপটন

[ঘ] বোরন

উত্তর:- [ঘ] বোরন


৪৪.নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন্টি সর্বাপেক্ষা হালকা?

[ক] লিথিয়াম

[খ] অ্যালুমিনিয়াম 

[গ] বোরণ

[ঘ] সিলিকন

উত্তর:-[ক] লিথিয়াম


৪৫.অ্যামালগাম হল এর অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ-

[ক] তামা

[খ] পারদ

[গ] সোনা

[ঘ] রুপো

উত্তর:- [খ] পারদ


৪৬.কোনটি সঙ্কর ধাতু?

[ক] সোনা

[খ] জিঙ্ক

[গ] টিন

[ঘ] ব্রোঞ্জ

উত্তর:- [ঘ] ব্রোঞ্জ


৪৭.ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোনটি?

[ক] কার্নালাইট

[খ] গিবসাইট 

[গ] ডায়াস্পোর

[ঘ]অ্যালুনাইট

উত্তর:- [ক] কার্নালাইট


৪৮.মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হল-

[ক] হাইড্রোজেন

[খ] হিলিয়াম

[গ] নিয়ন

[ঘ] অক্সিজেন

উত্তর:- [ক] হাইড্রোজেন


৪৯.ভূ-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান-

[ক] কমে যায়

[খ] বেড়ে যায়

[গ] একই থাকে

[ঘ] কোনওটিই নয়

উত্তর:- [ক] কমে যায়


৫০.কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন?

[ক] পি ভার্নিয়ার

[খ] জন নেপিয়ার

[গ] ওয়াটসন

[ঘ] মঁয়সা

উত্তর:- [ঘ] মঁয়সা

No comments:

Post a Comment