Breaking

Thursday, April 11, 2024

History MCQ Question And Answer In Bengali Part-08

 History MCQ Question And Answer In Bengali Part-08

History MCQ Question And Answer In Bengali Part-08


বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি ইতিহাস MCQ প্রশ্ন উত্তর যেটিতে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM- ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে।

ইতিহাস MCQ প্রশ্নোত্তর  পর্ব - 08

১.'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা কে?

[ক] প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

[খ] রাজা রামমোহন রায়

[গ] চিত্তরঞ্জন দাশ

[ঘ] মতিলাল নেহরু

উত্তর:- [খ] রাজা রামমোহন রায়


২.অজন্তা গুহাচিত্রগুলি কোন্ সময়কার?

[ক] পাল বংশ

[খ] মৌর্য বংশ

[গ] রাষ্ট্রকুট বংশ

[ঘ] গুপ্ত বংশ

উত্তর:- [খ] মৌর্য বংশ


৩.কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন?

[ক] ক্ষুদিরাম বসু

[খ] পুলিন বিহারী দাস

[গ] কেশবচন্দ্র সেন

[ঘ] বারীন্দ্র কুমার ঘোষ

উত্তর:- [খ] পুলিন বিহারী দাস


৪.'ভারতের নেপোলিয়ন' কাকে বলা হত?

[ক] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[খ] প্রথম চন্দ্রগুপ্ত

[গ] স্কন্দগুপ্ত

[ঘ] সমুদ্রগুপ্ত

উত্তর:- [ঘ] সমুদ্রগুপ্ত


৫.বাংলায় প্রথম মুদ্রণখানা (Printing Press) কোথায় স্থাপিত হয়েছিল? 

[ক] হুগলি

[খ] কলকাতা

[গ] বারাসাত

[ঘ] বাঁকুড়া

উত্তর:- [খ] কলকাতা


৬.একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন, তাঁর নাম-

[ক] জাহানারা

[খ] নূর জাহান

[গ] মমতাজ মহল

[ঘ] রাজিয়া সুলতানা

উত্তর:- [ঘ] রাজিয়া সুলতানা


৭.কে 'শের এ পাঞ্জাব' নামে পরিচিত ছিলেন?

[ক] ভগত সিং

[খ] লালা লাজপত রায়

[গ] জয় প্রকাশ নারায়ণ

[ঘ] রাম মনোহর লোহিয়া

উত্তর:- [খ] লালা লাজপত রায়


৮."তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো"- স্লোগানটি কার?

[ক] বালগঙ্গাধর তিলক

[খ] নেতাজি সুভাষচন্দ্র বসু

[গ] রাসবিহারী বোস

[ঘ] জওহরলাল নেহরু

উত্তর:- [খ] নেতাজি সুভাষচন্দ্র বসু


৯.বৃদ্ধ কোন ভাষায় তাঁর ধর্ম প্রচার করতেন?

[ক] উর্দু

[খ] পালি

[গ] প্রাকৃত

[ঘ] তুর্কি

উত্তর:- [খ] পালি


১০.তহকিক্-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে?

[ক] আবুল ফজল

[খ] আমির খসরু

[গ] অলবিরুণী

[ঘ] কবির

উত্তর:- [গ] অলবিরুণী


১১.মধ্যযুগে ভারতবর্ষে কোন্ সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন?

[ক] জাহাঙ্গির

[খ] আকবর

[গ] ঔরঙ্গজেব

[ঘ] বাবর

উত্তর:- [ঘ] বাবর


১২.পলাশি যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

[ক] চেঙ্গীজ খাঁ

[খ] মীরজাফর

[গ] সিরাজ-উদদৌলা

[ঘ] মীরজুমলা

উত্তর:- [গ] সিরাজ-উদদৌলা


১৩.মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা ছিলেন-

[ক] বালাজি বাজিরাও

[খ] ছত্রপতি শাহজি

[গ] শিবাজি

[ঘ] বালাজি বিশ্বনাথ

উত্তর:- [গ] শিবাজি


১৪.ভত্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন?

[ক] নামদেব 

[খ] নরহরি 

[গ] কবির 

[ঘ] রামানুজ

উত্তর:- [ঘ] রামানুজ


১৫.পল্লবদের রাজধানী কোথায় ছিল?

[ক] কাঞ্চিপুরম 

[খ] বাদামি 

[গ] বাতাসি 

[ঘ] মহাবলীপুরম

উত্তর:- [ক] কাঞ্চিপুরম


১৬.বুদ্ধচরিতের রচয়িতা কে?

[ক] কালিদাস

[খ] কবির

[গ] অশ্বঘোষ

[ঘ] আর্যভট্ট

উত্তর:- [গ] অশ্বঘোষ


১৭.পুরাণের সংখ্যা ক'টি?

[ক] 12 টি

[খ] 18 টি

[গ] 10 টি

[ঘ] 16 টি

উত্তর:- [খ] 18 টি


১৮.জালিয়ানওয়ালাবাগের হত্যকাণ্ড ঘটেছিল-

[ক] 28 July, 1914

[খ] 24 July, 1935

[গ] 16 October, 1905

[ঘ] 13 April, 1919

উত্তর:- [ঘ] 13 April, 1919


১৯.বীরবলের আসল নাম কী ছিল?

[ক] মহেশ দাস

[খ] শ্যাম দাস

[গ] ভগবান দাস

[ঘ] রাম দাস

উত্তর:- [ক] মহেশ দাস


২০.1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন?

[ক] দ্বিতীয় বাজিরাও

[খ] মাধবরাও

[গ] প্রথম বাজিরাও

[ঘ] বালাজি বাজিরাও

উত্তর:- [খ] মাধবরাও


২১.কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তাঁর উপাধি 'দেবনামপিয়া' দিয়ে নয়?

[ক] মহাস্থান

[খ] তক্ষশীলা

[গ] বাহাপুর

[ঘ] মাস্তি

উত্তর:- [ক] মহাস্থান


২২.বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন-

[ক] যতি ঘোষ

[খ] রাসবিহারী বোস

[গ] বিনয় কুমার বোস

[ঘ] প্রফুল্ল চাকি

উত্তর:- [ঘ] প্রফুল্ল চাকি


২৩.জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিম্নের কোনটির জন্য হয়েছিল? 

[ক] ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

[খ] অস্ত্র আইন

[গ] রাউলাট অ্যাক্ট

[ঘ] জন নিরাপত্তা আইন

উত্তর:- [গ] রাউলাট অ্যাক্ট


২৪.নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধসংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন?

[ক] শুশুত

[খ] চরক

[গ] নাগার্জুন

[ঘ] শৌনক

উত্তর:- [খ] চরক


২৫.নিম্নের কোন্ ব্যক্তি 'দীন-ই-ইলাহী'র সদস্য ছিলেন?

[ক] টোডরমল

[খ] রাজা মানসিং

[গ] রাজ্য বীরবল

[ঘ] তানসেন

উত্তর:- [গ] রাজ্য বীরবল


২৬.হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন-

[ক] ইয়ং বেঙ্গল মুভমেন্ট-এর সাথে

[খ] ভারতের জাতীয় কংগ্রেস-এর সাথে

[গ] এশিয়াটিক সোসাইটি-এর সাথে

[ঘ] থিওসোফিক্যাল সোসাইটি-এর সাথে

উত্তর:- [ক] ইয়ং বেঙ্গল মুভমেন্ট-এর সাথে


২৭.1930 সালে মুসলিম লিগের সভাপতি কে ছিলেন?

[ক] মহম্মদ ইকবাল

[খ] সৈয়দ আহমেদ খাঁন

[গ] মহম্মদ আলি জিন্না

[ঘ] সওকত আলি

উত্তর:- [ক] মহম্মদ ইকবাল


২৮.কত সালে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল?

[ক] 1922 

[খ] 1923 

[গ] 1920

[ঘ] 1921

উত্তর:- [গ] 1920


২৯.ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত জনপদ কোনটি?

[ক] কোশল

[খ] মগধ 

[গ] অস্মক

[ঘ] গান্ধার

উত্তর;- [গ] অস্মক


৩০.কাকোরি ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি দেওয়া হয়েছিল?

[ক] চিত্তরঞ্জন দাশ এবং বাসুদেব বলবন্ত ফাড়কে

[খ] কৃষ্ণজি গোপাল এবং বাঘা যতিন

[গ] রামপ্রসাদ বিসমিল এবং আসফাকুল্লা খান

[ঘ] ক্ষুদিরাম বোস এবং চন্দ্রশেখর আজাদ

উত্তর:- [গ] রামপ্রসাদ বিসমিল এবং আসফাকুল্লা খান


৩১.অশোকের শিলালিপি কোন্ ধরনের শিলালেখ? 

[ক] গ্রন্থ 

[খ] ব্রাহ্মি

[গ] কাদম্ব

[ঘ] সারদা

উত্তর:- [ক] গ্রন্থ


৩২.রাষ্ট্রকূট সাম্রাজ্যের কোন্ সম্রাট, বাদামির চালুক্য বংশকে পরাজিত করেছিল?

[ক] দস্তিদূর্গ

[খ] হরিহর-1

[গ] উত্তম

[ঘ] বিন্দুসার

উত্তর:- [ঘ] বিন্দুসার


৩৩.কোন মারাঠা সৈন্য, মুখল সৈন্যদের বিরুৎে লড়াই করতে। গিয়ে সিনহাগড় দূর্গে প্রাণ ত্যাগ করেছিলেন?

[ক] চিমাজি আল্লা

[খ] বাজ প্রভু দেশপান্ডে

[গ] তানাজি মালুসারে

[ঘ] বাজি পাসালকার

উত্তর:- [গ] তানাজি মালুসারে


৩৪.তেলের সাহিত্য 'আমুক্তমাল্যদা'-এর লেখক কে?

[ক] হরিহর

[খ] দৈবার্য

[গ] কৃষ্ণদৈবার্য

[ঘ] বুক্কা

উত্তর:- [খ] দৈবার্য


৩৫.দিল্লির কোন সুলতান "অতিরিক্ত বল প্রয়োগের নীতি" গ্রহণ করেছিলেন?

[ক] আলাউদ্দিন খলজি

[খ] গিয়াসউদ্দিন তুঘলক

[গ] বলবন

[ঘ] ইলতুৎমিস

উত্তর:- [গ] বলবন


৩৬.শেরশাহের কৃতিত্ব নিহিত রয়েছে তাঁর-

[ক] ধর্ম নিরপেক্ষতায়

[খ] হুমায়ুনের বিরুদ্ধে জয়ে

[গ] সর্বশান্তিময় রাষ্ট্র নেতা হিসাবে

[ঘ] শাসনতান্ত্রিক সংস্কারে

উত্তর:- [ঘ] শাসনতান্ত্রিক সংস্কারে


৩৭.ঔপনিবেসিক ভারতবর্ষে বিধবা মহিলাদের জন্য বিদ্যালয় "সারদা সদন" কে প্রতিষ্ঠা করেন?

[ক] মহাদেব গোবিন্দ রানাডে

[খ] সরোজিনী নাইডু

[গ] দয়ানন্দ সরস্বতী

[ঘ] পন্ডিত রমাবাঈ

উত্তর:- [ঘ] পন্ডিত রমাবাঈ


৩৮.ইতিহাসে কোন্ ব্যক্তিত্ব্য লৌহ মানব নামে পরিচিত?

[ক] সর্দার বল্লভ ভাই প্যাটেল

[খ] ভিত্তাল ভাই প্যাটেল

[গ] বাল গঙ্গাধর তিলক

[ঘ] বিপিন চন্দ্র পাল

উত্তর:- [ক] সর্দার বল্লভ ভাই প্যাটেল


৩৯.মহাবীরের প্রথম শিষ্য ছিলেন-

[ক] ভদ্রবাহ

[খ] স্থূলভদ্র

[গ] চার্বাক

[ঘ] জামালি

উত্তর:- [ঘ] জামালি


৪০.'নাট্যশাস্ত্র'-এর রচয়িতা হলেন

[ক] ভরত মুনি

[খ] নারদ মুনি

[গ] জন্ডু মুনি

[ঘ] ব্যাস মুনি

উত্তর:- [ক] ভরত মুনি


৪১.বর্ধমান মহাবীর কী নামে পরিচিত ছিলেন?

[ক] জেনা

[খ] মহান শিক্ষক

[গ] মহান ধর্ম প্রচারক

[ঘ] জৈন

উত্তর:- [ক] জেনা


৪২.মহেঞ্জোদাড়ো অবস্থিত___জেলায়।

[ক] Larkana

[খ] Montgomery

[গ] Sind

[ঘ] Udhampur

উত্তর:- [ক] Larkana


৪৩.তানসেন কোন্ সুলতানের সভায় সঙ্গীতজ্ঞ ছিলেন?

[ক] Babar

[খ] Akbar

[গ] Humayun

[ঘ] Jahangir

উত্তর:- [খ] Akbar


৪৪.স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

[ক] Lord Hardinge

[খ] Robert Clive

[গ] William Bentinck

[ঘ] Lord Dalhousie

উত্তর:- [ঘ] Lord Dalhousie


৪৫.1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন-

[ক] সেবাগ্রামে

[খ] ডান্ডিতে

[গ] সবরমতিতে

[ঘ] ওয়ার্ণাতে

উত্তর:- [গ] সবরমতিতে


৪৬.বারদলী সত্যাগ্রহ (1928)-র নেতা-

[ক] সর্দার বল্লভভাই প্যাটেল

[খ] মহাত্মা গান্দী

[গ] বল্লভভাই জে প্যাটেল

[ঘ] মহাদেব দেশাই

উত্তর:- [ক] সর্দার বল্লভভাই প্যাটেল


৪৭.১৯৪৩ সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) আত্মপ্রকাশ করে-

[ক] জাপানে

[খ] বার্মায়

[গ] সিঙ্গাপুরে

[ঘ] মালহে 

উত্তর:- [গ] সিঙ্গাপুরে


৪৮.কোন্ লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল?

[ক] ব্রাহ্মী

[খ] পালি

[গ] মাগধী

[ঘ] দেবনাগরী

উত্তর:- [গ] মাগধী


৪৯.দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মত টোকে মুদ্রার প্রচলন করেছিলেন?

[ক] গিয়াসুদ্দিন তুঘলক

[খ] ফিরোজশাহ তুঘলক

[গ] মহম্মদ বিন তুঘলক

[ঘ] এদের কোনটিই সঠিক না

উত্তর:- [গ] মহম্মদ বিন তুঘলক


৫০.মহত্মা গান্ধির রাজনৈতিক গুরু কে ছিলেন?

[ক] গোপাল কৃয় গোখলে

[খ] বাল গঙ্গাধর তিলক

[গ] মহাদেব গোবিন্দ রানাডে

[ঘ] অরবিন্দ ঘোষ

উত্তর:- [ক] গোপাল কৃয় গোখলে

No comments:

Post a Comment