General Knowledge MCQ Question And Answer Part-02
প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি General Knowledge MCQ Question And Answer Part-02 । ৫০টি জিকে MCQ প্রশ্ন উত্তর যেটিতে জিকের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে। সুতরাং MCQ গুলি বিনামূল্যে সংগ্রহ করে নিজের সাধারন জ্ঞানকে সমৃদ্ধ করুন।
জিকে MCQ প্রশ্ন উত্তর
১.অর্জুন পুরস্কার কত সালে চালু হয়?
[ক] ১৯৬৩ সালে
[খ] ১৯৬৫ সালে
[গ] ১৯৬১ সালে
[ঘ] ১৯৫৭ সালে
উত্তর:- [গ] ১৯৬১ সালে
২.দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
[ক] চিকিৎসক
[খ] বিখ্যাত শিল্পী
[গ] খেলাধূলার কোচ
[ঘ] দক্ষ ইঞ্জিনিয়ার
উত্তর:- [গ] খেলাধূলার কোচ
৩.পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
[ক] পরিবেশ দূষণ
[খ] অলিম্পিক গেমস
[গ] সাংবাদিকতা
[ঘ] সঙ্গীত
উত্তর:- [গ] সাংবাদিকতা
৪.নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না?
[ক] পদার্থবিদ্যা
[খ] রসায়নবিদ্যা
[গ] শান্তি
[ঘ] মিউজিক
উত্তর:- [ঘ] মিউজিক
৫.বিশ্বে খাদ্যের মান, পরিমাণ এবং প্রাপ্যতা বৃদ্ধিতে উৎসাহিত করার জন্য 'বিশ্ব খাদ্য পুরস্কারটি' কে প্রতিষ্ঠা করেছিল?
[ক] এম.এস. স্বামীনাথন
[খ] UNDP
[গ] নম্যান বোরলাগ
[ঘ] WHO
উত্তর:- [গ] নম্যান বোরলাগ
৬.নিম্নলিখিত কোন্ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 'শান্তি স্বরূপ ভাটনাগর' পুরস্কার দেওয়া হয়?
[ক] সাহিত্য
[খ] বিজ্ঞান
[গ] চিত্র প্রদর্শন
[ঘ] সমাজসেবা
উত্তর:- [খ] বিজ্ঞান
৭.বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন্ সংস্থা 'কলিঙ্গ পুরস্কার' প্রদান করে?
[ক] UNESCO
[খ] CSIR
[গ] UGC
[ঘ] WHO
উত্তর:- [ক] UNESCO
৮.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে পরিচিত?
[ক] পুলিৎজার পুরস্কার
[খ] রাইট লাইভলিহুড পুরস্কার
[গ] বুকার পুরস্কার
[ঘ] রমন ম্যাগসেসাই পুরস্কার
উত্তর:- [খ] রাইট লাইভলিহুড পুরস্কার
৯.ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি?
[ক] অশোক চক্র
[খ] মহাবীর চক্র
[গ] পরমবীর চক্র
[ঘ] কীর্তি চক্র
উত্তর:- [গ] পরমবীর চক্র
১০.কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানে 'রমন ম্যাগসেসাই' পুরস্কার দেওয়া হয়?
[ক] ইন্দোনেশিয়ার
[খ] থাইল্যান্ডের
[গ] নিউজিল্যান্ডের
[ঘ] ফিলিপিন্স
উত্তর:: [ঘ] ফিলিপিন্স
১১.নিম্নলিখিত কোন্ রাজ্য কবীর সম্মান, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে?
[ক] রাজস্থান
[খ] উত্তরপ্রদেশ
[গ] বিহার
[ঘ] মধ্যপ্রদেশ
উত্তর:- [ঘ] মধ্যপ্রদেশ
১২.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না?
[ক] সাহিত্য আকাদেমি পুরস্কার
[খ] জ্ঞানপীঠ পুরস্কার
[গ] যমুনালাল বাজাজ পুরস্কার
[ঘ] সরস্বতী সম্মান
উত্তর:- [গ] যমুনালাল বাজাজ পুরস্কার
১৩.কার স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক শিশুদের সেবার জন্য 'মানব সেবা পুরস্কার' দেওয়া হয়?
[ক] ইন্দিরা গান্ধি
[খ] রাজীব গান্ধি
[গ] জহরলাল নেহরু
[ঘ] মহাত্মা গান্ধি
উত্তর:- [খ] রাজীব গান্ধি
১৪.বিখ্যাত আন্তর্জাতিক 'ম্যান বুকার' দেওয়া হয়-
[ক] সেরা উপন্যাস লেখার জন্য
[খ] সাহসিকতার জন্য
[গ] সমাজসেবার জন্য
[ঘ] চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য
উত্তর:- [ক] সেরা উপন্যাস লেখার জন্য
১৫.নির্মল গ্রাম পুরস্কার দেওয়া হয় কোন্ গ্রামগুলিকে?
[ক] ১০০% উন্মুক্ত মলত্যাগ মুক্ত
[খ] কোন পরিষ্কার পানীয় জল প্রদানকারী
[গ] সাম্প্রদায়িক বিভাজন থেকে মুক্ত
[ঘ] অস্পৃশ্যতা মুক্ত
উত্তর:- [ক] ১০০% উন্মুক্ত মলত্যাগ মুক্ত
১৬.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয়?
[ক] দাদাসাহেব ফালকে
[খ] মেঘদূত পুরস্কার
[গ] জামনালাল বাজাজ পুরস্কার
[ঘ] চামেলি দেবী জৈন পুরস্কার
উত্তর:- [ঘ] চামেলি দেবী জৈন পুরস্কার
১৭.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হিসেবে দেওয়া হয়?
[ক] অশোক চক্র
[খ] কীর্তি চক্র
[গ] মহাবীর চক্র
[ঘ] শৌর্য্য চক্র
উত্তর:- [ক] অশোক চক্র
১৮.নীচের কোন্ পুরস্কারটি গণিতজ্ঞদের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত?
[ক] Turning Award
[খ]Abel Prize
[গ] Rolf Navanlinna Prize
[ঘ] Wolf Prize
উত্তর:- [খ]Abel Prize
১৯.কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?
[ক] ১৯৫৩
[খ] ১৯৫৪
[গ] ১৯৫৫
[ঘ] ১৯৫১
উত্তর:- [খ] ১৯৫৪
২০.নীচের কোন্ পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয়?
[ক] অ্যাকাডেমি অ্যাওয়ার্ড
[খ] বাফটা অ্যাওয়ার্ড
[গ] ইম্মি অ্যাওয়ার্ড
[ঘ] গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড
উত্তর:- [গ] ইম্মি অ্যাওয়ার্ড
২১.ধন্বন্তরী পুরস্কার কোন্ ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়?
[ক] সাহিত্য
[খ] চিকিৎসা
[গ] সমাজসেবা
[ঘ] সাংবাদিকতা
উত্তর:- [খ] চিকিৎসা
২২.অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কী?
[ক] মন্টোগোমারি
[খ] ফেয়ারব্যাঙ্কস
[গ] জ্যানেট গায়নার
[ঘ] চার্লি চ্যাপলিন
উত্তর:- [গ] জ্যানেট গায়নার
২৩.বুকার পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়?
[ক] চিকিৎসা
[খ] অ্যাডভেঞ্চার
[গ] কথাসাহিত্য রচনা
[ঘ] বিজ্ঞান
উত্তর:- [গ] কথাসাহিত্য রচনা
২৪.কোন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র পুরস্কার হিসেবে 'গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড' দেওয়া হয়?
[ক] ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
[খ] কানস চলচ্চিত্র উৎসব
[গ] ভেনিস চলচ্চিত্র উৎসব
[ঘ] ভারতের শিশু চলচ্চিত্র উৎসব
উত্তর:- [ক] ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
২৫.বার্ষিক সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে?
[ক] ২১টি
[খ] ২২টি
[গ] ২৩টি
[ঘ] ২৪টি
উত্তর:- [ঘ] ২৪টি
২৬.রাজীব গান্ধি খেলরত্ন, অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ, দ্রোণাচার্য্য পুরস্কার সহ অন্যান্য ক্রীড়া পুরস্কার প্রতি বছর ২৯ আগস্ট কার জন্মদিন উপলক্ষে দেওয়া হয়?
[ক] কে.ডি. যাদব
[খ] পলি উমরিগড়
[গ] রাজীব গান্ধি
[ঘ] মেজর ধ্যানচাঁদ
উত্তর:- [ঘ] মেজর ধ্যানচাঁদ
২৭.জীবনের আধ্যাত্মিক মাত্রা নিশ্চিত করতে ব্যতিক্রমী অবদানের জন্য নিম্নলিখিত কোন পুরস্কার দেওয়া হয়?
[ক] পুলিৎজার পুরস্কার
[খ] টেমপ্লিটন পুরস্কার
[গ] টিউরিং পুরস্কার
[ঘ] গান্ধি শান্তি পুরস্কার
উত্তর:- [খ] টেমপ্লিটন পুরস্কার
২৮.নিম্নলিখিত কোন্ সংস্থা বা রাজ্য সাহিত্য ক্ষেত্রে ব্যাস সম্মান ও সরস্বতী সম্মান প্রদান করে?
[ক] মধ্যপ্রদেশ সরকার
[খ] কে কে বিড়লা ফাউন্ডেশন
[গ] টাকা এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট
[ঘ] উত্তরপ্রদেশ সরকার
উত্তর:- [খ] কে কে বিড়লা ফাউন্ডেশন
২৯.চামেলি দেবী পুরস্কারটি একজন অসামান্য মহিলাকে দেওয়া হয় যিনি একজন-
[ক] বিজ্ঞানী
[খ] আইনজীবি
[গ] কণ্ঠশিল্পী
[ঘ] সাংবাদিক
উত্তর:- [ঘ] সাংবাদিক
৩০.নিম্নলিখিত কোল্টিন্ট সংরক্ষণের জন্য 'সাবিন অ্যাওয়ার্ড' দেওয়া হয়?
[ক] সাপ
[খ] উভচর
[গ] আর্কটিক প্রাণী
[ঘ] পতঙ্গ
উত্তর:- [খ] উভচর
৩১.সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন?
[ক] অ্যালবার্ট ক্যামাস
[খ] আর্নেস্ট হামিংওয়ে
[গ] নাট হামসন
[ঘ] রেনে সুলি পুদুমে
উত্তর:- [ঘ] রেনে সুলি পুদুমে
৩২.কোন ব্যক্তি অ-ভারতীয় হিসেবে ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার 'ভারতরত্ন' পুরস্কার পেয়েছেন?
[ক] শ্যাম নিজোমা
[খ] মার্টিন লুথার কিং
[গ] জুবিন মেহতা
[ঘ] নেলসন ম্যান্ডেলা
উত্তর:- [ঘ] নেলসন ম্যান্ডেলা
৩৩.সাবিত্রি খানেলকর নামটি নিচের কোন পুরস্কারের নকশার সাথে জড়িত?
[ক] পরমবীর চক্র
[খ] পদ্মবিভূষণ
[গ] ভারতরত্ন
[ঘ] অশোকচক্র
উত্তর:- [ক] পরমবীর চক্র
৩৪.২০২০ সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন?
[ক] ১১ জন
[খ] ৭ জন
[গ] ৫ জন
[ঘ] ১৬ জন
উত্তর:- [খ] ৭ জন
৩৫.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি প্রতি বছর কেবলমাত্র একজনকে দেওয়া হয়?
[ক] সংগীত অ্যাকাডেমি অ্যাওয়ার্ড
[খ] সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড
[গ] পদ্ম অ্যাওয়ার্ড
[ঘ] জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড
উত্তর:- [ঘ] জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড
৩৬.নিম্নলিখিত কোন ব্যক্তি ২০২০ সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পাননি?
[ক] আনন্দ মহিন্দ্রা
[খ] মেরি কম
[গ] পি.ভি. সিন্ধু
[ঘ] এস.সি. জামির
উত্তর:- [খ] মেরি কম
৩৭.শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয়। কোন সংস্থাটি প্রফেসর শান্তিস্বরূপ ভাটনাগরের সঙ্গে যুক্ত?
[ক] DST
[খ] CSIR
[গ] ICMR
[ঘ] IISC
উত্তর:- [খ] CSIR
৩৮.২০২০ সালে পদ্মভূষণ পুরস্কার জয়ী কৃষ্ণম্মাল জগন্নাথন কোন্ ক্ষেত্রে যুক্ত?
[ক] আর্কিটেকচার
[খ] পাবলিক অ্যাফেয়ার্স
[গ] সাহিত্য ও শিক্ষা
[ঘ] সমাজসেবী
উত্তর:- [ঘ] সমাজসেবী
৩৯.কোন্ অভিনেত্রী ২০২০ সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন?
[ক] কঙ্গনা রানাওত
[খ] প্রিয়াঙ্কা চোপড়া
[গ] মাধুরী দীক্ষিত
[ঘ] শিল্পা শেট্টি
উত্তর:- [ক] কঙ্গনা রানাওত
৪০.প্রথম ভারতীয় নোবেল পুরস্কার জয়ীর নাম কী?
[ক] মাদার টেরেসা
[খ] হরগোবিন্দ খোরানা
[গ] সি ভি রমন
[ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- [ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর
৪১.২০২০ সালে কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন?
[ক] ১১৮ জন
[খ] ১৪১ জন
[গ] ১১৬ জন
[ঘ] ১৫৬ জন
উত্তর:- [খ] ১৪১ জন
৪২.২০২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার হিসেবে কোন প্যারা অ্যাথলিট 'রাজীব গান্ধী খেলরত্ন' পুরস্কার পেয়েছেন?
[ক] রানি রামপাল
[খ] পুরুষোত্তম রাই
[গ] মারিয়াপ্পান থাঙ্গাভেলু
[ঘ] দ্যুতি চাঁদ
উত্তর:- [গ] মারিয়াপ্পান থাঙ্গাভেলু
৪৩.সম্প্রতি প্রয়াত হলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা তিনি আর্জেন্টিনার হয়ে কত সালে বিশ্বকাপ ট্রফি জেতেন?
[ক] ১৯৮২
[খ] ১৯৮৬
[গ] ১৯৯০
[ঘ] ১৯৯৪
উত্তর:- [খ] ১৯৮৬
৪৪.ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হল-
[ক] নাইকি
[খ] অ্যাডিডাস
[গ] রিবক
[ঘ] এমপিএল
উত্তর:- [ঘ] এমপিএল
৪৫.কুঞ্জরানী দেবী কোন্ খেলার সাথে যুক্ত?
[ক] অ্যাথেলেটিক্স
[খ] সাঁতার
[গ] কুস্তি
[ঘ] ভারোত্তোলন
উত্তর:- [ঘ] ভারোত্তোলন
৪৬.নীচের কোন্ ক্রীড়ার সাথে আগা খান কাপ সম্পর্কিত?
[ক] ফুটবল
[খ] ক্রিকেট
[গ] হকি
[ঘ] বাস্কেটবল
উত্তর:- [গ] হকি
৪৭.'ডাক' শব্দটি কীসের সাথে সম্পর্কযুক্ত?
[ক] ফুটবল
[খ] ভলিবল
[গ] ক্রিকেট
[ঘ] গল্ফ
উত্তর:- [গ] ক্রিকেট
৪৮.ফুটবল বিশ্বকাপ 2014-এর ফাইনাল খেলা হয়েছিল–
[ক] ব্রাজিল ও জার্মানির মধ্যে
[খ] আর্জেন্টিনা ও জার্মানির মধ্যে
[গ] জার্মানি ও ইতালির মধ্যে
[ঘ] আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের মধ্যে
উত্তর:- [খ] আর্জেন্টিনা ও জার্মানির মধ্যে
৪৯.IPL-7 এ সবচেয়ে বেশি রান করার জন্য কে কমলা টুপির অধিকারী হয়েছিলেন?
[ক] গ্লেন ম্যাক্সওয়েল
[খ] সুরেশ রায়না
[গ] ডেভিড মিলার
[ঘ] রবিন উথাপ্পা
উত্তর:- [ঘ] রবিন উথাপ্পা
৫০.2019 সালে মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণ এ পদক পেয়েছিলেন?
[ক] রাগিনি উপাধ্যায়
[খ] নিখাত জারিন
[গ] মঞ্জু রানি
[ঘ] পিন্ডিরাম জাংরা
উত্তর:- [গ] মঞ্জু রানি
No comments:
Post a Comment