History MCQ In Bengali Part - 04
History MCQ In Bengali Part - 04
বন্ধুরা
আজ তোমাদের সাথে শেয়ার করছি ইতিহাস MCQ প্রশ্ন উত্তর যেটিতে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM-এ ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে।
ইতিহাস MCQ কুইজ পর্ব - 04
1. কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন ?
[A] কনিষ্ক
[B] অশোক
[C] অজাতশত্রু
[D] বিম্বিসার
উত্তর :- বিম্বিসার
2. কে শকাব্দ প্রচলন করেন ?
[A] কনিষ্ক
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] সমুদ্র গুপ্ত
[D] অশোক
উত্তর :- কনিষ্ক
3. চরক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন ?
[A] কনিষ্ক
[B] হর্ষবর্ধন
[C] অশোক
[D] বিক্রমাদিত্য
উত্তর :- কনিষ্ক
4. কোন সময়কাল থেকে শকাব্দ প্রচলিত হয়েছে ধরা হয় ?
[A] ৭৮ খ্রিস্টপূর্বাব্দ
[B] ৭৮ খ্রিষ্টাব্দ
[C] ৫৯ খ্রিস্টপূর্বাব্দ
[D] ৫৯ খ্রিস্টাব্দ
উত্তর :- ৭৮ খ্রিষ্টাব্দ
5. কোন সম্রাট প্রথম বৃদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন ?
[A] অশোক
[B] কনিষ্ক
[C] হর্ষবর্ধন
[D] সমুদ্র গুপ্ত
উত্তর :- কনিষ্ক
6. মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল ?
[A] তামা
[B] লোহা
[C] ব্রোঞ্জ
[D] রুপো
উত্তর :- তামা
7. প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি ?
[A] কুকুর
[B] ঘোড়া
[C] গাধা
[D] ভেড়া
উত্তর :- ভেড়া
8. সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল ?
[A] শিলালিপি
[B] মুদ্রা
[C] খননকার্যগত প্রত্নবস্তু
[D] তালপাতার পুথি
উত্তর :- খননকার্যগত প্রত্নবস্তু
9. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ?
[A] বুদ্ধগয়া
[B] লুম্বিনী
[C] কুশিনগর
[D] সারনাথ
উত্তর :- লুম্বিনী
10. ভারতের বাইরে কোন দেশে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয় ?
[A] চীন
[B] তিব্বত
[C] সিংহল
[D] থাইল্যান্ড
উত্তর :- সিংহল
11. কে দক্ষিণ ভারতের জৈন ধর্মপ্রচারে সাফল্য লাভ করেন ?
[A] স্থুলভদ্র
[B] ইন্দ্রভুতি
[C] সুধর্মন
[D] ভদ্রবাহু
উত্তর :- ভদ্রবাহু
12. বুদ্ধদেব কোন মহাজনপদে স্থানান্তরিত হয়েছিলেন ?
[A] মগধ
[B] চেদি
[C] মল্ল
[D] অবন্তী
উত্তর :- মল্ল
13. কোন সম্রাট তার রাজধানীর রাজগির থেকে পাটলিপুত্র স্থানান্তর করেন ?
[A] অজাতশত্রু
[B] উদয়
[C] বিম্বিসার
[D] অশোক
উত্তর :- বিম্বিসার
14. আলেকজান্ডারের কাছে রাজা পুরু কোন যুদ্ধে পরাজিত হন ?
[A] জলন্ধর
[B] হিদাসপিসাস
[C] বক্সার
[D] কাবুল
উত্তর :- হিদাসপিসাস
15. প্রাচীন ভারতের কোন রাজা 'একরাট' বা 'প্রথম সার্বভৌম রাজা' হিসেবে নিজেকে ঘোষণা করেন ?
[A] ধননন্দ
[B] মহাপদ্মনন্দ
[C] চন্দ্রগুপ্ত মৌর্য
[D] উদয়
উত্তর :- মহাপদ্মনন্দ
16. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ?
[A] লর্ড ডালহৌসি
[B] লর্ড ওয়েলেসলি
[C] লর্ড কর্নওয়ালিস
[D] ওয়ারেন হেস্টিংস
উত্তর :- লর্ড কর্নওয়ালিস
17. আলীগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
[A] থিয়ডর বেগ
[B] আহমেদ খান
[C] চিরাগ আলী
[D] খুদা বক্স
উত্তর :- থিয়ডর বেগ
18. রবীন্দ্রনাথ কবে রাখিবন্ধন উৎসবের সূচনা করেন ?
[A] ৭ আগস্ট ১৯০৫
[B] ১৬ অক্টোবর ১৯০৫
[C] ৭ নভেম্বর ১৯০৫
[D] ১৬ নভেম্বর ১৯০৫
উত্তর :- ১৬ অক্টোবর ১৯০৫
19. কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল ?
[A] বিতস্তা
[B] চেনাব
[C] ঝিলাম
[D] রাভি
উত্তর :- ঝিলাম
20. গান্ধার শিল্পে কোন দেশীয় শিল্পশৈলীর প্রভাব লক্ষ্য করা যায় ?
[A] গ্রীক
[B] রোমান
[C] চৈনিক
[D] পারসিক
উত্তর :- গ্রীক
21. নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
[A] ধননন্দ
[B] মহাপদ্মানন্দ
[C] আলোকানন্দ
[D] কেউ নন
উত্তর :- মহাপদ্মানন্দ
22. কোন মৌর্য সম্রাট সিংহাসন ত্যাগ করে দক্ষিণ ভারতে গিয়ে জৈনধর্মের ক্রিচ্ছসাধনের জীবন বেছে নিয়েছিলেন ?
[A] অশোক
[B] বিন্দুসার
[C] চন্দ্রগুপ্ত মৌর্য
[D] অজাত শত্রু
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য
23. কৌটিল্য কার রাজসভায় প্রধানমন্ত্রী ছিলেন ?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] প্রথম চন্দ্রগুপ্ত
[C] অশোক
[D] হর্ষবর্ধন
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য
24. মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে কে নতুন সাম্রাজ্য স্থাপন করেন ?
[A] কনিষ্ক
[B] সমুদ্র গুপ্ত
[C] প্রথম চন্দ্রগুপ্ত
[D] পুষ্যমিত্র শুঙ্গ
উত্তর :- পুষ্যমিত্র শুঙ্গ
25. 'মহাভাষ্য' গ্রন্থের লেখক কে ?
[A] কালিদাস
[B] ভারবি
[C] পতঞ্জলি
[D] বানভট্ট
উত্তর :- পতঞ্জলি
No comments:
Post a Comment