Physics MCQ In Bengali Part - 01
বন্ধুরা
1. স্থান ভেদে কোনটি পরিবর্তনশীল ?
[A] বস্তুর ওজন
[B] বস্তুর আয়তন
[C] বস্তুর ঘনত্ব
[D] বস্তুর ভর
উত্তর :- বস্তুর ভর
2. নিচের কোন ঘটনার জন্য আমরা কোন বস্তুকে দেখতে পাই ?
[A] নিয়মিত প্রতিফলন
[B] বিক্ষিপ্ত প্রতিফলন
[C] প্রতিসরণ
[D] বিচ্ছুরণ
উত্তর :- বিক্ষিপ্ত প্রতিফলন
3. ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে ?
[A] প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
[B] ঝড়ের সম্ভাবনা
[C] বজ্রপাতের সম্ভাবনা
[D] অল্পমাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা
উত্তর :- ঝড়ের সম্ভাবনা
4. একটি বস্তুর প্রবণতা থাকে সর্বদা ?
[A] সর্বোচ্চ গতিশক্তিতে অবস্থান করা
[B] সর্বোচ্চ স্থিতিশক্তিতে অবস্থান করা
[C] সর্বনিম্ন স্থিতি শক্তিতে অবস্থান করা
[D] সর্বনিম্ন তাপশক্তি বিকিরণ করা
উত্তর :- সর্বনিম্ন স্থিতি শক্তিতে অবস্থান করা
5. ম্যাকনম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয় ?
[A] জাহাজ
[B] উড়োজাহাজ
[C] সাবমেরিন
[D] রকেট
উত্তর :- উড়োজাহাজ
6. শব্দতরঙ্গ বিস্তারের উপর নির্ভর করে ?
[A] শব্দের তীব্রতা
[B] শব্দের তীক্ষ্ণতা
[C] শব্দের গুন বা জাতি
[D] কেবলমাত্র শব্দের গুন
উত্তর :- শব্দের তীব্রতা
7. নিম্নলিখিত কোন পদার্থটির পৃষ্ঠটান সবথেকে বেশি ?
[A] অ্যালকোহল
[B] হাইড্রোক্লোরিক অ্যাসিড
[C] জল
[D] ইথার
উত্তর :- জল
8. বায়ুর চাপ প্রয়োগের কারণ ?
[A] বায়ুর ভর
[B] বায়ুর ওজন
[C] বায়ুর অনুগুলির গতিশীলতা
[D] বায়ুর সংনমতা
উত্তর :- বায়ুর অনুগুলির গতিশীলতা
9. ঝড় ও সমুদ্রস্রোতের শক্তি হলো ?
[A] স্থিতিশক্তি
[B] গতিশক্তি
[C] তড়িৎ শক্তি
[D] স্থিতিশক্তি ও গতিশক্তি
উত্তর :- গতিশক্তি
10. সেমিকন্ডাক্টর এর উষ্ণতা বাড়লে এর রোধাঙ্গ ?
[A] বাড়ে
[B] কমে
[C] একই থাকবে
[D] শূন্যের দিকে ধাবিত হবে
উত্তর :- কমে
11. এয়ার পকেট সৃষ্টি হবার কারণ কি ?
[A] ঘন মেঘের জন্য
[B] স্বল্প দৃষ্টির জন্য
[C] তাপমাত্রার পার্থক্য
[D] উপত্যকায় কম চাপের জন্য
উত্তর :- তাপমাত্রার পার্থক্য
12. গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার হয় যা কোন নীতিতে চলে ?
[A] আর্কিমিডিস নীতিতে
[B] টরিসলি নীতিতে
[C] বারনৌলী নীতিতে
[D] পাস্কাল নীতিতে
উত্তর :- পাস্কাল নীতিতে
13. সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?
[A] পেরিস্কোপ
[B] টেলিস্কোপ
[C] জাইরোস্কোপ
[D] স্টিরিওস্কোপ
উত্তর :- পেরিস্কোপ
14. ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
[A] নক্ষত্রদের মধ্যে দূরত্ব
[B] বস্তুর ঘনত্ব
[C] পরমাণুর ব্যাস
[D] ঘনকের ব্যাস
উত্তর :- পরমাণুর ব্যাস
15. কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন ?
[A] নিউটন
[B] কোপার্নিকাস
[C] গ্যালিলিও
[D] কেপলার
উত্তর :- নিউটন
16. কোন বস্তুর ওজন চাঁদে 3Kg হলে পৃথিবীতে তার ওজন কত হবে ?
[A] 12 kg
[B] 18 kg
[C] 21 kg
[D] 27 kg
উত্তর :- 18 kg
17. সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায় ?
[A] বিকিরণ পদ্ধতিতে
[B] পরিচলন পদ্ধতিতে
[C] পরিবহন পদ্ধতিতে
[D] কোনোটিই নয়
উত্তর :- বিকিরণ পদ্ধতিতে
18. জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে ?
[A] বায়ুর আর্দ্রতার উপর
[B] বায়ু উষ্ণতার উপর
[C] পাত্রের উপাদানের উপর
[D] বায়ুর চাপের উপর
উত্তর :- বায়ুর চাপের উপর
19. কোন ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহার করা হয় ?
[A] তামা
[B] ইস্পাত
[C] কাচালোহা
[D] পিতল
উত্তর :- তামা
20. চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে ?
[A] আকর্ষণ
[B] বিকর্ষণ
[C] প্রতিক্রিয়া করে না
[D] সময় সময় পরিবর্তিত হয়
উত্তর :- বিকর্ষণ
21. সাধারণ তারের তুলনায় আর্থ তারের রোধ কেমন হয় ?
[A] বেশি
[B] কম
[C] সমান
[D] সঠিক বলা যাবে না
উত্তর :- কম
22. মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ কেন ?
[A] কম্পাঙ্ক বেশি
[B] কম্পাঙ্ক কম
[C] বেশি প্রতিফলিত হয়
[D] কম প্রতিফলিত হয়
উত্তর :- কম্পাঙ্ক বেশি
23. কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায় ?
[A] রেডন
[B] ক্রিপটন
[C] আর্গন
[D] জেনন
উত্তর :- আর্গন
24. সৌরশক্তির উৎস কি ?
[A] স্ফুটন
[B] নিউক্লিয় বিভাজন
[C] দাহ্য পদার্থের উপস্থিতি
[D] নিউক্লিয় সংযোজন
উত্তর :- নিউক্লিয় সংযোজন
25. বায়ু কোন ধরনের পদার্থ ?
[A] যৌগিক পদার্থ
[B] মিশ্র পদার্থ
[C] মৌলিক পদার্থ
[D] পরিবর্তনশীল
উত্তর :- মিশ্র পদার্থ
No comments:
Post a Comment