Breaking

Thursday, February 1, 2024

Indian Economic MCQ In Bengali Part - 01

Indian Economic MCQ In Bengali Part - 01 
Indian Economic MCQ In Bengali Part - 01
Indian Economic MCQ

বন্ধুরা 
আজ তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় অর্থনীতি MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM - এ ভারতীয় অর্থনীতি থেকে প্রশ্ন এসে থাকে।


 ভারতীয় অর্থনীতি MCQ কুইজ পর্ব - 01 


1. ভারতের কৃষি শিল্পে কোনটির জন্য দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হয় ? 
[A] নতুন জমি ক্রয়  
[B] পুরনো জমির স্থায়ী উন্নয়ন                
[C] খামারের জন্য দামি বেশি মেশিনারি ক্রয়
[D] সবকটি
উত্তর :- সবকটি

2. আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উদ্দেশ্য কি ? 
[A] দেশকে সর্বতোভাবে স্বয়ংসম্পূর্ণ করা  
[B] আন্তর্জাতিক সম্পর্কসমূহে উৎসাহ প্রদান                 
[C] রপ্তানিতে উৎসাহ দেওয়া
[D] জাতীয় আয় বৃদ্ধি
উত্তর :- জাতীয় আয় বৃদ্ধি

3. যার উপর কর আরোপিত হয় তিনি যে কর দেন তা নিজের কোনটি ? 
[A] প্রত্যক্ষ কর 
[B] পরোক্ষ কর                 
[C] স্থানীয় কর
[D] কোনটাই নয়
উত্তর :- প্রত্যক্ষ কর

4. প্রতি কিলোমিটার ব্যয় হিসেবে নিচের কোনটি ভারতের সবথেকে সস্তা পরিবহন ব্যবস্থা ? 
[A] রেল পরিবহন  
[B] সড়ক পরিবহন                 
[C] জলপথ পরিবহন
[D] বায়ুপথে পরিবহন
উত্তর :- জলপথ পরিবহন

5. জওহর রোজগার যোজনা কোন পরিকল্পনায় প্রবর্তিত হয় ? 
[A] চতুর্থ পরিকল্পনা 
[B] পঞ্চম পরিকল্পনা                 
[C] ষষ্ঠ পরিকল্পনা
[D] সপ্তম পরিকল্পনা
উত্তর :- সপ্তম পরিকল্পনা

6. কোন পরিকল্পনাটিকে জনগণের পরিকল্পনা বলা হয় ? 
[A] প্রথম পরিকল্পনা  
[B] তৃতীয় পরিকল্পনা                 
[C] পঞ্চম পরিকল্পনা
[D] সপ্তম পরিকল্পনা
উত্তর :- পঞ্চম পরিকল্পনা

7. ভারতে কত সালে প্রথম ভ্যাটের প্রচলন হয় ? 
[A] ১৯৭৬ সালে  
[B] ১৯৮০ সালে                 
[C] ১৯৮৯ সালে
[D] ১৯৯২ সালে
উত্তর :- ১৯৭৬ সালে

8. কত সাল থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জের কাজ শুরু হয় ? 
[A] ১৮৭০ সাল 
[B] ১৮৭৫ সাল                
[C] ১৮৮০ সাল
[D] ১৮৯৫ সাল
উত্তর :- ১৮৭৫ সাল

9. নিম্নোক্ত কোনটি একটি প্রত্যক্ষ কর ? 
[A] বিক্রয় কর 
[B] কাস্টম ডিউটিস                
[C] জলকর
[D] আয়কর 
উত্তর :- আয়কর

10. বোকারো স্টিল প্লান্ট কোন পরিকল্পনাকালে স্থাপিত হয় ? 
[A] প্রথম 
[B] দ্বিতীয়               
[C] তৃতীয়
[D] চতুর্থ
উত্তর :- তৃতীয়

11. প্রতিভাকিরণ যোজনা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ? 
[A] মহিলাদের কর্মসংস্থান 
[B] বৃদ্ধাদের পেনশন                
[C] মহিলাদের বিদেশ যাত্রা
[D] মহিলাদের শিক্ষা
উত্তর :- মহিলাদের শিক্ষা

12. ভারতের পরিকল্পনা সংক্রান্ত নীতি নির্ধারণের সর্বোচ্চ সংস্থা কোনটি ? 
[A] জাতীয় বিকাশ পরিষদ  
[B] পরিকল্পনা কমিশন                
[C] গবেষণা কার্যসূচি কমিটি
[D] উপদেষ্টার সংস্থাসমূহ
উত্তর :- জাতীয় বিকাশ পরিষদ

13. নিচের কোনটি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত নয় ? 
[A] অধিক শিল্প 
[B] অধিক মাথাপিছু আয়                 
[C] অধিক পরিবহন ব্যবস্থা
[D] অধিক কৃষিকার্য
উত্তর :- অধিক কৃষিকার্য

14. অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কোন ব্যবস্থার দ্বারা ভারতের দারিদ্র্য দূর করা যাবে না ? 
[A] জনসংখ্যার নিয়ন্ত্রণ  
[B] সরকারি ভর্তুকি                
[C] উৎপাদন বৃদ্ধি
[D] সবকটি
উত্তর :- সরকারি ভর্তুকি

15. ভারতীয় আয়কর হল ? 
[A] অগ্রগতিমূলক  
[B] আনুপাতিক                 
[C] প্রত্যক্ষ
[D] পরোক্ষ
উত্তর :- প্রত্যক্ষ

16. ভারতের বৃহত্তম সামাজিক নিরাপত্তা প্রকল্প কোনটি ? 
[A] কর্মীদের ক্ষতিপূরণ  
[B] ন্যূনতম মজুরি                
[C] মাতৃকালীন সুবিধা
[D] কর্মচারী বীমা পরিকল্পনা
উত্তর :- ন্যূনতম মজুরি

17. মুদ্রাস্ফীতি কি সূচনা করে ? 
[A] বাজেটের ঘাটতি বৃদ্ধি  
[B] অর্থসরবরাহে বৃদ্ধি               
[C] ভোগপণ্যের মূল বৃদ্ধি
[D] সাধারণ মূল্য সূচকের বৃদ্ধি
উত্তর :- সাধারণ মূল্য সূচকের বৃদ্ধি

18. অর্থনৈতিক মন্দার সময় বীমা প্রকল্পগুলি থাকে ? 
[A] ছোট 
[B] বড়                
[C] একই থাকে
[D] অনিশ্চিত
উত্তর :- ছোট

19. গোল বিপ্লব কোন দ্রব্যের সঙ্গে যুক্ত ? 
[A] পেঁয়াজ 
[B] আলু                
[C] ডিম
[D] আম
উত্তর :- আলু

20. প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয় ? 
[A] ১৯৬৫ সালে  
[B] ১৯৭৫ সালে                 
[C] ১৯৭৬ সালে
[D] ১৯৬৬ সালে
উত্তর :- ১৯৬৬ সালে

21.'operation Flood' কত সালে চালু হয় ? 
[A] ১৯৬৩ সালে  
[B] ১৯৬৫ সালে                 
[C] ১৯৭০ সালে
[D] ১৯৮১ সালে
উত্তর :- ১৯৭০ সালে

22. ভারতীয় কর্মচারীদের D. A দেওয়া হয় কিসের উপর ভিত্তি করে ? 
[A] জাতীয় আয়  
[B] গ্রাহকমূল্য সূচক                 
[C] জীবনযাত্রার মান
[D] মাথাপিছু আয়
উত্তর :- গ্রাহকমূল্য আয়

23. অর্থনৈতিক পরিকল্পনা সংবিধানের কোন তালিকায় থাকে ? 
[A] রাজ্য তালিকা  
[B] কেন্দ্র তালিকা               
[C] যুগ্ম তালিকা
[D] বিশেষ তালিকা
উত্তর :- যুগ্ম তালিকা

24. small Industries Development Bank of India কবে স্থাপিত হয় ? 
[A] ১৯৮২ সালে  
[B] ১৯৮৪ সালে                 
[C] ১৯৯০ সালে
[D] ১৯৯৫ সালে
উত্তর :- ১৯৯০ সালে

25. ভারতীয় শিল্প ক্ষেত্রে নিজের কোনটি অপ্রাসঙ্গিক ? 
[A] শক্তির জোগান কম  
[B] চাহিদার হ্রাস              
[C] শ্রমিক অসন্তোষ
[D] কোনোটিই নয়
উত্তর :- চাহিদার হ্রাস


No comments:

Post a Comment