[B] স্বামী শিবানন্দ
[C] বিপিন পাল
[D] অমৃতা চৌধুরী
উত্তর :- স্বামী শিবানন্দ
2. ভারতের প্রথম কোথায় গুপ্ত সমিতি গড়ে উঠেছিল ?
[A] মহারাষ্ট্র
[B] বাংলা
[C] গুজরাট
[D] পাঞ্জাব
উত্তর :- মহারাষ্ট্র
3. শ্রীচৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন ?
[A] কেশবভারতী
[B] ঈশ্বরপুরি
[C] কবীর
[D] কেউই নন
উত্তর :- ঈশ্বরপুরি
4. বাবরের সাফল্যের কোন কারণটি সঠিক ?
[A] ইব্রাহিম লোদীর ভ্রান্ত নীতি
[B] ইব্রাহিমের সেনাবাহিনীর অদক্ষতা
[C] কোনরূপ ধর্মীয় ও জাতীয়তাবাদী আদর্শের অভাব
[D] সবকটি সত্য
উত্তর :- সবকটি সত্য
5. কার আমলে মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা হয়েছিল ?
[A] গোপাল
[B] দেবপাল
[C] ধর্মপাল
[D] কেউই নন
উত্তর :- ধর্মপাল
6. মেগাস্থিনিস এর 'ইন্ডিকা ও কৌটিল্যের অর্থশাস্ত্র' থেকে কোন বংশের বিবরণ জানা যায় ?
[A] মৌর্য
[B] সেন
[C] কুষাণ
[D] গুপ্ত
উত্তর :- মৌর্য
7. আইন অমান্য আন্দোলন কত সালে প্রত্যাহার করে নেওয়া হয় ?
[A] ১৯৩২ সালে
[B] ১৯৩৩ সালে
[C] ১৯৩৪ সালে
[D] ১৯৩৫ সালে
উত্তর :- ১৯৩৪ সালে
8. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
[A] ইলবার্ট
[B] ডালহৌসি
[C] হিউম
[D] ডাফরিন
উত্তর :- ডাফরিন
9. পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে চালু হয় ?
[A] ১৭৬৪ সালে
[B] ১৭৭৪ সালে
[C] ১৭৮৪ সালে
[D] ১৭৯৪ সালে
উত্তর :- ১৭৮৪ সালে
10. তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন ?
[A] শিশির বসু
[B] মাতঙ্গিনী হাজরা
[C] সুশীল ধারা
[D] সতীশচন্দ্র সামন্ত
উত্তর :- সতীশচন্দ্র সামন্ত
11. মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রথম কে দেন ?
[A] ফজলুল হক
[B] শওকত আলী
[C] ইকবাল
[D] মহাম্মদ আলী জিন্না
উত্তর :- ইকবাল
12. ভারতের সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করেন ?
[A] মুজফফর আহমেদ
[B] গোপেন চক্রবর্তী
[C] লালা লাজপত রায়
[D] দীনেশ দাস
উত্তর :- লালা লাজপত রায়
13. শিবাজী উৎসবের সূচনা করেন ?
[A] দাদাভাই নৌরজি
[B] বালগঙ্গাধর তিলক
[C] ভগত সিং
[D] এম আনসারী
উত্তর :- বালগঙ্গাধর তিলক
14. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
[A] ব্রহ্মবান্ধব উপাধ্যায়
[B] উপেন্দ্রনাথ দত্ত
[C] অরবিন্দ ঘোষ
[D] সতীশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর :- ব্রহ্মবান্ধব উপাধ্যায়
15. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে ?
[A] মাদ্রাজে
[B] বোম্বাইতে
[C] দিল্লিতে
[D] কলকাতায়
উত্তর :- বোম্বাইতে
16. দেশপ্রিয় নামে অভিহিত হন কে ?
[A] মহাত্মা গান্ধী
[B] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
[C] রাসবিহারী বসু
[D] যতীন্দ্রমোহন সেনগুপ্ত
উত্তর :- যতীন্দ্রমোহন সেনগুপ্ত
17. বিপিন বিহারী গাঙ্গুলী কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ?
[A] অনুশীলন সমিতি
[B] আত্মন্নতি সমিতি
[C] যুগান্তর দল
[D] প্রাদেশিক সমিতি
উত্তর :- আত্মন্নতি সমিতি
18.'Broken wings' বইটি কে লিখেছিলেন ?
[A] রামমোহন রায়
[B] অরবিন্দ ঘোষ
[C] সরোজিনী নাইডু
[D] অ্যানি বেসান্ত
উত্তর :- সরোজিনী নাইডু
19. বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন ?
[A] মদনমোহন মালব্য
[B] অ্যানি বেসান্ত
[C] লালা হংসরাজ
[D] দয়ানন্দ সরস্বতী
উত্তর :- মদনমোহন মালব্য
20. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?
[A] ১৮৫৬ খ্রিস্টাব্দে
[B] ১৮৪২ খ্রিস্টাব্দে
[C] ১৮৩০ খ্রিস্টাব্দে
[D] ১৮২৯ খ্রিস্টাব্দে
উত্তর :- ১৮২৯ খ্রিস্টাব্দে
21. বাংলার বার্ক নামে পরিচিত ?
[A] বিপিনচন্দ্র পাল
[B] বাঘাযতীন
[C] অরবিন্দ ঘোষ
[D] রামতনু লাহিড়ী
উত্তর :- বিপিনচন্দ্র পাল
22. গদর পার্টির জন্ম হয় কোথায় ?
[A] ভিয়েনায়
[B] লাহোরে
[C] আমেরিকায়
[D] কলকাতায়
উত্তর :- আমেরিকায়
23. সাইমন কমিশন ভারতে আসে ?
[A] ১৯২৮ খ্রিস্টাব্দে
[B] ১৯২৭ খ্রিস্টাব্দে
[C] ১৯২০ খ্রিস্টাব্দে
[D] ১৯২২ খ্রিস্টাব্দে
উত্তর :- ১৯৮৭ খ্রিস্টাব্দে
24. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা কে ?
[A] যতীন দাস
[B] সূর্যসেন
[C] চিত্তরঞ্জন দাস
[D] ক্ষুদিরাম
উত্তর :- সূর্যসেন
25. গান্ধীজীর কোন গণআন্দোলন সবচেয়ে কম দিন স্থায়ী ছিল ?
[A] ভারত ছাড়ো
[B] অসহযোগ
[C] আইন অমান্য
[D] কোনটিও নয়
উত্তর :- ভারত ছাড়ো
No comments:
Post a Comment