1. চিনাবাদাম উৎপাদনে ভারতে কোন রাজ্য শীর্ষে ?
[A] মহারাষ্ট্র
[B] পশ্চিমবঙ্গ
[C] পাঞ্জাব
[D] গুজরাট
উত্তর :- মহারাষ্ট্র
2. কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত ?
[A] জিম্বাবয়ে
[B] দক্ষিণ আফ্রিকা
[C] ব্রাজিল
[D] মধ্য এশিয়া
উত্তর :- দক্ষিণ আফ্রিকা
3. নিচের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত ?
[A] জলদাপাড়া
[B] পেরিয়ার
[C] কানহা
[D] কাজিরাঙ্গা
উত্তর :- পেরিয়ার
4. কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] পাঞ্জাব
[D] মধ্যপ্রদেশ
উত্তর :- উত্তর প্রদেশ
5. 'ফলের ভান্ডার' বলা হয় ?
[A] ভূমধ্যসাগরীয় অঞ্চলকে
[B] তুন্দ্রা অঞ্চলকে
[C] পশ্চিম উপকূলীয় সামুদ্রিক অঞ্চলকে
[D] এর কোনোটিও নয়
উত্তর :- ভূমধ্যসাগরীয় অঞ্চলকে
6. বিশ্বের কসাইখানা কোনটি ?
[A] চিকাগো
[B] ইসলামাবাদ
[C] কায়রো
[D] লন্ডন
উত্তর :- চিকাগো
7. প্লুটোর উপগ্রহটির নাম কি ?
[A] ওবেরণ
[B] আইও
[C] স্যারন
[D] গেনিমিও
উত্তর :- স্যারন
8. মহাকাশ গবেষণায় ভারতের স্থান কত ?
[A] দ্বিতীয়
[B] তৃতীয়
[C] চতুর্থ
[D] পঞ্চম
উত্তর :- তৃতীয়
9. পৃথিবীর কোন মহাদেশের সবচেয়ে বেশি সমভূমি দেখা যায় ?
[A] এশিয়া
[B] আফ্রিকা
[C] উত্তর আমেরিকা
[D] দক্ষিণ আমেরিকা
উত্তর :- উত্তর আমেরিকা
10. ভারতের দ্বিতীয় রাজধানীর নামে কোন শহর বিখ্যাত ?
[A] কলকাতা
[B] বেঙ্গালুরু
[C] দিল্লি
[D] দেরাদুন
উত্তর :- দেরাদুন
11. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?
[A] থর
[B] কালাহারি
[C] সাহারা
[D] আটাকামা
উত্তর :- সাহারা
12. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম ?
[A] ত্রিপুরা
[B] সিকিম
[C] গোয়া
[D] উত্তর প্রদেশ
উত্তর :- সিকিম
13. ভারতের কোন রাজ্যকে 'খনিজ ভান্ডার' বলা হয় ?
[A] ওড়িশা
[B] পশ্চিমবঙ্গ
[C] ঝাড়খন্ড
[D] বিহার
উত্তর :- ঝাড়খন্ড
14. অসমের প্রধান নদী কোনটি ?
[A] ব্রহ্মপুত্র
[B] কালীগণ্ডক
[C] তিস্তা
[D] কাবেরী
উত্তর :- ব্রহ্মপুত্র
15. 'অর্কিডের' শহর কাকে বলা হয় ?
[A] কালিংপং
[B] ঋষি
[C] কার্শিয়াং
[D] পেডং
উত্তর :- কার্শিয়াং
16. কম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের কি বলে ?
[A] সাঁওতাল
[B] ভিল
[C] রেড ইন্ডিয়ান
[D] পিগমি
উত্তর :- রেড ইন্ডিয়ান
17. পম্পাস অঞ্চলের আদিম অধিবাসীরা কি নামে পরিচিত ?
[A] গৌচ
[B] গাল্লোং
[C] কোটা
[D] বৈগা
উত্তর :- গৌচ
18. কত সালে মানুষ প্রথম আন্টার্টিকায় প্রদাপর্ন করেন ?
[A] ১৯১২ সালে
[B] ১৯১১ সালে
[C] ১৯১০ সালে
[D] ১৯০৯ সালে
উত্তর :- ১৯১১ সালে
19. ওশিয়ানিয়া মহাদেশের একটি প্রবাল দ্বীপের নাম লেখ ?
[A] গিলবার্ট
[B] লাক্ষাদ্বীপ
[C] মাসকট
[D] লুসাকা
উত্তর :- গিলবার্ট
20. 'দেবপ্রয়াগ' কোন কোন নদীর মিলনস্থলের নাম ?
[A] অলকানন্দা-নন্দা
[B] অল্কানন্দা-মন্দাকিনী
[C] অলকানন্দা-ভাগীরথী
[D] অলকানন্দা-পিণ্ডারিগঙ্গা
উত্তর :- অলকানন্দা-ভাগীরথী
21. গাড়ির শহর কাকে বলে ?
[A] ভার্জিনিয়া
[B] ব্রাসিলিয়া
[C] মরিশাস
[D] নেতারহাট
উত্তর :- ব্রাসিলিয়া
22. ভারতের সামরিক শহর কাকে বলে ?
[A] সুরাট
[B] মিরাট
[C] রাথটেক
[D] নেতারহাট
উত্তর :- মিরাট
23. ভারতের পূর্বতম স্থান কোনটি ?
[A] কিভিথু
[B] গৌড়মাতা
[C] অরুণাচল প্রদেশ
[D] ইম্ফল
উত্তর :- কিভিথু
24. রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থলের নাম ?
[A] অলকানন্দা-সরস্বতী
[B] অলকানন্দা-নান্দা
[C] অলকানন্দা-মন্দাকিনী
[D] বিষ্ণুগঙ্গা-অলকানন্দা
উত্তর :- অলকানন্দা-মন্দাকিনী
25. হটলাইন কি ?
[A] রাশিয়া ও আমেরিকা সীমান্ত
[B] মস্কো ও ওয়াশিংটনের ফোন লাইন
[C] একটি বাস পরিসেবা
[D] উপরের সবকটি
উত্তর :- মস্কো ও ওয়াশিংটনের ফোন লাইন
No comments:
Post a Comment