[A] সালেম
[B] দুর্গাপুর
[C] ভিলাই
[D] বার্নপুর
উত্তর :- সালেম
2. নিচের কোন সাল থেকে বনমহোৎসব প্রবর্তন করা হয় ?
[A] ১৯৪৫ সাল
[B] ১৯৫০ সাল
[C] ১৯৫৫ সাল
[D] ১৯৬০ সাল
উত্তর :- ১৯৫০ সাল
[A] অভ্র
[B] বক্সাইট
[C] চুনাপাথর
[D] তামা
উত্তর :- চুনাপাথর
4. নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা ?
[A] অ্যানথ্রাসাইড
[B] বিটুমিনাস
[C] লিগনাইট
[D] পিট
উত্তর :- অ্যানথ্রাসাইড
[A] করমন্ডল উপকূলে
[B] মালাবার উপকূলে
[C] উত্তরসরকার উপকূলে
[D] কোঙ্কন উপকূলে
উত্তর :- করমন্ডল উপকূলে
6. নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত ?
[A] তাপ্তি
[B] গোদাবরী
[C] মহানদী
[D] নর্মদা
উত্তর :- নর্মদা
7. ভূত্বকের উপরের অংশ প্রধানত কোন শিলায় গঠিত ?
[A] গ্রানাইট
[B] ব্যাসল্ট
[C] ডলোমাইট
[D] চুনাপাথর
উত্তর :- গ্রানাইট
8. ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য রিখটার স্কেলে কটি ভাগ থাকে ?
[A] ১০ টি
[B] ১২টি
[C] ১৫ টি
[D] ২০ টি
উত্তর :- ১০ টি
9. তিলপাড়া বাঁধটি কোন নদীতে ?
[A] তুঙ্গভদ্রা
[B] ময়ূরাক্ষী
[C] কংসাবতী
[D] মহানদী
উত্তর :- ময়ূরাক্ষী
10. ONGS এর সদর দপ্তর কোনটি ?
[A] বিলাসপুর
[B] ভাদোদরা
[C] দেরাদুন
[D] আমেদাবাদ
উত্তর :- দেরাদুন
11. ভারতের পরিবার পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় ?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
উত্তর :- প্রথম
12. নিম্নলিখিত কোন দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডর অবস্থিত ?
[A] ভারত ও বাংলাদেশ
[B] বাংলাদেশ ও নেপাল
[C] ভারত ও শ্রীলংকা
[D] ভারত ও পাকিস্তান
উত্তর :- ভারত ও বাংলাদেশ
13. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
[A] জম্বু ও কাশ্মীর
[B] শ্রীনগর ও জম্বু
[C] শ্রীনগর ও লে
[D] লে ও চিন
উত্তর :- শ্রীনগর ও লে
14. নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত ?
[A] কেরালা
[B] তামিলনাড়ু
[C] কর্ণাটক
[D] অন্ধ্রপ্রদেশ
উত্তর :- অন্ধ্রপ্রদেশ
15. রাউর কেল্লা ইস্পাত কারখানাটি নিম্নলিখিত কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
[A] সোভিয়েত ইউনিয়ন
[B] ব্রিটেন
[C] ফ্রান্স
[D] পশ্চিম জার্মানি
উত্তর :- পশ্চিম জার্মানি
16. ব্ল্যাক ফরেস্ট কি ?
[A] সংরক্ষিত অভয়ারণ্য
[B] ভঙ্গিল পর্বত
[C] ন্যাশনাল পার্ক
[D] স্তুপ পর্বত
উত্তর :- স্তুপ পর্বত
17. বাণিজ্য বায়ু নামে কোন বায়ুটি পরিচিত?
[A] আয়ন বায়ু
[B] পশ্চিমা বায়ু
[C] মৌসুমী বায়ু
[D] মেরু বায়
উত্তর :- পশ্চিমা বায়ু
18. শল্কমোচন এর অপর নাম কি ?
[A] গোলাকৃতি আবহবিকার
[B] লম্বাকৃতি আবহবিকার
[C] কলাভবন
[D] প্রস্তর বিসরণ
উত্তর :- গোলাকৃতি আবহবিকার
19. আবহবিকার মূলত কত প্রকার ?
[A] একপ্রকার
[B] দুই প্রকার
[C] তিন প্রকার
[D] চার প্রকার
উত্তর :- দুই প্রকার
20. টেরারোজা আসলে কি ?
[A] ভূত্বক
[B] মৃত্তিকা
[C] শিলা
[D] প্রস্তরখন্ড
উত্তর :- মৃত্তিকা
21. আবহবিকার ও ক্ষয়ভবনের যুগ্ম প্রভাব কি ?
[A] কার্বন সঞ্চিত
[B] মরিচাপড়া
[C] নগ্নিভবন
[D] শল্কমোচন
উত্তর :- নগ্নিভবন
22. জল বরফে পরিণত হলে আয়তনে ?
[A] বাড়ে
[B] কমে
[C] একই থাকে
[D] বাড়ে কমে
উত্তর :- বাড়ে
23. উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশি হয় ?
[A] জৈবিক
[B] যান্ত্রিক
[C] কেলাস
[D] রাসায়নিক
উত্তর :- রাসায়নিক
24. পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি ?
[A] যোগ
[B] অ্যাঞ্জেল
[C] গ্র্যান্ড ক্যানিয়ন
[D] সিয়াচেন
উত্তর :- গ্র্যান্ড ক্যানিয়ন
25. নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে দেখা যায় ?
[A] মিসিসিপি
[B] গঙ্গা
[C] নীলনদ
[D] সেন্টলরেন্স
No comments:
Post a Comment