1. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাস হয়েছিল ?
[A] ১৭৮৫ সালে
[B] ১৮৮৫ সালে
[C] ১৭৭৬ সালে
[D] ১৮৭৬ সালে
উত্তর :- ১৮৮৫ সালে
2. হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল ?
[A] বাংলাদেশে
[B] কানপুর
[C] এলাহাবাদ
[D] মহারাষ্ট্র
উত্তর :- মহারাষ্ট্র
3. ভারতীয়রা কোন সাল থেকে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পেয়েছিলেন ?
[A] ১৮৮৫ সালে
[B] ১৮৬২ সালে
[C] ১৮৯৩ সালে
[D] ১৮৯৯ সালে
উত্তর :- ১৮৮৫ সালে
4. 'India in the Victorian age' বইটি কার লেখা ?
[A] রমেশচন্দ্র দত্ত
[B] দাদাভাই নৌরজি
[C] লর্ড কার্জন
[D] মদনমোহন মালব্য
উত্তর :- রমেশচন্দ্র দত্ত
5. অ্যানি বেশান্ত কত সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত ?
[A] ১৯১৫ সালে
[B] ১৯১৬ সালে
[C] ১৯১৭ সালে
[D] ১৯২১ সালে
উত্তর :- ১৯১৭ সালে
6. সর্বভারতীয় ব্রাহ্ম আন্দোলনের জনক কাকে বলা হয় ?
[A] দেবেন্দ্রনাথ ঠাকুর
[B] অক্ষয় কুমার দত্ত
[C] শিবনাথ শাস্ত্রী
[D] কেশবচন্দ্র সেন
উত্তর :- কেশব চন্দ্র সেন
7. উনিশ শতকের ভারতের জাতীয়তাবাদের 'ঋত্বিক সন্ন্যাসী' কাকে বলা হয় ?
[A] স্বামী বিবেকানন্দ
[B] কেশব চন্দ্র সেন
[C] শ্রী অরবিন্দ
[D] নেতাজি সুভাষচন্দ্র বসু
উত্তর :- স্বামী বিবেকানন্দ
8. কোন রাজনৈতিক প্রতিষ্ঠান 'সেফটি ভালভ' হিসেবে কাজ করেছিল ?
[A] জাতীয় কংগ্রেস
[B] ব্রিটিশ কমিটি
[C] ভারত সভা
[D] মুসলিম লীগ
উত্তর :- জাতীয় কংগ্রেস
9. কোন আন্দোলনের পট ভূমিকায় কংগ্রেসের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয় ?
[A] সিপাহী বিদ্রোহ
[B] নীল বিদ্রোহ
[C] বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
[D] জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
উত্তর :- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
10. স্বরাজ্য পার্টির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
[A] এলাহাবাদ
[B] কলকাতা
[C] বারানসি
[D] কানপুর
উত্তর :- এলাহাবাদ
11. কোন স্বাধীনতার সংগ্রামীর নাম মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ?
[A] রামপ্রসাদ বিসমিল
[B] রাসবিহারী বসু
[C] রাসবিহারী ঘোষ
[D] মুজাফফর আহমেদ
উত্তর :- মুজাফফর আহমেদ
12. 'আমরা নিয়মতন্ত্রের বন্ধু কারণ আমরা বিপ্লবের শত্রু' - বক্তা হলেন ?
[A] চিত্তরঞ্জন দাস
[B] মহাত্মা গান্ধী
[C] সুরেন্দ্রনাথ
[D] সরদার প্যাটেল
উত্তর :- সুরেন্দ্রনাথ
13. নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ?
[A] ডিরোজিও
[B] রামমোহন রায়
[C] স্বামী বিবেকানন্দ
[D] ডেভিড হেয়ার
উত্তর :- ডিরোজিও
14. ভারতের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ?
[A] সমাচার দর্পণ
[B] সংবাদ কৌমুদী
[C] সংবাদ প্রভাকর
[D] যুগান্তর
উত্তর :- সমাচার দর্পণ
15. মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয় ?
[A] গোপালহরি দেশমুখ
[B] এম আর জয়াকার
[C] রাজেন্দ্র প্রসাদ
[D] জ্যোতিবা ফুল
উত্তর :- গোপালহরি দেশমুখ
16. ভারতের ভাইসরয় শাসন কবে শুরু হয় ?
[A] ১৭৫৭ সালে
[B] ১৭৫৮ সালে
[C] ১৮৫৭ সালে
[D] ১৮৫৮ সালে
উত্তর :- ১৮৫৮ সালে
17. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ?
[A] মৌলানা আবুল কালাম আজাদ
[B] সর্দার প্যাটেল
[C] পাট্টভি সিতারামাইয়া
[D] বিপিনচন্দ্র পাল
উত্তর :- মৌলানা আবুল কালাম আজাদ
18. ১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলনের হিরোইন কাকে বলা হয় ?
[A] সরোজিনী নাইডু
[B] অরুনা আশাফ আলী
[C] সুচেতা কৃপালিনী
[D] অ্যানি বেসান্ত
উত্তর :- অরুনা আশাফ আলী
19. মহাত্মা গান্ধী কত সালে সত্যাগ্রহ সভার প্রতিষ্ঠা করেন ?
[A] ১৯০৯ সালে
[B] ১৯১১ সালে
[C] ১৯১৯ সালে
[D] ১৯৮২ সালে
উত্তর :- ১৯১৯ সালে
20. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম জনগণনা হয়েছিল ?
[A] লর্ড ডাফরিন
[B] লর্ড লিটন
[C] লর্ড মেয়
[D] লর্ড রিপন
উত্তর :- লর্ড মেয়
21. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
[A] বেগম জিনাত মহল
[B] দ্বিতীয় বাহাদুর শাহ
[C] বখত খান
[D] কুন ওয়ারশিং
উত্তর :- বখত খান
22. পশ্চিম ভারতের প্রথম ব্রিটিশ জনমত কোন চরমপন্থী নেতা গড়ে তুলেছিলেন ?
[A] দাদাভাই নৌরজি
[B] বাল গঙ্গাধার তিলক
[C] চাপেকের ভাতৃদ্বয়
[D] অরবিন্দ ঘোষ
উত্তর :- বালগঙ্গাধর তিলক
23. কলকাতায় হলওয়েল নেতৃত্বে কে ছিলেন ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] মুজাফফর আহমেদ
[C] সুভাষচন্দ্র বসু
[D] মহাত্মা গান্ধী
উত্তর :- সুভাষচন্দ্র বসু
24. আলীগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন ?
[A] আব্দুল কালাম আজাদ
[B] মহাম্মদ আলী জিন্নাহ
[C] দাদাভাই নৌরজি
[D] সৈয়দ আহমেদ খান
উত্তর :- সৈয়দ আহমেদ খান
25. অ্যানি বেসান্ত হোমরুল আন্দোলন কোথায় সংঘটিত করেছিলেন ?
[A] দিল্লি
[B] কলকাতা
[C] মাদ্রাজ
[D] মুম্বাই
উত্তর :- মাদ্রাজ
No comments:
Post a Comment