Geography MCQ In Bengali Part - 01
Geography MCQ
বন্ধুরা
আজ তোমাদের সাথে শেয়ার করছি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Part - 01 যেটিতে ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM-এ
ভূগোল থেকে প্রশ্ন এসে থাকে।
ভূগোল MCQ কুইজ পর্ব - 01
1.ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?
[A] কারনার
[B] দেরাদুন
[C]মৌসুরী
[D] পুষায়
উত্তর :- দেরাদুন
2. লম্বা ও সূচালো প্রকৃতির গাছ কোন অঞ্চলে দেখা যায় ?
[A] সুন্দরবন
[B] মরু অঞ্চল
[C] মেরু অঞ্চল
[D] পার্বত্য অঞ্চল
উত্তর :- পার্বত্য অঞ্চল
3. অরণ্য কি সম্পদ ?
[A] পুনর্ভব সম্পদ
[B] অপুনর্ভব সম্পদ
[C] বস্তুগত সম্পদ
[D] কোনটাই নয়
উত্তর :- পুনর্ভব সম্পদ
4. দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?
[A] কৃষ্ণ কালো মৃত্তিকা
[B] পলি মৃত্তিকা
[C] ল্যাটেরাইট
[D] সিরোজেম মৃত্তিকা
উত্তর :- কৃষ্ণ কালো মৃত্তিকা
5. ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বনিম্ন ?
[A] রাজস্থান
[B] ছত্রিশগড়
[C] ওড়িশা
[D] হরিয়ানা
উত্তর :- হরিয়ানা
6. প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে কি বলে ?
[A] ভাঙ্গর
[B] তরাই
[C] খাদর
[D] ভুর
উত্তর :- ভাঙ্গর
7. টেম্পারেট ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
[A] সিমলা
[B] রাচি
[C] জোরহাট
[D] জব্বলপুর
উত্তর :- সিমলা
8. বর্তমান ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চলটির নাম কি ?
[A] বোম্বেহাই
[B] ডিগবই
[C] দেরাদুন
[D] আঙ্কালেশ্বর
উত্তর :- বোম্বেহাই
9. ভারতের গভীরতম বন্দরটির নাম কি ?
[A] পারাদ্বীপ
[B] কান্ডালা
[C] চেন্নাই
[D] মারমাগাও
উত্তর :- পারাদ্বীপ
10. তেহরি বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
[A] উত্তরাঞ্চল
[B] পাঞ্জাব
[C] কর্ণাটক
[D] কেরল
উত্তর :- উত্তরাঞ্চল
11. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকার অপর নাম কি ?
[A] পডসল
[B] ল্যাটেরাইট
[C] রেগুর
[D] ভাঙ্গর
উত্তর :- রেগুর
12. ভূত্বক মোট কটি শিলা পাতের উপর প্রতিষ্ঠিত ?
[A] 6
[B] 7
[C] 8
[D] 9
উত্তর :- 6
13. কোন দেশকে মধ্যরাতের সূর্য বলা হয় ?
[A] নরওয়ে
[B] জাপান
[C] ব্রিটেন
[D] সুইজারল্যান্ড
উত্তর :- নরওয়ে
14. একটি লাভা গঠিত মালভূমির নাম কি ?
[A] দাক্ষিণাত্য
[B] তিব্বত
[C] ইরান
[D] বলিভিয়া
উত্তর :- দাক্ষিণাত্য
15. গরমপানি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
[A] আসাম
[B] কর্ণাটক
[C] পশ্চিমবঙ্গ
[D] অন্ধ্রপ্রদেশ
উত্তর :- আসাম
16. ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কটি ?
[A] ৭২
[B] ৮২
[C] ৯২
[D] ১০২
উত্তর :- ৯২
17. ভারতের ১৫ তম জনগণনা কবে হলো ?
[A] ২০১১
[B] ২০১০
[C] ২০১২
[D] ২০০৮
উত্তর :- ২০১১
18. পাট উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে ?
[A] উত্তর প্রদেশ
[B] পাঞ্জাব
[C] মহারাষ্ট্র
[D] পশ্চিমবঙ্গ
উত্তর :- পশ্চিমবঙ্গ
19. কোন নদীর অপর নাম ত্রাসের নদী ?
[A] দামোদর
[B] তিস্তা
[C] কৃষ্ণা
[D] কাবেরী
উত্তর :- তিস্তা
20. বেতোয়া কার উপনদী ?
[A] গঙ্গা
[B] কাবেরী
[C] যমুনা
[D] তিস্তা
উত্তর :- যমুনা
21. কোন দেশকে প্রাচীরের দেশ বলে ?
[A] চীন
[B] জাপান
[C] রোম
[D] ভারত
উত্তর :- চীন
22. অরোরা অস্ট্রেলিস কোথায় দেখা যায় ?
[A] নরওয়ে
[B] সুইডেন
[C] জাপান
[D] কোনোটিই নয়
উত্তর :- কোনোটিই নয়
23. জলহস্তী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?
[A] বিয়াস
[B] চন্দ্রভাগা
[C] লুনি
[D] ইরাবতী
উত্তর :- চন্দ্রভাগা
24. খাস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?
[A] গারো
[B] মিজোরাম
[C] উত্তরাখণ্ড
[D] মেঘালয়
উত্তর :- উত্তরাখণ্ড
25. ভারতবর্ষে পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায় ?
[A] গোদাবরী
[B] কাবেরী
[C] সিন্ধু
[D] কৃষ্ণা
উত্তর :- কৃষ্ণা
আরো পড়ুন » History MCQ Question Part - 01
আরো পড়ুন » Indian Economic MCQ Part - 01
No comments:
Post a Comment