Chemistry MCQ In Bengali Part - 01
Chemistry MCQ
বন্ধুরা
আজ তোমাদের সাথে শেয়ার করছি রসায়নবিদ্যা MCQ প্রশ্ন উত্তর যেটিতে রসায়নবিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM - এ রসায়নবিদ্যা থেকে প্রশ্ন এসে থাকে।
রসায়নবিদ্যা MCQ কুইজ পর্ব - 01
1. রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি ?
[A] বেনজিন
[B] মিথানল
[C] ইথেন
[D] ইউরিয়া
উত্তর :- ইউরিয়া
2. পর্যায় সূত্রের প্রবক্তা কে ?
[A] মেন্ডেলিফ
[B] নিউল্যান্ড
[C] ডোবেরিয়ান
[D] বয়েল
উত্তর :- মেন্ডেলিফ
3. ইমোসায়ানিনে উপস্থিত মৌলটির নাম কি ?
[A] রুপো
[B] তামা
[C] দস্তা
[D] কার্বন
উত্তর :- তামা
4. যে যৌগের উপস্থিতিতে তৈলচিত্রের বর্ণ কালো হয় তা হল ?
[A] কার্বন মনোক্সাইড
[B] নাইট্রাস অক্সাইড
[C] কার্বন ডাইসালফাইড
[D] কার্বন ডাইঅক্সাইড
উত্তর :- কার্বন ডাইসালফাইড
5. সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কি হবে ?
[A] লাল
[B] নীল
[C] হলুদ
[D] কমলা
উত্তর :- হলুদ
6. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল ?
[A] ক্যালামাইন
[B] ডলোমাইট
[C] সোডিয়াম
[D] নাইট্রোজেন
উত্তর :- সোডিয়াম
7. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
[A] নিয়ন
[B] ক্যালসিয়াম
[C] সোডিয়াম
[D] নাইট্রোজেন
উত্তর :- সোডিয়াম
8. গ্লবার সল্টের রাসায়নিক নাম কি ?
[A] সোডিয়াম সালফেট
[B] সোডিয়াম ক্লোরাইড
[C] সোডিয়াম নাইট্রেট
[D] সোডিয়াম হাইড্রোক্সাইড
উত্তর :- সোডিয়াম সালফেট
9. ব্লু ভিট্রিয়ালের রাসায়নিক নাম কি ?
[A] জিংক সালফেট
[B] আয়রন সালফেট
[C] কপার সালফেট
[D] সিলভার নাইট্রেট
উত্তর :- কপার সালফেট
10. নিচের কোন ঘটনাটির রাসায়নিক পরিবর্তন ?
[A] পাথর ভেঙে টুকরো বা গুড়ো হয়ে যাওয়া
[B] কয়লা পোড়ানো
[C] লোহাকে চুম্বকে পরিণত করা
[D] জল বরফে পরিণত হওয়া
উত্তর :- কয়লা পোড়ানো
11. প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান হল ?
[A] চিনি
[B] ক্যালসিয়াম ফসফেট
[C] সোডিয়াম ক্লোরাইড
[D] কোনোটিই নয়
উত্তর :- ক্যালসিয়াম ফসফেট
12. নিচের কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম ?
[A] গ্লুকোজ
[B] সাধারণ লবণ
[C] ইউরিয়া
[D] কোনটাই নয়
উত্তর :- সাধারণ লবণ
13. যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবিল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে ?
[A] হাইড্রোজিনেশন
[B] হ্যালোজিনেশন
[C] হ্যালোফেরম
[D] আয়াডোফরম
উত্তর :- হাইড্রোজিনেশন
14. কোন গ্যাস উচ্চ চাপে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে মোমের মত কঠিন পদার্থ পাওয়া যায় ?
[A] অ্যাসিটিলিন
[B] ইথিলিন
[C] অক্সিজেন
[D] নাইট্রোজেন
উত্তর :- ইথিলিন
15. হীরকের কঠিনত্তের কারণ কি ?
[A] চতুস্তলক গঠন
[B] ত্রিভুজাকার গঠন
[C] ভারী বলে
[D] কোনোটিই নয়
উত্তর :- চতুস্তলক গঠন
16. কোনটি অধাতু হলেও তড়িৎ এর পরিবাহী ?
[A] ব্রোমিন
[B] পারদ
[C] আয়োডিন
[D] গ্রাফাইট
উত্তর :- গ্রাফাইট
17. পরীক্ষাগারে কে প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন ?
[A] বোকুলে
[B] হোলার
[C] হেলেন
[D] হেবার
উত্তর :- হোলার
18. ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া কিসের উপস্থিতি ছাড়া সম্ভব নয় ?
[A] সালফিউরিক অ্যাসিড
[B] হাইড্রোজেন
[C] ক্লোরিন
[D] জলীয় বাষ্প বা জল
উত্তর :- জলীয় বাষ্প বা জল
19. নিচের কোন মৌলটি সিদুরে থাকে ?
[A] Hg
[B] Br
[C] I
[D] Fe
উত্তর :- Hg
20. পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের ?
[A] হাইড্রোজেন
[B] হাইড্রোজেন সালফাইড
[C] ওজন
[D] সালফার
উত্তর :- হাইড্রো সালফাইড
21. টুথপেস্টে অ্যাব্রসিভ হিসাবে কি থাকে ?
[A] ক্যালসিয়াম কার্বনেট
[B] ক্যালসিয়াম ফসফেট
[C] ক্যালসিয়াম অক্সালেট
[D] ক্যালসিয়াম অক্সাইড
উত্তর :- ক্যালসিয়াম কার্বনেট
22. বাক মিনিস্টার ফুলারিন কি ?
[A] কার্বনের রূপভেদ
[B] কার্বনের যৌগ
[C] বোরণের রূপভেদ
[D] বোরণের যৌগ
উত্তর :- কার্বনের রূপভেদ
23. চিপস এর প্যাকেটে কোন গ্যাস থাকে ?
[A] নিয়ন
[B] বায়ু
[C] নাইট্রোজেন
[D] অক্সিজেন
উত্তর :- নাইট্রোজেন
24. লুনার কস্টিক কি ?
[A] সিলভার নাইট্রেট
[B] সিলভার অক্সাইড
[C] সিলভার সালফেট
[D] কোনোটিই নয়
উত্তর :- সিলভার নাইট্রেট
25. সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
[A] মিথেন
[B] বিউটেন
[C] হিলিয়াম
[D] প্রপেন
উত্তর :- বিউটেন
আরো পড়ুন: - Indian Economic MCQ In Bengali Part - 01
No comments:
Post a Comment