প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি ৫০টি ভৌতবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পর্ব-০৪ যেটিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তরের রয়েছে। সুতরাং MCQ গুলি বিনামূল্যে সংগ্রহ করে নিজের ভৌত বিজ্ঞানের জ্ঞানকে সমৃদ্ধ করুন।
ভৌতবিজ্ঞান MCQ
১.সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ হল-
[ক] চলন
[খ] বৃত্তীয় গতি
[গ] ঘূর্ণন গতি
[ঘ] সরলদোলগতি
উত্তর:- [খ] বৃত্তীয় গতি
২.সরণ-এর-
[ক] শুধু মান আছে
[খ] শুধু অভিমুখ আছে
[গ] মান ও অভিমুখ আছে
[ঘ] মান ও অভিমুখ কিছুই নেই
উত্তর:- [গ] মান ও অভিমুখ আছে
৩.সমবেগে গতিশীল বস্তুর
[ক] ত্বরণ থাকে
[খ] মন্দন থাকে
[গ]তরণ থাকে না
[ঘ] ত্বরণ ক্রমশঃ বাড়তে থাকে
উত্তর:- [গ]তরণ থাকে না
৪.মন্দনের S.I একক হবে-
[ক] সেমি/সে
[খ]মি/সে
[গ] মি/সে
[ঘ] সেমি/সে
উত্তর:- [খ]মি/সে
৫.কোনটি সঠিক?
[ক] ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অসমান
[খ] ক্রিয়া ও প্রতিক্রিসা একমুখী
[গ] ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুতে ক্রিয়াশীল [ঘ]ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল
উত্তর:- [ঘ]ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল
৬.বেগ-সময় লেখচিত্রের নতি যা নির্দেশ করে, তা হল-
[ক] সরণ
[খ] বেগ
[গ] ত্বরণ
[ঘ] বল
উত্তর :- [গ] ত্বরণ
৭.ভর হল __'র পরিমাপ (শূন্যস্থান পূরণ কর)
[ক] ঘনত্ব
[খ] বল
[গ] জড়তা
[ঘ] বেগ
উত্তর:- [গ] জড়তা
৮.নিউটন ও ডাইন-এর মধ্যে সম্পর্ক-
[ক] IN-10⁷ dyn
[খ]IN = 10⁵ dyn
[গ] IN 10³ dyn
[ঘ] IN-10 dyn
উত্তর:- [খ]IN = 10⁵ dyn
৯.বল (F) ও ত্বরণ (a)-এর মধ্যে সম্পর্ক হবে-(m= ভর)
[ক] F=m/a
[খ] F= a/m
[গ] a= m/F
[ঘ] F= m.a
উত্তর:- [ঘ] F= m.a
১০. জাদ্যোর ধারণা পাই, নিউটনের কোন্ সূত্র থেকে?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] সবগুলি
উত্তর:- [ক] প্রথম
১১.ভরবেগের S.I একক হবে-
[ক] g.cm/s
[খ] kg. m/s
[গ]N
[ঘ] J
উত্তর:- [খ] kg. m/s
১২.বেগ-সময় লেখচিত্র ও সময়-অক্ষের মধ্যে ক্ষেত্রফল যা নির্দেশ করে, তা হল
[ক] সরণ
[B] বেগ
[গ] ত্বরণ
[ঘ] মন্দন
উত্তর:- [ক] সরণ
১৩.নিউটনের কোন্ সূত্র থেকে ভরবেগ এর ধারণা পাওয়া যায়?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] যে কোনো একটি
উত্তর:- [খ] দ্বিতীয়
১৪.নিউটনের কোন সূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [গ] তৃতীয়
১৫.এক ব্যক্তি একটি সোজা রাস্তা ববাবর 100m গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে এল, এক্ষেত্রে সরণ-
[ক] 100 মিটার
[খ] 200 মিটার
[গ] 300 মিটার
[ঘ]0 (শূন্য)
উত্তর:- [ঘ]0 (শূন্য)
১৬.বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, বস্তুর সংস্থার রৈখিক ভরবেগ-
[ক] বৃদ্ধি পায়
[খ] হ্রাস পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] বলা সম্ভব নয়
উত্তর:- [গ] অপরিবর্তিত থাকে
১৭.নিউক্লিয় বল যে দূরত্বের মধ্যে ক্রিয়াশীল, তা হল-
[ক] 10-6 মি.
[খ] 10 মি.
[গ] 10-12 মি.
[ঘ] 10-15 মি.
উত্তর:- [ঘ] 10-15 মি.
১৮.একটি ক্ষেত্র-জনিত বল-এর উদাহরণ হল-
[ক] ধাক্কা
[খ] ঘাত
[গ] টান
[ঘ] আকর্ষণ
উত্তর:- [ঘ] আকর্ষণ
১৯.অপকেন্দ্র বল হল একপ্রকার ___ বল।
[ক] বৃহৎ
[খ] ক্ষুদ্র
[গ] অলীক
[ঘ] বাস্তব
উত্তর:- [গ] অলীক
২০.কোনো বলের উপাংশ-এর মান ঐ বলের মানের-
[ক] ছোট হয়
[খ] বড় হয়
[গ] ছোট বা সমান হয়
[ঘ] বড় বা সমান হয়।
উত্তর:- [গ] ছোট বা সমান হয়
২১.কোনো ভারী বস্তুর তলদেশে চাকা লাগালে, ঘর্ষণ বল-
[ক] হ্রাস পায়
[খ] বৃদ্ধি পায়
[গ] একই থাকে
[ঘ] হ্রাস বা বৃদ্ধি
উত্তর:- [ক] হ্রাস পায়
২২.বেগ-সময় লেখচিত্রে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র-
[ক] বেগ অক্ষের সমান্তরাল
[খ] সময় অক্ষের সমান্তরাল
[গ] মূলবিন্দুগামী সরলরেখা
[ঘ] বক্ররেখা
উত্তর:- [খ] সময় অক্ষের সমান্তরাল
২৩.কোন্ গতীয় সমীকরণ সঠিক নয়?
[ক] v=u+at
[খ] s= ut+at²
[গ] v² = u²+2as
[ঘ] s = ut + ½at
উত্তর:- [খ] s= ut+at²
(u = প্রাথমিক বেগ,V= অন্তিম বেগ, a =ত্বরণ,s= সরণ,t = সময়)
২৪.একটি বস্তুকে সোজা উপরের দিকে ছুঁড়ে দিলে, সর্বোচ্চ অবস্থানে-
[ক] বেগ শূন্য, ত্বরণ শূন্য
[খ] বেগ শূন্য, ত্বরণ অশূন্য
[গ] বেগ অশূন্য, ত্বরণ শূন্য
[ঘ] বেগ অশূন্য, ত্বরণ অশূন্য
উত্তর:- [গ] বেগ অশূন্য, ত্বরণ শূন্য
২৫.____হলো ঋণাত্মক ত্বরণ (শূন্যস্থান পূরণ কর)
[ক] বেগ
[খ] দ্রুতি
[গ]মন্দন
[ঘ] সরণ
উত্তর:- [গ]মন্দন
২৬.বলের মাত্রা হল-
[ক] [LT-¹]
[খ] [LT-²]
[গ] [MLT-¹]
[ঘ] [MLT-²]
উত্তর:- [ঘ] [MLT-²]
২৭.যে সূত্র দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা হয়, তা হল-
[ক] ভরের সংরক্ষণ সূত্র
[খ] শক্তির সংরক্ষণ সূত্র
[গ]ভরবেগের সংরক্ষণ সুত্র
[ঘ]কোনোটিই নয়
উত্তর:- [গ]ভরবেগের সংরক্ষণ সুত্র
২৮.একটি মোটর গাড়ির বেগ 36km/h, 'মি/সে' এককে বেগ হবে-
[ক] 5
[খ]10
[গ]15
[ঘ] 20
উত্তর:- [খ]10
২৯.লিফ্ট-এর ছাদ থেকে ঝোলানো স্ত্রীং-তুলায় বস্তু আটকে দিলে, কখন স্ত্রীং তুলার পাঠ শূন্য হবে?
[ক] লিফ্ট ত্বরণ নিয়ে উঠলে
[খ] লিফ্ট ত্বরণ নিয়ে নামলে
[গ] লিফ্ট সমবেগে উঠলে বা নামলে
[ঘ] লিফ্ট অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামলে
উত্তর:- [ঘ] লিফ্ট অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামলে
৩০.ভরের পরিবর্তন× বেগ / সময় যে রাশি নির্দেশ করে, তা হলো-
[ক] বেগ
[খ] শক্তি
[গ] বল
[ঘ]ভরবেগ
উত্তর:- [গ] বল
৩১.80N বল 20kg ভরবিশিষ্ট বস্তুর ওপর বিয়া করে যে ত্বরণ উৎপন্ন হয়, তার মান কত?
[ক] 3m.s
[খ] 2m.s²
[গ] 4m.s²
[ঘ] 8ms²
উত্তর:- [গ] 4m.s²
৩২.নিউটনের কোন্ সূত্রকে জাড্যের সূত্র বলে?
[ক]প্রথম সূত্র
[খ] দ্বিতীয় সূত্র
[গ] তৃতীয় সূত্র
[ঘ] সবগুলিই
উত্তর:- [ক]প্রথম সূত্র
৩৩.কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার?
[ক] কাঁচি
[খ] ঢেঁকি
[গ] জাঁতি
[ঘ] তুলাযন্ত্র
উত্তর:- [গ] জাঁতি
৩৪.প্রাস গতিতে (Projectile motion) কণার গতিপথ হয়-
[ক] বৃত্তাকার
[খ] উপবৃত্তাকার
[গ] পরাবৃত্তাকার
[ঘ] অধিবৃত্তাকার
উত্তর:- [ঘ] অধিবৃত্তাকার
৩৫.পৃথিবীর একপ্রান্ত থেকে বিপরীত প্রান্তে টানা সুরঙ্গে কোনো বস্তুর গতিপ্রকৃতি হয়-
[ক] বক্ররৈখিক গতি
[খ] সরলরৈখিক গতি
[গ] সরল সামঞ্জস্য গতি
[ঘ] ত্বারিত গতি
উত্তর:- [গ] সরল সামঞ্জস্য গতি
৩৬.এক নিউটন বলতে কত ডাইন হয়?
[ক] 10⁴
[খ] 10⁵
[গ] 10⁶
[ঘ] 10³
উত্তর:- [খ] 10⁵
৩৭.ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক'বার ব্যবহৃত হয়?
[ক] একবার
[খ] দুইবার
[গ] তিনবার
[ঘ] চারবার
উত্তর:- [খ] দুইবার
৩৮.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
[ক] পৃথিবীর কেন্দ্রে
[খ] খনিগর্ভে
[গ] নিরক্ষীয় অঞ্চলে
[ঘ]মেরু অঞ্চলে
উত্তর:- [ঘ]মেরু অঞ্চলে
৩৯.কোন বস্তুকণার প্রাথমিক বেগ u, ত্বরণ f অতিক্রান্ত সময় t এবং অন্তিম বেগ v হলে, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করো:
[ক] u= v+n
[খ] u+v = ft
[গ] v= u+n
[ঘ] u= v-n
উত্তর:- [গ] v= u+n
৪০.জাঁতি কোন্ ধরনের লিভার?
[ক] প্রথম শ্রেণি
[খ] দ্বিতীয় শ্রেণি
[গ] তৃতীয় শ্রেণি
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [খ] দ্বিতীয় শ্রেণি
৪১.নীচের কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার?
[ক] সাঁড়াশি
[খ] কাঁচি
[গ] মাছ ধরার ছিপ
[ঘ]নৌকার দাঁড়
উত্তর:- [ঘ]নৌকার দাঁড়
৪২.কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়?
[ক] নিউটনের প্রথম গতিসূত্র
[খ] নিউটনের দ্বিতীয় গতিসূত্র
[গ] নিউটনের তৃতীয় গতিসূত্র
[ঘ] ভরবেগের সংরক্ষণ সূত্র
উত্তর:- [খ] নিউটনের দ্বিতীয় গতিসূত্র
৪৩.ক্রেন কোন্ শ্রেণির লিভার?
[ক] তৃতীয়
[খ] দ্বিতীয়
[গ] প্রথম
[ঘ] চক্র ও অক্ষদণ্ড প্রকৃতির
উত্তর:- [ক] তৃতীয়
৪৪.কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে-
[ক] তার ভরবেগ দ্বিগুন হবে
[খ] তার ত্বরণ দ্বিগুণ হবে
[গ] তার ভর দ্বিগুণ হবে
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [ক] তার ভরবেগ দ্বিগুন হবে
৪৫.যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে-
[ক] নিউটনের প্রথম গতিসূত্র
[খ] নিউটনের দ্বিতীয় গতিসূত্র
[গ] নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র
[ঘ] গতিশন্তির সংরক্ষণ সূত্র
উত্তর:- [গ] নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র
৪৬.বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
[ক] সমভূতি সম্পন্ন
[খ] অসমবেগ সম্পন্ন
[গ] অসমদ্রুতি সম্পন্ন
[ঘ] সমবেগ সম্পন্ন
উত্তর:- [ঘ] সমবেগ সম্পন্ন
৪৭.ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কেন?
[ক] কিছুটা তড়িৎপ্রবাহ রয়ে যায়
[খ] প্রযুক্ত বল তখনও থেকে যায়
[গ] অপকেন্দ্রিক বল কাজ করে
[ঘ]গতিজাড্যের জন্য
উত্তর:- [ঘ]গতিজাড্যের জন্য
৪৮.কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কী বোঝ?
[ক] বলবাহু /রোধবাহ
[খ] রোধবাহু/বলবাহ
[গ] বলবাহু+ রোধবাহু
[ঘ] বলবাহু রোধবাহু
উত্তর:- [ক] বলবাহু /রোধবাহ
৪৯.কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোণে ছুঁড়বে?
[ক] 22½°
[খ] 30°
[গ]45°
[ঘ] 90°
উত্তর:- [গ]45°
৫০.অতিক্রান্ত দূরত্ব / সময় কে কি বলা হয়?
[ক] বেগ
[খ] দ্রুতি
[গ] ত্বরণ
[ঘ] মন্দন
উত্তর:- [খ] দ্রুতি
No comments:
Post a Comment