হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি জীবন বিজ্ঞান MCQ প্র্যাক্টিস সেট - ০৩-এই প্র্যাক্টিস সেটে থাকছে গুরুত্বপূর্ণ মোট ৫০টি জীব বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর, যেগুলি পরীক্ষায় আসার মতো। আমাদের এই জীবন বিজ্ঞান MCQ প্র্যাক্টিস সেট গুলিতে প্রতিবার অংশ নিয়ে Railway Group D, NTPC এবং ANM GNM পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে উঠুন বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে।
জীবন বিজ্ঞান MCQ প্র্যাক্টিস সেট
১.অগ্নাশয় কোন ধরণের আবরণী কলা দ্বারা গঠিত?
[ক] স্তম্ভাকার আবরণী কলা
[খ] রোমশ আবরণী কলা
[গ] গ্রন্থিময় আবরণী কলা
[ঘ] স্তরীভূত আবরণী কলা
উত্তর:- [গ] গ্রন্থিময় আবরণী কলা
২.মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে?
[ক] 25
[খ] 35
[গ] 45
[ঘ] 65
উত্তর:- [ঘ] 65
৩.নিম্নের কোন্টি একটি কলা?
[ক] যকৃৎ
[খ] হৃদপিণ্ড
[গ] ত্বক
[ঘ] রক্ত
উত্তর:- [ঘ] রক্ত
৪.কোন্ ধরনের পাতায় শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে?
[ক] সমাঙ্ক পৃষ্ঠপাতা
[খ] বিসমাঙ্ক পৃষ্ঠপাতা
[গ] 'a' এবং 'b' উভয়েই
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [ক] সমাঙ্ক পৃষ্ঠপাতা
৫.ভুট্টার কান্ডে কোন্ প্রকৃতির নালিকা বাণ্ডিল দেখা যায়?
[ক] মুক্ত সমপার্শ্বীয়
[খ] বদ্ধ সমপার্শ্বীয়
[গ] মুক্ত সমদ্বিপার্শ্বীয়
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [খ] বদ্ধ সমপার্শ্বীয়
৬.নিম্নলিখিত কোন্ কোশীয় অঙ্গাণুটি C, চক্রের সাথে সম্পর্কিত?
[ক] পেরোক্সিজোম
[খ] রাইবোজোম
[গ] গলগিবডি
[ঘ] লাইসোজোম
উত্তর:- [ক] পেরোক্সিজোম
৭.কাণ্ডের জাইলেম বিন্যাস কোন্ প্রকৃতির?
[ক] এন্ডার্ক
[খ] এক্সার্ক
[গ] মেসার্ক
[ঘ] কেন্দ্রীয়
উত্তর:- [ক] এন্ডার্ক
৮.NOR থেকে নিম্নলিখিত কোন্ অংশটি তৈরি হয়?
[ক] নিউক্লিওপর্দা
[খ] নিউক্লিওজালক
[গ] নিউক্লিওলাস
[ঘ] নিউক্লিও প্লাজম
উত্তর:- [গ] নিউক্লিওলাস
৯.F, বস্তু কোন্ কোশীয় অঙ্গাণুর মধ্যে পাওয়া যায়?
[ক] রাইবোজোম
[খ] মাইটোকনড্রিয়া
[গ] লাইসোজোম
[ঘ] প্লাসটিড
উত্তর:- [খ] মাইটোকনড্রিয়া
১০.একজন পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত?
[ক] 206
[খ] 208
[গ] 209
[ঘ] 211
উত্তর:- [ক] 206
১১.মানবদেহের সবথেকে শক্ত অংশ-
[ক] করোটি
[খ] ফিমার বোন
[গ] দাঁতের এনামেল
[ঘ] মেরুদণ্ড
উত্তর:- [গ] দাঁতের এনামেল
১২.একটি বরফাবৃত লেকের পারে কারণ- মধ্যে মাছ অনেকক্ষণ বাঁচতে
[ক] মাছ উয় রক্তের প্রাণী
[খ] বরফে মাছ ঠিক থাকে
[গ] তলার জল জমে না
[ঘ] বরফ তাপের সুপরিবাহী
উত্তর:- [গ] তলার জল জমে না
১৩.নীচের কোনটি দ্বি-শর্করার উদাহরণ?
[ক] গ্লুকোজ
[খ] ল্যাকটোজ
[গ] ফ্রুকটোজ
[ঘ] গ্যালাকটোজ
উত্তর:- [খ] ল্যাকটোজ
১৪.নীচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না?
[ক] রেডিয়ান
[খ] আলনা
[গ] হিউমেরাস
[ঘ] ফিমার
উত্তর:- [ঘ] ফিমার
১৫.পেশিতে অবস্থিত প্রোটিন হল-
[ক] অ্যামাইনো অ্যাসিড
[খ] রোডসিন
[গ] অ্যাকটিন
[ঘ] অ্যালবুমিন
উত্তর:- [গ] অ্যাকটিন
১৬.মানুষের লাম্বার কশেরুকার সংখ্যা কয়টি?
[ক] 5 টি
[খ] 7 টি
[গ] 4 টি
[ঘ] 12 টি
উত্তর:- [ক] 5 টি
১৭.ক্যালাস প্যাড নীচের কোথায় পাওয়া যায়?
[ক] সীভনলের প্রস্থ প্রাচীরে
[খ] ট্রাকিডের প্রাচীরে
[গ] ট্রাকিয়ার প্রাচীরে
[ঘ] সঙ্গীকোশের প্রাচীরে
উত্তর:- [ক] সীভনলের প্রস্থ প্রাচীরে
১৮.ট্রান্সফিউশন কলা নীচের কোন্ প্রকার উদ্ভিদে দেখা যায়?
[ক] গুপ্তজীবী
[খ] ব্যক্তবীজী
[গ] ফার্ণ
[ঘ] মস
উত্তর:- [খ] ব্যক্তবীজী
১৯.উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস, ইংরেজি কোন্ বর্ণের ন্যায়?
[ক] 'Z'
[খ] 'A'
[গ] 'I'
[ঘ] 'B'
উত্তর:- [গ] 'I'
২০.পারণকোশ কোন প্রকার উদ্ভিদে দেখা যায়?
[ক] একবীজপত্রী
[খ] দ্বিবীজপত্রী
[গ] একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [ক] একবীজপত্রী
২১.উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন্ কলা সম্পর্কিত?
[ক] জাইলেম
[খ] ফ্লোয়েম
[গ] স্কেরেনকাইমা
[ঘ] ভাজক কলা
উত্তর:- [ঘ] ভাজক কলা
২২.জলপত্ররন্দ্র কোন্ শারীরবৃত্তীয় পদ্ধতির সাথে সম্পর্কিত?
[ক] বাষ্পমোচন
[খ] সালোকসংশ্লেষ
[গ] শ্বসন
[ঘ] নিঃস্রাবন
উত্তর:- [ঘ] নিঃস্রাবন
২৩.কোনটিকে 'কোশের প্রোটিন ফ্যাক্টরি' বলে?
[ক] রহিবোজোম
[খ] মাইটোকনড্রিয়া
[গ] নিউক্লিয়াস
[ঘ] গলগি বডি
উত্তর:- [ক] রহিবোজোম
২৪.মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম হল-
[ক] স্টেপিস
[খ] ইনকাস
[গ] মেলিয়াস
[ঘ] অক্সিপিটাল
উত্তর:- [ক] স্টেপিস
২৫.শ্বেতসার বা Starch-এর রাসায়নিক সংকেত হল-
[ক] (CHO)
[খ] (CHO)
[গ] (CHO
[ঘ] (C2H4)
উত্তর:- [খ] (CHO)
৪৬.নিম্নের কোল্টিতে সবথেকে বেশি পরিমাণে সেলুলোজ থাকে?
[ক] তুলা
[খ] নারকেলের ছোবড়া
[গ] শনের আঁশ
[ঘ] তিসি গাছ
উত্তর:- [ক] তুলা
৪৭.খাদ্যে শ্বেতসারকে শনাক্ত করা যায়-
[ক] দানার আকৃতি থেকে
[খ] সাদা রং দেখে
[গ] শক্তি সঞ্চয় থেকে
[ঘ] আয়োডিনের সংযোগে নীলবর্ণ ধারণ থেকে
উত্তর:- [ঘ] আয়োডিনের সংযোগে নীলবর্ণ ধারণ থেকে
৪৮.কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে?
[ক] ক্যালসিয়াম
[খ] পটাসিয়াম
[গ] সোডিয়াম
[ঘ] ম্যাগনেসিয়াম
উত্তর:- [ঘ] ম্যাগনেসিয়াম
৪৯.মানুষের কোন কোশটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম?
[ক] অরেখ পেশী
[খ] হৃদপেশী
[গ] স্নায়ুকোশ
[ঘ] সরেখ পেশী
উত্তর:- [ঘ] সরেখ পেশী
৫০.মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃস্তযুক্ত গঠনকে কি বলে?
[ক] ডিপ্লোজোম
[খ] কোয়ান্টাজোম
[গ] অক্সিজোম
[ঘ] মাইক্রোজোম
উত্তর:- [গ] অক্সিজো
No comments:
Post a Comment