Breaking

Monday, April 8, 2024

Indian Constitution Question And Answer In Bengali Part - 04

Indian Constitution Question And Answer In Bengali Part - 04
Indian Constitution Question And Answer In Bengali Part - 04

 প্রিয়  বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি Indian Constitution Question And Answer In Bengali Part - 04 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM - এ ভারতীয় সংবিধানের থেকে প্রশ্ন এসে থাকে।


ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর  পর্ব - 04

১.ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ব্যাবস্থা কোথায় থেকে নেওয়া হয়েছে? 

[ক] ব্রিটিশ সংবিধান

[খ] সুইজারল্যান্ডের সংবিধান

[গ] আমেরিকার সংবিধান

[ঘ] গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৫

উত্তর:- [ঘ] গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৫


২.কোন ক্ষেত্র থেকে পশ্চিমবঙ্গ নেট ডোমেস্টিক প্রোডাক্টের বৃহত্তম অবদান আসে?

[ক] প্রাইমারী ক্ষেত্র থেকে

[খ] কোয়াটারনারি ক্ষেত্র থেকে

[গ] সেকেন্ডারি ক্ষেত্র থেকে

[ঘ] টার্সিয়ারি ক্ষেত্র থেকে

উত্তর:- [ঘ] টার্সিয়ারি ক্ষেত্র থেকে


৩.নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?

[ক] শহরের উন্নয়ন

[খ] গ্রামের উন্নয়ন

[গ] শিল্পের উন্নয়ন

[ঘ] রেলের উন্নয়ন

উত্তর:- [খ] গ্রামের উন্নয়ন


৪.রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল?

[ক] ১৯৩৫ সালে

[খ] ১৯৩৬ সালে

[গ] ১৯৩৭ সালে

[ঘ] ১৯৩৮ সালে

উত্তর:- [ক] ১৯৩৫ সালে


৫.কত তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছিল?

[ক] ৩৮ তম

[খ] ৪০ তম

[গ] ৪২ তম

[ঘ] ৪৪ তম

উত্তর:-  [গ] ৪২ তম


৬.ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনীর (amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (territory) বিনিময় হয়েছে?

[ক] 103 তম

[খ] 100 তম

[গ] 101 তম

[ঘ] 102 তম

উত্তর:- [খ] 100 তম


৭.ভারতীয় সংবিধানের কোন্ ধারাকে (article) ডঃ বি আর আম্বেদকর সংবিধানের 'হৃদয় ও আত্মা (heart and soul)' বলেছেন?

[ক] 14 ধারা 

[খ] 19 ধারা 

[গ] 356 ধারা 

[ঘ] 32 ধারা

উত্তর:- [ঘ] 32 ধারা


৮.'VVPAT' কীসের সাথে সম্পর্কিত?

[ক] উগ্রপন্থী কার্যকলাপ

[খ] সাধারণ নির্বাচন

[গ] মোবাইল পরিষেবা

[ঘ] মহাকাশ বিজ্ঞান

উত্তর:- [খ] সাধারণ নির্বাচন


৯.সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের (United Nations) নিরাপত্তা পরিষদে (Security Council) স্থায়ী সদস্য (Perma- nent Member) দেশের সংখ্যা কটি?

[ক] 4

[খ] 6

[গ] 10

[ঘ] 5

উত্তর:- [ঘ] 5


১০.ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

[ক] পিঙ্গালি ভেঙ্কাইয়া

[খ] অ্যানি বেসান্ত

[গ] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

[ঘ] পদ্মনাভন

উত্তর:- [ক] পিঙ্গালি ভেঙ্কাইয়া


১১.নীচের কোল্টির প্রস্তাবে গণপরিষদ (Constituent As- sembly) গঠন করার কথা বলা হয়েছিল?

[ক] ওয়াভেল পরিকল্পনা

[খ] ক্রিপস মিশন

[গ] সাইমন কমিশন

[ঘ] ক্যাবিনেট মিশন পরিকল্পনা

উত্তর:- [ঘ] ক্যাবিনেট মিশন পরিকল্পনা


১২.ভারতীয় সংবিধানের 35A ধারা কোন্ রাজ্যের সাথে সম্পর্কযুক্ত?

[ক] আসাম

[খ] পশ্চিমবঙ্গ

[গ] জম্মু ও কাশ্মীর

[ঘ] কর্ণাটক

উত্তর:- [গ] জম্মু ও কাশ্মীর


১৩.পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তরে আছে?

[ক] পাঁচ

[খ] দুই

[গ] তিন

[ঘ] চার

উত্তর:- [গ] তিন


১৪.তথ্য জানার অধিকার আইন কোন্ সালে পাস হয়?

[ক] 1952

[খ] 1977

[গ] 2000

[ঘ]2005

উত্তর:- [ঘ]2005


১৫.নীচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?

[ক] গ্রীষ্মকালীন অধিবেশন

[খ] বর্ষাকালীন অধিবেশন

[গ] শীতকালীন অধিবেশন

[ঘ] বাজেট অধিবেশন

উত্তর:- [ক] গ্রীষ্মকালীন অধিবেশন


১৬.কোন্ রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয়?

[ক] ত্রিপুরা

[খ] জম্মু ও কাশ্মীর

[গ] ওড়িশা

[ঘ] নাগাল্যান্ড

উত্তর:- [খ] জম্মু ও কাশ্মীর


১৭.ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন-

[ক] প্রতিরক্ষা মন্ত্রী

[খ] স্থলবাহিনীর প্রধান

[গ] ভারতের রাষ্ট্রপতি

[ঘ] প্রধানমন্ত্রী

উত্তর:- [গ] ভারতের রাষ্ট্রপতি


১৮.ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন-

[ক] জি এম পাঠক

[খ] ড. জাকির নায়েক 

[গ] ভি ভি গিরি

[ঘ] সর্বপল্লি রাধাকৃষ্ণন

উত্তর:- [ঘ] সর্বপল্লি রাধাকৃষ্ণন


১৯.উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছরের বয়স্ক হতে হয়?

[ক] 40 বছর 

[খ] 30 বছর 

[গ] 35 বছর

[ঘ] 25 বছর

উত্তর:- [গ] 35 বছর


২০.রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান হলেন-

[ক] রাষ্ট্রপতি

[খ] মুখ্যমন্ত্রী

[গ] উপরাষ্ট্রপতি

[ঘ] প্রধানমন্ত্রী

উত্তর:- [খ] মুখ্যমন্ত্রী


২১.মন্ত্রিপরিষদ কার কাছে দায়ী থাকেন?

[ক] রাষ্ট্রপতি

[খ] মুখ্যমন্ত্রী

[গ] লোকসভা

[ঘ] রাজ্যসভা

উত্তর:- [গ] লোকসভা


২২.অর্থবিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন?

[ক] রাজ্যপাল

[খ] মুখ্যমন্ত্রী

[গ] রাষ্ট্রপতি

[ঘ] স্পিকার

উত্তর:- [ঘ] স্পিকার


২৩.লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন?

[ক] 50 জন 

[খ] 65 জন

[গ] 55 জন

[ঘ] 60 জন

উত্তর:- [ক] 50 জন


২৪.ভারতের প্রথম প্রধানমন্ত্রী-

[ক] মহাত্মা গান্ধি

[খ] জওহরলাল নেহরু

[গ] ইন্দিরা গান্ধি

[ঘ] রাজেন্দ্র প্রসাদ

উত্তর:- [খ] জওহরলাল নেহরু


২৯.ব্যক্তিস্বাধীনতার প্রধান রক্ষক কোন্টি?

[ক] কার্টিয়োরারি

[খ] ওয়ারেন্টো

[গ] হেবিয়াস করপাস

[ঘ] ম্যান্ডামাস

উত্তর:- [গ] হেবিয়াস করপাস


৩০.ভারতীয় সংবিধানে কয়প্রকার জরুরি অবস্থার সংস্থান আছে?

[ক] 4

[খ] 3

[গ] 2

[ঘ] 5

উত্তর:- [খ] 3


৩১.লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?

[ক] এস নটরাজন

[খ] ভি. এস সীলন

[গ] হুকুম সিং

[ঘ] জি.ডি. মাভালঙ্কার

উত্তর:- [ঘ] জি.ডি. মাভালঙ্কার


৩২.কে প্রথম ভারতে জাতীয় আয় (National Income) নির্ধারণ করেছিলেন?

[ক] প্রশান্ত চন্দ্র মহলানবীশ 

[খ] দাদাভাই নৌরোজি

[গ] ভি কে আর ডি রাও

[ঘ] সর্দার বল্লভভাই প্যাটেল

উত্তর:- [খ] দাদাভাই নৌরোজি


৩৩.'যোজনা কমিশনের' (Planning Commission) পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে?

[ক] লোকাযুক্ত

[খ] নীতি আয়োগ

[গ] অর্থ কমিশন

[ঘ] লোকপাল

উত্তর:- [খ] নীতি আয়োগ


৩৪.ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে?

[ক] অর্থ মন্ত্রক

[খ] অর্থ কমিশন

[গ] ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

[ঘ] ভারতীয় স্টেট ব্যাঙ্ক

উত্তর:- [গ] ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক


৩৫.ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন-

[ক] রাজ্যসভা দ্বারা

[খ] সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা

[গ] লোকসভা দ্বারা

[ঘ] সংসদের সদস্য দ্বারা

উত্তর:- [খ] সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা


৩৬.লোক সভায় 'জিরো-আওয়ার'-এর সর্বাধিক সময়কাল হল-

[ক] 60 মিনিট

[খ] অনির্দিষ্টকাল

[গ] 30 মিনিট

[ঘ] 2 ঘন্টা

উত্তর:- [ক] 60 মিনিট


৩৭.নীচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাঙ্ক?

[ক] আই.ডি.বি.আই. ব্যাঙ্ক

[খ] ভারতীয় স্টেট ব্যাঙ্ক

[গ] আই. সি. আই. সি. আই. ব্যাঙক

[ঘ] ইন্ডিয়ান ব্যাঙ্ক

উত্তর:- [খ] ভারতীয় স্টেট ব্যাঙ্ক


৩৮.ভারতের আয়কর হল-

[ক] অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল 

[খ] অপ্রত্যক্ষ এবং আনুপাতিক

[গ] প্রত্যক্ষ এবং আনুপাতিক 

[ঘ] প্রত্যক্ষ এবং প্রগতিশীল

উত্তর:- [ঘ] প্রত্যক্ষ এবং প্রগতিশীল


৩৯.গীতা গোপীনাথ কোন্ আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ?

[ক] এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক

[খ] বিশ্বব্যাংক

[গ] এশিয়ান উন্নয়ন ব্যাংক

[ঘ] আন্তর্জাতিক মুদ্রা তহবিল

উত্তর:- [ঘ] আন্তর্জাতিক মুদ্রা তহবিল


৪০.লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয়-

[ক] ব্রেন্ট

[খ] সেনসেক্স

[গ] ফুটসি (এফটিএসই)

[ঘ] নিফটি

উত্তর:- [গ] ফুটসি (এফটিএসই)


৪১.নিম্নলিখিত বিভাগের কোল্টিন্ট ভারত তার জি.ডি.পি. -এর সর্বাধিক অংশ লাভ করে?

[ক] নির্মাণক্ষেত্র

[খ] সেবাক্ষেত্র

[গ] কৃষিক্ষেত্র

[ঘ] উৎপাদনক্ষেত্র

উত্তর:- [খ] সেবাক্ষেত্র


৪২.নীচের কোনটি রিজার্ভ ব্যাংক (আর.বি.আই)-এর কাজ নয়?

[ক] সরকারের কাছে ব্যাংকার

[খ] কাকে নোট ইস্যু করা

[গ] সাধারণ মানুষের আমানত গ্রহণকারী

[ঘ] বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী

উত্তর:- [গ] সাধারণ মানুষের আমানত গ্রহণকারী


৪৩.ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল-

[ক] মাদ্রাজ হাইকোর্ট

[খ] এলাহাবাদ হাইকোর্ট

[গ] বোম্বে হাইকোর্ট

[ঘ] কলকাতা হাইকোর্ট

উত্তর:- [ঘ] কলকাতা হাইকোর্ট


৪৪.পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন-

[ক] দুই বছর

[খ] এক বছর

[গ] তিন মাস

[ঘ] ছয় মাস

উত্তর:- [ঘ] ছয় মাস


৪৫.কোন্ অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?

[ক] অনুচ্ছেদ-৩৭০

[খ] অনুচ্ছেদ-৩৬৮

[গ] অনুচ্ছেদ-৩৬২

[ঘ] অনুচ্ছেদ-৩৬০

উত্তর:- [খ] অনুচ্ছেদ-৩৬৮


৪৬.নীচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার?

[ক] নাসিম জাইদি

[খ] এ. কে. জোতি

[গ] অশোক লাভাসা

[ঘ] ওমপ্রকাশ রাওয়াত

উত্তর:- [গ] অশোক লাভাসা


৪৭.নিম্নের কোন্ সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল?

[ক] এটি কখনোই সংশোধিত হয়নি

[খ] 44 তম সংশোধন

[গ] 42 তম সংশোধন

[ঘ] 56 তম সংশোধন

উত্তর:- [গ] 42 তম সংশোধন


৪৮.ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনগঠন হয়েছিল?

[ক] পশ্চিমবঙ্গ

[খ] কর্ণাটক

[গ]অন্ধ্রপ্রদেশ

[ঘ] তামিলনাড়ু

উত্তর:- [গ]অন্ধ্রপ্রদেশ


৪৯.NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটি জড়িত-

[ক] রেলের উন্নয়নে

[খ] শিল্পের উন্নয়নে

[গ] শহরের উন্নয়নে

[ঘ] গ্রামের উন্নয়নে

উত্তর:- [ঘ] গ্রামের উন্নয়নে


৫০.নিম্নের কোন্ ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়?

[ক] 1 টাকা

[খ] 2000 টাকা

[গ] 500 টাকা

[ঘ] 100 টাকা

উত্তর:- [ক] 1 টাকা

No comments:

Post a Comment