প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি ৫০টি ভৌতবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পর্ব-০৩ যেটিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তরের রয়েছে। সুতরাং MCQ গুলি বিনামূল্যে সংগ্রহ করে নিজের ভৌত বিজ্ঞানের জ্ঞানকে সমৃদ্ধ করুন।
ভৌতবিজ্ঞান MCQ
১.নিম্নলিখিত কোনগুলির প্রধান উপাদান হল কেরাটিন নামক প্রোটিন?
[ক] চুল ও ত্বক
[খ] নখ ও শিং
[গ] পালক ও পশম
[ঘ] সবকটি
উত্তর:- [ঘ] সবকটি
২.মাইটোকনড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায় যখন-
[ক] শরীরে ক্ষত ক্রিয়া করে
[খ] শরীরে অধিকমাত্রায় কার্যপ্রক্রিয়া চলে
[গ] শরীরে কম মাত্রায় কার্যপ্রক্রিয়া চলে
[ঘ] শরীরে সাধারণ মাত্রায় কার্যপ্রক্রিয়া চলে
উত্তর:- [খ] শরীরে অধিকমাত্রায় কার্যপ্রক্রিয়া চলে
৩.আমাদের দেহে যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি, সেটি হল-
[ক] পেশি কলা
[খ] যোগ কলা
[গ] আবরণী কলা
[ঘ] স্নায়ু কলা
উত্তর:- [ক] পেশি কলা
৪.তরুণাস্থিতে বর্তমান প্রোটিন-
[ক] অ্যাকটিন
[খ] মায়োসিন
[গ] জিলাটিন
[ঘ] কনড্রিন
উত্তর:- [ঘ] কনড্রিন
৫.অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ হল-
[ক] স্তনগ্রন্থি
[খ] লালাগ্রন্থি
[গ] সিবেসিয়াস গ্রন্থি
[ঘ] থাইরয়েড
উত্তর:- [খ] লালাগ্রন্থি
৬.মানুষের মেরুদণ্ডে সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কটি?
[ক] 12 টি
[খ] 7 টি
[গ] 4 টি
[ঘ] 5 টি
উত্তর:- [খ] 7 টি
৭.পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়-
[ক] কঠিন খাদ্য
[খ] তরল খাদ্য
[গ] কঠিন ও তরল খাদ্য
[ঘ] অর্ধতরল খাদ্য
উত্তর:- [খ] তরল খাদ্য
৮.কোশ পর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে, সেটি হল-
[ক] ফসফোলিপিড
[খ] স্টেরয়েড
[গ] কোলেস্টেরল
[ঘ] কিউটিন
উত্তর:- [ক] ফসফোলিপিড
9.প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজেক মডেল আবিষ্কার করেন-
[ক] স্নেইডন ও স্বোয়ান
[খ] গটাও ও গ্রেনডেল
[গ] সিঙ্গার ও নিকলসন
[ঘ] নাগেলি ও ক্রেমার
উত্তর:- [গ] সিঙ্গার ও নিকলসন
১০.RNA অনুপস্থিত থাকে-
[ক] প্লাজমালেম্মাতে
[খ] সাইটোপ্লাজমে
[গ] রাইবোজমে
[ঘ] ক্রোমোজোমে
উত্তর:- [ক] প্লাজমালেম্মাতে
১১.কোশ শব্দটির প্রবর্তক হলেন-
[ক] অ্যারিস্টটল
[খ] হুক
[গ] স্বোয়ান
[ঘ] লিউয়েনহক
উত্তর:- [খ] হুক
১২.ডেসমোজোম যার সাথে সম্পর্কিত, সেটি হল-
[ক] কোশ বিভাজন
[খ] কোশ সংলগ্নতা
[গ] সাইটোলাইসিস
[ঘ] কোশীয় রেচন
উত্তর:- [খ] কোশ সংলগ্নতা
১৩.ইউকারিওটিক কোষে 80s রাইবোজম এর এককগুলি হলো -
[ক] 60s ও 40s
[খ] 60S ও 50s এ
[গ] 50s ও 30s এ
[ঘ] 40S ও 40s এ
উত্তর:- [ক] 60s ও 40s
১৪.কোন আয়নটি রাইবোজোমের সাব ইউনিটগুলিকে একত্রে ধরে রাখে?
[ক] Ca
[খ] Mn
[গ]Mg++
[ঘ] Na
উত্তর:- [গ]Mg++
১৫.গলগি অ্যাপারেটাস অনুপস্থিত থাকে-
[ক] যকৃৎ কোশে
[খ] উন্নত উদ্ভিদে
[গ] নীলাভ সবুজ শৈবালে
[ঘ] ঈস্টে
উত্তর:- [গ] নীলাভ সবুজ শৈবালে
১৬.ডিওটিওজোম হল-
[ক] ফ্ল্যাজেলার অঙ্গানু
[খ] শ্বসন অণু
[গ] গলগি বডি
[ঘ] রাইবোজোম
উত্তর:- [গ] গলগি বডি
১৭.ল্যামিনা প্রোপ্রিয়া যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হল-
[ক] মানবদহের অস্ত্র
[খ] মানবদেহের যকৃৎ
[গ] গ্রাফিয়ান ফলিকল
[ঘ] প্যানক্রিয়াটিক অ্যাসিনি
উত্তর:- [ক] মানবদহের অস্ত্র
১৮.স্ট্যাটিফায়েড স্কোয়াশমাস আবরণী কলা দেখা যায়-
[ক] পাকস্থলি
[খ] ফ্যারিংসে
[গ] ট্র্যাকিয়াতে
[ঘ] অস্ত্রে
উত্তর:- [খ] ফ্যারিংসে
১৯.'স্তন গ্রন্থি' হল পরিবর্তিত-
[ক] অন্তঃক্ষরা গ্রন্থি
[খ] ঘর্মগ্রন্থি
[গ] তৈলগ্রন্থি
[ঘ] লসিকাগ্রন্থি
উত্তর:- [খ] ঘর্মগ্রন্থি
২০.তত্ত্বময় কলা, যাহা দুটি অস্থিকে যুক্ত করে সেটি হল-
[ক] যোগকলা
[খ] লিগামেন্ট
[গ] টেনডন
[ঘ] অ্যাডিপোস কলা
উত্তর:- [গ] টেনডন
২১.তরুণাস্থি যে কোশ দিয়ে গঠিত, তা হল-
[ক] তাকিট ও সাইট
[খ] পিনাকোসাইট
[গ] কন্ড্রোসাইট
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [গ] কন্ড্রোসাইট
২২.উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়?
[ক] ফ্লোয়েমের মাধ্যমে
[খ] জাইলেমের মাধ্যমে
[গ] কর্টেক্সের মাধ্যমে
[ঘ] নালিকা বান্ডিলের মাধ্যমে
উত্তর:- [খ] জাইলেমের মাধ্যমে
২৩.দেহের সবচেয়ে আয়তন সমৃদ্ধ পেশি হল-
[ক] গ্যাসট্রিক নিমিয়ান
[খ] গ্লুটিয়াস ম্যাক্সিমাস
[গ] সারটেরিয়াল
[ঘ] বাইসেপস
উত্তর:- [খ] গ্লুটিয়াস ম্যাক্সিমাস
২৪. উদ্ভিদ তার প্রয়োজনীয় জল এবং খনিজ লবণ মাটি থেকে সংগ্রহ করে কীসের সাহায্যে?
[ক] জোন অফ ইলংগেশন
[খ] গ্রোয়িং পয়েন্ট
[গ] রুট হেয়ার
[ঘ] এমব্রায়োনিক জোন
উত্তর:- [ক] জোন অফ ইলংগেশন
2৯.দেহের দৃঢ়তম পেশিটি উপস্থিত-
[ক] চোয়ালে
[খ] বাহুতে
[গ] উরুতে
[ঘ] ঘাড়ে
উত্তর:- [ক] চোয়ালে
৩০.ATP সংশ্লেষ হয় মাইটোকনড্রিয়ার-
[ক] ম্যাট্রিক্স-এ
[খ] ক্রিস্টিতে
[গ] বহিঃপর্দায়
[ঘ] অন্তঃক্রিস্টি অবস্থানে
উত্তর:- [খ] ক্রিস্টিতে
৩১.লোহিতকণিকা তৈরি হয়-
[ক] যকৃতে
[খ] অস্থিমজ্জা
[গ] বৃকে
[ঘ] হৃৎপিন্ডে
উত্তর:- [খ] অস্থিমজ্জা
৩২.ত্বকে বর্ণের জন্য দায়ী কোন্টি?
[ক] লিম্ফোসাইট
[খ] মনোসাইট
[গ] মেলানিন
[ঘ] কাইনিন
উত্তর:- [গ] মেলানিন
৩৩.মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত যে অস্থিটি-
[ক] হিউমেরাস
[খ] কারপাল
[গ] অ্যাস্ট্রাগ্যালাস
[ঘ] রেডিয়াস
উত্তর:- [গ] অ্যাস্ট্রাগ্যালাস
৩৪.নিম্নলিখিত যে কোশটি অ্যান্টিবডি গঠন করে-
[ক] ফাইব্রোব্লাস্ট
[খ] প্লাজমা কোশ
[গ] ম্যাক্রোফাজ
[ঘ] মাস্টকোশস
উত্তর:- [খ] প্লাজমা কোশ
৩৫.যে পদার্থটি সঞ্চিত হলে পেশি অবসাদগ্রস্ত হয়, তা হল-
[ক] CO₂
[খ] ক্রিয়েটিন ফসফেট
[গ] মায়োসিন ATP এস
[ঘ] ল্যাকটিক অ্যাসিড
উত্তর:- [ঘ] ল্যাকটিক অ্যাসিড
৩৬.কোশবাদের প্রবর্তক হলেন-
[ক] ওয়াটসন ও ক্রিক
[খ] স্নেইডেন ও স্বোয়ান
[গ] ড্যানিয়েল ও ড্যাভসন
[ঘ] সিঙ্গার ও নিকলসন
উত্তর:- [খ] স্নেইডেন ও স্বোয়ান
৩৭.সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন?
[ক] রবার্ট ব্রাউন
[খ] রবার্ট হুক
[গ] লিউয়েন হক
[ঘ] স্বোয়ন
উত্তর:-[গ] লিউয়েন হক
৩৮.নিচের কোন উপাদানটি সজীব?
[ক] ট্রাকিয়া
[খ] ট্রাকিড
[গ] জাইলেম প্যারেনকাইমা
[ঘ] জাইলেম তত্ত্ব
উত্তর:- [গ] জাইলেম প্যারেনকাইমা
৩৯.কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায়?
[ক] ম্যাগনেসিয়াম
[খ] লৌহ
[গ] ক্যালসিয়াম
[ঘ] ফসফরাস
উত্তর:- [খ] লৌহ
৪০.ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে?
[ক] মাইটোকনড্রিয়া
[খ] ক্রোমোটোফোর
[গ] মেসোজোম
[ঘ] ক্লোরোজোম
উত্তর:- [গ] মেসোজোম
৪১.মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে?
[ক] বিটা ক্যারোটিন
[খ] বিটা সায়ানিন
[গ] 7 ডিহাইড্রোকোলেস্টেরল
[ঘ] ক্যালসিফেরল
উত্তর:- [গ] 7 ডিহাইড্রোকোলেস্টেরল
৪২.মানুষের করোটির অস্থি সংখ্যা কত?
[ক] 12
[খ] 22
[গ] 32
[ঘ] 42
উত্তর:- [খ] 22
৪৩.কান্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা হল-
[ক] অগ্রস্থ ভাজক কলা
[খ] নিবেশিত ভাজক কলা
[গ] পার্শ্বস্থ ভাজক কলা
[ঘ] সরল স্থায়ী কলা
উত্তর:- [গ] পার্শ্বস্থ ভাজক কলা
৪৪.Cotton fibre নিম্নলিখিত অংশ থেকে পাওয়া যায়?
[ক] কান্ড
[খ] মূল
[গ] পাতা
[ঘ] বীজত্বক
উত্তর:- [ঘ] বীজত্বক
৪৫.একটি উদ্ভিদের বিটপ অংশে কান্ কলা পাওয়া যাবে?
[ক] ভাজক কলা
[খ] স্পানী কলা
[গ] ভাজক কলা ও স্থায়ী কলা
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [ক] ভাজক কলা
৪৬.80s রাইবোজোমের বৃহৎ উপএককটি হল-
[ক] 50s
[খ] 60s
[গ] 30s
[ঘ] 70s
উত্তর:- [খ] 60s
৪৭.মানবদেহের সর্ববৃহৎ অঙ্গটি হল
[ক] মস্তিষ্ক
[খ] হৃৎপিণ্ড
[গ] ত্বক
[ঘ] যকৃৎ
উত্তর:- [গ] ত্বক
৪৮.একটি উদ্ভিদ কোশকে নিম্নলিখিত কোন্ অবস্থায় রাখলে কোশের সংকোচন ঘটবে?
[ক] জল
[খ] কোশরস যুক্ত সমসারক দ্রবণ
[গ ]অতিসারক দ্রবণ
[ঘ] লঘুসারক দ্রবণ
উত্তর:- [গ ]অতিসারক দ্রবণ
৪৯.ফাইলোড হল পরিবর্তিত-
[ক] কাণ্ড
[খ] পাতা
[গ] মূল
[ঘ] বীজ
উত্তর:- [খ] পাতা
৫০.প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে?
[ক] অ্যামাইনো অ্যাসিড
[খ] গ্লুকোজ
[গ] লিপিড
[ঘ] মলটোজ
উত্তর:- [ক] অ্যামাইনো অ্যাসিড
No comments:
Post a Comment