বন্ধুরা,
১.পৃথিবীর শুষ্কতম মরুভূমি হল-
[ক] গোবি
[খ] থর
[গ] আটাকামা
[ঘ] সাহারা
উত্তর:- [গ] আটাকামা
২.জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত-
[ক] মধ্যপ্রদেশ
[খ] পশ্চিমবঙ্গ
[গ] আসাম
[ঘ] তামিলনাড়ু
উত্তর:- [খ] পশ্চিমবঙ্গ
৩.মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন্ নদীর উপর অবস্থিত?
[ক] মহারাষ্ট্রের কয়না নদী
[খ] গুজরাটের তাপ্তি নদী
[গ] উত্তরপ্রদেশের বেতোয়া নদী
[ঘ] ওডিশার মহানদী
উত্তর:- [গ] উত্তরপ্রদেশের বেতোয়া নদী
৪.কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হল-
[ক] ভাঙর
[খ] রেগুর
[গ] ভাবর
[ঘ] খাদার
উত্তর:- [খ] রেগুর
৫.নিম্নলিখিত সৌরজগতের কোন্ গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে-
[ক] ইউরেনাস
[খ] মঙ্গল
[গ] বৃহস্পতি
[ঘ] শনি
উত্তর:- [ক] ইউরেনাস
৬.দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে-
[ক] পূর্বঘাট থেকে
[খ] রাজমহল মালভূমি থেকে থেকে
[গ] ছোটনাগপুর মালভূমি
[ঘ] হিমালয় থেকে
উত্তর:- [গ] ছোটনাগপুর মালভূমি
৭.ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হল-
[ক] কংসাবতী
[খ] নর্মদা
[গ] মহানন্দা
[ঘ] শতদ্রু
উত্তর:- [খ] নর্মদা
৮.ভারতের কোন রাজ্যকে 'চিনির বাটি' বলা হয়?
[ক] অন্ধ্রপ্রদেশ
[খ] মহারাষ্ট্র
[গ] উত্তরপ্রদেশ
[ঘ] তামিলনাড়ু
উত্তর:- [গ] উত্তরপ্রদেশ
৯.মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপরি হয়েছে?
[ক] তুঙ্গভদ্রা
[খ] নর্মদা
[গ] মাহী
[ঘ] তান্তী
উত্তর:- [খ] নর্মদা
১০.ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে, তা হল-
[ক] সুমেরুবৃত্ত
[খ] কর্কটক্রান্তি রেখা
[গ] মকরক্রান্তি রেখা
[ঘ] নিরক্ষরেখা
উত্তর:- [খ] কর্কটক্রান্তি রেখা
১১.পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করুন-
(i) কংসাবতী a. মুর্শিদাবাদ
(ii) তিস্তা b. কুচবিহার
(iii) গঙ্গা c. পশ্চিম মেদিনীপুর
(iv) তোর্সা d. জলপাইগুড়ি
[ক] i-d, ii-b, iii-c, iv-a
[খ]-i-c, ii-d. iii-a, iv-b
[গ] i-b, ii-d, iii-c, iv-a
[ঘ] i-a, ii-c, iii-d, iv-b
উত্তর:- [খ]-i-c, ii-d. iii-a, iv-b
১২.নর্মদা নদীর উপর কোন্ বাঁধটি নির্মাণ করা হয়েছে?
[ক] আধিয়া বাঁধ
[খ] হিরাকুদ বাঁধ
[গ] সর্দার সরোবর বাঁধ
[ঘ] তেহরি বাঁধ
উত্তর:- [গ] সর্দার সরোবর বাঁধ
১৩.কোন ধরনের মাটিতে অতিরিক্ত গরমের সময় গভীর ফাটল সৃষ্টি হয়?
[ক] হলুদ মৃত্তিকা
[খ] ল্যাটেরাইট মৃত্তিকা
[গ] অ্যালুভিয়াল মৃত্তিকা
[ঘ] কৃষ্ণ মৃত্তিকা
উত্তর:- [ঘ] কৃষ্ণ মৃত্তিকা
১৪.নিম্নলিখিত কোন্ গ্রামটিতে ভূমিক্ষয়কে অনেকটাই রোধ করা গিয়েছে?
[ক] ভান্ডারদারা
[খ] মাজুলি
[গ] কাটারমাল
[ঘ] সুখোমাজরি
উত্তর:- [ঘ] সুখোমাজরি
১৫.মঙ্গল গ্রহের বায়ুমন্ডলে মূলত গ্যাস বেশি পাওয়া যায়।
[ক] অ্যামোনিয়া
[খ] কার্বন-ডাই-অক্সাইড
[গ] অক্সিজেন
[ঘ] হাইড্রোজেন
উত্তর:- [খ] কার্বন-ডাই-অক্সাইড
১৬.নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন্ নদীটি কৃষ্ণা নদীর উপনদী নয়?
[ক] ভেন্না
[খ] বেতওয়া
[গ] ভিমা
[ঘ] কয়না
উত্তর:- [খ] বেতওয়া
১৭.জোজি লা পাস কোন্ পর্বত শ্রেণিতে দেখা যায়?
[ক] জাসকর পর্বতশ্রেণি
[খ] লাদাখ পর্বতশ্রেণি
[গ] পূর্ব কারাকোরাম পর্বতশ্রেণি
[ঘ] যৌলধর পর্বতশ্রেণি
উত্তর:- [ক] জাসকর পর্বতশ্রেণি
১৮.বায়ুমন্ডলে উপস্থিত সালফার অক্সাইড বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হয়ে কী ঘটায়?
[ক] জীবাশ্ম জ্বালানির পরিমাণ হ্রাস করে।
[খ] হ্রদের জলে ইউট্রোফিকেশন ঘটায়।
[গ] মাটিতে pH এর মাত্রা কমিয়ে দেয়।
[ঘ] কারখানার ধোঁয়াকে জমাট বাঁধতে সাহায্য করে।
উত্তর:- [গ] মাটিতে pH এর মাত্রা কমিয়ে দেয়।
১৯.সব থেকে ছোট মহাসাগর হল-
[ক] আটলান্টিক মহাসাগর
[খ] প্রশান্ত মহাসাগর
[গ] ভারত মহাসাগর
[ঘ] উত্তর মহাসাগর
উত্তর:- [ঘ] উত্তর মহাসাগর
২০.কোন দেশ প্রথম মহাকাশে "স্পুটনিক" নামের একটি কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছিল?
[ক] ইউনাইটেড স্টেট অফ আমেরিকা
[খ] সোভিয়েত ইউনিয়ন
[গ] জাপান
[ঘ] ইংল্যান্ড
উত্তর:- [খ] সোভিয়েত ইউনিয়ন
২১.পশ্চিম রাজস্থানের মাটিতে সর্বাধিক পরিমাণে রয়েছে-
[ক] অ্যালুমিনিয়াম
[খ] ক্যালসিয়াম
[গ] নাইট্রোজেন
[ঘ] ফসফরাস
উত্তর:- [খ] ক্যালসিয়াম
২২.রবার চাষ কোথায় দেখা যায়?
[ক] উষ্ণ বনাঞ্চলে
[খ] পার্বত্য অঞ্চলে
[গ] মেরু অঞ্চলে
[ঘ] ক্রান্তীয় অঞ্চলে
উত্তর:- [ক] উষ্ণ বনাঞ্চলে
২৩.লোহা নিষ্কাষিত হয় কোথা থেকে?
[ক] Cinnabar
[খ] Haematite
[গ] Bauxite
[ঘ] Dolomite
উত্তর:- [খ] Haematite
২৪.সমুদ্রে ঢেউ সংঘটিত হয় ____এর কারণে।
[ক] সূর্যের প্রভাবে
[খ] চন্দ্রের প্রভাবে
[গ] সূর্য এবং চন্দ্রের যৌথ প্রভাবে
[ঘ] পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
উত্তর:- [গ] সূর্য এবং চন্দ্রের যৌথ প্রভাবে
২৫.তুন্দ্রা হল-
[ক] Deciduous forests
[খ] Tropical rain forests
[গ] Cold deserts
[ঘ] Hot deserts
উত্তর:- [গ] Cold deserts
২৬.Cauvery water sharing is a dispute between কাবেরী জল বণ্টনের সমস্যা ____এর মধ্যে রয়েছে।
[ক] Karnataka and Andhra Pradesh
[খ] Tamil Nadu and Andhra Pradesh
[গ] Tamil Nadu and Karnataka
[ঘ] Karnataka and Maharashtra
উত্তর:- [গ] Tamil Nadu and Karnataka
২৭.ভারতের সবুজ বিপ্লব নীচের কোন্ ক্ষেত্রে সবচেয়ে সফল?
[ক] গম এবং আলু উৎপাদনে
[খ] জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে
[গ] গম এবং চাল উৎপাদনে
[ঘ] চা এবং কফি উৎপাদনে
উত্তর:- [ক] গম এবং আলু উৎপাদনে
২৮.নীচের কোনটি বিশ্ব উন্নায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়?
[ক] CFC নির্গমন
[খ] কার্বন-ডাই-অক্সাইড নির্গমন
[গ] বৃক্ষছেদন
[ঘ] মিথেন নির্গমন
উত্তর:- [গ] বৃক্ষছেদন
২৯.ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন্ প্রণালী অবস্থিত?
[ক] বেরিং প্রণালী
[খ] হরমুজ প্রণালী
[গ] পক্ প্রণালী
[ঘ] মালাক্কা প্রণালী
উত্তর:- [গ] পক্ প্রণালী
৩০.কোন্ শিল্পকে উদীয়মানশিল্প বলা হয়?
[ক] পাট শিল্প
[খ] বয়ন শিল্প
[গ] পেট্রোরসায়ন শিল্প
[ঘ] চা শিল্প
উত্তর:- [গ] পেট্রোরসায়ন শিল্প
৩১.কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত-
[ক] হিমাচল প্রদেশে
[খ] উত্তরপ্রদেশে
[গ] কর্ণাটকে
[ঘ] অসমে
উত্তর:- [ঘ] অসমে
৩২.ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন্ নদীর উপর তৈরী হয়েছিল?
[ক] শতদ্রু
[খ] গঙ্গা
[গ] ব্রহ্মপুত্র
[ঘ] মহানদী
উত্তর:- [ক] শতদ্রু
৩৩.ভারতে কোথায় বেশি চা উৎপাদন হয়?
[ক] আসাম
[খ] পশ্চিমবঙ্গ
[গ] তামিলনাড়ু
[ঘ] হিমাচলপ্রদেশ
উত্তর:- [ক] আসাম
৩৪.ভারতে কোন্ রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়?
[ক] কেরালা
[খ] তামিলনাড়ু
[গ] অন্ধ্রপ্রদেশ
[ঘ] কর্ণাটক
উত্তর:- [ঘ] কর্ণাটক
৩৫.ভারতের বৃহত্তম তৈল খনি হলো-
[ক] আলিয়াবেত
[খ] বাসিন
[গ] বোম্বে-হাই
[ঘ] কোনটি নয়
উত্তর:- [গ] বোম্বে-হাই
৩৬.ভারতের কোন্ রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়?
[ক] মহারাষ্ট্র
[খ] পশ্চিমবঙ্গ
[গ] গুজরাট
[ঘ] মধ্যপ্রদেশ
উত্তর:- [ঘ] মধ্যপ্রদেশ
৩৭.ভারতে সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হল-
[ক] কুড়ন কুলম
[খ] নারোরা
[গ] কাকরাপারা
[ঘ] তারাপুর
উত্তর:- [ক] কুড়ন কুলম
৩৮.বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান হল-
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ
উত্তর:- [ক] প্রথম
৩৯.ভারতে প্রথম পেট্রো-রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে?
[ক] হলদিয়াতে
[খ] ট্রম্বেতে
[গ] মুম্বাইতে
[ঘ] আসানসোলে
উত্তর:- [খ] ট্রম্বেতে
৪০.কাকে 'ভারতের রুঢ়' বলা হয়?
[ক] আসানসোল
[খ] দুর্গাপুর
[গ] রৌরকেল্লা
[ঘ] আমেদাবাদ
উত্তর:- [খ] দুর্গাপুর
৪১.অশোক লিল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত?
[ক] চেন্নাই
[খ] মুম্বাই
[গ] মোহালী
[ঘ] গুরগাঁও
উত্তর:- [ক] চেন্নাই
৪২.হিরোহোন্ডা মোটরস ভারতের কোথায় অবস্থিত?
[ক] চেন্নাই
[খ] মুম্বাই
[গ]গুরগাঁও
[ঘ] বিশাখাপত্তনম
উত্তর:- [গ]গুরগাঁও
৪৩.ভারতে কোথায় প্রথম বিমানপোত প্রতিষ্ঠা লাভ করে?
[ক] মুম্বাই
[খ] বিশাখাপত্তনম
[গ] চেন্নাই
[ঘ] ব্যাঙ্গালোর
উত্তর:- [ঘ] ব্যাঙ্গালোর
৪৪.ভারতবর্ষে প্রথম আদমশুমারী সূচীত হয় কত সালে?
[ক] ১৯০১
[খ] ১৮৯১
[গ] ১৮৮১
[ঘ] ১৮৭২
উত্তর:- [ঘ] ১৮৭২
৪৫.ভারতের মালব মালভূমি হল একটি-
[ক] মহাদেশীয় মালভূমি
[খ] পাদদেশীয় মালভূমি
[গ] পর্বতবেষ্টিত মালভূমি
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [খ] পাদদেশীয় মালভূমি
৪৬.পশ্চিমবঙ্গের উত্তর ভাগ যে নামে পরিচিত তা হল- [ক] মালায়াত্রি
[খ] সহ্যাদ্রি
[গ] সাতপুরা
[ঘ] নীলগিরি
উত্তর:- [খ] সহ্যাদ্রি
৪৭.রণথম্ভোর জাতীয় উদ্যান কোন্ রাজ্যে অবস্থিত?
[ক] গুজরাত
[খ] অসম
[গ] রাজস্থান
[ঘ] কর্ণাটক
উত্তর:- [গ] রাজস্থান
৪৮.কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন?
[ক] ইউরি গ্যাগারিন
[খ] নীল আর্মস্ট্রং
[গ] রাকেশ শর্মা
[ঘ] এডউইন অলড্রিন
উত্তর:- [ক] ইউরি গ্যাগারিন
৪৯.কোন্ দেশে মাউন্ট কোটোপ্যাক্সি নামক আগ্নেয়গিরি অবস্থিত?
[ক] ইউ এস এ
[খ] মেক্সিকো
[গ] ইকুয়েডর
[ঘ] ইতালি
উত্তর:- [গ] ইকুয়েডর
৫০.ভূতত্ত্ববিদ্যার কোন্ বিশেষ শাখার ভূমিকম্প নিয়ে পড়াশোনা করা হয়?
[ক] Anthropology
[গ] Earthology
[খ] Epilogy
[ঘ] Seismology
উত্তর:- [ঘ] Seismology
No comments:
Post a Comment