Breaking

Sunday, April 7, 2024

Geography MCQ In Bengali Part - 10 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর

Geography MCQ In Bengali Part - 10 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর 

Geography MCQ In Bengali Part - 10 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর

বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি Geography MCQ In Bengali Part - 10 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM-এ ভূগোল থেকে প্রশ্ন এসে থাকে।


ভূগোল MCQ কুইজ পর্ব - ১০

১.কোন্ নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে। বিভক্ত করেছে?

[ক] মহানন্দা নদী

[খ] জলঙ্গী নদী

[গ] ভাগিরথী নদী

[ঘ] মাথাভাঙ্গা নদী

উত্তর:- [গ] ভাগিরথী নদী


২.মানস সরোবর অবস্থিত-

[ক] কারাকোরাম পর্বতশ্রেণিতে

[খ] পিরপাঞ্জাল পর্বত শ্রেণিতে

[গ] কৈলাস পর্বত শ্রেণিতে

[ঘ] মহাভারত পর্বত শ্রেণিতে

উত্তর:- [গ] কৈলাস পর্বত শ্রেণিতে


৩.রোহিলাখন্ড অঞ্চল অবস্থিত-

[ক] আরাবল্লীর পশ্চিম পাদদেশ সমতলভূমি

[খ] গুজরাটের সমতলভূমি 

[গ] উত্তর উত্তরপ্রদেশ

[ঘ] বিহার

উত্তর:- [গ] উত্তর উত্তরপ্রদেশ


৪.২০১৮ সালের নভেম্বর মাসে ভারত ও জাপান পশ্চিমবঙ্গে তুর্গ পাম্পড স্টোরেজের নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত করেছে। যার আনুমানিক ১,৮১৭ কোটি টাকা ব্যায় ধার্য্য। করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোন্ জেলায় এই প্রকল্পটি নির্মাণ হবে?

[ক] মালদহ 

[খ] পশ্চিম মেদিনীপুর 

[গ] নদিয়া 

[ঘ] পুরুলিয়া

উত্তর:- [ঘ] পুরুলিয়া


৫.পশ্চিমবলোর উত্তরবাহিনী নদী হল-

[ক] তিস্তা, জলঢাকা, রায়ঢাক

[খ] গঙ্গা, রহ্মপুত্র

[গ] তিস্তা, গলা

[ঘ] দামোদর, সন্ধ্যা

উত্তর:- [ক] তিস্তা, জলঢাকা, রায়ঢাক


৬.কোলের হ্রদ কোথায় অবস্থিত?

[ক] গোদাবরী ও কাবেরীর মধ্যে

[খ] গোদাবরী ও কুয়ার মধ্যে।

[গ] কুয়া ও কাবেরীর মধ্যে

[ঘ] মহানদী ও গোদাবরীর মধ্যে

উত্তর:- [খ] গোদাবরী ও কুয়ার মধ্যে


৭.সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল-

[ক] ১৯৮৫ সালে

[খ] ১৯৭৫ সালে

[গ] ১৯৬৫ সালে

[ঘ] ১৮৭৫ সালে

উত্তর:- [খ] ১৯৭৫ সালে


৮.মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে যে দুটো রাজ্যের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল তারা হল-

[ক] মহারাষ্ট্র ও গুজরাট

[খ] তামিলনাড়ু ও কেরল

[গ] ওড়িশা ও অন্ধপ্রদেশ

[ঘ] গুজরাট ও রাজস্থান

উত্তর:- [খ] তামিলনাড়ু ও কেরল


৯.নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে?

[ক] অরুণাচলপ্রদেশ

[খ] ছত্তিশগড়

[গ] মধ্যপ্রদেশ

[ঘ] বিহার

উত্তর:- [গ] মধ্যপ্রদেশ


১০.অজয় নদ যে দুটো নদীর মধ্য দিয়ে প্রবাহিত তা হল- 

[ক] রূপনারায়ণ ও কংসাবতী 

[খ] কংসাবতী ও সুবর্ণরেখা

[গ] কংসাবতী ও শিলাবতী

[ঘ] দামোদর এবং ময়ূরাক্ষী

উত্তর:- [ঘ] দামোদর এবং ময়ূরাক্ষী


১১.জাতীয় জলপথ-১ কোন্ তিনটি নদীর সাহায্যে এলাহাবাদকে হলদিয়ার সঙ্গে যোগ করেছে?

[ক] গঙ্গা-ভাগিরথী-হুগলি

[খ] নর্মদা-তাপ্তি ব্রহ্মপুত্র

[গ] গঙ্গা-তাপ্তি-নর্মদা

[ঘ] গঙ্গা-কৃয়া-কাবেরী

উত্তর:- [ক] গঙ্গা-ভাগিরথী-হুগলি


১২.কোন্ ভারতীয় রাজ্য আয়তন ও জনসংখ্যার নিরিখে একই স্থানে রয়েছে?

[ক] উত্তরপ্রদেশ 

[খ] পশ্চিমবঙ্গ 

[গ] আসাম 

[ঘ] মেঘালয়

উত্তর:- [ঘ] মেঘালয়


১৩.নিম্নলিখিত কোন্ নদীটি পূর্ব থেকে পশ্চিম অভিমুখে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে?

[ক] কৃয়া

[খ] কাবেরী

[গ] নর্মদা

[ঘ] গোদাবরী

উত্তর:- [গ] নর্মদা


১৪.জনসংখ্যার হিসেবে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, কিন্তু আয়তনের হিসেবে পৃথিবীতে ভারতের স্থান-

[ক] প্রথম

[খ] দ্বিতীয় 

[গ] সপ্তম 

[ঘ] অষ্টম 

উত্তর:- [গ] সপ্তম


১৫.মোট ভৌগোলিক আয়তনের নিরিখে মোট বনভূমির পরিমাণ বেশি কোন রাজ্যের?

[ক] অরুণাচল প্রদেশ

[খ] মিজোরাম

[গ] মেঘালয়

[ঘ] মধ্যপ্রদেশ

উত্তর:- [খ] মিজোরাম


১৬.পশ্চিমবঙ্গে গঙ্গার সক্রিয় বদ্বীপ রয়েছে- 

[ক]নদিয়া, কোলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়াতে

[খ] শুধু সুন্দরবনে

[গ] শুধু উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়

[ঘ] শুধু পূর্ব মেদিনীপুরে

উত্তর:- [ক]নদিয়া, কোলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়াতে


১৭.জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায়-

[ক] ০-৫ বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধি

[খ] ৬-১৫ বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধি

[গ] ১৬ - ৬৪ বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধি

[ঘ] ৬৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা বৃদ্ধি

উত্তর:- [গ] ১৬ - ৬৪ বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধি


১৮.বিকানীর খাল কোন নদী থেকে উৎপন্ন হয়েছে?

[ক] গঙ্গা 

[খ] চম্বল 

[গ] শতদ্রু

[ঘ] যমুনা

উত্তর:- [গ] শতদ্রু


১৯.বাঁসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

[ক] উত্তরপ্রদেশ

[খ] গুজরাট

[গ] রাজস্থান 

[ঘ] মধ্যপ্রদেশ

উত্তর:- [খ] গুজরাট


২০.পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়?

[ক] মুর্শিদাবাদ

[খ] মালদা

[গ] কোচবিহার

[ঘ] বীরভূম

উত্তর:- [ঘ] বীরভূম


২১.কলকাতা-মুম্বাই জাতীয় সড়ক যা আগ্রার মধ্য দিয়ে গেছে তার নাম কী?

[ক] NH-5 

[খ] NII-8 

[গ] NH-6

[ঘ] NH-3

উত্তর:- [গ] NH-6


২২.ভারতে কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য লক্ষ করা যায়?

[ক] মেঘালয়

[খ] পশ্চিমবঙ্গ

[গ] কেরালা

[ঘ] রাজস্থান

উত্তর:- [খ] পশ্চিমবঙ্গ


২৩.পশ্চিমবঙ্গে স্বাক্ষরতার হার হল-

[ক] ৭৪.০৪ শতাংশ

[খ] ৭৬.২৬ শতাংশ

[গ] ৭১.১৬ শতাংশ

[ঘ] ৮২.৬৭ শতাংশ

উত্তর:- [খ] ৭৬.২৬ শতাংশ


২৪.দ্রাঘিমা হিসাবে ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত রাজ্যটির নাম-

[ক] মণিপুর

[খ] অরুণাচলপ্রদেশ

[গ] নাগাল্যান্ড

[ঘ] মিজোরাম

উত্তর:- [ঘ] মিজোরাম


২৫.ভারতের সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চয় ও উৎপাদন হয় কোন্ রাজ্যে?

[ক] ওড়িশা 

[খ] কর্ণাটক

[গ] রাজস্থান 

[ঘ] বিহার

উত্তর:- [ক] ওড়িশা


২৬.২০১৬ সালে দেশের মধ্যে কোন্ রাজ্য দেশি এবং বিদেশি পর্যটকদের মধ্যে জনপ্রিয় পর্যটন স্থলের স্বীকৃতি লাভ করেছিল?

[ক] উত্তরপ্রদেশ 

[খ] মহারাষ্ট্র 

[গ] গোয়া 

[ঘ] তামিলনাড়ু

উত্তর:- [ঘ] তামিলনাড়ু


২৭.নীচের কোনটি যমজ শহর (twin city) নয়?

[ক] দিল্লি-নিউদিল্লি

[খ] হায়দ্রাবাদ-সেকেন্দ্রাবাদ

[গ] দুর্গাপুর-আসানসোল

[ঘ] কলকাতা-হাওড়া

উত্তর:- [ক] দিল্লি-নিউদিল্লি


২৮.মহাকাশে (Space) কোন্ মহাকাশচারী (astronaut) আকাশের রং কী দেখবে?

[ক] কালো 

[খ] বেগুনী 

[গ] লাল 

[ঘ] নীল

উত্তর:- [ক] কালো


২৯.'কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)' ভারতের নীচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি?

[ক] উত্তরপ্রদেশ 

[খ] পশ্চিমবঙ্গ 

[গ] গুজরাট 

[ঘ] মিজোরাম

উত্তর:- [ক] উত্তরপ্রদেশ


৩০.'নীল গ্রহ' (Blue planet)' কাকে বলে?

[ক] প্লুটো

[খ] পৃথিবী 

[গ] শনি

[ঘ] ইউরেনাস

উত্তর:- [খ] পৃথিবী


৩১.ব্যারোমিটার পাঠ (reading) হঠাৎ কমে গেলে, আবহাওয়ার (weather) কি পরিবর্তন হবে?

[ক] অন্তত 48 ঘণ্টা অবিরাম বৃষ্টি হবে।

[খ] খুব গরম হবে 

[গ] খুব ঝড় হবে

[ঘ] ঠান্ডা হবে

উত্তর:- [গ] খুব ঝড় হবে


৩২.সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়?

[ক] 4 ঠা জানুয়ারি

[খ] 22 শে ডিসেম্বর

[গ]21 শে জুন

[ঘ] 22 শে সেপ্টেম্বর

উত্তর:- [গ]21 শে জুন


৩৩.'বন্দীপুর' অভয়ারণ্য (Sanctuary) কোথায় অবস্থিত?

[ক] রাজস্থান 

[খ] গুজরাট 

[গ] কর্ণাটক

[ঘ] উড়িষ্যা

উত্তর:- [গ] কর্ণাটক


৩৪.নীচের কোন্টিকে 'বাদামী কয়লা (brown coal)' বলে?

[ক] লিগনাইট

[খ] অ্যানথ্রাসাইট

[গ] বিটুমিনাস

[ঘ] কোক

উত্তর:- [ক] লিগনাইট


৩৫.এশিয়ার বৃহত্তম নদী কোনটি?

[ক] গঙ্গা

[খ] সিন্ধু

[গ] ইয়াংজে

[ঘ] হোয়াং হো

উত্তর:- [গ] ইয়াংজে


৩৬.একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা (Interna- tional Date Line)-কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে-

[ক] একদিন এগিয়ে যায়

[খ] একদিন পিছিয়ে যায়

[গ] অর্ধেক দিন পিছিয়ে যায়

[ঘ] অর্ধেক দিন এগিয়ে যায়

উত্তর:- [ক] একদিন এগিয়ে যায়


৩৭.ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল-

[ক] নীলগিরি 

[খ] হিমালয় 

[গ] আরাবল্লী 

[ঘ] বিন্ধ্য

উত্তর:- [গ] আরাবল্লী


৩৮.'সিটি অফ প্যালেস' (City of Palaces) কাকে বলা হয়?

[ক] জয়পুর 

[খ] কলকাতা 

[গ] হায়দ্রাবাদ 

[ঘ] দিল্লি

উত্তর:- [খ] কলকাতা


৩৯.ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র (Permanent Research Station) 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত?

[ক] হিমালয়

[খ] ভারত মহাসাগর

[গ] আরব সাগর

[ঘ] আন্টার্কটিকা

উত্তর:- [ঘ] আন্টার্কটিকা


৪০.বর্তমানে আমাদের সৌরজগতে (Solar system) শীতলতম গ্রহ (Coldest planet) কোনটি?

[ক] বুধ (Mercury)

[গ] প্লুটো (Pluto)

[খ] নেপচুন (Neptune)

[ঘ] বৃহস্পতি (Jupiter)

উত্তর:- [ক] বুধ (Mercury)

No comments:

Post a Comment