Breaking

Thursday, April 4, 2024

Indian Constitution Question And Answer In Bengali Part - 03 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর

Indian Constitution Question And Answer In Bengali Part - 03 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর

Indian Constitution Question And Answer In Bengali Part - 03
Indian Constitution Question And Answer In Bengali Part - 03


 প্রিয়  বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি Indian Constitution Question And Answer In Bengali Part - 03 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM - এ ভারতীয় সংবিধানের থেকে প্রশ্ন এসে থাকে।


ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর  পর্ব - 03

১. সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে?

[ক] ৩৬৮ নং ধারা

[খ] ৩৭৮ নং ধারা

[গ] ৩৮৮ নং ধারা

[ঘ] ৩৯০ নং ধারা

উত্তর:- [ক] ৩৬৮ নং ধারা


২.রাজ্য সরকার কর্পোরেশনকে সর্বাধিক কতদিন বাতিল করতে পারে?

[ক] ছয় মাস

[খ] এক বছর 

[গ]দেড় বছর

[গ] দুই বছর

উত্তর:-[গ]দেড় বছর


৩.স্পীকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হয়?

[ক] ৭ দিন 

[খ] ১৪ দিন 

[গ] ২১ দিন

[ঘ] ১ মাস

উত্তর:-[খ] ১৪ দিন


৪.ভারতীয় সংবিধানের কোন ধারায় নতুন কোন রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে?

[ক] ২ নং ধারা

[খ] ৬ নং ধারা

[গ] ৪ নং ধারা

[ঘ] ৮ নং ধারা

উত্তর:- [ক] ২ নং ধারা


৫.সংবিধানের কোন্ দুটি ধারায় লোকসভা ও রাজ্য বিধান সভা গুলোতে ইঙ্গ-ভারতীয় সদস্য মনোনয়নের কথা উল্লেখ 1 করা হয়েছে?

[ক] ৩৩১ ও ৩৩২ নং ধারা

[খ] ৩৩২ ও ৩৩৩ নং ধারা

[গ] ৩৩৩ ও ৩৩৪ নং ধারা

[ঘ] ৩৩১ ও ৩৩৩ নং ধারা

উত্তর:- [ঘ] ৩৩১ ও ৩৩৩ নং ধারা


৬.ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশোধনে আইনগত বাধা আছে কী?

[ক] আইনগত বাধা আছে

[খ] আইনগত বাধা নেই

[গ] কিছু ক্ষেত্রে আইনগত বাধা থাকলেও সবক্ষেত্রে নেই

[ঘ] কোনটিই সঠিক নয়

উত্তর:- [গ] কিছু ক্ষেত্রে আইনগত বাধা থাকলেও সবক্ষেত্রে নেই


৭.আনুমানিক ব্যয় পরীক্ষক কমিটি গঠিত হয় কত জন সদস্য নিয়ে?

[ক] ২৫ জন

[খ] ৩০ জন 

[গ] ৩৫ জন 

[ঘ] ৪০ জন

উত্তর:- [খ] ৩০ জন


৮.ভারতীয় সংবিধানের কোন্ ধারায় অর্থবিল সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ আছে?

[ক] ১০০ নং ধারা

[খ] ১১০ নং ধারা

[গ] ১২০ নং ধারা

[ঘ] ১৩০ নং ধারা

উত্তর:- [খ] ১১০ নং ধারা


৯.ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন-

[ক] লেফট্যানেন্ট জেনারেল

[খ ] সলিসিটর জেনারেল

[গ] অ্যাটর্নি জেনারেল

[ঘ] অ্যাকাউন্ট্যান্ট জেনারেল

উত্তর:- [গ] অ্যাটর্নি জেনারেল


১০.ভারতীয় সংবিধানের দুষ্পরিবর্তনীয় পদ্ধতিটি হল-

[ক] সংবিধান সহজেই পরিবর্তন করা যায়

[খ] সংবিধান পরিবর্তনের পদ্ধতিটি জটিল

[গ] সংবিধান সংশোধনের জন্য আসলে তা পাশ করাতেই হয়

[ঘ] উপরের কোনটিই সঠিক নয়

উত্তর:- [গ] সংবিধান সংশোধনের জন্য আসলে তা পাশ করাতেই হয়


১১.ভারতীয় সংবিধানে মোট কতগুলো তফসিল রয়েছে?

[ক] ৪ টি

[খ] ৮ টি

[গ] ১২ টি 

[ঘ] ১৬ টি 

উত্তর:- [গ] ১২ টি


১২.নিম্নলিখিত কোন জন পদাধি কারী বলে নীতি আয়োগের চেয়ারম্যান?

[ক] রাষ্ট্রপতি 

[খ] উপরাষ্ট্রপতি 

[গ] প্রধানমন্ত্রী 

[ঘ] অর্থমন্ত্রী 

উত্তর:- [গ] প্রধানমন্ত্রী


১৩.নিম্নলিখিত দেশগুলোতে লিখিত সংবিধান আছে-

[ক] মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত 

[খ] মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

[গ] ভারত ও ব্রিটেন

[ঘ] কোনটিই নয়

উত্তর:- [ক] মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত


১৪.রাজ্যপালের বিল সংক্রান্ত কয়টি ক্ষমতা আছে?

[ক] ২টি

[খ] ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

উত্তর:- [গ] ৪টি


১৫.ভারতীয় সংবিধানের কত নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কথা বলা হয়েছে?

[ক] ১১ নং ধারা

[খ] ২১ নং ধারা

[গ] ৩১ নং ধারা

[ঘ] ৪১ নং ধারা

উত্তর:- [খ] ২১ নং ধারা


১৬.ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান কে?

[ক] রাষ্ট্রপতি

[খ] প্রধানমন্ত্রী

[গ] সুপ্রীমকোর্টের বিচারপতি

[ঘ] হাইকোর্টের বিচারপতি

উত্তর:- [ক] রাষ্ট্রপতি


১৭.কোন বিল অর্থবিল কিনা কে স্থির করেন?

[ক] রাষ্ট্রপতি

[খ] প্রধানমন্ত্রী

[গ] অর্থমন্ত্রী

[ঘ] লোকসভার স্পীকার

উত্তর:- [ঘ] লোকসভার স্পীকার


১৮.ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্য সমূহের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে তাতে ইউনিয়ন তালিকায় কটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে?

[ক] ৯৭টি

[খ] ৬১টি

[গ] ৫২টি

[ঘ] কোনটিই নয়

উত্তর:- [ক] ৯৭টি


১৯.ভারতীয় সংবিধানে বর্তমানে ক'টি নির্দেশমূলক নীত রয়েছে?

[ক] ১৩টি

[খ] ১৫টি

[গ] ১৭টি

[ঘ] ১৯টি

উত্তর:- [গ] ১৭টি


২০.ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে কার নিরঙ্কুশ ক্ষমতার প্রাধান্য পরিলক্ষিত হয়?

[ক] রাষ্ট্রপতির

[খ] প্রধানমন্ত্রীর

[গ] পার্লামেন্টের

[ঘ] উপরাষ্ট্রপতির

উত্তর:- [গ] পার্লামেন্টের


২১.পৃথিবীর কোন্ দেশে জনতার ভেটো দ্বারা সংবিধান সংশোধনের ব্যবস্থা রয়েছে?

[ক] ব্রিটেন 

[খ] আমেরিকা

[গ] ভারত 

[ঘ] সুইজারল্যান্ড

উত্তর:- [ঘ] সুইজারল্যান্ড


২২.সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির নিয়োগ সম্পর্কে উল্লেখ রয়েছে?

[ক] ৫১ ও ৫২ নং ধারা

[খ] ৫৩ ও ৫৪ নং ধারা

[গ] ৪১ ও ৪২ নং ধারা

[ঘ] ৪৩ ও ৪৪ নং ধারা

উত্তর:- [খ] ৫৩ ও ৫৪ নং ধারা


২৩.কোন্ সালে ভারতবর্ষের কেন্দ্রীয় ক্যাবিনেট একটি পরিকল্পনা কমিশন গঠনের প্রস্তাব গ্রহণ করে?

[ক] ১৯৪৭ সালের ১৫ আগস্ট

[খ] ১৯৪৮ সালের ১৫ জানুয়ারি

[গ] ১৯৪৯ সালের ১৫ মার্চ

[ঘ] ১৯৫০ সালের ১৫ মার্চ

উত্তর:- [ঘ] ১৯৫০ সালের ১৫ মার্চ


২৪.ভারতীয় সংবিধানে মোট কতগুলি ভাগ আছে?

[ক] ১০টি

[খ] ১৫টি

[গ] ২০টি

[ঘ] ২৫টি

উত্তর:- [ঘ] ২৫টি


২৫.পশ্চিমবঙ্গে মোট কতগুলো কর্পোরেশন আছে?

[ক] তিনটি

[খ] চারটি

[গ] পাঁচটি

[ঘ] ছয়টি

উত্তর:- [গ] পাঁচটি


২৬.ভারতীয় গণপরিষদ কত সালে কাজ শুরু করেছিল?

[ক] ১৯৪৪ সালে

[খ] ১৯৪৫ সালে

[গ] ১৯৪৬ সালে

[ঘ] ১৯৪৭ সালে

উত্তর:- [গ] ১৯৪৬ সালে


২৭.জেলা পরিষদের কার্যকাল কত দিন?

[ক] তিন বছর

[খ] চার বছর

[গ] পাঁচ বছর 

[ঘ] ছয় বছর

উত্তর:- [গ] পাঁচ বছর


২৮.রাষ্ট্রপতির আহ্বানে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিঃ কে করেন?

[ক] রাষ্ট্রপতি

[খ] প্রধানমন্ত্রী

[গ] বাজ্যসভার চেয়ারম্যান

[ঘ] লোকসভার স্পীকার

উত্তর:- [ঘ] লোকসভার স্পীকার


২৯.সংবিধানের যুগ্ম তালিকায় কোন সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে?

[ক] রাজ্য সরকার

[খ] কেন্দ্রীয় সরকার

[গ] রাজ্য ও কেন্দ্রীয় সরকার

[ঘ] কোনটিই সঠিক নয়

উত্তর:- [খ] কেন্দ্রীয় সরকার


৩০.ভারতীয় সংবিধানের কত নং ধারায় অর্থবিল আলোচিত হয়েছে?

[ক] ১০০ নং ধারা

[খ] ১১০ নং ধারা

[গ] ১২০ নং ধারা

[ঘ] ১৩০ নং ধারা

উত্তর:- [খ] ১১০ নং ধারা


৩১.ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত থাকে কোন সরকারের হাতে ?

[ক] কেন্দ্রীয় সরকার

[খ] রাজ্য সরকার

[গ] কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকার

[ঘ] কোনটিই নয়

উত্তর:- [ক] কেন্দ্রীয় সরকার


৩২.সংবিধান সংশোধনের ক্ষেত্রে কি পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করা যায়? 

[ক] হ্যাঁ

[খ] না

[গ] কিছু ক্ষেত্রে করা যায়

[ঘ] কিছু ক্ষেত্রে করা যায় না

উত্তর:- [খ] না


৩৩.স্বাধীনতার পর থেকে ভারতে কতবার জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে? 

[ক] একবার

[খ] দুইবার

[গ] তিনবার 

[ঘ] চারবার

উত্তর:- [গ] তিনবার


৩৪.গ্রাম পঞ্চায়েতের কোন সদস্য পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র পেশ করেন?

[ক] ব্লক উন্নয়ন আধিকারিক 

[খ] মহকুমাশাসক

[গ] জেলাশাসক

[ঘ] জেলা সভাধিপতি

উত্তর:- [ক] ব্লক উন্নয়ন আধিকারিক


৩৫.রাষ্ট্রপতিকে কোন্ পদ্ধতিতে পদচ্যুত করা যায়?

[ক] শুধু লোকসভার দুই তৃতীয়াংশ অংশের সমর্থন দ্বারা

[খ] শুধু রাজ্যসভার দুই তৃতীয়াংশ অংশের সমর্থন দ্বারা

[গ] ইম্পিচমেন্ট পদ্ধতি দ্বারা

[ঘ] কোনটিই সঠিক নয়

উত্তর:- [গ] ইম্পিচমেন্ট পদ্ধতি দ্বারা


৩৬.ভারতীয় সংবিধানে বর্তমানে ক'টি মৌলিক কর্তব্য আছে? 

[ক] আটটি 

[খ] নয়টি 

[গ] দশটি 

[ঘ] এগারোটি

উত্তর:- [ঘ] এগারোটি


৩৭.জেলা পরিষদের সভাপতি কোন পদমর্যাদার সমতুল্য বলে বিবেচিত হন?

[ক] ক্যাবিনেট মন্ত্রীর

[খ] রাষ্ট্রমন্ত্রীর

[গ] একজন IAS পদমর্যাদার সমান 

[ঘ] কোনটিই নয়

উত্তর:- [খ] রাষ্ট্রমন্ত্রীর


৩৮.শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানের বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এটি সংবিধানের কোন্ ধারায় উল্লিখিত আছে?

[ক] ২৮ নং ধারা

[খ] ২৯ নং ধারা

[গ] ৩০ নং ধারা

[ঘ] ৩১ নং ধারা

উত্তর:- [ক] ২৮ নং ধারা


৩৯.কলকাতা কর্পোরেশন কতজন নির্বাচিত কাউন্সিলার নিয়ে গঠিত?

[ক] ১৩১ জন 

[খ] ১৪০ জন

[গ] ১৪১ জন

[ঘ] ১৪৫ জন

উত্তর:- [গ] ১৪১ জন


৪০.সাংবিধানিক প্রতিকারের অধিকার (Right to Consti tutional Remedies) কে ভারতীয় সংবিধানের আত্মা বলে কে অভিহিত করেন?

[ক] সর্দার প্যাটেল

[খ] জওহরলাল নেহরু

[গ] রাজেন্দ্র প্রসাদ

[ঘ] বি.আর. আম্বেদকর

উত্তর:- [ঘ] বি.আর. আম্বেদকর


৪১.রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ২০১৪-১৫ সালে IT, ITES এবং BPO পরিষেবার রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

[ক] 14.2%

[খ] 14.8%

[গ] 15.2%

[ঘ] 16.9%

উত্তর:- [গ] 15.2%


৪২.কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে ভারতীয় যে প্রতিষ্ঠানটি উপদেশ দান করে তা হল-

[ক] অর্থ কমিশন

[খ] লোকসভা

[গ] রাজ্যসভা

[ঘ] পরিকল্পনা কমিশন

উত্তর:- [ক] অর্থ কমিশন


৪৩.ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের মোট কয়টি আসন রয়েছে? 

[ক] ১২টি

[খ] ১৪টি

[গ] ১৬টি

[ঘ] ১৮টি

উত্তর:- [গ] ১৬টি


৪৪.সংবিধান সংশোধন আইনের বৈধতা বিচারের ক্ষমতার কথা কত তম সংশোধনে বলা হয়েছে?

[ক] ৩৮ তম

[খ] ৪০ তম 

[গ] ৪১ তম

[ঘ] ৪২ তম

উত্তর:- [ঘ] ৪২ তম


৪৫.ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয় কোন্ দশকে?

[ক] ১৯৬০-এর দশকে

[খ] ১৯৭০-এর দশকে

[গ] ১৯৮০-এর দশকে

[ঘ] ১৯৯০-এর দশকে

উত্তর:- [ক] ১৯৬০-এর দশকে


৪৬.মৌলিক অধিকার সংশোধনের ব্যাপারে কত তম সংশোধনে উল্লেখ করা হয়েছে?

[ক] ২০ তম 

[খ] ২২ তম

[গ] ২৪ তম 

[ঘ] ২৬ তম

উত্তর:- [গ] ২৪ তম


৪৭.'ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়-কিন্তু এটা হল উভয়ের সমন্বয়'- কথাটি কে বলেছিলেন?

[ক] জওহরলাল নেহরু

[খ] জি বসু

[গ] ড. বি.আর. আম্বেদকর

[ঘ] রাজেন্দ্র প্রসাদ

উত্তর:- [গ] ড. বি.আর. আম্বেদকর


৪৮.গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়?

[ক] ৫-২০ জন

[খ] ৫-২৫ জন

[গ] ৫-৩০ জন

[ঘ] ৫-৩৫ জন

উত্তর:- [গ] ৫-৩০ জন


৪৯.বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে- 

[ক] এশিয়ান উন্নয়ন ব্যাঙ্ক

[খ] বিশ্ব ব্যাঙ্ক

[গ] রাষ্ট্র সংঘ

[ঘ] বিশ্ব বাণিজ্য সংস্থা

উত্তর:- [খ] বিশ্ব ব্যাঙ্ক


৫০.কোন পঞ্চবার্ষিকীকালে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কাস স্থাপিত হয়েছিল?

[ক] প্রথম

[খ] দ্বিতীয়

[গ] তৃতীয়

[ঘ] চতুর্থ

উত্তর:- [ক] প্রথম

No comments:

Post a Comment