Breaking

Wednesday, April 3, 2024

Geography MCQ Question And Answer In Bengali Part - 09 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর

 Geography MCQ Question And Answer In Bengali Part - 09 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর

Geography MCQ Question And Answer In Bengali Part - 09 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর
Geography MCQ Question And Answer In Bengali Part - 09


বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি Geography MCQ In Bengali Part - 09 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM-এ ভূগোল থেকে প্রশ্ন এসে থাকে।


ভূগোল MCQ কুইজ পর্ব - ০৯

১.ভারতের কোথায় সবথেকে বেশি এ্যালুমিনিয়াম উৎপাদন হয়?

[ক] গুজরাটের ভারোর

[খ] ওড়িশার কোরাপুট

[গ] ছত্তিশগড়ের কোরবা

[ঘ] তামিলনাড়ুর মেতুর


২.ভারতে মোট কত ধরণের সড়কপথ আছে?

[ক] তিন ধরণের

[খ] পাঁচ ধরণের

[গ] সাত ধরণের

[ঘ] নয় ধরণের


৩.২০১১ আদমশুমারী অনুযায়ী ভারতে ১০ লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কয়টি?

[ক] ৩০টি

[খ] ৩৯টি

[গ] ৫৩টি

[ঘ] ৬৩টি


৪.কোলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয়?

[ক] ১৯৮৪ সালে

[খ] ১৯৮৫ সালে

[গ] ১৯৯০ সালে

[ঘ] ১৯৯৫ সালে


৫.পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়?

[ক] কলকাতা 

[খ] মালদহ

[গ] খঙ্গপুর

[ঘ] আসানসোল


৬.কয়াল বলতে বোঝায়-

[ক] লবণাক্ত জলাভূমি

[খ] একটি পর্বত শৃঙ্গ

[গ] পাহাড়ের ঢাল

[ঘ] স্বাদু জলের জলাভূমি


৭.মরুস্থলী ভারতের কোন্ রাজ্যে দেখা যায়?

[ক] পশ্চিমবঙ্গ 

[খ] কর্ণাটক 

[গ] আসাম 

[ঘ] রাজস্থান 


৮.বায়ুমন্ডলের কোন্ স্তরকে ওজনোস্ফিয়ারও বলা হয়?

[ক] স্ট্যাটোস্ফিয়ার

[খ] মেসোস্ফিয়ার

[গ] এক্সোস্ফিয়ার

[ঘ] ট্রপোস্ফিয়ার


৯.আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল-

[ক] গুরুশিখর 

[খ] ভোরাট

[গ] নাগাটিব্বা 

[ঘ] কামেই


১০.নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন্ রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে?

[ক] অরুণাচলপ্রদেশ

[খ] ছত্তিশগড় 

[গ] মধ্যপ্রদেশ 

[ঘ] বিহার  


১১.ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে?

[ক] ভারত-চিন

[খ] ভারত-নেপাল

[গ] ভারত-ভুটান

[ঘ] ভারত-পাকিস্তান


১২.ভারতের জলবায়ুকে প্রধানত কয়টি ঋতুতে ভাগ করা যায়? 

[ক] ৫টি 

[খ] ৪টি 

[গ] ৬টি

[ঘ] কোনটিই সঠিক নয়


১৩.পশ্চিমবঙ্গে স্বাক্ষরতার হার হল-

[ক] ৭৪.০৪ শতাংশ

[খ] ৭৬.২৬ শতাংশ

[গ] ৭১.১৬ শতাংশ

[ঘ] ৮২.৬৭ শতাংশ


১৪.জনসংখ্যার হিসেবে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, কিন্ত আয়তনের হিসেবে পৃথিবীতে ভারতের স্থান-

[ক] প্রথম

[খ] দ্বিতীয়

[গ] সপ্তম

[ঘ] অষ্টম


১৫.চ্যাম্পিয়ান এবং পুরী ভূ-প্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকার পার্থক্যে বনভূমিকে মূলত কয়টি ভাগে ভাগ করেছে?

[ক] তিনটি

[খ] চারটি

[গ] পাঁচটি

[ঘ] ছয়টি


১৬.কচ্ছের রণ কোন্ রাজ্যে অবস্থিত?

[ক] পশ্চিমবঙ্গ 

[খ] আসাম

[গ] গুজরাট

[ঘ] মধ্যপ্রদেশ


১৭.কোপেন ভারতের জলবায়ুকে কয়টি ভাগে ভাগ করেছেন?

[ক] সাতটি

[খ] আটটি

[গ] পাঁচটি

[ঘ] ছয়টি


১৮.রান ও ধান্দ কোন্ রাজ্যে দেখা যায়?

[ক] উত্তরপ্রদেশ

[খ] মধ্যপ্রদেশ

[গ] হিমাচলপ্রদেশ

[ঘ] রাজস্থান


১৯.রেগুর মাটিতে কোন্ চাষ ভালো হয়?

[ক] ধান

[খ] সরিষা

[গ] তুলা

[ঘ]  গম


২০.লু ও আঁধি সাধারণত কোন্ ঋতুতে দেখা যায়?

[ক] বর্ষাকালে

[খ] শীতকালে

[গ] গ্রীষ্মকালে

[ঘ] বসন্তকালে


২১.উৎপত্তি, বৈশিষ্ট্য, উদ্ভিদের বিস্তার, শিলাস্তরের গঠন ও জলস্তরের তারতম্যের ভিত্তিতে মৃত্তিকাকে কয়ভাগে ভাগ করা যায়?

[ক] পাঁচ

[খ] ছয়

[গ] সাত

[ঘ] আট


২২.রানা প্রতাপসাগর আণবিক বিদ্যুৎকেন্দ্র ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?

[ক] কর্ণাটক 

[খ] রাজস্থান 

[গ] গুজরাট 

[ঘ] তামিলনাড়ু


২৩.সাগর সম্রাট হল-

[ক] ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ

[খ] যাত্রী পরিবাহী জাহাজ

[গ] মালবাহী জাহাজ

[ঘ] কোনটিই সঠিক নয়


২৪.সালেম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন্ রাজ্যে অবস্থিত?

[ক] ঝাড়খন্ড 

[খ] পশ্চিমবঙ্গ 

[গ] ছত্তিশগড় 

[ঘ] তামিলনাড়ু


২৫.শিল্প দানব বলে কোন্ শিল্পকে আখ্যা দেওয়া হয়?

[ক] লৌহ-ইস্পাত শিল্প

[খ] পেট্রো-কেমিকেল শিল্প

[গ]কার্পাস-বয়ন শিল্প

[ঘ] চা শিল্প


২৬.কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?

[ক] জম্মু ও কাশ্মীর

[খ] পশ্চিমবঙ্গ

[গ] আসাম

[ঘ] কর্ণাটক


২৭. ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়?

[ক] কলকাতা

[খ]  চেন্নাই

[গ] ব্যাঙ্গালোর

[ঘ] আমেদাবাদ


২৮.হিরাকুঁদ বাধ কোন্ নদীর উপর নির্মিত হয়েছে?

[ক] গোদাবরী 

[খ] কাবেরী

[গ] মহানদী

[ঘ] বিপাশা


২৯.SAIL (Steel Authority of India Limited) কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

[ক]  ১৯৭১ খ্রিঃ

[খ] ১৯৭২ খ্রিঃ

[গ] ১৯৭৩ খ্রিঃ

[ঘ] ১৯৭৪ খ্রিঃ


৩০.ভারতে মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমী বায়ুর ফলে হয়?

[ক] ৭০ শতাংশ

[খ] ৮০ শতাংশ

[গ]  ৯০ শতাংশ

[ঘ] ৯৫ শতাংশ


৩১.ভারতে বোকারো লৌহ-ইস্পাত কেন্দ্র কত খ্রিঃ গড়ে উঠেছিল?

[ক] ১৯৭০ খ্রিঃ

[খ] ১৯৭১ খ্রিঃ

[গ] ১৯৭২ খ্রিঃ

[ঘ] ১৯৭৩ খ্রিঃ


৩২.২০১১ আদমশুমারী অনুযায়ী ভারতে ১০ লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কয়টি?

[ক] ৩০টি

[খ] ৩৯টি

[গ] ৫৩টি

[ঘ] ৬৩টি


৩৩.ভারতে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কত খ্রিঃ গঠিত হয়?

[ক] ১৯৮৯ খ্রিঃ

[খ] ১৯৯৯ খ্রিঃ

[গ] ২০০১ খ্রিঃ

[ঘ] ২০০৩ খ্রিঃ


৩৪.রাষ্ট্রীয় কেমিকেল এন্ড ফার্টিলাইজার কোম্পানিটি কোথায় অবস্থিত?

[ক] ট্রম্বেতে 

[খ] পারাদ্বীপে

[গ] দুর্গাপুরে

[ঘ] তালচেরে


৩৫.পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়?

[ক] কলকাতা

[খ] মালদহ

[গ] খঙ্গপুর

[ঘ] আসানসোল


৩৬.ভারতে কয় প্রকার গেজের রেলপথ দেখা যায়?

[ক] দুই প্রকার 

[খ] তিন প্রকার

[গ] চার প্রকার

[ঘ] পাঁচ প্রকার


৩৭.ভারতের দীর্ঘতম রজ্জুপথ (Ropeway) কোন্ রাজ্যে অবস্থিত?

[ক] জম্মু ও কাশ্মীর

[খ] বিহার

[গ] উত্তরাখন্ড

[ঘ] হরিদ্বার


৩৪. দক্ষিণ-পূর্ব রেলপথ কত খ্রিঃ স্থাপিত হয়েছিল?

[ক] ১৯৫২ সালে

[খ] ১৯৫৫ সালে

[গ] ১৯৫৭ সালে

[ঘ] ১৯৫৯ সালে



৩৯.ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সবথেকে বেশি উৎপন্ন হয়?

[ক] মহারাষ্ট্র 

[খ] হরিয়ানা 

[গ] পাঞ্জাব 

[ঘ] উত্তরপ্রদেশ


৪০.ভারতের আদমশুমারিতে জনসংখ্যা অনুযায়ী গ্রামগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়?

[ক] পাঁচটি 

[খ] সাতটি

[গ] নয়টি 

[ঘ] এগারোটি


৪১.নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন্ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সবথেকে বেশি?

[ক] বিহার

[খ] ওড়িশা

[গ] ঝাড়খন্ড

[ঘ] আসাম


৪২.আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল-

[ক] কারনিকোবর

[খ] ডায়াবল শৃঙ্গ

[গ] স্যাডেল শৃঙ্গ

[ঘ] কোনটিই নয়


৪৩.পশ্চিমবঙ্গের কোন্ জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে?

[ক] মালদা

[খ] নদিয়া

[গ] মুর্শিদাবাদ

[ঘ] পুরুলিয়া


৪৪.বায়ুমন্ডলের কোন্ স্তরকে ওজনোস্ফিয়ারও বলা হয়?

[ক] স্ট্যাটোস্ফিয়ার

[খ] মেসোস্ফিয়ার

[গ] এক্সোস্ফিয়ার

[ঘ] ট্রপোস্ফিয়ার


৪৫.ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে?

[ক] ভারত-চিন

[খ] ভারত-নেপাল

[গ] ভারত-ভুটান

[ঘ] ভারত-পাকিস্তান


৪৬.নিম্নলিখিত কোন্ নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত?

[ক] গোদাবরী

[খ] নর্মদা

[গ] গঙ্গা

[ঘ] কাবেরী


৪৭. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত আছে-

[ক] উত্তরে

[খ] উত্তর এবং উত্তর-পূর্বে

[গ] উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বে

[ঘ] উত্তর, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বে


৪৮.একাধিক রেলওয়ের সদর দপ্তর ভারতের কোথায় রয়েছে?

[ক] কলকাতা 

[খ] মুম্বাই 

[গ]কলকাতা ও মুম্বাই 

[ঘ] দিল্লি


৪৯. নিম্নলিখিত কোন্ অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়?

[ক]  মেঘালয় মালভূমি

[খ] পূর্বঘাট পর্বতমালা

[গ] পশ্চিমঘাট পর্বতমালা

[ঘ] হিমালয় পার্বত্য অঞ্চল


৫০.২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে বেশি লোক শহরে বসবাস করে?

[ক] গোয়া 

[খ] তামিলনাড়ু

[গ] পশ্চিমবঙ্গ 

[ঘ] বিহার

উত্তর পত্র 

১. উত্তর:- [খ] ওড়িশার কোরাপুট 

২. উত্তর:- [গ] সাত ধরনের

৩. উত্তর:- [গ] ৫৩ টি 

৪. উত্তর:- [ক] ১৯৮৪ সালে 

৫. উত্তর:- [ক] কলকাতা 

৬. উত্তর:- [ক] লবণাক্ত জলাভূমি

৭. উত্তর:- [ঘ] রাজস্থান

৮. উত্তর:- [ক] স্ট্রাটোস্ফিয়ার 

৯. উত্তর:- [ক] গুরুশিখর 

১০. উত্তর:- [গ] মধ্যপ্রদেশ

১১. উত্তর:- [ক] ভারত - চিন

১২. উত্তর:- [খ] ৪ টি 

১৩. উত্তর:- [খ] ৭৬.২৬ শতাংশ

১৪. উত্তর:- [গ] সপ্তম 

১৫. উত্তর:- [ঘ] ছয়টি 

১৬. উত্তর:- [গ] গুজরাট 

১৭. উত্তর:- [খ] আটটি 

১৮. উত্তর:- [ঘ] রাজস্থান

১৯. উত্তর:- [গ] তুলা 

২০. উত্তর:- [গ] গ্রীষ্মকালে

২১. উত্তর:- [ঘ] আট 

২২. উত্তর:- [খ] রাজস্থান 

২৩. উত্তর:- [ক] ভাসমান তৈলকুপ খননকারী জাহাজ

২৪.উত্তর:- [ঘ] তামিলনাড়ু 

২৫. উত্তর:- [খ] পেট্রো - কেমিক্যাল শিল্প

২৬. উত্তর:- [ক] জম্মু ও কাশ্মীর 

২৭. উত্তর:- [ঘ] আমেদাবাদ 

২৮. উত্তর:- [গ] মহানদী 

২৯. উত্তর:- [গ] ১৯৭৩ সালে 

৩০. উত্তর:- [গ] ৯০ শতাংশ

৩১. উত্তর:- [গ] ১৯৭২ সালে 

৩২. উত্তর:- [গ] ৫৩ টি 

৩৩. উত্তর:- [খ] ১৯৯৯ সালে 

৩৪. উত্তর:- [ক] ট্রম্বেতে 

৩৫. উত্তর:- [ক] কলকাতা 

৩৬. উত্তর:- [গ] চার প্রকার

৩৭. উত্তর:- [ক] জম্মু ও কাশ্মীর 

৩৮. উত্তর:- [খ] ১৯৫৫ সালে 

৩৯. উত্তর:- [গ] পাঞ্জাব 

৪০. উত্তর:- [খ] সাতটি 

৪১. উত্তর:- [গ] ঝাড়খন্ড

৪২. উত্তর:- [গ] সডেল শৃঙ্ক

৪৩. উত্তর:- [খ] নদিয়া 

৪৪. উত্তর:- [ক] স্ট্রাটোস্ফিয়ার

৪৫. উত্তর:- [খ] নর্মদা 

৪৬. উত্তর:- [ক] ভারত - চিন

৪৭. উত্তর:- [ঘ] উত্তর,উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব

৪৮. উত্তর:- [গ] কলকাতা ও মুম্বাই

৪৯. উত্তর:- [গ] পশ্চিমঘাট পর্বতমালা

৫০. উত্তর:- [ক] গোয়া

No comments:

Post a Comment