১.পিটের ভারত শাসন আইন কত সালে প্রনীত হয়?
[ক]১৭৮৪ খ্রিঃ
[খ] ১৭৮১ খ্রিঃ
[গ] ১৭৭৩ খ্রিঃ
[ঘ] ১৮৫৮ খ্রিঃ
উত্তর:- [ক]১৭৮৪ খ্রিঃ
২.নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন?
[ক] বাল গঙ্গাধর তিলক
[খ] বিপিন চন্দ্র পাল
[গ] লালা হরদয়াল
[ঘ] ভগত সিং
উত্তর:- [গ] লালা হরদয়াল
৩.১৯১৯ সালের ২০লেভোরে সর্বভারতীয় খিলাফৎ সম্মেলনের ৩৫ সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
[ক] সুভাষচন্দ্র বসু
[খ] মতিলাল নেহরু
[গ] লালা লাজপত রায়
[ঘ] মহাত্মা গান্ধি
উত্তর:- [ঘ] মহাত্মা গান্ধি
৪.প্রাচীন আমলে কোন্ ধর্মে মোক্ষ বা মুক্তি লাভের জন্য ত্রিরত্ব-এর কথা বলা হয়েছে?
[ক] বৌদ্ধ ধর্ম
[খ] জৈন ধর্ম
[গ] শিখ ধর্ম
[ঘ] ইসলাম ধর্ম
উত্তর:- [খ] জৈন ধর্ম
৫.প্রতিহার বংশের সর্বশেষ্ঠ রাজা কে ছিলেন?
[ক] দ্বিতীয় নাগভট্ট
[খ] মিহির ভোজ
[গ] দাস্তি দুর্গা
[ঘ] বৎসরাজ
উত্তর:- [খ] মিহির ভোজ
৬.মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিস্কৃত ভারত কে প্রকাশিত করেছিলেন?
[ক] বীর সাভারকার
[খ] বিনোবা ভাবে
[গ] ড. বি.আর. আম্বেদকর
[ঘ] লোকমান্য তিলক
উত্তর:- [গ] ড. বি.আর. আম্বেদকর
৭.কোন্ মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সংগীত নিষিদ্ধ করেছিলেন?
[ক] বাবর
[খ] আকবর
[গ] হুমায়ুন
[ঘ] ঔরঙ্গজেব
উত্তর:- [ঘ] ঔরঙ্গজেব
৮.নিম্নলিখিত কোন ব্যক্তি ১৮৫৭ সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেন নি?
[ক] রাণী লক্ষ্মীবাঈ
[খ] তাঁতিয়া টোপি
[গ] নানাসাহেব
[ঘ] টিপু সুলতান
উত্তর:- [ঘ] টিপু সুলতান
৯.ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয়েছিল?
[ক] লর্ড মিন্টো
[খ] লর্ড কার্জন
[গ] লর্ড রিপন
[ঘ] লর্ড মর্লে
উত্তর:- [খ] লর্ড কার্জন
১০.হরপ্পা সভ্যতায় ধানচাষের সঙ্গে যুক্ত ছিল-
[ক] লোখাল
[খ] কালিবঙ্গান
[গ] রোপার
[ঘ] কোটাডিজি
উত্তর:- [ক] লোখাল
১১.অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন?
[ক] বটুকেশ্বর দত্ত
[খ] প্রমথ মিত্র
[গ] অশ্বিনীকুমার দত্ত
[ঘ] যতীন দাস
উত্তর:- [খ] প্রমথ মিত্র
১২.ক্লিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন?
[ক] মহাত্মা গান্ধি
[খ] সর্দার বল্লভভাই প্যাটেল
[গ] মৌলানা আবুল কালাম আজাদ
[ঘ] বি. আর. আম্বেদকর
উত্তর:- [ক] মহাত্মা গান্ধি
১৩.কোন্ গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সম্প্রসারণ হয়েছিল?
[ক] লর্ড হার্ডিং
[খ] লর্ড কর্নওয়ালিশ
[গ] লর্ড ডালহৌসী
[ঘ] লর্ড হেস্টিং
উত্তর:- [গ] লর্ড ডালহৌসী
১৪.১৯১৬ সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোমরুল লীগ গঠন করেছিলেন?
[ক] পুলে
[খ] বেলগাও
[গ] বিরার
[ঘ] সাতারা
উত্তর:- [ক] পুলে
১৫.'স্বরাজ আমার জন্মগত অধিকার' উক্তিটি কার?
[ক] অরবিন্দ ঘোষ
[খ] লালা লাজপৎ রায়
[গ] সুভাষচন্দ্র বসু
[ঘ] বালগঙ্গাধর তিলক
উত্তর:- [ঘ] বালগঙ্গাধর তিলক
১৬.ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
[ক] বালগঙ্গাধর তিলক
[খ] এম জি রানাডে
[গ] জি কে গোখলে
[ঘ] সাভারকর
উত্তর:- [গ] জি কে গোখলে
১৭.সত্যাশোধক সমাজ কে স্থাপন করেছিলেন?
[ক] জ্যোতিবা ফুলে
[খ] ড. বি. আর. আম্বেদকর
[গ] স্বামী বিবেকানন্দ
[ঘ] মহাত্মা গান্ধি
উত্তর:- [ক] জ্যোতিবা ফুলে
১৮.১৮২৮ সালে কোন্ সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রাহ্মসমাজ হয়েছিল?
[ক] প্রার্থনা সভা
[খ] আর্য সভা
[গ] হৃদয়সভা
[ঘ] আত্মীয় সভা
উত্তর:- [ঘ] আত্মীয় সভা
১৯.ভারতে সুলতানী সাম্রাজ্যের সূচনা করেন কে?
[ক] কুতুবউদ্দিন আইবক
[খ] ইলতুৎমিস
[গ] বলবন
[ঘ] ইব্রাহিম লোদি
উত্তর:- [ক] কুতুবউদ্দিন আইবক
২০.কত সালে মহাত্মা গান্ধি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন?
[ক] ১৯১০ খ্রিঃ
[খ] ১৯১৫ খ্রিঃ
[গ] ১৯১৯ খ্রিঃ
[ঘ] ১৯২১ খ্রিঃ
উত্তর:- [খ] ১৯১৫ খ্রিঃ
২১.সরোজিনী নাইডু কাকে হিন্দু-মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসাবে বর্ণনা করেছিলেন?
[ক] আবদুল গফফর খান
[খ] মহম্মদ আলি জিন্না
[গ] শৌকত আলি
[ঘ] মৌলানা আজাদ
উত্তর:- [খ] মহম্মদ আলি জিন্না
২২.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন্ জার্মান জেনারেল ডেজার্ট ফক্স হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন?
[ক] হিটলার
[খ] জেনারেল নেলসন
[গ] জেনারেল আরউইন রোমেল
[ঘ] কোনোটিই সঠিক নয়
উত্তর:- [গ] জেনারেল আরউইন রোমেল
২৩.বিখ্যাত চিনা পরিব্রাজক হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিল?
[ক] হর্ষবর্ধন
[খ ]রাণী পদ্মিনী
[গ] কনিষ্ক
[ঘ] অশোক
উত্তর:- [ক] হর্ষবর্ধন
২৪.কে জহরব্রত পালন করেছিলেন?
[ক] রাণী পদ্মিনী
[খ] রাণী রুক্মিণী
[গ] যোধা বাঈ
[ঘ] রাজিয়া সুলতানা
উত্তর:- [ক] রাণী পদ্মিনী
২৫.'মিলিন্দপানহোর' কী?
[ক] জৈন গ্রন্থ
[খ] বৌদ্ধ গ্রন্থ
[গ] শিখ গ্রন্থ
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [খ] বৌদ্ধ গ্রন্থ
২৬.পন্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন?
[ক] হর্ষবর্ধন
[খ] সমুদ্রগুপ্ত
[গ] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[ঘ] কনিষ্ক
উত্তর:- [গ] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২৭.'তবকৎ-ই-নাসিরি' গ্রন্থটি কে লিখেছিলেন?
[ক] হিউয়েন সাঙ
[খ] মিনহাজ-উদ্দিন সিরাজ
[গ] বাণভট্ট
[ঘ] হর্ষবর্ধন
উত্তর:- [খ] মিনহাজ-উদ্দিন সিরাজ
২৮.হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন্ পথে চলত?
[ক] জলপথ
[খ] স্থলপথ
[গ] জলপথ ও স্থলপথ দুটোই
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [ক] জলপথ
২৯.বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তিলাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছেন?
[ক] তিনটি
[খ] চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি
উত্তর:- [খ] চারটি
৩০.বুদ্ধদেব দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গ অনুসরণের কথা বলেছেন তার কয়টি দিক আছে?
[ক] পাঁচটি
[খ] ছয়টি
[গ] সাতটি
[ঘ] আটটি
উত্তর:- [ঘ] আটটি
৩১.বৌদ্ধ সংগীতি-এর প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে আহুত হয়েছিল?
[ক] ৪৭৬ খ্রিঃপূঃ
[খ] ৪৮৬ খ্রিঃপূঃ
[গ] ৪৯৬ খ্রিঃপূঃ
[ঘ] ৫০৬ খ্রিঃপূঃ
উত্তর:- [খ] ৪৮৬ খ্রিঃপূঃ
৩২.খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলো জনপদ গড়ে উঠেছিল?
[ক] ১২টি
[খ] ১৪টি
[গ] ১৬টি
[ঘ] ১৮টি
উত্তর:- [গ] ১৬টি
৩৩.কোন্ সাম্রাজ্যের শাসনকালে সন্নিধাতা এবং সমাহর্তা নামে কর আদায়ের ক্ষেত্রে দুটো কর্মচারীর নাম পাওয়া যায়?
[ক] মৌর্য
[খ] গুপ্ত
[গ] পাল
[ঘ] কুষাণ
উত্তর:- [ক] মৌর্য
৩৪.অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা?
[ক] কৌটিল্য
[খ] ইউয়েন সাঙ
[গ] ফা-হিয়েন
[ঘ] বাণভট্ট
উত্তর:- [ক] কৌটিল্য
৪৫. ভারতে গান্ধার শিল্প কোন্ শাসনকালে বিকাশ ঘটেছিল?
[ক] মৌর্য
[খ] গুপ্ত
[গ] কুষাণ
[ঘ] চোল
উত্তর:- [গ] কুষাণ
৩৬.প্রাচীনকালে কোন্ শাসকের শাসনকালে মাৎস্যন্যায় দেখা যায়?
[ক] ধর্মপাল
[খ] দেবপাল
[গ] শশাঙ্ক
[ঘ] হর্ষবর্ধন
উত্তর:- [গ] শশাঙ্ক
৩৭.তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
[ক] ১৪৬৫ খ্রিঃ
[খ] ১৫২৫ খ্রিঃ
[গ] ১৫৫৫ খ্রিঃ
[ঘ] ১৫৬৫ খ্রিঃ
উত্তর:- [ঘ] ১৫৬৫ খ্রিঃ
৩৮.বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
[ক] রাজা রায়
[খ] কৃষ্ণদেব্ রায়
[গ] কৃষ্ণপ্রসাদ শাস্ত্রী
[ঘ] নিজাম শাহ
উত্তর:- [খ] কৃষ্ণদেব্ রায়
৩৯.প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রথম সাহিত্যিক উপাদান হল ---
[ক] পুরাণ
[খ] রামায়ণ
[গ] মহাভারত
[ঘ] বেদ
উত্তর:- [ঘ] বেদ
৪০.কোন যুগে রাজা বা অভিজাত ব্যক্তিরা ব্রাহ্মণ বা ধর্মস্থান গুলিকে জমি দান করতেন?
[ক] মৌর্য যুগে
[খ] গুপ্ত যুগে
[গ] বিজয়নগর সাম্রাজ্যে
[ঘ] পাল যুগে
উত্তর:- [খ] গুপ্ত যুগে
৪১.'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা?
[ক] হিউয়েন সাঙ
[খ] ফা-হিয়েন
[গ] হরিষেণ
[ঘ] কোনটিই নয়
উত্তর:- [গ] হরিষেণ
৪২.'তহকিক-ই-হিন্দ' বইটির লেখক কে?
[ক] কৌটিল্য
[খ] হিউয়েন সাঙ
[গ] ফা-হিয়েন
[ঘ] আলবিরুনী
উত্তর:- [ঘ] আলবিরুনী
৪৩.মৌর্যত্তর যুগে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য গিল্ড গঠিত হয়, এই গিল্ড বলতে বোঝায়-
[ক] আইনী সংস্থা
[খ] বাণিজ্যিক সংস্থা
[গ] শিল্প সংস্থা
[ঘ] কৃষি সংস্থা
উত্তর:- [খ] বাণিজ্যিক সংস্থা
৪৪.প্রাচীনকাল থেকে গণিত চর্চা প্রামাণ্য গণিত গ্রন্থ রচিত হয়? শুরু হলেও কার আমলে প্রথম
[ক] চন্দ্রগুপ্ত মৌর্য
[খ] আকবর
[গ] হর্ষবর্ধন
[ঘ] প্রথম আর্যভট্ট
উত্তর:- [ঘ] প্রথম আর্যভট্ট
৪৫.কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়?
[ক] ঋক্ বৈদিক যুগ
[খ] মৌর্যযুগ
[গ] গুপ্তযুগ
[ঘ] মোঘল যুগ
উত্তর:- [ক] ঋক্ বৈদিক যুগ
৪৬.আকবরনামা এবং আইন-ই-আকবরী গ্রন্থের লেখক কে?
[ক] আলবিবুনী
[খ] আবুল ফজল
[গ] কৌটিল্য
[ঘ] ফা-হিয়েন
উত্তর:- [খ] আবুল ফজল
৪৭.কার রাজত্বকালে চল্লিশ চক্র দেখা যায়?
[ক] মহম্মদ বিন তুঘলক
[খ] ইলতুৎমিস
[গ] আকবর
[ঘ] চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর:- [খ] ইলতুৎমিস
৪৮.মধ্যযুগে কোন্ শাসক তামার নোট প্রচলন করেছিলেন?
[ক] ইলতুৎমিস
[খ] ফিরোজশাহ তুঘলক
[গ] মহম্মদ বিন তুঘলক
[ঘ] ঔরঙ্গজেব
উত্তর:- [গ] মহম্মদ বিন তুঘলক
৪৯.রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন?
[ক] আলবিরুনী
[খ] কৌটিল্য
[গ] আবুল ফজল
[ঘ] কলহন
উত্তর:- [ঘ] কলহন
৫০.হাতীগুম্মা শিলালিপি কোন রাজার আমলে খোদিত হয়েছিল?
[ক] কনিষ্ক
[খ] অশোক
[গ] ইলতুৎমিস
[ঘ] খারবেল
উত্তর:- [ঘ] খারবেল
No comments:
Post a Comment