Breaking

Tuesday, April 2, 2024

Indian Constitution MCQ In Bengali Part - 02 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর

Indian Constitution MCQ In Bengali Part - 02 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর

Indian Constitution MCQ In Bengali Part - 02 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর
Indian Constitution MCQ In Bengali Part - 02 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর


প্রিয়  বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি Indian Constitution MCQ In Bengali Part - 02 | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM - এ ভারতীয় সংবিধানের থেকে প্রশ্ন এসে থাকে।


ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর  পর্ব - 02

১.ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে?

[ক] ৩৬৫ নং ধারা

[খ] ৩৬৮ নং ধারা

[গ] ৩৭০ নং ধারা

[ঘ] ৩৭২ নং ধারা


২.রাজ্যপালের কার্যকাল কতদিন?

[ক] তিন বছর

[খ] চার বছর

[গ] পাঁচ বছর

[ঘ] ছয় বছর


৩.ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে?

[ক] একটি

[খ] দুটি

[গ] তিনটি

[ঘ] চারটি


৪.নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন?

[ক] রাষ্ট্রপতির দ্বারা  

[খ] প্রধানমন্ত্রীর দ্বারা

[গ] উপরাষ্ট্রপতির দ্বারা

[ঘ] লোকসভার স্পীকারের দ্বারা


৫.সুপ্রীমকোর্টে কত ধরণের ফৌজদারী আপিল করা যায়?

[ক] দুই ধরণের

[খ] তিন ধরণের

[গ] চার ধরণের

[ঘ] পাঁচ ধরণের


৬.নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রীম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিল?

[ক] ২০০০ সালে

[খ] ২০০২ সালে

[গ] ২০০৬ সালে

[ঘ] ২০১৮ সালে


৭.সংসদের স্থায়ী কক্ষ কোন্টি?

[ক] লোকসভা

[খ] রাজ্যসভা

[গ] লোকসভা ও রাজ্যসভা দুটিই

[ঘ] কোনটিই নয়


৪.সংবিধানের প্রস্তাবনা বলতে বোঝায়-

[ক] সংবিধান বৈশিষ্ট্যাবলী

[খ] সংবিধান পরিবর্তনের নিয়মাবলী

[গ] সংবিধানের মুখবন্ধ

[ঘ] কোনটিই সঠিক নয়


৯.ভারতীয় সংবিধানর প্রস্তাবনার কয়টি অংশ?

[ক] একটি

[খ] দুটি

[গ] তিনটি

[ঘ] চারটি


১০.সংবিধানের কত নং ধারায় সুপ্রীমকোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়?

[ক] ১১(১) ধারা

[খ] ১২(১) ধারা

[গ] ১৩(১) ধারা

[ঘ] ১৪(১) ধারা


১১.সংবিধানে কত নম্বর ধারায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে?

[ক] ১৫ ও ৪৬ নং ধারা

[খ] ১৫ ও ৪৯ নং ধারা

[গ] ১২ ও ৪৬ নং ধারা

[ঘ] ১২ ও ৪৯ নং ধারা


১২.ভারতীয় সংবিধানে উল্লিখিত 'ধর্মনিরপেক্ষ' বলতে বোঝাই -

[ক] রাষ্ট্র কোন একটি ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে

[খ] রাষ্ট্র কোন ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না

[গ] রাষ্ট্রের একটি রাষ্ট্রীয় ধর্ম থাকবে

[ঘ] কোনটিই সঠিক নয়


১৩.ভারতীয় পার্লামেন্টে কোন্ সভার ক্ষমতা বেশি?

[ক] লোকসভা

[খ] রাজ্যসভা

[গ] দু-কক্ষেরই সমান ক্ষমতা

[ঘ] কোনটিই নয়


১৪.রাষ্ট্রপতিতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হলেন-

[ক] সংসদীয় ব্যবস্থার উপর নির্ভরশীল

[খ] বিচারব্যবস্থার উপর নির্ভরশীল

[গ] মন্ত্রী পরিষদের সুপারিশ অনুযায়ী কাজ করতে পারে

[ঘ] সংসদীয় ব্যবস্থা থেকে স্বাধীন


১৫.নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত?

[ক] চার বছর

[খ] পাঁচ বছর

[গ] ছয় বছর

[ঘ] সাত বছর


১৬.রাজ্যপাল সংবিধানের কোন্ ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে শাসনকার্য পরিচালনা করে?

[ক] ৩৫২ নং ধারা

[খ] ৩৫৩ নং ধারা

[গ] ৩৫৪ নং ধারা

[ঘ] ৩৫৬ নং ধারা


১৭.রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন?

[ক] প্রধানমন্ত্রী

[খ] সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি

[গ] উপরাষ্ট্রপতি

[ঘ] লোকসভার স্পীকার


১৮.তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে?

[ক] রাষ্ট্রপতি

[খ] প্রধানমন্ত্রী

[গ] অনগ্রসর উন্নয়ন মন্ত্রী

[ঘ] স্পীকার


১৯.ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোটি একটি মৌলিক দায়িত্ব?

[ক] অস্পৃশ্যতাকে উৎসাহ দেওয়া

[খ] উপাধি ব্যবহার না করা

[গ] দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা

[ঘ] উপরের কোনটি সঠিক নয়


২০.ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে?

[ক] চারটি

[খ] পাঁচটি

[গ] ছয়টি

[ঘ] সাতটি


২১.সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত। ৩০. সংনি বহাল থাকেন?

[ক] ৬০ বছর

[খ] ৬২ বছর

[গ] ২৮ বছর

[ঘ] ৬৫ বছর


২২.'ভারত একটি সার্বভৌম রাষ্ট্র' বলতে বোঝায়-

[ক] ভারত কোন বিদেশী রাষ্ট্রের অধীন নয়

[খ] ভারত কোন বিদেশী রাষ্ট্রের অধীন

[গ] ভারত কোন দেশের নির্দেশ মানতে বাধ্য

[ঘ] কোনটিই সঠিক নয়



২৩.লোকসভা ও রাজ্যসভার মধ্যে যোগ্যতাগত ক্ষেত্রে কি পার্থক্য আছে?

[ক] রাজ্যসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম প্রার্থীকে ২৫ বছর বয়স্ক হতে হবে। লোকসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম প্রার্থীকে ৩০ বছর বয়স্ক হতে হবে।

জন

[খ] রাজ্যসভার প্রার্থী হতে গেলে প্রার্থীকে ৩৫ বছর বয়স। হতে হবে। লোকসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম প্রার্থীকে ৩০ বছর বয়স হতে হবে।

[গ] রাজ্যসভার প্রার্থী হতে গেলে প্রার্থীকে ৩৫ বছর বয়স। হতে হবে। লোকসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম প্রার্থীকে ২৫ বছর বয়স হতে হবে।

[ঘ] রাজ্যসভার প্রার্থী হতে গেলে প্রার্থীকে ৩০ বছর বয়স হতে হবে। লোকসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম প্রার্থীকে ২৫ বছর বয়স হতে হবে।


২৪.রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায়-

[ক] রাজনীতি ও গণতন্ত্রের মধ্যে সহযোগিতা

[খ] সরকারের উপর মানুষের নিয়ন্ত্রণ

[গ] ভোটার দ্বারা সরকারের গঠন ও সরকারের পতন

[ঘ] মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড।


২৫.কত সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল?

[ক] ১৯৭৫ সালে

[খ] ১৯৮০ সালে

[গ] ১৯৮৫ সালে

[ঘ] ১৯৯০ সালে


২৬.নিম্নলিখিত কোটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?

[ক] স্টাফ সিলেকশন কমিশন

[খ] ফাইনান্স কমিশন

[গ] ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন

[ঘ] ইলেকশন কমিশন


২৭.রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নং ধারায় লিপিবদ্ধ আছে?

[ক] ১৬৩ নং 

[খ] ১৬৪ নং

[গ] ১৬৫ নং 

[ঘ] ১৬৬ নং


২৮.হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা যায়?

[ক] দুটি

[খ] তিনটি

[গ] চারটি 

[ঘ] পাঁচটি 


২৯.মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়?

[ক] তিনজন

[খ] চারজন

[গ] পাঁচজন 

[ঘ] ছয়জন


৩০.সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কি অবাধ?

[ক] মৌলিক অধিকারগুলো অবাধ

[খ] মৌলিক অধিকারগুলো অবাধ নয়

[গ] ভারতে বসবাসকারী সকল মানুষ সমানভাবে মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারে

[ঘ]  উপরের কোনটিই সঠিক নয়


৩১.ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হল-

[ক] কেন্দ্রীয় সরকার

[খ] ভারতের জনগণ

[গ] সুপ্রীম কোর্ট

[ঘ] রাষ্ট্রপতি


৩২.যদি রাষ্ট্রপতির পদ খালি থাকে তাহলে সর্বাধিক কত সময়ের জন্য উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ চালাতে পারেন?

[ক] তিন মাস

[খ] ছয় মাস

[গ] নয় মাস

[ঘ] এক বছর


৩৩.অভিলেখ আদালত হিসাবে কোন্ আদালত কাজ করে?

[ক] সুপ্রীমকোর্ট

[খ] হাইকোর্ট

[গ] জেলা আদালত

[ঘ] মহকুমা আদালত


৩৪.জেলা শাসকদের চাকুরীর শর্তাদি নির্ধারণ করেন কে?

[ক] কেন্দ্রীয় সরকার

[খ] রাজ্য সরকার

[গ] অর্থমন্ত্রী

[ঘ] স্বরাষ্ট্র মন্ত্রী


৩৫.পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না?

[ক] ভারতের রাষ্ট্রপতি

[খ] ভারতের প্রধানমন্ত্রী

[গ] লোকসভার অধ্যক্ষ

[ঘ] কেন্দ্রীয় অর্থমন্ত্রী


৩৬.সংবিধানের কত নং ধারায় স্পীকার-এর নির্বাচনের কথা বলা হয়েছে?

[ক] ৯০ নং ধারা

[খ] ৯১ নং ধারা

[গ] ৯২ নং ধারা

[ঘ] ৯৩ নং ধারা


৩৭."আইনের দৃষ্টিতে সমতা'-এটি ভারতীয় সংবিধানে কত নং ধারায় উল্লিখিত আছে?

[ক] ১২ নং ধারা

[খ] ১৪ নং ধারা

[গ] ১৬ নং ধারা

[ঘ] ১৯ নং ধারা


৩৮.আইনের সমান সংরক্ষণ- এটি কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? 

[ক] ব্রিটেনের সংবিধান

[খ] সুইজারল্যান্ডের সংবিধান

[গ] আমেরিকার সংবিধান

[ঘ] চীনের সংবিধান


৩৯.কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ কত দিন?

[ক] তিন বছর

[খ] চার বছর

[গ] পাঁচ বছর

[ঘ]  ছয় বছর


৪০.বর্তমানে জেলার ভূমি সংক্রান্ত বিষয়ে এবং রাজস্ব সংক্রান্ত দায়িত্ব কার হাতে ন্যস্ত রয়েছে?

[ক] জেলাশাসক

[খ] অতিরিক্ত জেলাশাসক

[গ] মহকুমা শাসক

[ঘ] কোনটিই নয়


৪১.ভারতীয় সংবিধানের কোন্ অনুচ্ছেদে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বণ্টনের কথা লিপিবদ্ধ আছে?

[ক] পঞ্চম

[খ] ষষ্ঠ

[গ] সপ্তম 

[ঘ] অষ্টম


৪২.কোনো একটি রাজ্যের রাজ্যপাল একইসঙ্গে অন্য কোনো রাজ্যের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করতে পারেন নাকি- এ সম্পর্কে সংবিধানের কত নং ধারায় উল্লিখিত আছে?

[ক] ১৫২ নং ধারা

[খ] ১৫৩ নং ধারা

[গ] ১৫৪ নং ধারা

[ঘ] ১৫৫ নং ধারা


৪৩.রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য দেশ হল --- 

[ক] আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও চিন

[খ] আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চিন ও ফ্রান্স

[গ] চিন, জার্মানী, ইটালী, আমেরিকা ও ফ্রান্স

[ঘ] ভারত, চিন, আমেরিকা, রাশিয়া ও ইংল্যান্ড


৪৪.নিম্নলিখিত কোন ক্ষেত্রে সুপ্রীমকোর্টের উপদেশ দেওয়ার এক্তিয়ার (Advisory Jurisdiction) আছে?

[ক] নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপ্রীমকোর্টের মতামত জানতে চাওয়া হলে

[খ] লোকসভার স্বীকার সুপ্রীমকোর্টের মতামত জানতে চাইলে 

[গ] রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সুপ্রীম কোর্টের পরামর্শ

[ঘ] রাষ্ট্রপতির পক্ষ থেকে আইন সম্বন্ধে সুপ্রীম কোর্টের কাছে। জানতে চাওয়া হলে।


৪৫.নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না?

[ক] অ্যাটর্নি জেনারেল

[খ] উপরাষ্ট্রপতি

[গ] সুপ্রীমকোর্টের বিচারপতি

[ঘ] ভারতের প্রধান বিচারপতি।


৪৬.ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে?

[ক] দুটি

[খ] তিনটি

[গ] চারটি 

[ঘ] পাঁচটি


৪৭.ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র বলতে বোঝায়-

[ক] বৈজ্ঞানিক সমাজতন্ত্র

[খ] ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে মিশ্র অর্থনীতি গড়ে তোলা এবং উন্নয়নের সঙ্গে ন্যায় বিচারের ধারণাকে সংযুক্ত করা

[গ] রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে সমস্ত কাজ করতে পারে

[ঘ] কোনটিই সঠিক নয়


৪৮.কাকে ক্ষুদে জেলাশাসক বলা হয়?

[ক] অতিরিক্ত জেলাশাসক

[খ] পুলিশ সুপার

[গ] মহকুমা শাসক

[ঘ] বিডিও


৪৯.ভারতীয় সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে?

[ক] ১৬ নং ধারায়

[খ] ১৮ নং ধারায়

[গ] ১৯ নং ধারায়

[ঘ] ২০ নং ধারায়


৫০.ভারতীয় সংবিধানের কোন্ ধারা রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ শাসক হিসাবে বর্ণনা করেছে?

[ক] ৫১(১) ধারা

[খ] ৫২(১) ধারা

[গ] ৫৩(১) ধারা

[ঘ] ৫৪(১) ধারা

উত্তর পত্র 

১. উত্তর:- [খ] ৩৬৮ নম্বর ধারা 

২. উত্তর:- [গ] পাঁচ বছর

৩. উত্তর:- [গ] তিনটি 

৪. উত্তর:- [ক] রাষ্ট্রপতির দ্বারা 

৫. উত্তর:- [খ] তিন ধরনের

৬. উত্তর:- [খ] ২০০২ সালে 

৭. উত্তর:- [খ] রাজ্যসভা

৮. উত্তর:- [গ] সংবিধানের মুখবন্ধ

৯. উত্তর:- [খ] দুটি 

১০. উত্তর:- [গ] ১৩(১) ধারা 

১১. উত্তর:- [ক] ১৫ ও ৪৬ নং ধারা 

১২. উত্তর:- [খ] রাষ্ট্র কোন ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না

১৩. উত্তর:- [ক] লোকসভা

১৪. উত্তর:- [ঘ] সংসদীয় ব্যাবস্থা থেকে স্বাধীন

১৫. উত্তর:- [গ] ছয় বছর

১৬. উত্তর:- [ঘ] ৩৫৬ নং ধারা 

১৭. উত্তর:- [গ] উপরাষ্ট্রপতি 

১৮. উত্তর:- [ক] রাষ্ট্রপতি 

১৯. উত্তর:- [গ] দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা

২০. উত্তর:- [গ] ছয়টি 

২১. উত্তর:- [ঘ] ৬৫ বছর 

২২. উত্তর:- [ক] ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়

২৩. উত্তর:- [ঘ] রাজ্যসভার প্রার্থী হতে গেলে প্রার্থীকে ৩০ বছর বয়স হতে হবে। লোকসভার প্রার্থী হতে গেলে নূন্যতম প্রার্থীকে ২৫ বছর বয়স হতে হবে।

২৪. উত্তর:- [ঘ] মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড

২৫. উত্তর:- [খ] ১৯৮০ সালে 

২৬. উত্তর:- [ক] স্টাফ সিলেকশন কমিশন

২৭. উত্তর:- [ক] ১৬৩ নং 

২৮. উত্তর:- [ক] দুটি 

২৯. উত্তর:- [গ] পাঁচজন

৩০. উত্তর:- [খ] মৌলিক অধিকারগুলি অবাধ নয়

৩১. উত্তর:- [খ] ভারতের জনগণ

৩২. উত্তর:- [খ] ছয় মাস 

৩৩. উত্তর:- [ক] সুপ্রিমকোর্ট 

৩৪. উত্তর:- [ক] কেন্দ্রীয় সরকার

৩৫. উত্তর:- [ক] ভারতের উপরাষ্ট্রপতি

৩৬. উত্তর:- [ঘ] ৯৩ নং ধারা 

৩৭. উত্তর:- [খ] ১৪ নং ধারা 

৩৮. উত্তর:- [গ] আমেরিকার সংবিধান

৩৯. উত্তর:- [গ] পাঁচ বছর

৪০. উত্তর:- [খ] অতিরিক্ত জেলাশাসক

৪১. উত্তর:- [গ] সপ্তম 

৪২. উত্তর:- [খ] ১৫৩ নং ধারা 

৪৩. উত্তর:- [খ] আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চিন ও ফ্রান্স 

৪৪. উত্তর:- [ঘ] রাষ্ট্রপতির পক্ষ থেকে আইন সম্বন্ধে সুপ্রিমকোর্টের কাছে জানতে চাওয়া হলে

৪৫. উত্তর:- [খ] উপরাষ্ট্রপতি

৪৬. উত্তর:- [খ] তিনটি 

৪৭. উত্তর:- [খ] ব্যাক্তিগত এবং রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে মিশ্র অর্থনীতি গড়ে তোলা এবং উন্নয়নের সঙ্গে ন্যায় বিচারের ধারণাকে সংযুক্ত করা

৪৮. উত্তর:- [গ] মহকুমা শাসক

৪৯. উত্তর:- [গ] ১৯ নং ধারাই 

৫০. উত্তর:- [গ] ৫৩(১) ধারা

No comments:

Post a Comment