50+ Life Science Practice Set In Bengali Part-02 জীবন বিজ্ঞান MCQ প্র্যাক্টিস সেট - ০২
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি জীবন বিজ্ঞান MCQ প্র্যাক্টিস সেট - ০২-এই প্র্যাক্টিস সেটে থাকছে গুরুত্বপূর্ণ মোট ৫০টি জীব বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর, যেগুলি পরীক্ষায় আসার মতো। আমাদের এই জীবন বিজ্ঞান MCQ প্র্যাক্টিস সেট গুলিতে প্রতিবার অংশ নিয়ে Railway Group D, NTPC এবং ANM GNM পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে উঠুন বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে।
জীবন বিজ্ঞান MCQ প্র্যাক্টিস সেট
1.Critica Botania' বইটির লেখক কে?
[ক] লিনয়াস
[খ] রুনকুইস্ট
[গ] হুক
[ঘ] ক্যান্ডোলে
2.মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ?
[ক] লিনিয়াস
[খ] রবার্ট হুক
[গ] জন রে
[ঘ] মেন্ডেল
3.বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে-
[ক] এন্টোমোলজি
[খ] অরনিথোলজি
[গ] এপিকালচার
[ঘ] ম্যালাকোলজি
4.ব্যাকটেরিওফাজ আসলে কী?
[ক] ব্যাকটেরিয়া
[খ] ভাইরাস
[গ] প্রোটোজোয়া
[ঘ] রাসায়নিক পদার্থ
5.দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন-
[ক] ক্যানডোলে
[খ] হাচিনসন
[গ] লিনিয়াস
[ঘ] বেন্থাম ও হুকার
6.নিম্নের কোল্টিন্ট নিজের আকৃতি পরিবর্তন করতে পারে?
[ক] ব্যাক্টেরিয়া
[খ] প্রটোজোয়া
[গ] অ্যামিবা
[ঘ] এর কোনওটিই নয়
7.নিম্নলিখিত কোন্ উদ্ভিদ গোষ্ঠীকে উভয়চর উদ্ভিদ বলা হয়?
[ক] শৈবাল
[খ] ছত্রাক
[গ] মস
[ঘ] ফার্ণ
8.ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত?
[ক] ICBN
[খ] ICZN
[গ] ICNB
[ঘ] কোনোটিই নয়
9.আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয়-
[ক] চরক
[খ] সুশ্রুত
[গ] অ্যারিস্টটল
[ঘ] ভেসালিয়াস
10.শালগাছ কোন্ ধরনের বৃক্ষ?
[ক] পর্ণমোচী
[খ] চিরহরিৎ
[গ] ম্যানগ্রোভ
[ঘ] কনিফার
11.ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন?
[ক] 1705
[খ] 1750
[গ]1759
[ঘ] 1753
12.মানুষ কোন্ পর্বের অন্তর্ভুক্ত প্রাণী?
[ক] কর্ডাটা
[খ] অ্যাম্ফিবিয়া
[গ] মোলাস্কা
[ঘ] পরিফেরা
13.বৃহত্তম এককোশী শৈবালের নাম কী?
[ক] ক্ল্যামাইডোমোনাস
[খ] ভাউকেরিয়া
[গ] অ্যাসিটাবুলারিয়া
[ঘ] কোনওটিই নয়
14.কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব?
[ক] ভাইরাস
[খ] ব্যাকটেরিয়া
[গ] প্রোটোজোয়া
[ঘ] অ্যামিবা
15.বায়োডাইভারসিটি কথাটি প্রচলন করেন-
[ক] রোজেন
[খ] মায়ার্স
[গ] লিনিয়াস
[ঘ] ওপারিন
16.কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল?
[ক] ব্যাকটেরিয়া
[খ] প্রোটোজোয়া
[গ] শৈবাল
[ঘ] ছত্রাক
17.নিম্নের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়?
[ক] অকোশীয়
[খ] বাধ্যতামূলক পরজীবী
[গ] পোষক কোশে প্রজননক্ষম
[ঘ] প্রোক্যারিওটিক
18.ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম কি?
[ক] Zea mays
[খ] Triticum aestivum
[গ] Solanum tuberosum
[ঘ] Nicotiana tabacum
19.দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের নাম সর্বদা কী হয়?
[ক] বিশেষণ
[খ] বিশেষ্য
[গ] সর্বনাম
[ঘ]অব্যয়
20.নিম্নের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া?
[ক] ল্যাকটোব্যাসিলাস
[খ] ক্রসটিডিয়াম
[গ] ব্যাসিলাস
[ঘ] রাইজোবিয়াম
21.পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত?
[ক] ভারত
[খ] আমেরিকা
[গ] ইংল্যান্ড
[ঘ] জাপান
22.Nostoc হল একপ্রকার-
[ক] নীলাভ সবুজ শৈবাল
[খ] সবুজ শৈবাল
[গ] লোহিত শৈবাল
[ঘ] বাদামী শৈবাল
23.'ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস' কোথায় অবস্থিত?
[ক] বেঙ্গালুরু
[খ] জম্মু
[গ] দিল্লি
[ঘ] শিলং
24.হাইড্রার নিমাটোসিস্ট-এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়?
[ক] থ্রমবিন
[খ] হিমোজোইন
[গ] হিপনোটক্সিন (Hypnotoxin)
[ঘ] হেপারিন
25.সিলোম থাকে না-
[ক] পরিফেরা-তে
[খ] সিলেনটেরাটা-য়
[গ] প্লাটিহেলমিনথেস-এ
[ঘ] উপরের সবকটিতেই
26.ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ-
[ক] শুক্রানু
[খ] গর্ভাশয় থাকে না
[গ] ডিম্বাণু থাকে না
[ঘ] কোনোটিই নয়
27.ফুসফুস কৃমির বিজ্ঞানসম্মত নাম হল-
[ক] Hymenolepis nana
[খ] Paragonimus westermani
[গ] Schistosoma haematobium
[ঘ] Echinococcus granulosus
28.কাদের দেহে সিউডোসিলোম দেখা যায়?
[ক] একাইনোডার্মাটা
[খ] মোলাস্কা
[গ] নিমাটোডা
[ঘ] অ্যানিলিডা
29.যে ব্যতিক্রমী ক্ষমতার উপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা যায়, তা হল-
[ক] বৃদ্ধি ও সঞ্চালন
[খ] সংবেদনশীলতা
[গ] জনন
[ঘ] ক্রিয়া-প্রতিক্রিয়া ও অগ্রগতিমূলক অভিযোজন
30.লজ্জাবতী লতায় স্পর্শ করলে মুড়ে যায়, জীবের এইরূপ বৈশিষ্ট্যকে বলে-
[ক] সংবেদনশীলতা
[খ] উত্তেজিতা
[গ] গমন
[ঘ] বিপাক
31.পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরণকে বলে-
[ক] হাইড্রোস্ফিয়ার
[খ] অ্যাটমোস্ফিয়ার
[গ] পাইরোস্ফিয়ার
[ঘ] ব্যারিস্ফিয়ার
32.পৃথিবীর উপরিতলের অংশকে বলা হয়-
[ক] ম্যান্টেল
[খ] কোর
[গ] ক্রাস্ট
[ঘ] হাইড্রোস্ফিয়ার
33.পৃথিবী প্রধানত কটি স্তর নিয়ে গঠিত হয়েছে?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
34.প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরানো তত্ত্বটি হল-
[ক] বিশেষ সৃষ্টি তত্ত্ব
[খ] স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব
[গ] কসমোজোইক তত্ত্ব
[ঘ] সায়ানোজেন তত্ত্ব
35.প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল-
[ক] 5000°C-6000°C
[খ] 6000°C-7000°C
[গ] 7000°C-8000°C
[ঘ] 1000°C-2000°C
36.জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণা দেন-
[ক] হাক্সলে
[খ] ওপারিন
[গ] হ্যালডেন
[ঘ] লুই পাস্তুর
37.বিশ্ব ব্রাহ্মণ্ডে ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাকে বলা হয়-
[ক] প্যানস্পারজিয়া
[খ] কসমোগোনি
[গ] ইভোলিউশান
[ঘ] কসমোলজি
38.সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন-
[ক] হ্যালডেন
[খ] ওপারিন
[গ] আরহেনিয়াস
[ঘ] ফ্লুজার
39.কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন-
[ক] ফুজার ও ওপারিন
[খ] হ্যালডেন ও হেলমন্ট
[গ] ওপারিন ও হ্যালডেন
[ঘ] কোনোটিই নয়
40.'হট ডাইলিউট সুপ' তত্ত্বের প্রবক্তা হলেন-
[ক] হাক্সলে
[খ] ওপারিন
[গ] হ্যালডেন
[ঘ] ল্যামার্ক
41.নগ্নজিন হল-
[ক] প্রোটিন বিহীন RNA
[খ] প্রোটিন বিহীন DNA
[গ] RNA
[ঘ] DNA
42.মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন-
[ক] ওপারিন
[খ] হাক্সলে
[গ] হ্যালডেন
[ঘ] ফক্স
43.কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন-
[ক] ওপারিন
[খ] হ্যালডেন
[গ] ফক্স
[ঘ] হাক্সলে
44.প্রোটোসেল হল-
[ক] কোয়াসারভেট
[খ] নগ্নজিন
[গ] প্রোটিনয়েড
[ঘ] কোয়াসারভেট ও নগ্নজিন
45.প্রোটোবায়ন্ট হল-
[ক] কোয়াসারভেট ও নিউক্লিক অ্যাসিডযুক্ত অবায়ুজীবী হেটারোট্রপ
[খ] বৃদ্ধি ও বিভাজন সক্ষম
[গ] দ্বিস্তরীয় আচরণযুক্ত
[ঘ] সবগুলি সঠিক।
46.হটস্পট ধারণার প্রবর্তক হলেন-
[ক] মায়ার্স
[খ] মেয়ার
[গ] সিম্পসন
[ঘ] রাইট
47.প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে বলে-
[ক] ইনসিটু
[খ] এক্সসিটু
[গ] উদ্ভিদবিদ্যা
[ঘ] জু
48.মানুষের ছয়টি আঙুল কিসের উহাদরণ?
[ক] বিচ্ছিন্ন প্রকরণ
[খ] অবিচ্ছিন্ন প্রকরণ
[গ] অভিযোজন
[ঘ] প্রাকৃতিক নির্বাচন
49. আলফা বৈচিত্র্য হল-
[ক] প্রজাতি বৈচিত্র্য
[খ] জেনেটিক বৈচিত্র্য
[গ] কমিউনিটি বৈচিত্র্য
[ঘ] কোনোটিই নয়
50.আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চল হল-
[ক] পূর্বঘাট ও পশ্চিমঘাট
[খ] পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়
[গ] সুন্দরবন ও কচ্ছেররণ
[ঘ] কেরালা
উত্তর পত্র
1. উত্তর:- [ক] লিনয়াস
2. উত্তর:- [খ] রবার্ট হুক
3. উত্তর:- [ক] এন্টোমলজি
4. উত্তর:- [খ] ভাইরাস
5. উত্তর:- [গ] লিনিয়াস
6. উত্তর:- [গ] অ্যামিবা
7. উত্তর:- [গ] মস
8. উত্তর:- [গ] ICNB
9. উত্তর:- [ক] চড়ক
10. উত্তর:- [ক] পর্ণমোচি
11. উত্তর:- [ঘ] 1753
12. উত্তর:- [ক] কর্ডাটা
13. উত্তর:- [গ] আসিটাবুলারিয়া
14. উত্তর:- [খ] ব্যাকটেরিয়া
15. উত্তর:- [ক] রোজেন
16. উত্তর:- [ঘ] ছত্রাক
17. উত্তর:- [ঘ] প্রক্যারিওটিক
18. উত্তর:- [ক] Zea mays
19. উত্তর:- [গ] সর্বনাম
20. উত্তর:- [ক] ল্যাকটোবাসিলাস
21. উত্তর:- [গ] ইংল্যান্ড
22. উত্তর:- [ক] নীলাভ সবুজ শৈবাল
23. উত্তর:- [গ] দিল্লী
24.উত্তর:- [গ] হিপনোটক্সিন (Hypnotoxin)
25. উত্তর:- [ঘ] উপরের সবকটিই
26. উত্তর:- [খ] গর্ভাশয় থাকে না
27. উত্তর:- [খ] Paragonimus westermani
28. উত্তর:- [গ] নিমাটোডা
29. উত্তর:- [গ] জনন
30. উত্তর:- [খ] উত্তেজিতা
31. উত্তর:- [খ] আটমস্ফেয়ার
32. উত্তর:- [গ] ক্রাস্ট
33. উত্তর:- [খ] তিনটি
34. উত্তর:- [ক] বিশেষ সৃষ্টি তত্ব
35. উত্তর:- [ক] 5000-6000°c
36. উত্তর:- [ক] হাক্সলে
37. উত্তর:- [ঘ] কসমোলজি
38. উত্তর:- [ঘ] ফ্লুজার
39. উত্তর:- [গ] ওপরিন ও হাল্ডেন
40. উত্তর:- [গ] হাল্ডেন
41. উত্তর:- [ক] প্রোটিন বিহীন RNA
42. উত্তর:- [ঘ] ফক্স
43. উত্তর:- [ক] ওপরিন
44. উত্তর:- [ঘ] কোয়াসারভেট ও নগ্নজিন
45. উত্তর:- [ঘ] সবগুলি ঠিক
46. উত্তর:- [ক] মায়ার্স
47. উত্তর:- [ক] ইনসিটু
48. উত্তর:- [ক] বিচ্ছিন্ন প্রকরণ
49. উত্তর:- [গ] কমিউনিটি বৈচিত্র্য
50. উত্তর:- [ক] পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট
No comments:
Post a Comment