Breaking

Sunday, March 31, 2024

50+ Geography MCQ In Bengali Part - 08 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর

50+ Geography MCQ In Bengali Part - 08 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর
50+ Geography MCQ In Bengali Part - 08  ভূগোল MCQ প্রশ্ন উত্তর
50+ Geography MCQ In Bengali Part - 08

বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি Geography MCQ In Bengali Part - 07 | ভূগোল MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM-এ ভূগোল থেকে প্রশ্ন এসে থাকে।


ভূগোল MCQ কুইজ পর্ব - ০৮

 1.গঙ্গার প্রধান উপনদীর নাম কী?

(A) যমুনা

(B) অজয়

(C) দামোদর

(D) ময়ূরাক্ষী


2.গঙ্গা অ্যাকশন প্ল্যান' পরিকল্পনা কত সালে নেওয়া হয়-

(A) ১৯৮৪ সালে

(B) ১৯৫৮ সালে

(C) ১৯৬৮ সালে

(D)১৯৭৮ সালে


3.দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল-

(A) কৃষ্ণা 

(B) কাবেরী 

(C) গোদাবরী

(D) নর্মদা


4.ভূ-প্রকৃতি অনুযায়ী ভারতকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?

(A) পাঁচটি

(B) ছয়টি

(C) সাতটি

(D) আটটি


5.কারাকোরাম পর্বত শ্রেণির উচ্চতম শৃঙ্গ হল- 

(A) গডউইন অস্টিন

(B)গাসেরব্রুম

(C) বাকাপোসি

(D) হিডনপিক


6.ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল-

(A) নর্মদা

(B) মহানদী

(C) গোদাবরী

(D) কুয়া


7.ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য হল-

(A) ১৩৭৬ কিমি

(B) ২৯০০ কিমি

(C) ১৩১০ কিমি

(D) ৮৫৭ কিমি


8.চম্বল নদী কোন্ নদীর উপনদী?

(A) ব্রহ্মপুত্র

(B) লুনি

(C) নর্মদা

(D) যমুনা


9. সিন্ধু নদীর একটি উপনদী হল-

(A) শিবনাথ

(B) শতদ্রু

(C) মুকরী

(D) হিরম


10.গঙ্গার একটি উপনদী হল-

(A) গোমতী

(B) শায়ক

(C) গিলগিট

(D) টেল 


11.পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে-

(A) গোদাবরী 

(B) কাবেরী 

(C) কৃয়া

(D) মহানদী


12.গোদাবরী নদীর দৈর্ঘ্য হল-

(A) ১৪৬৫ কিমি

(B) ১৪০০ কিমি

(C) ৮০৫ কিমি

(D) ৮৫৮ কিমি


13.ব্রাহ্মণী নদী কোন্ নদীর উপনদী?

(A) কাবেরী

(B) কৃষ্ণা

(C) গোদাবরী

(D) মহানদী


14.পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন্ রাজ্যে অবস্থিত?

(A) কর্ণাটক

(B) বিহার

(C) পশ্চিমবঙ্গ

(D) তেলেঙ্গানা


15.ভারতে কয়টি পদ্ধতিতে জলসেচ হয়?

(A) ২টি

(B) ৩টি

(C) ৪টি

(D) ৫টি


16.ডাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন্ নদীর উপর তৈরী হয়েছিল?

(A) শতদ্রু

(B) গঙ্গা

(C) ব্রহ্মপুত্র

(D) মহানদী


17.ভারতে কোথায় বেশি চা উৎপাদন হয়?

(A) আসাম

(B) পশ্চিমবঙ্গ

(C) তামিলনাড়ু

(D) হিমাচলপ্রদেশ


18.ভারতে কোন্ রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়?

(A) কেরালা

(B) তামিলনাড়ু

(C) অস্ত্রপ্রদেশ

(D) কর্ণাটক


19.ভারতে সবথেকে বেশি আখ উৎপাদন হয়-

(A) উত্তরপ্রদেশ

(B) মহারাষ্ট্র

(C) তামিলনাড়ু

(D) অন্ধ্রপ্রদেশ


20.ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন বেশি হয়-

(A) উত্তর ভারত

(B) দক্ষিণ ভারত

(C) পূর্ব ভারত

(D) পশ্চিম ভারত


21.তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য?

(A) অন্ধ্রপ্রদেশ

(B) মধ্যপ্রদেশ

(C) রাজস্থান

(D) গুজরাট


22.ভারতে সবুজ বিপ্লব হয় কোন দশকে?

(A) ৬০-এর দশকে

(B) ৭০-এর দশকে

(C) ৮০-এর দশকে

(D) ১০-এর দশকে


23. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল-

(A) লুনি

(B) মহানদী

(C) কৃয়া

(D) কাবেরী


24.ব্যবহার অনুযায়ী ফসল কয় প্রকার?

(A) ২ প্রকার 

(B) ৩ প্রকার 

(C) ৪ প্রকার 

(D) ৫ প্রকার


25.ভারতে কোথায় জাফরান চাষ হয়?

(A) জম্মু ও কাশ্মীর 

(B) আসাম

(C) মণিপুর 

(D) নাগাল্যান্ড 


26.ভারতে কোথায় বেশি তৈলবীজ চাষ হয়?

(A) কর্ণাটক 

(B) উত্তরপ্রদেশ 

(C) মধ্যপ্রদেশ 

(D) অন্ধ্রপ্রদেশ 


27.পাট উৎপাদন কোন্ রাজ্যে সবথেকে বেশি হয়?

(A) আসাম

(B) বিহার

(C) পশ্চিমবঙ্গ

(D) উত্তরপ্রদেশ


28.ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত?

(A) কয়ালী 

(B) ম্যাঙ্গালোর 

(C) জামনগর 

(D) কোচিন


29. Lভারতের কোন্ রাজ্যে সবথেকে বেশি কয়লা উৎপাদন হয়? 

(A) পশ্চিমবঙ্গ 

(B) ছত্তিশগড় 

(C) ওড়িশা 

(D) ঝাড়খন্ড


30.ভারতে খনিজ তেল উৎপাদন কোথায় বেশি হয়?  (A) গুজরাট

(B) আসাম 

(C) মহারাষ্ট্র

(D) কর্ণাটক


31.ভারতের বৃহত্তম তৈল খনি হলো-

(A) আলিয়াবেত

(B) এল বোগে-হাই

(C) বাসিন

(D) কোনটি নয়


32.ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়?

(A) মহারাষ্ট্র 

(B) পশ্চিমবঙ্গ

(C) গুজরাট 

(D) মধ্যপ্রদেশ


33.ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়?

(A) রাজস্থান 

(B) মহারাষ্ট্র

(C) সুজরাট 

(D) কর্ণাটক


34.ভারতে সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হল-

(A) কুড়ন কুলম 

(B) নারোরা 

(C) কাকরাপারা 

(D)তারাপুর 


35.বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান হল-

(A) প্রথম 

(B) দ্বিতীয় 

(C) তৃতীয়

(D) চতুর্থ


36.ভারতের সর্ববৃহৎ লৌহ-ইস্পাত কোম্পানীটি কোন্ রাজ্যে অবস্থিত? 

(A) ঝাড়খন্ড 

(B) ওড়িশা

(C) পশ্চিমবঙ্গ

(D) ছত্তিশগড়


37.বিশ্বে স্পন্তু আয়রন উৎপাদনে ভারতের স্থান হল-

(A) প্রথম

(B) দ্বিতীয় 

(C) তৃতীয়

(D) চতুর্থ


38.ভারতে প্রথম পেট্রো-রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে?

(A) হলদিয়াতে

(B) ট্রম্বেতে

(C) মুম্বাইতে

(D) আসানসোলে


39.মারুতি উদ্যোগ লিমিটেড কোন্ রাজ্যে অবস্থিত?

(A) তামিলনাড়ু 

(B) মহারাষ্ট্র 

(C) ঝাড়খন্ড 

(D)  হরিয়ানা


40.ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়-

(A)  দুর্গাপুর

(B) আমেদাবাদ

(C) মুম্বাই

(D) চেন্নাই


41.কাকে 'ভারতের রুঢ়' বলা হয়?

(A) আসানসোল 

(B) দুর্গাপুর 

(C) রৌরকেল্লা 

(D) আমেদাবাদ 


42.অশোক লিল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত?

(A) চেন্নাই

(B) মুম্বাই 

(C) মোহালী 

(D) গুরগাঁও।


43.হিরোহোন্ডা মোটরস ভারতের কোথায় অবস্থিত?

(A) চেন্নাই

(B) মুম্বাই

(C) গুরগাঁও

(D) বিশাখাপত্তনাম 


44.ভারতে কোথায় প্রথম বিমানপোত প্রতিষ্ঠা লাভ করে? 

(A) মুম্বাই

(B) বিশাখাপত্তনম 

(C) চেন্নাই 

(D) ব্যাঙ্গালোর


45.ভারতের প্রথম কাগজ কল কোন্ রাজ্যে নির্মিত হয়?

(A) পশ্চিমবঙ্গ 

(B) মহারাষ্ট্র 

(C) অসম 

(D)  অন্ধ্রপ্রদেশ।


46.কাকে ভারতের গ্লাসগো বলা হয়?

(A) দুর্গাপুর 

(B) আসানসোল 

(C) রাণিগঞ্জ 

(D) হাওড়া


47 ভারতবর্ষে প্রথম আদমশুমারী সুচীত হয় কত সালে?

(A) ১৯০১ 

(B) ১৮৯১ 

(C) ১৮৮১ 

(D) ১৮৭২


48.অতি বিরল অঞ্চল বলতে বোঝায়-

(A)  প্রতি বর্গকিমিতে ২০০ জনের কম ঘনত্ব স্থান

(B) প্রতি বর্গকিমিতে ১০০ জনের কম ঘনত্ব স্থান

(C) প্রতি বর্গকিমিতে ৫০০ জনের কম ঘনত্ব স্থান

(D) প্রতি বর্গকিমিতে ১০০০ জনের কম ঘনত্ব স্থান


49.ভারতে প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?

(A) ১৯৫১ সালে

(B) ১৯৫৩ সালে

(C) ১৯৫৫ সালে

(D) ১৯৫৭ সালে


50.ভারতে কয় ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়?

(A) এক ধরনের

(B) দুই ধরনের

(C) তিন ধরনের

(D) চার ধরনের


উত্তর পত্র


1. Ans- (A) যমুনা 

2. Ans- (B) ১৯৫৮ সালে 

3. Ans- (C) গোদাবরী

4. Ans- (C) সাতটি 

5. Ans- (A) গডউইন অস্টিন 

6. Ans- (A) নর্মদা

7. Ans- (B) ২৯০০ কিমি 

8. Ans- (D) যমুনা 

9. Ans- (B) শতদ্রু 

10. Ans- (A) গোমতী 

11. Ans- (C) কৃষ্ণা 

12. Ans- (A) ১৪৬৫ সালে 

13. Ans- (D) মহানদী 

14. Ans- (C) পশ্চিমবঙ্গ

15. Ans- (C) ৪ টি 

16. Ans- (A) শতদ্রু

17. Ans- (A) আসাম 

18. Ans- (D) কর্ণাটক 

19. Ans- (A) উত্তরপ্রদেশ

20. Ans- (B) দক্ষিণ ভারত

21. Ans- (D) গুজরাট 

22. Ans- (A) ৬০ এর দশকে

23. Ans- (A) লুনি 

24.Ans- (A) ২ প্রকার 

25. Ans- (A) জম্মু ও কাশ্মীর 

26. Ans- (C) মধ্যপ্রদেশ 

27. Ans- (C) পশ্চিমবঙ্গ

28. Ans- (C) জামনগর 

29. Ans- (D) ঝাড়খন্ড 

30. Ans- (A) গুজরাট 

31. Ans- (C) বোম্বে হাই 

32. Ans- (D) মধ্যপ্রদেশ

33. Ans- (C) গুজরাট 

34. Ans- (A) কুরণ কুলোম 

35. Ans- (D) চতুর্থ 

36. Ans- (A) ঝাড়খন্ড

37. Ans- (A) প্রথম 

38. Ans- (B) ট্রমবেতে 

39. Ans- (D) হরিয়ানা 

40. Ans- (B) আমেদাবাদ 

41. Ans- (B) দুর্গাপুর 

42. Ans- (A) চেন্নাই 

43. Ans- (C) গুরগাঁও 

44. Ans- (D) ব্যাঙ্গালোর 

45. Ans- (A) পশ্চিমবঙ্গ

46. Ans- (D) হাওড়া 

47. Ans- (D) ১৪৭২

48. Ans- (B) প্রতি বর্গকিমিতে ১০০ জনের কম ঘনত্ব স্থান

49. Ans- (B) ১৯৫৩ সালে 

50. Ans- (B) দুই ধরনের

No comments:

Post a Comment