Physical Science Practice Set-2 | ভৌতবিজ্ঞান প্রাকটিস সেট
প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি ৫০টি ভৌতবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর যেটিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তরের রয়েছে। সুতরাং MCQ গুলি বিনামূল্যে সংগ্রহ করে নিজের ভৌত বিজ্ঞানের জ্ঞানকে সমৃদ্ধ করুন।
ভৌতবিজ্ঞান MCQ
1.মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়?
[ক] প্লাটিনাম
[খ] ইরিডিয়াম
[গ] ক্রিপটন
[ঘ] রেডন
2.কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়?
[ক] হাইগ্রোমিটার
[খ] থার্মোমিটার
[গ] ব্যারোমিটার
[ঘ] হাইড্রোমিটার
3.পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে?
[ক] অ্যাস্ট্রোনমিক্যাল এককে
[খ] অ্যাংস্ট্রম এককে
[গ] কিলোমিটার এককে
[ঘ] সবগুলিই
4.কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়?
[ক] C.GS
[খ] F.P.S
[গ] S.I
[ঘ] সবকটি
5.স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়?
[ক] ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য
[খ] সরু তারের ব্যাস মাপার জন্য
[গ] গোলকের আয়তন মাপার জন্য
[ঘ] ফাঁপা নলের ব্যাসার্ধ মাপার জন্য
6.এক আলোকবর্ষ কোটির একক-
[ক] দূরত্ব
[খ] সময়
[গ] আলোকশক্তি
[ঘ] আলোক তরঙ্গ
7.স্কুগেজ কেন ব্যবহার করা হয়?
[ক] গাছের ব্যাস নির্ণয় করতে
[খ] সরু তারের ব্যাস মাপতে
[গ] গাছের উচ্চতা মাপতে
[ঘ] সরু তারের দৈর্ঘ্য মাপতে
8.নীচের কোন্ রাশিটি স্কেলার?
[ক] শক্তি
[খ] টর্ক
[গ] ভরবেগ
[ঘ] বল
9.নীচের কোন্ রাশিটি একটি ভেক্টর রাশি?
[ক] শক্তি
[খ] কার্য
[গ] ঘনত্ব
[ঘ] টর্ক
10.কোন দুটি রাশির মাত্রা একই হবে?
[ক] বল, কার্য
[খ] ভরবেগ, পীড়ন
[গ] কার্য, টর্ক
[ঘ] ভ্রামক, চাপ
11. ওজনের SI একক কী?
[ক] কেজি
[খ] কুইন্টাল
[গ] নিউটন
[ঘ] টন
12.'স্টপ ওয়াচ' কে আবিষ্কার করেন?
[ক] বার্থোলমিউ ম্যানফ্রডি
[খ] স্যামুয়েল ওয়াটসন
[গ] টরিসেলি
[ঘ] হ্যারিসন
13.এক সের = কত কিলোগ্রাম?
[ক] 1000
[খ] 900
[গ] 0.933
[ঘ] 0.977
14.এক ফ্যাদাম = কত ফুট?
[ক] 5
[খ] 6
[গ] 10
[ঘ] 12
15.কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয়?
[ক] ফুট
[খ] হ্যান্ডস
[গ] মিটার
[ঘ] ইঞ্জি
16.গ্রীক অক্ষর 'নিউ' দিয়ে নিচের কোনটিকে প্রকাশ করা হয়?
[ক] শব্দ তরঙ্গ
[খ] কম্পাঙ্ক
[গ] পর্যায় কাল
[ঘ] কোনটাই নয়
17.ক্যারেট কিসের একক?
[ক] ওজন
[খ] ভর
[গ] আয়তন
[ঘ] ঘনত্ব
18.নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি সবচেয়ে দুর্বল?
[ক] গ্র্যাভিটেশনাল ফোর্স
[খ] ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স
[গ] নিউক্লিয়ার ফোর্স
[ঘ] ইলেক্ট্রো ম্যাগনেটিক ফোর্স
19.12 ইঞ্চি বা এক ফুট দৈর্ঘ্য প্রায় কতটা?
[ক] 0.2848 মিটার
[খ] 0.2932 মিটার
[গ] 0.3048 মিটার
[ঘ] এদের কোনওটিই নয়
20.1 বর্গমিটার কত বর্গফুটের সমান?
[ক] 9-84 বর্গফুট
[খ] 10-76 বর্গফুট
[গ] 11:44 বর্গফুট
[ঘ] এর কোনোটিই নয়
21. তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম-
[ক] টেনসিমিটার
[খ] টেনসিওমিটার
[গ] ট্যাকোমিটার
[ঘ] হাইড্রোমিটার
22.নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোন্টি ভেক্টর রাশি?
[ক] ভর
[খ] ত্বরণ
[গ] বল
[ঘ] রোধ
23.ক্রোনোমিটার কে আবিষ্কার করেন?
[ক] আলেকজান্ডার পার্কস
[খ] জন হ্যারিসন
[গ] কার্ল বেনজ
[ঘ] ফ্রেড মরিসন
24.ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কী বলা হয়?
[ক] ফোলোগ্রাফি
[খ] অডিওগ্রাফি
[গ] লেক্সিকোগ্রাফি
[ঘ] হলোগ্রাফি
25.এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়?
[ক] ব্যারোমিটার
[খ] থারমোমিটার
[গ] পিকোমিটার
[ঘ] হাইগ্রোমিটার
26.নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল?
[ক] গ্র্যাভিটেশনার ফোর্স
[খ] ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স
[গ] নিউক্লিয়ার ফোর্স
[ঘ] ইলেক্ট্রো ম্যাগনেটিক ফোর্স
27.বল মাটিতে ফেললে লাফাতে থাকে, এটি নিউটনের কোন সূত্র মেনে চলে?
[ক]প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] সবগুলিই
28.অপকেন্দ্র বলকে কি বলে?
[ক] কার্যহীন বল
[খ] অলীক বল
[গ] উভয়
[ঘ] কোনোটিই নয়
29.সার্কাসের 'মন্ত্রকূপ' খেলা কোন প্রকার বলের ব্যবহারিক প্রয়োগ?
[ক] অপকেন্দ্র বল
[খ] অভিকেন্দ্র বল
[গ] অভিসারী বল
[ঘ] কোনোটিই নয়
30.ঘর্ষণ বল কোন্ দিকে কাজ করে?
[ক] গতির বিপরীত দিকে
[খ] গতির অভিমুখে
[গ] যে কোনো দিকে
[ঘ] গতির সমকোণে
31.ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন্ নীতির উপর নির্ভরশীল?
[ক] অভিস্রাবণ
[খ] ডিফিউশন
[গ] সেন্ট্রিফিউগেশন
[ঘ] ডায়ালিসিস
32.কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হয়। নিচের কোন ঘটনার জন্য হয়ে থাকে?
[ক] গতি জাড্যের জন্য
[খ] স্থিতি জাড্যের জন্য
[গ] গতি শক্তির জন্য
[ঘ] স্থিতি শক্তির জন্য
33.আনত তলের যান্ত্রিক সুবিধা কত?
[ক] 1
[খ] 1 এর কম
[গ] 1 এর বেশি
[ঘ] 0.5
34.নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার নয়?
[ক] ঢেঁকি
[খ] মুখের চোয়াল
[গ] কোদাল
[ঘ] তুলাদণ্ড
35.একটি বলকে উপরে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে?
[ক] বেগ
[খ] সরণ
[গ] ত্বরণ
[ঘ] গতিশক্তি
36.দুধকে মসৃণ করে ক্রিম বার করার সময় কোন্ পদ্ধতি ব্যবহৃত হয়?
[ক] মহাকর্ষ বল
[খ] ঘর্ষণজনিত বল
[গ] কেন্দ্রাতিক বল
[ঘ] কেন্দ্রাভি বল
37.রকেট কোন্ সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয়?
[ক] ভর
[খ] শক্তি
[গ] রৈখিক ভরবেগ
[ঘ] কৌণিক ভরবেগ
38.সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোন্টি?
[ক] পেট্রোল
[খ] ডিজেল
[গ] ইলেকট্রিক
[ঘ] স্টিম
39.যদি দুটি ভিন্ন ভরের স্থির বস্তুর ওপর একই সময় ধরে, একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে দুটি বস্তুর-
[ক] বেগ সমান হয়
[খ] ভরবেগ সমান হয়।
[গ] ত্বরণ সমান হয়
[ঘ] গতিশক্তি সমান হয়
40.কোনটি যান্ত্রিক সুবিধা 1 হয়?
[ক] ঢেঁকি
[খ] এক চাকার হাতগাড়ি
[গ] চিমটা
[ঘ] সাধারণ তুলাযন্ত্র
41.চাঁদের আকাশে পাখি উড়তে পারবে না কেন?
[ক] বায়ু নেই
[খ] অভিকর্ষজ টান নেই
[গ] অভিকর্ণও টান বেশি
[ঘ] বায়ুর ঘনত্ব বেশি
42.চলন্ত ট্রেনগাড়ি থেকে হকাররা কীভাবে নামে?
[ক] সামনের দিকে হোলে
[গ] সোজা হয়ে
[খ] পিছন দিকে হেলে
[গ] যেভাবে ইচ্ছে
43.বৃত্তীয় পথ বরাবর গতিশীল কোনো বস্তু-
[ক] সমবেগে গতিশীল হয়
[খ] সমভূতিতে গতিশীল হয়
[গ] পরিবর্তনশীল বেগে গতিশীল হয়
[ঘ] পরিবর্তনশীল দ্রুতিতে গতিশীল হয়
44.কোন রাশিটির একক বলার ক্ষেত্রে 'প্রতি সেকেন্ড' কথাটি দুবার আসে?
[ক] বেগ
[খ] দ্রুতি
[গ] ভরবেগ
[ঘ] বেগ
45.রকেটের কার্যনীতি কোল্টির সংরক্ষণ সূত্র মেনে চলে?
[ক] ভর
[খ] শক্তি
[গ] ভরবেগ
[ঘ] ত্বরণ
46.যদি পৃথিবী চাঁদকে F বল দ্বারা আকর্ষণ করে তাহলে চাঁদ পৃথিবীকে ---
[ক] F অপেক্ষা কম বলে আকর্ষণ করে
[খ] F এর সমান বলে আকর্ষণ করে
[গ] F এর বেশি বলে আকর্ষণ করে
[ঘ] F/6 বল দ্বারা আকর্ষণ করে
47.কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
[ক] কাঁচি
[খ] জাঁতি
[গ] দাঁড়
[ঘ] ছিপ
48.একটি চলন্ত বাস 10 কিলোমিটার/ঘন্টা প্রাথমিক বেগে চলতে শুরু করে। বাসটি কতক্ষণ পর থেমে যাবে, যদি মন্দন 25/18 মিটার/সেকেন্ড' হয়-
[ক] 2 ঘন্টা
[খ] 2 সেকেন্ড
[গ] 2 মিনিট
[ঘ] 5 মিনিট
49.একই তাপমাত্রায় দু'টি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হল-
[ক] তাপমাত্রা
[খ] বেগ
[গ] রৈখিক ভরবেগ
[ঘ] গতিশক্তি
50.কোনও পদার্থের জাড্য কিসের ওপর নির্ভরশীল?
[ক] আয়তন
[খ] ভৌত অবস্থা
[গ] আকার
[ঘ] ভর
উত্তর পত্র
1. উত্তর:- [গ] ক্রিপটন
2. উত্তর:- [গ] ব্যারোমিটার
3. উত্তর:- [ক] অস্ট্রোনমিকাল এককে
4. উত্তর:- [গ] S.I
5. উত্তর:- [খ] সরু তারের ব্যাস মাপার জন্য
6. উত্তর:- [ক] দূরত্ব
7. উত্তর:- [খ] সরু তারের ব্যাস মাপতে
8. উত্তর:- [ক] শক্তি
9. উত্তর:- [ঘ] টর্ক
10. উত্তর:- [গ] কার্য,টর্ক
11. উত্তর:- [গ] নিউটন
12. উত্তর:- [খ] স্যামুয়েল ওয়াটসন
13. উত্তর:- [গ] 0.933
14. উত্তর:- [খ] 6
15. উত্তর:- [খ] হ্যান্ডস
16. উত্তর:- [খ] কম্পাঙ্ক
17. উত্তর:- [খ] ভর
18. উত্তর:- [ক] গ্রভিটেশনাল ফোর্স
19. উত্তর:- [গ] 0.3048
20. উত্তর:- [খ] 10.76 বর্গফুট
21. উত্তর:- [খ] টেন্সিওমিটার
22. উত্তর:- [গ] বল
23. উত্তর:- [খ] জন হ্যারিসন
24.উত্তর:- [ঘ] হলোগ্রফি
25. উত্তর:- [গ] পিকোমিটার
26. উত্তর:- [খ] ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
27. উত্তর:- [গ] তৃতীয়
28. উত্তর:- [খ] অলীক বল
29. উত্তর:- [ক] অপকেন্দ্র বল
30. উত্তর:- [ক] গতির বিপরীত দিকে
31. উত্তর:- [গ] সেন্ট্রিফিউগেশন
32. উত্তর:- [খ] স্তিথি জাড্ডের জন্য
33. উত্তর:- [গ] 1 এর বেশি
34. উত্তর:- [খ] মুখের চোয়াল
35. উত্তর:- [গ] ত্বরণ
36. উত্তর:- [গ] কেন্দ্রতিক বল
37. উত্তর:- [ঘ] কৌণিক ভরবেগ
38. উত্তর:- [গ] ইলেকট্রিক
39. উত্তর:- [খ] ভরবেগ সমান হয়
40. উত্তর:- [ঘ] সাধারণ তুলাযন্ত্র
41. উত্তর:- [গ] অভিকর্ষজ টান বেশি
42. উত্তর:- [খ] পিছন দিকে হেলে
43. উত্তর:- [গ] পরিবর্তনশীল বেগে গতিশীল হয়
44. উত্তর:- [ঘ] ত্বরণ
45. উত্তর:- [গ] ভরবেগ
46. উত্তর:- [খ] F এর সমান বলে আকর্ষণ করে
47. উত্তর:- [ঘ] ছিপ
48. উত্তর:- [খ] 2 সেকেন্ড
49. উত্তর:- [গ] রৈখিক ভরবেগ
50. উত্তর:- [ঘ] ভর
No comments:
Post a Comment