১.স্ত্রীশিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়?
[ক] রামমোহন
[খ] রবীন্দ্রনাথ
[গ] বিদ্যাসাগর
[ঘ] বঙ্কিমচন্দ্র
উত্তর:- [গ] বিদ্যাসাগর
২. কাকে প্রথম সংঘটিত রাজনৈতিক আন্দোলনের নেতা বা জনক বলা হয়?
[ক] বিদ্যাসাগর
[খ] রামমোহন
[গ] ডিরোজিও
[ঘ] দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
উত্তর:- [খ] রামমোহন
৩.আধুনিক ভারতের জনক' বা 'ভারতের নবজাগরণের অগ্রদূত' কাকে বলা হয়?
[ক] রামমোহন
[খ] বিদ্যাসাগর
[গ] কেশবচন্দ্র সেন
[ঘ] বিবেকানন্দ
উত্তর:- [ক] রামমোহন
৪.সতীদাহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করেন?
[ক] বিদ্যাসাগর
[খ] রামমোহন
[গ] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
[ঘ] লর্ড ক্লাইভ
উত্তর:- [গ] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
৫.হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
[ক] ১৮৫৫ খ্রিঃ
[খ] ১৮৫৬ খ্রিঃ
[গ] ১৮৫৭ খ্রিঃ
[ঘ] ১৮৫৮ খ্রিঃ
উত্তর:- [গ] ১৮৫৭ খ্রিঃ
৬.কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
[ক] রামমোহন
[খ] বিদ্যাসাগর
[গ] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
[ঘ] লর্ড ডালহৌসী
উত্তর:- [গ] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
৭.দাক্ষিণাত্যের শিক্ষা সমিতি' এবং 'বিধবা বিবাহ সমিতি' এই দুটি সংস্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
[ক] বিদ্যাসাগর
[খ] রামমোহন
[গ] মহাদেব গোবিন্দ রানাডে
[ঘ] জ্যোতিবা ফুলে
উত্তর:- [গ] মহাদেব গোবিন্দ রানাডে
৮.ইয়ংবেলাল গোষ্ঠীর নেতা কে ছিলেন?
[ক] হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
[খ] চিত্তরঞ্জন দাশ
[গ] মহাদেব গোবিন্দ রানাডে
[ঘ] স্বামী দয়ানন্দ সরস্বতী
উত্তর:- [ক] হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
৯.রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন?
[ক] লর্ড বেন্টিঙ্ক
[খ] লর্ড ডালহৌসী
[গ] ওয়ারেন হেস্টিংস
[ঘ] মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ
উত্তর:- [ঘ] মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ
১০.ডান্ডি অভিযানের জন্য গান্ধিজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন?
[ক] ৫০ জন
[খ] ৬০ জন
[গ] ৬৮ জন
[ঘ] ৭৮ জন
উত্তর:- [ঘ] ৭৮ জন
১১.কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯১১ খ্রিঃ
[খ] ১৯১৯ খ্রিঃ
[গ] ১৯২১ খ্রিঃ
[ঘ] ১৯৩১ খ্রিঃ
উত্তর:- [গ] ১৯২১ খ্রিঃ
১২.তিন আইন কত খ্রিঃ পাশ হয়?
[ক] ১৮৫২ খ্রিঃ
[খ] ১৮৬২ খ্রিঃ
[গ] ১৮৭২ খ্রিঃ
[ঘ] ১৮৮২ খ্রিঃ
উত্তর:- [খ] ১৮৬২ খ্রিঃ
১৩.কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
[ক] কলকাতায়
[খ] মুম্বাই
[গ] চেন্নাই
[ঘ] দিল্লিতে
উত্তর:- [খ] মুম্বাই
১৪.থিওসফিক্যাল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৮৭০ খ্রিঃ
[খ] ১৮৭৮ খ্রিঃ
[গ] ১৮৮৬ খ্রিঃ
[ঘ] ১৮৯২ খ্রিঃ
উত্তর:- [গ] ১৮৮৬ খ্রিঃ
১৫.কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়?
[ক] বীরেশ্বর লিঙ্গম
[খ] কেশব চন্দ্র সেন
[গ] গোপালহরি দেশমুখ
[ঘ] স্বামী দয়ানন্দ সরস্বতী
উত্তর:- [ক] বীরেশ্বর লিঙ্গম
১৬.রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
[ক] রামকৃয় পরমহংসদেব
[খ] স্বামী বিবেকানন্দ
[গ] ড. আত্মারাম পান্ডুরাম
[ঘ] স্বামী দয়ানন্দ সরস্বতী
উত্তর:- [খ] স্বামী বিবেকানন্দ
১৭.কার উদ্যোগে ইলবার্ট বিল পাশ হয়?
[ক] লর্ড রিপন
[খ] লর্ড ক্লাইভ
[গ] ওয়ারেন হেস্টিংস
[ঘ] লর্ড ডালহৌসী
উত্তর:- [ক] লর্ড রিপন
১৮.মাতৃভাষায় প্রকাশিত সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয়?
[ক] ১৮৭২ খ্রিঃ
[খ] ১৮৭৮ খ্রিঃ
[গ] ১৮৮২ খ্রিঃ
[ঘ] ১৮৮৮ খ্রিঃ
উত্তর:-[খ] ১৮৭৮ খ্রিঃ
১৯.বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
[ক] ১৭০২ খ্রিস্টাব্দে
[খ] ১৮০০ খ্রিস্টাব্দে
[গ] ১৮০২ খ্রিস্টাব্দে
[ঘ] ১৭৮৪ খ্রিস্টাব্দে
উত্তর:- [গ] ১৮০২ খ্রিস্টাব্দে
২০.সত্যসাধক সমাজ কে গঠন করেন?
[ক] স্বামী দয়ানন্দ সরস্বতী
[খ] জ্যোতিবা ফুলে
[গ] গোপালহরি দেশমুখ
[ঘ] আত্মারাম পান্ডুরাম
উত্তর:- [খ] জ্যোতিবা ফুলে
২১.পশ্চিম ভারতের ধর্মসংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয়?
[ক] জ্যোতিবা ফুলে
[খ] গোপালহরি দেশমুখ
[গ] স্বামী দয়ানন্দ সরস্বতী
[ঘ] আত্মারাম পান্ডুরাম
উত্তর:- [খ] গোপালহরি দেশমুখ
২২.ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
[ক] বি.আর. আম্বেদকর
[খ] ড. রাজেন্দ্র প্রসাদ
[গ] জওহরলাল নেহরু
[ঘ] মতিলাল নেহরু
উত্তর:- [খ] ড. রাজেন্দ্র প্রসাদ
২৩.প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
[ক] আত্মারাম পান্ডুরাম
[খ] স্বামী দয়ানন্দ সরস্বতী
[গ] কেশব চন্দ্র সেন
[ঘ] রামমোহন রায়
উত্তর:- [ক] আত্মারাম পান্ডুরাম
২৪.শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেছিলেন?
[ক] আত্মারাম পান্ডুরঙ্গ
[খ] স্বামী দয়ানন্দ সরস্বতী
[গ] কেশব চন্দ্র সেন
[ঘ] রামমোহন রায়
উত্তর:- [খ] স্বামী দয়ানন্দ সরস্বতী
২৫.নববিধান সমাজ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
[ক] ১৮৭০ খ্রিঃ
[খ] ১৮৯০ খ্রিঃ
[গ] ১৮৮০ খ্রিঃ
[ঘ] ১৮৯৫ খ্রিঃ
উত্তর:- [খ] ১৮৯০ খ্রিঃ
২৬.রাধাকান্ত দেব, পন্ডিত শশধর তর্কচূড়ামণি, কৃষ্ণপ্রসন্ন সেন প্রমুখ কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
[ক] ধর্মসংস্কার আন্দোলন
[খ] নব্য হিন্দু আন্দোলন
[গ] আলিগড় আন্দোলন
[ঘ] চূড়ায় বিদ্রোহ
উত্তর:- [খ] নব্য হিন্দু আন্দোলন
২৭.অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?
[ক] অরবিন্দ ঘোষ
[খ] বিপিন চন্দ্র পাল
[গ] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
[ঘ] প্রমথ নাথ মিত্র
উত্তর:- [ঘ] প্রমথ নাথ মিত্র
২৮.আলিগড় আন্দোলনের সূচনা কে করেছিলেন?
[ক] কেশবচন্দ্র সেন
[খ] সৈয়দ আহমেদ
[গ] রাজা রামমোহন রায়
[ঘ] গোপাল হরি দেশমুখ
উত্তর:- [খ] সৈয়দ আহমেদ
২৯.হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
[ক] ১৮৮৬ খ্রিঃ
[খ] ১৮৯৬ খ্রিঃ
[গ] ১৯০৬ খ্রিঃ
[ঘ] ১৯১৬ খ্রিঃ
উত্তর:- [গ] ১৯০৬ খ্রিঃ
৩০.র্যালে কমিশন কে গঠন করেন?
[ক] চার্লস উড
[খ] স্যার উইলিয়াম হান্টার
[গ] লর্ড কার্জন
[ঘ] মাইকেল স্যাডলার
উত্তর:- [গ] লর্ড কার্জন
৩১.স্যাডলার কমিশন কত খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করে?
[ক] ১৯০২ খ্রিঃ
[খ] ১৯১৭ খ্রিঃ
[গ] ১৯১৯ খ্রিঃ
[ঘ] ১৯২২ খ্রিঃ
উত্তর:- [গ] ১৯১৯ খ্রিঃ
৩২.ভারতের প্রথম সংবাদপত্র কখন প্রকাশিত হয়?
[ক] ১৭৭০ খ্রিঃ
[খ] ১৭৮০ খ্রিঃ
[গ] ১৮০৮ খ্রিঃ
[ঘ] ১৮১৮ খ্রিঃ
উত্তর:- [খ] ১৭৮০ খ্রিঃ
৩৩.আজাদ হিন্দ বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন?
[ক] রাসবিহারী বসু
[খ] সুভাষচন্দ্র বসু
[গ] বিপিন চন্দ্র পাল
[ঘ] অরবিন্দ ঘোষ
উত্তর:- [ক] রাসবিহারী বসু
৩৪.বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র প্রথম কবে প্রকাশিত হয়?।
[ক] ১৭৭০ খ্রিঃ
[খ] ১৭৮০ খ্রিঃ
[গ] ১৮০৮ খ্রিঃ
[ঘ] ১৮১৮ খ্রিঃ
উত্তর:- [ঘ] ১৮১৮ খ্রিঃ
৩৫.'জালিয়ানওয়ালা বাগ'-এর ঘটনা কোন সালে হয়েছিল?।
[ক] 1750
[খ] 1928
[গ] 1919
[ঘ] 1789
উত্তর:- [গ] 1919
৩৬.'ফতেপুর সিক্রি' কে প্রতিষ্ঠা করেছিলেন?
[ক] ঔরঙ্গজেব
[খ] আকবর
[গ] হুমায়ুন
[ঘ] জাহাঙ্গীর
উত্তর:- [খ] আকবর
৩৭.1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
[ক] লর্ড মাউন্টব্যাটেন
[খ] লর্ড প্যাথিক লরেন্স
[গ] সস্টার স্টাফোর্ড ক্রিপস
[ঘ] এ ডি আলেক্সান্ডার
উত্তর:- [গ] সস্টার স্টাফোর্ড ক্রিপস
৩৮.'কাইজার-ই-হিন্দ' কাকে বলা হত?
[ক] দাদাভাই নৌরোজি
[খ] মহাত্মা গান্ধি
[গ] নেতাজী সুভাষ চন্দ্র বসু
[ঘ] পণ্ডিত জওহরলাল নেহরু
উত্তর:- [খ] মহাত্মা গান্ধি
৩৯.কোন্ আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল 'সর্দার' নামে ভূষিত হন?
[ক] আইন অমান্য আন্দোলন
[খ] স্বদেশী আন্দোলন
[গ] বরদৌলি আন্দোলন
[ঘ] ভারত ছাড়ো আন্দোলন
উত্তর:- [গ] বরদৌলি আন্দোলন
৪০.কোন্ মুঘল সম্রাট 'জিন্দাপীর' নামে পরিচিত ছিলেন?
[ক] ঔরঙ্গজেব
[খ] আকবর
[গ] শাহজাহান
[ঘ] জাহাঙ্গীর
উত্তর:- [ক] ঔরঙ্গজেব
৪১.'Servants of India Society' কে প্রতিষ্ঠা করেছিলেন?
[ক] অ্যানি বেসান্ত
[খ] গোপালকৃয় গোখলে
[গ] ঋষি অরবিন্দ ঘোষ
[ঘ] দাদাভাই নৌরোজি
উত্তর:- [খ] গোপালকৃয় গোখলে
৪২.'মানব সদরি প্রথা' কে প্রচলন করেছিলেন?
[ক] শাহজাহান
[খ] শের শাহ
[গ] আকবর
[ঘ] জাহাঙ্গীর
উত্তর:- [গ] আকবর
৪৩.'সতীদাহ প্রথা' কে রদ করেন?
[ক] লর্ড ক্যানিং
[খ] লর্ড উইলিয়াম বেন্টিং
[গ] লর্ড ডালহৌসি
[ঘ] লর্ড কার্জন
উত্তর:- [খ] লর্ড উইলিয়াম বেন্টিং
৪৪.'পাল বংশ' কোথায় রাজত্ব করেছিল?
[ক] দিল্লি
[খ] মহারাষ্ট্র
[গ] বিহার
[ঘ] মধ্যপ্রদেশ
উত্তর:- [গ] বিহার
৪৫.দিল্লির প্রাচীন নাম কী ছিল?
[ক] অযোধ্যা
[খ] পাটলিপুত্র
[গ] ইন্দ্রপ্রস্থ
[ঘ] গয়া
উত্তর:- [গ] ইন্দ্রপ্রস্থ
৪৬.ইন্ডিয়ান রিপাবলিকান আমি' (Indian Republicas Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?
[ক] সুভাষচন্দ্র বোস
[খ] সূর্য সেন
[গ] চিত্তরঞ্জন দাশ
[ঘ] রাসবিহারী বোস
উত্তর:- [খ] সূর্য সেন
৪৭.সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে 'বুলন্দ দরওয়াজা' নির্মাণ করা হয়েছিল?
[ক]' দাক্ষিণাত্য
[খ] গুজরাট
[গ] বাংলা
[ঘ] বিহার
উত্তর:- [ক]' দাক্ষিণাত্য
৪৮.কোন্ সালে নেতাজী সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন?
[ক] 1941
[খ] 1940
[গ] 1943
[ঘ] 1942
উত্তর:- [ক] 1941
৪৯.মেডিকেল কলেজ, কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
[ক] 1823
[খ] 1835
[গ] 1857
[ঘ] 1840
উত্তর:- [খ] 1835
৫০.1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ' আন্দোলনের নেতা তে ছিলেন?
[ক] মহাত্মা গান্ধি
[খ] সর্দার বল্লভভাই প্যাটেল
[গ] মহাদেব দেশাই
[ঘ] বিট্রলভাই প্যাটেল
উত্তর:- [খ] সর্দার বল্লভভাই প্যাটেল
No comments:
Post a Comment