প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের শেয়ার করছি ,জেনারেল নলেজ (খেলাধূলা সংক্রান্ত) থেকে ৫০টি প্রশ্ন ও উত্তর। যেটা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষনভাবে সাহায্য করবে।
খেলাধূলা সংক্রান্ত প্রশ্নোত্তর
১.'মারডেকা কাপ' কোন্ খেলার সাথে যুক্ত ?
[ক] ব্যাডমিন্টন
[খ] ফুটবল
[গ] হকি
[ঘ] টেনিস
২.কোন্ শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না ?
[ক] অ্যাস
[খ] ব্যাক হ্যান্ড ড্রাইভ
[গ] এল গ্যামবিট
[ঘ] স্ম্যাশ
৩.নিম্নলিখিত কোন্ মহিলা খেলোয়াড় ২০০১ সালে WTA ফাইনালে 'ওমেন সিঙ্গলস্' চ্যাম্পিয়ান হয়েছে ?
[ক] হেলেনস উইলস মুডি
[খ] মার্গারেট কোর্ট
[গ] সেরেনা উইলিয়াম
[ঘ] স্টেফি গ্রাফ
৪.ভারতে বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কোন্ পুরস্কার দেওয়া হয় ?
[ক] অর্জুন পুরস্কার
[খ] দ্রোণাচার্য্য পুরস্কার
[গ] ধ্যানচাঁদ পুরস্কার
[ঘ] রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
৫. ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন্ দিনটি পালিত ১৬ হয় ?
[ক] ৬ এপ্রিল
[খ] ২৯ আগস্ট
[গ] ১৪ সেপ্টেম্বর
[ঘ] ১১ অক্টোবর
৬.নিম্নলিখিত কোন্ শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয় ?
[ক] ডিউস
[খ] চকি
[গ] পুন্টার
[ঘ] স্কুপ
৭.গগন নারাং কোন্ খেলার সাথে যুক্ত ?
[ক] এয়ার রাইফেল শ্যুটিং
[খ] অ্যাথলেটিক্স
[গ] ব্যাডমিন্টন
[ঘ] গল্ফ
৪.ফরাসি ওপেন জয়ী সবচেয়ে বেশি বয়সী পুরুষ খেলোয়াড়ের নাম কী ?
[ক] আন্দ্রে গোবার্ট
[খ] আন্দ্রে ভ্যাকেরোট
[গ] হেনরি কোচেত
[ঘ] ম্যাক্স ডিকাগিস
৯.ফরাসি ওপেন জয়ী সবচেয়ে নাম কী ?
[ক] জন লাহানে
[খ] আন্দ্রে তামেশ্বরী
[গ] নেলি লেন্ড্রি
[ঘ] জাসুজা কর্মোজি
১০.কোন্ টেনিস টুর্নামেন্টের সিঙ্গলস জয়ীদের 'মাস্কাটিয়ার্স ট্রফি' দেওয়া হয় ?
[ক] অস্ট্রেলিয়া ওপেন
[খ] ইউএস ওপেন
[গ] ফ্রেঞ্চ ওপেন
[ঘ] উইম্বলডন ওপেন
১১.আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জেতা নির্দিষ্ট শ্রেণির ক্রীড়া ব্যক্তিত্বদের পেনশন পাওয়ার বয়স কত ?
[ক] ৩০
[খ] ৪০
[গ] ৫০
[ঘ] ৬০
১২.উইম্বলডন টেনিস টুর্নামেন্টে মহিলা সিঙ্গলসে নয়বার জয়ী খেলোয়াড়ের নাম কী ?
[ক] মেরি জো ফার্নান্ডেজ
[খ] জনা নভোত্মা
[গ] ইভা মাজোলি
[ঘ] মার্টিনা নাভ্রাতিলোভা
১৩.কোন দেশ সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে ?
[ক] জার্মানি
[খ] ব্রাজিল
[গ] ইংল্যান্ড
[ঘ] আর্জেন্টিনা
১৪.ভারতের সবচেয়ে পুরানো ফুটবল টুর্নামেন্টের নাম কী ?
[ক] রোভার্স কাপ
[খ] আইএফএ শিল্ড
[গ] ডুরান্ড কাপ
[ঘ] টাটা কাপ
১৫.কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল ?
[ক] নাগাল্যান্ড
[খ] মনিপুর
[গ] মিজোরাম
[ঘ] ত্রিপুরা
১৬.ভারতের কোন শহরে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি ?
[ক] পুনা
[খ] সিমলা
[গ] মুসৌরি
[ঘ] মুম্বাই
১৭.কোন রাজ্যে ক্রীড়াসামগ্রী উৎপাদনের সবচেয়ে বিশেষ শিল্পকেন্দ্রগুলি অবস্থিত ?
[ক] পাঞ্জাব
[খ] অন্ধ্রপ্রদেশ
[গ] কর্ণাটক
[ঘ] উত্তরপ্রদেশ
১৮.কোন্ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টটি গ্রাস কোর্টে খেলা হয় ?
[ক] অস্ট্রেলিয়া ওপেন
[খ] উইম্বলডন ওপেন
[গ] ফরাসী ওপেন
[ঘ] ইউএস ওপেন
১৯.মার্শাল আর্ট-এ ব্যবহৃত 'সাম্বো' কথাটি কোন দেশের সাথে যুক্ত ?
[ক] চীন
[খ] রাশিয়া
[গ] জাপান
[ঘ] কোরিয়া
২০.১০ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট অতিক্রম করা প্রথম অ্যাথলিটের নাম কী ?
[ক] কার্ল লুইস
[খ] ক্যালভিন স্মিথ
[গ] সিলভিও লিওনার্ড
[ঘ] জিম হাইনস
২১.কেরিয়ার জুড়ে অপরাজিত প্রথম হেভিওয়েট বক্সারের নাম কী ?
[ক] রকি মার্সিয়ানো
[খ] লি এপারসন
[গ] ল্যারি হল
[ঘ] মাইকেল স্পিঙ্কস
২২.৪৫ বছর বয়সী সবচেয়ে বয়স্ক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের নাম কী ?
[ক] মহম্মদ আলি
[খ] জর্জ ফোরম্যান
[গ] জো ফ্যাজিয়ার
[ঘ] জিমি এলিস
২৩.কোন ব্যাডমিন্টন টুর্নামেন্টের সাথে পুরস্কার মূল্য হিসেবে অর্থ দেওয়া হয় না ?
[ক] থমাস কাপ
[খ] উবের কাপ
[গ] সুদির্মন কাপ
[ঘ] মালয়েশিয়ান ওপেন
২৪.কোন খেলোয়াড়ের ডাকনাম 'ফ্লাইং ফিন' ?
[ক] ভিলি রিটো
[খ] পাভো নুর্মি
[গ] এডভিন ওয়াইড
[ঘ] জোসেফ গালিমোট
২৫.প্রথম কোন ব্রিটিশ খেলোয়াড় ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়েছিলেন ?
[ক] জন ল্যান্ডি
[খ] জেসি ওয়েনস
[গ] রজার ব্যানিস্টার
[ঘ] বেন জনসন
২৬. ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব কত ?
[ক] ৪২.১৯৫ কিমি
[খ] ৪১.২৯৫ কিমি
[গ] ৪২.৪৭৫ কিমি
[ঘ]৪১.৭৩৫ কিমি
২৭.ভেলোড্রোম আখড়া কোন্ খেলাধূলার জন্য ব্যবহৃত হয় ?
[ক] সুইমিং
[খ] বাস্কেট বল
[গ] রেসলিং
[ঘ] সাইক্লিং
২৮.কোনটি সবচেয়ে পুরানো টেনিস টুর্নামেন্ট ?
[ক] অস্ট্রেলিয়া ওপেন
[খ] ফরাসী ওপেন
[গ] ডেভিস কাপ
[ঘ] উইম্বলডন ওপেন
২৯.বারমুডা বাউল ট্রফি কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
[ক] ক্যারাম
[খ] দাবা
[গ] ব্রিজ
[ঘ] স্নুকার
৩০.কোন দেশের জাতীয় খেলা তিরন্দাজি ?
[ক] আফগানিস্থান
[খ] ভুটান
[গ] জাপান
[ঘ] ভারত
৩১.কানাডার জাতীয় খেলার নাম কী ?
[ক] ল্যাক্রোসি/আইস হকি
[খ] ক্রিকেট
[গ] ফিল্ড হকি
[ঘ] ভলিবল
৩২.তুর্কীর জাতীয় খেলার নাম কী ?
[ক] রেসলিং
[খ] রাগবি
[গ] গলফ
[ঘ] বাস্কেটবল
৩৩.নিম্নলিখিত কোন্ দেশের জাতীয় খেলা ক্রিকেট ? [ক] ভারত
[খ] জামাইকা
[গ] শ্রীলঙ্কা
[ঘ] মাঃ যুক্তরাষ্ট্র
৩৪.কোন দেশে সবচেয়ে বেশিবার কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে ?
[ক] কানাডা
[খ] নিউজিল্যান্ড
[গ] ইংল্যান্ড
[ঘ] স্কটল্যান্ড
৩৫.কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ?
[ক] অস্ট্রেলিয়া
[খ] ভারত
[গ] ওয়েস্ট ইন্ডিজ
[ঘ] শ্রীলঙ্কা
৩৬.কোন্ দেশে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় ?
[ক] উরুগুয়ে
[খ] ইতালি
[গ] পশ্চিম জার্মানি
[ঘ] ব্রাজিল
৩৭.প্রথম বিশ্বকাপ ক্রিকেট কোন্ বছর চালু হয়, যে বছর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল ?
[ক] ১৯৭৫ সালে
[খ] ১৯৭৯ সালে
[গ] ১৯৮৩ সালে
[ঘ] ১৯৮৭ সালে
৩৮.কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয় ?
[ক] ১৯৩০ সালে
[খ] ১৯৩৪ সালে
[গ] ১৯৩৮ সালে
[ঘ] ১৯৫০ সালে
৩৯.২০১৯ সালে কোন দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) চ্যাম্পিয়ন হয়েছে ?
[ক] মুম্বাই ইন্ডিয়ানস
[খ] রাজস্থান রয়্যালস
[গ] সানরাইজার্স হায়দ্রাবাদ
[ঘ] চেন্নাই সুপার কিংস
৪০.'জ্যাব (jab)' কথাটি কোন্ খেলার সাথে যুক্ত ?
[ক] বিলিয়ার্ডস
[খ] লন টেনিস
[গ] গল্ফ
[ঘ] বক্সিং
৪১.ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন ?
[ক] ঊষা সচদেব
[খ] পি টি উষা
[গ] কর্ণাম মালেশ্বরী
[ঘ] অশ্বিনী নাচাপ্পা
৪২.'স্মৃতি মান্ধানা' কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
[ক] বক্সিং
[খ] হকি
[গ] টেবিল টেনিস
[ঘ] ক্রিকেট
৪৩.নেহরু ট্রফি কোন্ খেলার সাথে যুক্ত ?
[ক] ব্যাডমিন্টন
[খ] হকি
[গ] টেনিস
[ঘ] ফুটবল
৪৪.প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
[ক] ১৯৩০
[খ] ১৯২৪
[গ] ১৯৫৮
[ঘ] ১৯৫০
৪৫.ভারতে ক্রীড়া প্রশিক্ষক (coach)-দের সর্বোচ্চ পুরস্কার কোন্টি ?
[ক] রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
[খ] দ্রোণাচার্য পুরস্কার
[গ] কালিদাস সম্মান
[ঘ] অর্জুন পুরস্কার
৪৬.ক্রিকেট খেলায় নিম্নের কোন্ শব্দটি (term) ব্যবহৃত হয় ?
[ক] সিলি পয়েন্ট
[খ] স্ন্যাচ
[গ] পেনাল্টি কর্ণার
[ঘ] টি
৪৭.২০১৮ সালের শীতকালীন অলিম্পিক (Winter Olympics) কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
[ক] রাশিয়া
[খ] অস্ট্রিয়া
[গ] ফিনল্যান্ড
[ঘ] দক্ষিণ কোরিয়া
৪৮.দীপা কর্মকার অলিম্পিকের কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন ?
[ক] অ্যাথলেটিক্স
[খ] সাঁতার
[গ] বক্সিং
[ঘ] জিমন্যাস্টিক
৪৯.'গেল্লা ছুট' খেলাটি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
[ক] মিজোরাম
[খ] আসাম
[গ] ত্রিপুরা
[ঘ] অরুণাচল প্রদেশ
৫০. বিশ্বানাথন আনন্দ কত সালে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন ?
[ক] ২০১১
[খ] ২০০৭
[গ] ২০১০
[ঘ] ২০০৯
উত্তর পত্র
১. উত্তর:- [খ] ফুটবল
২. উত্তর:- [গ] গ্যামবিট
৩. উত্তর:- [গ] সেরেনা উইলিয়াম
৪. উত্তর:- [খ] দ্রোণাচার্য পুরস্কার
৫. উত্তর:- [খ] ২৯ আগস্ট
৬. উত্তর:- [ক] ডিউস
৭. উত্তর:- [ক] এয়ার রাইফেল শুটিং
৮. উত্তর:- [খ] আন্দ্রে ভ্যাকেরোট
৯. উত্তর:- [ঘ] জাসুজা কার্মজি
১০. উত্তর:- [গ] ফ্রেঞ্চ ওপেন
১১. উত্তর:- [ক] ৩০
১২. উত্তর:- [ঘ] মার্টিনা নাভ্রাতিলোভা
১৩. উত্তর:- [খ] ব্রাজিল
১৪. উত্তর:- [গ] ডুরান্ট কাপ
১৫. উত্তর:- [খ] মণিপুর
১৬. উত্তর:- [ক] পুনা
১৭. উত্তর:- [ক] পাঞ্জাব
১৮. উত্তর:- [খ] উইম্বলদন ওপেন
১৯. উত্তর:- [খ] রাশিয়া
২০. উত্তর:- [ঘ] জিম হাইনস
২১. উত্তর:- [ক] রকি মার্সিয়ানো
২২. উত্তর:- [খ] জর্জ ফোরম্যান
২৩. উত্তর:- [গ] সুদির্মন কাপ
২৪.উত্তর:- [খ] পাভো নুর্মি
২৫. উত্তর:- [গ] রজার বানিস্টার
২৬. উত্তর:- [ক] ৪২.১৯৫ কিমি
২৭. উত্তর:- [ঘ] সাইক্লিং
২৮. উত্তর:- [ঘ] উইম্বলদন ওপেন
২৯. উত্তর:- [গ] ব্রিজ
৩০. উত্তর:- [খ] ভুটান
৩১. উত্তর:- [ক] ল্যাক্রসি/ আইস হকি
৩২. উত্তর:- [ক] রেসলিং
৩৩. উত্তর:- [খ] জামাইকা
৩৪. উত্তর:- [ক] কানাডা
৩৫. উত্তর:- [ক] অস্ট্রেলিয়া
৩৬. উত্তর:- [ক] উরুগুয়ে
৩৭. উত্তর:- [ক] ১৯৭৫ সালে
৩৮. উত্তর:- [ক] ১৯৩০ সালে
৩৯. উত্তর:- [ক] মুম্বাই ইন্ডিয়ানস
৪০. উত্তর:- [ঘ] বক্সিং
৪১. উত্তর:- [গ] কর্ণাম মালেস্বরী
৪২. উত্তর:- [ঘ] ক্রিকেট
৪৩. উত্তর:- [ঘ] ফুটবল
৪৪. উত্তর:- [ক] ১৯৩০
৪৫. উত্তর:- [খ] দ্রোণাচার্য পুরস্কার
৪৬. উত্তর:- [ক] সিলি পয়েন্ট
৪৭. উত্তর:- [ঘ] দক্ষিণ কোরিয়া
৪৮. উত্তর:- [ঘ] জিমন্যাস্টিক
৪৯. উত্তর:- [গ] ত্রিপুরা
৫০. উত্তর:- [খ] ২০০৭
No comments:
Post a Comment