1.কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল?
(A) সিকান্দার শাহ
(B) গিয়াসুদ্দিন বাহাদুর শাহ
(C) নাসিরুদ্দিন মামুদ
(D) গিয়াসুদ্দিন বলবন
2.কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল?
(A) কনিষ্ক
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশোক
(D) 'কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই
3.আলবেরুণী রচিত গ্রন্থটির নাম কী?
(A) তারিখ-ই-হিন্দুস্থান
(B) ফতোয়া-ই-হিন্দুস্তানী
(C) হিন্দুস্থান নামা
(D) কিতাব উল হিন্দ
4.মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল?
(A) শুঙ্গা বংশ
(B)হর্ষঙ্ক বংশ
(C) নন্দ বংশ
(D) শিশুনাগ বংশ
5.আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?
(A) আগ্রা
(B) ফতেপুর সিক্রি
(C) পাটনা
(D) দিল্লি
6.জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন?
(A) বল্লাল সেন
(B) ধর্মপাল
(C) দেবপাল
(D) লক্ষ্মণ সেন
7.কোন্ লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল?
(A) ব্রাহ্মী
(B) পালি
(C) মাগধী
(D) দেবনাগরী
৪.'এ্যান এরা অফ ডার্কনেস: দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া'- গ্রন্থটির লেখক কে?
(A) রমেশ দত্ত
(B) অমলেশ ত্রিপাঠী
(C) শশী থারু
(D) হামিদ আনসারি
9.কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজে সম্মেলন আহ্বান করেছিলেন?
(A) শেতাম্বর
(B) মহাযান
(C)হীনযান
(D) কোনটিই সঠিক নয়
10.দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন?
(A) আলাউদ্দিন খলজী
(B) মোহাম্মদ বিন তুঘলক
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) বলবন
11.স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
(A) জে বি কৃপালনি
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) চক্রবর্তী রাজা গোপালাচারী
(D) জওহরলাল নেহর
12.১৯২৯ সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে মহম্মদ আলি জিন্নাহ মুসলিমদের স্বার্থে কত দফা দাবী পেশ করেছিল?
(A) ১২ দফা
(B) ১৩ দফা
(C) ১৪ দফা
(D) ১৫ দফা
13.ভারতের জাতীয় বাহিনীর (আইএনএ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?
(A) নেতাজী সুভাষচন্দ্র বসু
(B) রাসবিহারী বসু
(C) ক্যাপ্টেন মোহন সিং
(D) উপরের কোনটিই সঠিক নয়
14.দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মত টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন?
(A) গিয়াসুদ্দিন তুঘলক
(B) ফিরোজশাহ তুঘলক
(C) মহম্মদ বিন তুঘলক
(D) এদের কোনটিই সঠিক নয়
15.বিনয়-বাদল-দীনেশ কত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিংস দখল করে?
(A) ১৯২০ খ্রিঃ
(B) ১৯২৫ খ্রিঃ
(C)১৯৩০ খ্রিঃ
(D) ১৯৩৫ খ্রিঃ
16.মহাত্মা গান্ধির রাজনৈতিক গুরু কে ছিলেন?
(A) গোপাল কৃয় গোখলে
(B) বাল গঙ্গাধর তিলক
(C) মহাদেব গোবিন্দ রানাডে
(D) অরবিন্দ ঘোষ
17.মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
(A) মহম্মদ আলি জিন্নাহ
(B) সলিমুল্লাহ
(C) সৈয়দ আহমেদ খাঁ
(D) অরুণা আসফ আলি
18.কাকে 'সীমান্তগান্ধী' আখ্যা দেওয়া হয়েছে?
(A) আব্দুল গফফর খাঁ
(B) মহাত্মা গান্ধি
(C) সুভাষ চন্দ্র
(D) মহম্মদ আলি জিন্নাহ
19.মাতঙ্গিনী হাজরা কোন্ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন?
(A) অসহযোগ আন্দোলন
(B) ভারতছাড়ো আন্দোলন
(C) খেদা আন্দোলন
(D) চম্পারণ সত্যাগ্রহ
20.ক্যাবিনেট মিশন বা মন্ত্রীমিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল?
(A) ১৯৪৪ সালে
(B) ১৯৪৫ সালে
(C) ১৯৪৬ সালে
(D) ১৯৪৭ সালে
21.শিক্ষা-সংস্কৃতির অন্যতম পীঠস্থান নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল?
(A) বিহারে
(B) উত্তরপ্রদেশে
(C) মধ্যপ্রদেশে
(D) উত্তরাখন্ডে
22.মর্লে-মিন্টো সংস্কার কত সালে হয়?
(A) ১৯১১ সালে
(B) ১৯০৭ সালে
(C) ১৯০৯ সালে
(D) ১৯১৯ সালে
23.কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন 36- তৈরি হয়েছিল?
(A) লর্ড ওয়াভেল
(B) রামসে ম্যাকডোনাল্ড
(C) লর্ড মাউন্টব্যাটেন
(D) চার্লস উড
24.হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(A) শিশির কুমার ঘোষ
(B) হরিশচন্দ্র চ্যাটার্জী
(C) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(D) মতিলাল ঘোষ
25.উত্তর ভারতের তিন প্রধান বংশধারাকে শেষ করেছিল ব্রিটিশরা কোন যুদ্ধের দ্বারা?
(A) চুঁচুড়ার যুদ্ধ
(B) পলাশীর যুদ্ধ
(C) পানিপথের যুদ্ধ
(D) বক্সারের যুদ্ধ
26. 'মহাভিনিষ্ক্রমন' বলতে বোঝায়-
(A) অশোকের ধর্মপ্রচার
(B) গৌতমবুদ্ধের গৃহত্যাগ করার ঘটনা
(C) জৈন ধর্মের প্রচার
(D) গৌতমবুদ্ধের ধর্মমত প্রচার।
27.হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
(A) ১৮৫৫ খ্রিঃ
(B) ১৮৫৬ খ্রিঃ
(C) ১৮৫৭ খ্রিঃ
(D) ১৮৫৮ খ্রিঃ
28.কোন ঐতিহাসিক পুঁথিতে ভারতীয় রৌপ্যমুদ্রাকে রূপিয়া রূপা নামে অভিহিত করা হয়েছে?
(A) ভগবৎ গীতা
(B) পুরাণ
(C) উপনিষদ
(D)অর্থশাস্ত্র।
29.কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধীয় তথ্য জানার মুখ্য সূত্র হল-
(A) দিব্যবন্দনা
(B) মহাভামসা
(C) প্রস্তরলিপি
(D) শিলালিপি
30.ডান্ডি অভিযানের জন্য গান্ধিজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন?
(A)৫০ জন
(B) ৬০ জন
(C) ৬৮ জন
(D) ৭৮ জন।
31.বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
(A) ১৭০২ খ্রিস্টাব্দে
(B) ১৮০০ খ্রিস্টাব্দে
(C) ১৮০২ খ্রিস্টাব্দে
(D) ১৭৮৪ খ্রিস্টাব্দে
32.অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?
(A) অরবিন্দ ঘোষ
(B) বিপিন চন্দ্র পাল
(C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(D) প্রমথ নাথ মিত্র
33. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন-
(A) শিবানন্দ শাস্ত্রী
(B) রাজা রামমোহন রায়
(C) কেশব চন্দ্র সেন
(D) দেবেন্দ্রনাথ ঠাকুর
34.১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতে ভাইসরয় কে ছিলেন?
(A) উইলিংটন
(B) লিখিংগো
(C) লর্ড মিন্টো
(D) ওয়াভেল
35.আজাদ হিন্দ বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A)রাসবিহারী বসু
(B) সুভাষচন্দ্র বসু
(C) বিপিন চন্দ্র পাল
(D) অরবিন্দ ঘোষ
36.ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন?
(A) চিত্তরঞ্জন দাশ
(B) রাসবিহারী বসু
(C) সুভাষচন্দ্র বসু
(D) তিলক
37.গান্ধিজি কত খ্রিঃ অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে?
(A) ১৯২০ সালের ১৩ নভেম্বর
(B) ১৯২১ সালের ১৩ নভেম্বর
(C) ১৯২২ খ্রিঃ সালের ৫ ফেব্রুয়ারি
(D) ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি
38.কার জন্মদিন ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়?
(A) রাধাকৃয়াণ
(B) লালা লাজপত রায়
(C) রাজেন্দ্র প্রসাদ
(D) অরবিন্দ ঘোষ
39.অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন?
(A) লর্ড কর্নওয়ালিশ
(B) লর্ড হেস্টিংস
(C) লর্ড ক্লাইভ
(D) লর্ড ওয়েলেসলী
40. কোন্ ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল?
(A) লর্ড ডালহৌসী
(B) লর্ড ওয়েলেসলী
(C) লর্ড ক্লাইভ
(D) লর্ড কার্জন
41.হাতের তালুতে চক্রচিহ্নটি দ্বারা জৈনধর্মে কি বোঝানো হয়?
(A) ধর্ম
(B) অহিংসা
(C) নির্বাণ
(D) প্রকৃতি
42.আত্মীয় সভা কে প্রতিষ্ঠিত করেন?
(A) দয়ানন্দ সরস্বতী
(B) রামমোহন রায়
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) মধুসূদন দত্ত
43.প্রথম পাণিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? (A) ১৫২৬ খ্রিঃ
(B) ১৫৩৬ খ্রিঃ
(C) ১৫৪৭ খ্রিঃ
(D) ১৫৫৭ খ্রিঃ
44.মগধ মহাজনপদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন?
১.বিম্বিসার ২. অজাতশত্রু ৩. ভাস্কর
(A) কেবল ৩ ঠিক
(B) কেবল ২ ও ৩ ঠিক
(C) কেবল ১ ও ২ ঠিক
(D) কেবল ২ ঠিক
45.কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন?
(A) বিন্দুসার
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশোক
(D) মিহিরকুল
46.গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন?
(A) ৫৪৪ খ্রিস্টপূর্বাব্দে
(B) ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে
(C) ৬২৪ খ্রিস্টপূর্বাব্দে
(D) ৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে
47.কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল?
(A) সাতবাহন
(B) কুষাণ
(C) গুপ্ত
(D) মৌর্য
48.কোন্ সৌধের রঙ গোলাপী?
(A) হাওয়া মহল
(B) মোতিমহল
(C) তাজমহল
(D) মুমতাজমহল
49.মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
(A)বিরসা
(B) বাপট
(C) সিধু
(D) কোড়া মান্না
50.বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন?
(A) ধর্মপাল
(B) গোপাল
(C) দেবপাল
(D)শশাঙ্ক
উত্তর পত্র
1. Ans- (A) সিকান্দার শাহ
2. Ans- (D) কণিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ই
3. Ans- (D) কিতাব উল হিন্দ
4. Ans- (A) শুঙ্গ বংশ
5. Ans- (B)ফতেপুর সিক্রি
6. Ans- (D) লক্ষণ সেন
7. Ans- (C) মাগধী
8. Ans- (C) শশী থারু
9. Ans- (D) কোনটিই সঠিক নয়
10. Ans- (C) ফিরোজ শাহ তুঘলক
11. Ans- (A) জে বি কৃপালোনি
12. Ans- (C) ১৪ দফা
13. Ans- (C) ক্যাপ্টেন মোহন সিং
14. Ans- (C) মোহাম্মদ বিন তুঘলক
15. Ans- (C) ১৯৩০ খ্রি
16. Ans- (A) গোপাল কৃষ্ণ গোখলে
17. Ans- (B) সলিমুল্লাহ
18. Ans- (A) আব্দুল গফফার খাঁ
19. Ans- (B) ভারতছাড়ো আন্দোলন
20. Ans- (C) ১৯৪৬ সালে
21. Ans- (A) বিহারে
22. Ans- (C) ১৯০৯ সালে
23. Ans- (C) লর্ড মাউন্ট ব্যাটেন
24.Ans- (B) হরিশ্চন্দ্র চ্যাটার্জি
25. Ans- (D) বক্সারের যুদ্ধ
26. Ans- (B) গৌতমবুদ্ধের গৃহত্যাগ করার ঘটনা
27. Ans- (B) ১৮৫৬ সালে
28. Ans- (D) অর্থশস্ত্র
29. Ans- (C) প্রস্তরলিপি XIII
30. Ans- (D) ৭৮ জন
31. Ans- (C) ১৮০২ সালে
32. Ans- (D) প্রমথনাথ মিত্র
33. Ans- (D) দেবেন্দ্রনাথ ঠাকুর
34. Ans- (A) উইলিংটন
35. Ans- (A) রাসবিহারী বসু
36. Ans- (B) রাসবিহারী বসু
37. Ans- (D) ১৯২২ সালের ১২ ই ফেব্রুয়ারি
38. Ans- (A) রধকৃষ্ণান
39. Ans- (D) লর্ড ওয়েলেসলি
40. Ans- (D) লর্ড কার্জন
41. Ans- (B) অহিংসা
42. Ans- (B) রামমোহন রায়
43. Ans- (A) ১৫২৬ সালে
44. Ans- (C) কেবল ১ ও ২ ঠিক
45. Ans- (A) বিন্দুসার
46. Ans- (B) ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে
47. Ans- (B) কুষাণ
48. Ans- (A) হাওয়া মহল
49. Ans- (A) বিরসা
50. Ans- (A) ধর্মপাল
No comments:
Post a Comment