Breaking

Tuesday, April 9, 2024

Life Science MCQ Question And Answer In Bengali Part-04

Life Science MCQ Question And Answer In Bengali Part-04

Life Science MCQ Question And Answer In Bengali Part-04

প্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি জীবন বিজ্ঞান MCQ  প্রশ্ন উত্তর - ০৪-এই প্র্যাক্টিস সেটে  থাকছে গুরুত্বপূর্ণ মোট ৫০টি জীব বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর, যেগুলি পরীক্ষায় আসার মতো। আমাদের এই জীবন বিজ্ঞান MCQ  প্র্যাক্টিস সেট গুলিতে প্রতিবার অংশ নিয়ে Railway Group D, NTPC এবং ANM GNM পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে উঠুন বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে

জীবন বিজ্ঞান MCQ  প্রশ্ন উত্তর

১.'DNA' এর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন-

[ক] হরগোবিন্দ খোরানা

[খ] ওয়াটসন এবং ক্রিক

[গ] বিজ্ঞানী চারগাফ

[ঘ] এফ. জ্যাকব এবং জে. মনোড

উত্তর:- [খ] ওয়াটসন এবং ক্রিক


২.মানুষের নিম্নলিখিত কোন্ কোশটি বিভাজিত হয়?

[ক] লোহিত রক্তকণিকা

[খ] অনুচক্রিকা

[গ] স্নায়ুকোশ

[ঘ] শ্বেতরক্ত কণিকা

উত্তর:- [ঘ] শ্বেতরক্ত কণিকা


৩.যে প্যারেনকাইমা কলায় বায়ুপূর্ণ থাকে, তাকে কী বলে?

[ক] ক্লোরেনকাইমা

[খ] এরেনকাইমা

[গ] প্লেকটেনকাইমা

[ঘ] প্রোসেনকাইমা

উত্তর:- [খ] এরেনকাইমা


৪.কোন কোশ অঙ্গাণুটি 'আত্মঘাতি থলি' নামে পরিচিত?

[ক] রাইবোজোম

[খ] মাইটোকনড্রিয়া

[গ] গলগি বডি

[ঘ] লাইসোজোম

উত্তর:- [ঘ] লাইসোজোম


৫.উদ্ভিদের কোন অংশে ক্রোমোপ্লাস্টিড পাওয়া যায়?

[ক] ফুল

[খ] মূল

[গ] ফল

[ঘ] A,C উভয়ই

উত্তর:- [ঘ] A,C উভয়ই


৬.বৃহত্তম প্রাণীকোশ কোনটি?

[ক] উটপাখির ডিম

[খ] পাখির X কোশ

[গ] স্নায়ু কোশ

[ঘ] সরেখ পেশি কোশ

উত্তর:- [ক] উটপাখির ডিম


৭.নিম্নের কোন্টিকে আত্মঘাতী থলি বলা হয়?

[ক] লাইসোজোম 

[খ] গলগিবডি

[গ] মাইটোকনড্রিয়া

[ঘ] রাইবোজোম

উত্তর:- [ক] লাইসোজোম


৮.'পেপটাইডোগ্লাইক্যান' দেখা যায়-

[ক] ভাইরাসের কোশপ্রাচীরে

[খ] ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে

[গ] শৈবালের কোশপ্রাচীরে

[ঘ] ছত্রাকের কোশপ্রাচীরে

উত্তর:- [খ] ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে


৯.পলিজোম আসলে-

[ক] একত্রিত রাইবোজোম

[খ] একত্রিত মাইটোকনড্রিয়া

[গ] একক রাইবোজোম

[ঘ] একক মাইটোকনড্রিয়া

উত্তর:- [ক] একত্রিত রাইবোজোম


১০.এরেনকাইমা কলা দেখা যায়-

[ক] সুন্দরী 

[খ] মটর

[গ] ক্যাকটাস

[ঘ] পদ্ম

উত্তর:- [ঘ] পদ্ম


১১.নতুন কোশ গঠনে প্রাথমিক কলার নাম হল-

[ক] ক্লোরেনকাইমা

[খ] প্যারেনকাইমা

[গ] ক্লেরেনকাইমা

[ঘ] মেরিস্টেম

উত্তর:- [ঘ] মেরিস্টেম


১২.মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে?

[ক] প্রোটিন

[খ] চর্বি বা ফ্যাট

[গ] জল

[ঘ] প্লাজমা

উত্তর:- [খ] চর্বি বা ফ্যাট


১৩.কোন কোশ অঙ্গাণুকে কোশের মস্তিষ্ক বলা হয়?

[ক] মাইটোকনড্রিয়া

[খ] নিউক্লিয়াস

[গ] লাইসোজোম

[ঘ] রাইবোজোম

উত্তর:- [খ] নিউক্লিয়াস


১৪.দুটি পর্বের মাঝে যে ভাজক কলা দেখা যায়, তাকে বলে-

[ক] অগ্রস্থ ভাজক কলা

[খ] পার্শ্বস্থ ভাজক কলা

[গ] অগ্র-পার্শ্বস্থ ভাজক কলা

[ঘ] নিবেশিত ভাজক কলা

উত্তর:- [ঘ] নিবেশিত ভাজক কলা


১৫.কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন?

[ক] প্রোটিন জাতীয়

[খ] গ্লুকোজ

[গ] শ্বেতসার জাতীয়

[ঘ] ফ্যাট জাতীয়

উত্তর:- [ক] প্রোটিন জাতীয়


১৬.উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে-

[ক] মনোস্যাকারাইড রূপে

[খ] সেলুলোজ রূপে

[গ] শ্বেতসার রূপে

[ঘ] গ্লাইকোজেন রূপে

উত্তর:- [গ] শ্বেতসার রূপে


১৭.নিম্নোক্ত উদ্ভিদ কোশকলার মধ্যে কোন্টি মৃত কোশ দ্বারা গঠিত? 

[ক] জাইলেম

[খ] ফ্লোয়েম

[গ] প্যারেনকাইমা

[ঘ] হাইপোডার্মিস

উত্তর:- [ক] জাইলেম


১৮.যে পাঁচ কার্বন শর্করাটি RNA তে পাওয়া যায়-

[ক] রাইবোজ শর্করা

[খ] ডি অক্সি রাইবোজ শর্করা

[গ] দাক্ষা শর্করা

[ঘ] গ্লুকোজ

উত্তর:- [ক] রাইবোজ শর্করা


১৯.মায়োটোম পেশি পরিলক্ষিত হয়।

[ক] আরশোলাতে

[খ] মাছে

[গ] মানুষে

[ঘ] শামুকে

উত্তর:- [খ] মাছে


২০.নিউক্লিয়াস আবিষ্কার করেন-

[ক] রাদারফোর্ড

[খ] ওয়াটসন

[গ] রাউন

[ঘ] মেন্ডেল

উত্তর:- [গ] রাউন


২১.পারণ কোশ কোথায় দেখা যায়?

[ক] অস্তত্ত্বেকের কোশে

[খ] বহিঃস্তকের কোশে

[গ] কর্টেক্সের কোশে

[ঘ] মজ্জার কোশে

উত্তর:- [ক] অস্তত্ত্বেকের কোশে


২২.ডিম্বনালীতে কোন প্রকার আবরণী কলা দেখা যায়?

[ক] আঁইশাকার

[খ] ঘনকাকার

[গ] রোমশ

[ঘ] স্তম্ভাকার

উত্তর:- [গ] রোমশ


২৩.বর্জ্যপদার্থ পূর্ণ প্যারেনকাইমা কোশকে কি বলে?

[ক] ইডিওব্লাস্ট

[খ] এরেনকাইমা

[গ] প্রোসেনকাইমা

[ঘ] ক্লোরেনকাইমা

উত্তর:- [ক] ইডিওব্লাস্ট


২৪.'প্লাজমোডেসমাটা' কোথায় পরিলক্ষিত হয়?

[ক] নিউক্লিয়াসে

[খ] সাইটোপ্লাজমে

[গ] কোশপর্দায়

[ঘ] কোশপ্রাচীরে

উত্তর:- [ঘ] কোশপ্রাচীরে


২৫.একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন?

[ক] ড্যানিয়েল ড্যাবসন

[খ] রবার্টসন

[গ] সিঙ্গার নিকলসন

[ঘ] রবার্ট হুক

উত্তর:- [খ] রবার্টসন


২৬.'S' অক্ষরটি কোন কোশ অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয়?

[ক] মাইটোকনড্রিয়া

[খ] রাইবোজোম

[গ] লাইসোজোম

[ঘ] গলগিবস্তু

উত্তর:- [খ] রাইবোজোম


২৭.DNA-তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল-

[ক] ইউরাসিল

[খ] অ্যাডিনাইন

[গ] থাইমিন

[ঘ]সাইটোসিন

উত্তর:- [ক] ইউরাসিল


২৮.'GERL' তন্ত্রে কোন কোশ অঙ্গাণুটি থাকে না?

[ক] গলগিবডি

[খ] লাইসোজোম

[গ] রাইবোজোম

[ঘ] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।

উত্তর:- [গ] রাইবোজোম


২৯.মাস মেরিস্টেম ভাজক কলা কী ধরনের বিভাজনে হয়?

[ক] কোশ বিভাজনের তল অনুসারে বিভাজন

[খ] অবস্থান অনুসারে বিভাজন

[গ] কার্যানুসারে বিভাজন

[ঘ] এর কোনওটাই নয়

উত্তর:- [ক] কোশ বিভাজনের তল অনুসারে বিভাজন


৩০.মাইক্রোটিবিউলের গঠনে টিবিউলিন প্রোটিন কটি সম আকৃতির পলিপেপটাইড নিয়ে গঠিত?

[ক] একটি 

[খ] দুটি 

[গ] তিনটি

[ঘ] চারটি

উত্তর:- [খ] দুটি


৩১.নিচের কোনটি দ্বিশর্করা নয়?

[ক] গ্যালাকটোজ

[খ] সুক্রোজ

[গ] মলটোজ

[ঘ] ল্যাকটোজ

উত্তর:- [ক] গ্যালাকটোজ


৩২.DNA তে উপস্থিত A+G-T+C এটি কার সূত্র?

[ক] ওয়াটসন এবং ক্লিক

[খ] হরগোবিন্দ খোরানা

[গ] চারগ্রাফ

[ঘ] রাবাটসন

উত্তর:- [ক] ওয়াটসন এবং ক্লিক


৩৩.কোশপর্দায় প্রোটিন এবং লিপিডের অনুপাত কত?

[ক] 4:1

[খ] 3:1

[গ] 2:1

[ঘ] 1:1

উত্তর:- [ঘ] 1:1


৩৪.নিচের কোন কোশ অঙ্গানুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়?

[ক] রাইবোজোম

[খ] নিউক্লিয়াস

[গ] মাইটোকনড্রিয়া

[ঘ] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

উত্তর:- [ক] রাইবোজোম


৩৫.মেসোজোম নিম্নলিখিত কোন্ অংশ থেকে সৃষ্টি হয়ে থাকে?

[ক] কোশ প্রাচীর

[খ] মাইটোকনড্রিয়া

[গ] লাইসোজোম

[ঘ] কোশ পর্দা থেকে

উত্তর:- [ঘ] কোশ পর্দা থেকে


৩৬.যোগকলার প্রধান প্রোটিন হল-

[ক] কেরাটিন

[খ] কোলাজেন

[গ] মেলানিন

[ঘ] মায়োসিন

উত্তর:- [খ] কোলাজেন


৩৭.এক্সট্রা নিউক্লিয়ার DNA দেখা যায়-

[ক] ক্লোরোপ্লাস্টে

[খ] রাইবোজোমে

[গ] এন্ডোপ্লাজমীয় জালকে

[ঘ] গলগি বস্তুতে

উত্তর:- [ক] ক্লোরোপ্লাস্টে


৩৮.মাইটোকনড্রিয়ার কোন্ অংশে ATP উৎপন্ন হয়?

[ক] ধাত্রে

[খ] ক্রিস্টাতে

[গ] বহিঃপর্দায়

[ঘ] F₁- বস্তুতে

উত্তর:- [ঘ] F₁- বস্তুতে


৩৯.প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয়-

[ক] ডিউটোপ্লাজম

[খ] প্লাজমা জেল

[গ] মেসোপ্লাজম

[ঘ] সাইটোপ্লাজম

উত্তর:- [ক] ডিউটোপ্লাজম


৪০.সেন্ট্রিওলকে ঘিরে কটি পর্দা পরিবেষ্টিত থাকে?

[ক] 3 টি

[খ] 0 টি

[গ] 1 টি

[ঘ] 2 টি

উত্তর:- [খ] 0 টি


৪১.হ্যাভারসিয়ান সিস্টেম দেখা যায়-

[ক] পক্ষীর অস্থিতে

[খ] সমস্ত প্রাণীকুলে

[গ] স্তন্যপায়ী প্রাণীদেহে

[ঘ] সরীসৃপের দেহে

উত্তর:- [গ] স্তন্যপায়ী প্রাণীদেহে


৪২.কোলাজেন হল-

[ক] লিপিড

[খ] শর্করা

[গ] গ্লোবিউলার প্রোটিন

[ঘ] ফাইব্রাস প্রোটিন

উত্তর:- [ঘ] ফাইব্রাস প্রোটিন


৪৩.অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি হল-

[ক] ক্যালশিয়াম থেকে

[খ] ম্যাগনেশিয়াম ফসফেট

[গ] ক্যালশিয়াম কার্বোনেট

[ঘ] সোডিয়াম ক্লোরাইড

উত্তর:- [ক] ক্যালশিয়াম থেকে


৪৪.বন্ধ প্রকৃতির নালিকা বান্ডিল কোন্ প্রকার উদ্ভিদে দেখা যায়?

[ক] একবীজপত্রী উদ্ভিদ 

[খ] দ্বিবীজপত্রী উদ্ভিদ

[গ] একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী 

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [ক] একবীজপত্রী উদ্ভিদ


৪৫.কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন্ প্রকৃতির?

[ক] সমপার্শ্বীয়

[খ] সমপার্শ্বীয় মুক্ত

[গ] সমপার্শ্বীয় বন্ধ

[ঘ] সমদ্বিপার্শীয় মুক্ত

উত্তর:- [ঘ] সমদ্বিপার্শীয় মুক্ত


৪৬.কোল্টি কোশপর্দার অংশ নয়?

[ক] মাইকোলিপিডস্

[খ] প্রোলিন

[গ] ফসফোলিপিড

[ঘ] কোলেস্টেরল

উত্তর:- [খ] প্রোলিন


৪৭.ব্যাকটেরীয় ও প্রোক্যারিওটিক প্রাণীদেহে রাইবোসোমটি হল-

[ক] 50S type

[খ] 80S Type

[গ] 70S type

[ঘ] 30S type

উত্তর:- [গ] 70S type


৪৮.এদের মধ্যে কোনটির একক পর্দা (single membrane) আছে?

[ক] নিউক্লিয়াস

[খ] কোশপ্রাচীর

[গ] মাইটোকনড্রিয়া

[ঘ] স্ফোরোজোম

উত্তর:- [ঘ] স্ফোরোজোম


৪৯.মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন্ দ্রব্য উৎপাদন করে?

[ক] সুক্রোজ

[খ] গ্যালাকটোজ

[গ] ডেক্সটোজ

[ঘ] মল্টোজ

উত্তর:- [গ] ডেক্সটোজ


৫০.কোশপ্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হল-

[ক] লিগনিন

[খ] কিউটিন

[গ] সুবেরিন

[ঘ] সবকটি

উত্তর:- [ঘ] সবকটি

No comments:

Post a Comment