Breaking

Wednesday, April 17, 2024

April 17, 2024

Life Science MCQ Question And Answer In Bengali Part-05

Life Science MCQ Question And Answer In Bengali Part-05

Life Science MCQ Question And Answer In Bengali Part-05


প্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি জীবন বিজ্ঞান MCQ  প্রশ্ন উত্তর - ০৫-এই প্র্যাক্টিস সেটে  থাকছে গুরুত্বপূর্ণ মোট ৫০টি জীব বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর, যেগুলি পরীক্ষায় আসার মতো। আমাদের এই জীবন বিজ্ঞান MCQ  প্র্যাক্টিস সেট গুলিতে প্রতিবার অংশ নিয়ে Railway Group D, NTPC এবং ANM GNM পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে উঠুন বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে

জীবন বিজ্ঞান MCQ  প্রশ্ন উত্তর

 ১.প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন-

[ক] ল্যামার্ক

[খ] হ্যালডেন

[গ] ডারউইন

[ঘ] দ্য খ্রিস

উত্তর:- [গ] ডারউইন


২.জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল-

[ক] জৈব প্রযুক্তির সাহায্যে জিনোমের পরিবর্তন

[খ] প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন

[গ] অ্যান্টিবায়োটিকের উৎপাদনে জৈব প্রযুক্তির প্রয়োগ

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [খ] প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন


৩.বায়োটেকনোলজির জনক হলেন-

[ক] লুইপাস্তুর

[খ] স্মিথ

[গ] নিরেনবার্গ

[ঘ] বিডল ও টাটুম

উত্তর:- [ক] লুইপাস্তুর


৪.মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয়, তা হল-

[ক] এপিয়ারি

[খ] এপিকালচার

[গ] সেরিকালচার

[ঘ] সিলভিকালচার

উত্তর:- [খ] এপিকালচার


৫.কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যে বিজ্ঞানের যে শাখা গঠন করে তা হল-

[ক] বায়ো স্ট্যাটিকস্টিক্স

[খ] বায়ো ইঞ্জিনিয়ারিং

[গ] বায়ো ম্যাথেমেটিক্স

[ঘ] বায়োনিক্স

উত্তর:- [ঘ] বায়োনিক্স


৬.রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখার সৃষ্টি করেছে, তা হল-

[ক] বায়োফিজিক্স

[খ] বায়োইনফরমেটিক্স

[গ] বায়োজিওকেমিস্ট্রি

[ঘ] বায়োকেমিস্ট্রি

উত্তর:- [ঘ] বায়োকেমিস্ট্রি


৭.উচ্চফলনশীল ও উন্নততর গমের ভ্যারাইটিটি হল-

[ক] রত্না

[খ] জয়া 

[গ] কল্যাণ সোনা 

[ঘ] IR-22

উত্তর:- [গ] কল্যাণ সোনা


৮.নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর প্রয়োগে প্রাপ্ত হয়েছে?

[ক] গোল্ডেন রাইস

[খ] গ্লুকোজ

[গ] হিমোগ্লোবিন

[ঘ] a ও c সঠিক

উত্তর:- [ক] গোল্ডেন রাইস


৯.ভারতবর্ষে প্রথম জেনেটিক মডিফায়েড উদ্ভিদ যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়-

[ক] Bt তুলো

[খ] Bt বেগুন

[গ] ফ্লাভার টমাটো

[ঘ] গোল্ডেন রাইস

উত্তর:- [ক] Bt তুলো


১০.IR-8, রত্না, এগুলি আসলে হল-

[ক] উচ্চ ফলনশীল গম

[খ] উচ্চ ফলনশীল সরিষা

[গ] উচ্চ ফলনশীল ভুট্টা

[ঘ] উচ্চ ফলনশীল ধান

উত্তর:- [ঘ] উচ্চ ফলনশীল ধান


১১.এক্সপ্ল্যান্ট হল-

[ক] কলা কর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ 

[খ] নির্বীজকরণ পদ্ধতি

[গ] সাবকালচার

[ঘ] প্ল্যান্টলেট

উত্তর:- [ক] কলা কর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ


১২.Bt কথার অর্থ হল-

[ক] ব্যাসিলাস সাবটিলিস

[খ] ব্যাকটিরিয়াল ট্রান্সজেনেসিস।

[গ] ব্যাসিলাস টিউবিফিক্যান্স

[ঘ] ব্যাসিলাস ঘুরিনজেনেসি

উত্তর:- [ঘ] ব্যাসিলাস ঘুরিনজেনেসি


১৩.মহাকাশ গবেষণায় যে এককোশী উদ্ভিদটি ব্যবহার করা হয় তা হল-

[ক] ইস্ট

[খ] ক্ল্যামাইডোমোনাস

[গ] ক্লোরেল্লা

[ঘ] স্পিরুলিনা

উত্তর:-[গ] ক্লোরেল্লা


১৪.পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হল-

[ক] এরিথ্রোমাইসিন

[খ] পেনিসিলিন

[গ] ক্লোরামফেনিকল

[ঘ] রিফামপিসিন

উত্তর:- [খ] পেনিসিলিন


১৫.Taxonomy শব্দটির প্রবর্তক হলেন-

[ক] থিওফ্রেটাস

[খ] জন রে

[গ] লিনিয়াস

[ঘ] ক্যানডোলে

উত্তর:- [ঘ] ক্যানডোলে


১৬.লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণিবিন্যাস করেন-

[ক] থিওফ্রেটাস

[খ] অ্যারিস্টটল

[গ] মায়ার্স

[ঘ] বেন্যাম ও হুকার

উত্তর:- [খ] অ্যারিস্টটল


১৭.হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন-

[ক] থিওফ্রেটাস

[খ] অ্যারিস্টটল

[গ] এলডার

[ঘ] লিনিয়াস

উত্তর:- [ক] থিওফ্রেটাস


১৮.সিস্টেমা নাচুরির রচয়িতা হলেন-

[ক] সিম্পসন 

[খ] বেন্দাম 

[গ] লিনিয়াস 

[ঘ] হুকার

উত্তর:- [গ] লিনিয়াস


১৯.স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটির রচয়িতা হলেন-

[ক] হুকার

[খ] থিওফ্রেটাস

[গ] লিনিয়াস

[ঘ] মেয়ার

উত্তর:- [গ] লিনিয়াস


২০.কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুরি করার প্রক্রিয়াকে বলা হয়-

[ক] নামকরণ

[খ] শ্রেণিবিন্যাস

[গ] শনাক্তকরণ

[ঘ] বৈশিষ্ট্যায়ন

উত্তর:- [খ] শ্রেণিবিন্যাস


২১.শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা হল-

[ক] জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয়

[খ] হারানো যোগসূত্রের সন্ধান

[গ] বিবর্তনের পথের সন্ধান

[ঘ] উপরে সবগুলি প্রযোজ্য

উত্তর:- [ঘ] উপরে সবগুলি প্রযোজ্য


২২.দ্বি-পদ নামকরণের জনক হলেন-

[ক] ল্যামার্ক

[খ] লিনিয়াস 

[গ] সিম্পসন 

[ঘ] বেদাম

উত্তর;- [খ] লিনিয়াস


২৩.ট্যাক্সন হল-

[ক] শ্রেণিবিন্যাসের একক

[খ] সিস্টেমেটিক্সের একক

[গ] ক্যাটেগরির একক

[ঘ] কোনোটই নয়

উত্তর:- [ক] শ্রেণিবিন্যাসের একক


২৪.নিনিয়ান হায়ারার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটেগরির সংখ্যা হল-

[ক] পাঁচ

[খ] ছয়

[গ] সাত

[ঘ] নয়

উত্তর:- [গ] সাত


২৫.টক্সোনমির সর্বনিম্ন একক হল-

[ক] পূর্ব

[খ] গোত্র

[গ] শ্রেণি

[ঘ] প্রজাতি

উত্তর:- [ঘ] প্রজাতি


২৬.প্রজাতি হল-

[ক] একই প্রকার অঙ্গসংস্থানিক গঠনযুক্ত 

[খ] প্রজননক্ষম অপত্য সৃষ্টি করে।

[গ] ভিন্ন প্রজাতির জীবেরা প্রকৃতিতে প্রজনন করে না

[ঘ] সবগুলি সঠিক

উত্তর:- [ঘ] সবগুলি সঠিক


২৭.জীবজগতে পাঁচ রাজ্যের শ্রেণি বিন্যাস করেন।

[ক] লিনিয়াস

[খ] হুইটেকার

[গ] হাক্সলে

[ঘ] বেন্থাম

উত্তর:- [খ] হুইটেকার


২৮.স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন-

[ক] জন রে

[খ] লিনিয়াস

[গ] হুকার

[ঘ] এন্ডলার

উত্তর:- [ক] জন রে


২৯.উদ্ভিদ বিদ্যার জনক হলেন-

[ক] থিওফ্রেটাস 

[খ] অ্যারিস্টটল

[গ] মায়ার

[ঘ] ল্যামার্ক

উত্তর:- [ক] থিওফ্রেটাস


৩০.মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

[ক] প্রোটিস্টা

[খ] মোনেরা

[গ] ফাংগি

[ঘ] অ্যানিমালিয়া

উত্তর:- [খ] মোনেরা



৩১.উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটি হল-

[ক] ICZN

[খ] IUCN

[গ] ICBN 

[ঘ] কোনোটই নয়

উত্তর:- [গ] ICBN


৩২.অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীবরাজ্যে অবস্থান করে?

[ক] প্ল্যান্টি

[খ] ফানজি

[গ] প্রোটিস্টা

[ঘ] মোনেরো

উত্তর:- [খ] ফানজি


৩৩.কোশপ্রাচীর কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা মিথোজীবী প্রকৃতির এমন একটি জীব হল-

[ক] প্লাজমোডিয়াম

[খ] ঈস্ট

[গ] ই. কোলাই

[ঘ] অ্যামিবা

উত্তর:- [খ] ঈস্ট


৩৪.'উদ্ভিদ জগতে রত্ন' নামে পরিচিত উদ্ভিদটি হল-

[ক] রিকেটসিয়া

[খ] ব্যাকটেরিয়া

[গ] সায়ানো ব্যাকটেরিয়া

[ঘ] ডায়াটম

উত্তর:- [ঘ] ডায়াটম


৩৫.কেল্প হল-

[ক] লোহিত শৈবাল

[খ] দৈত্যকার বাদামী শৈবাল

[গ] নীলাভ সবুজ শৈবাল

[ঘ] জিগনেমা

উত্তর:- [খ] দৈত্যকার বাদামী শৈবাল


৩৬.উদ্ভিদ জগতের উভচর বলা হয়-

[ক] শৈবাল

[খ] মস

[গ] ফার্ণ

[ঘ] ব্যক্তবীজী

উত্তর:- [খ] মস


৩৭.ক্লোরোফিল বিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ হল-

[ক] শৈবাল

[খ] ব্রায়োফাইট

[গ] ছত্রাক

[ঘ] টেরিডোফাইট

উত্তর:- [গ] ছত্রাক


৩৮.উদ্ভিদ জগতের ভ্যাসকুলার ক্রিস্টোগ্যামস বলা হয়-

[ক] টেরিডোফাইটা

[খ] ব্রায়োফাইটা

[গ] ছত্রাক

[ঘ] ব্যাকটেরিয়া

উত্তর:- [ক] টেরিডোফাইটা


৩৯.সংবহন কলা বিহীন একটি লিভারওয়াট হল-

[ক] ল্যামিনেরিয়া

[খ] পেনিসিলিয়াম

[গ] মারসিলিয়া

[ঘ] রিকসিয়া

উত্তর:- [ঘ] রিকসিয়া


৪০.অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হল-

[ক] লাইকোপোডিয়াম

[খ] মারসিলিয়া

[গ] নিটাম

[ঘ] মার্কনশিয়া

উত্তর:- [গ] নিটাম


৪১.আবরণীসহ বীজযুক্ত উদ্ভিদদের বলে-

[ক] ফাংগি

[খ] অ্যাক্সিওস্পার্ম

[গ] জিমনোস্পার্ম

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [খ] অ্যাক্সিওস্পার্ম


৪২.বিষম পৃষ্ঠ, পাতা জালিকাকার শিরাবিন্যাস যুক্ত উদ্ভিদদের বলে-

[ক] দ্বিবীজ পত্রী

[খ] একবীজ পত্রী

[গ] কলিড

[ঘ] সোরাস

উত্তর:- [ক] দ্বিবীজ পত্রী


৪৩.নোটোকর্ডযুক্ত প্রাণীদের বলা হয়-

[ক] অকর্ডাটা

[খ] কর্ডাটা

[গ] অমেরুদণ্ডী

[ঘ] a ও c সঠিক

উত্তর:- [খ] কর্ডাটা


৪৪.কোয়ানোসাইট কোশ দেখা যায়-

[ক] অ্যামিবা 

[খ] স্পঞ্জ

[গ] হাইড্রা

[ঘ] জেলিফিস

উত্তর:- [খ] স্পঞ্জ


৪৫.ডিপ্লোব্ল‍্যাস্টিক প্রাণীদের মধ্যস্তরটি হল-

[ক] এক্টোডার্ম

[খ] এন্ডোডার্ম

[গ] মেসোডার্ম

[ঘ] মেসোগ্লিয়া

উত্তর:- [ঘ] মেসোগ্লিয়া


৪৬.নিমাটোসিস্ট কোশ দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ হল-

[ক] গোলকৃমি

[খ] হার্মিফোরা

[গ] হাইড্রা

[ঘ] স্পঞ্জ

উত্তর:- [গ] হাইড্রা


৪৭.ল্যাসো কোশ নিম্নলিখিত কোন প্রাণীতে দেখা যায়?

[ক] হাইড্রা

[খ] জেলিফিস

[গ] বেরো

[ঘ] নেপচুন কাপ

উত্তর:- [গ] বেরো


৪৮.প্রাণী জগতে সর্বপ্রথম প্রাণীদের পর্বটি হল-

[ক] প্রোটোজোয়া

[খ] নিডারিয়া

[গ] পরিফেরা

[ঘ] টিনোফোরা

উত্তর:- [ক] প্রোটোজোয়া


৪৯.সর্বপ্রথম ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে?

[ক] নিডারিয়া

[খ] টিনোফোরা

[গ] প্রোটোজোয়া

[ঘ] প্লাটিহেলমিশ্বেস

উত্তর:- [ঘ] প্লাটিহেলমিশ্বেস


৫০.ছদ্মগহ্বরযুক্ত শক্ত কিউটিকল আবরণী বেস্টিত একলিঙ্গ কৃমির উদাহরণ হল-

[ক] গোলকৃমি

[খ] যকৃৎ কৃমি

[গ] উচেরেরিয়া

[ঘ] A ও C সঠিক

উত্তর:- [ঘ] A ও C সঠিক

Thursday, April 11, 2024

April 11, 2024

History MCQ Question And Answer In Bengali Part-08

 History MCQ Question And Answer In Bengali Part-08

History MCQ Question And Answer In Bengali Part-08


বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি ইতিহাস MCQ প্রশ্ন উত্তর যেটিতে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM- ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে।

ইতিহাস MCQ প্রশ্নোত্তর  পর্ব - 08

১.'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা কে?

[ক] প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

[খ] রাজা রামমোহন রায়

[গ] চিত্তরঞ্জন দাশ

[ঘ] মতিলাল নেহরু

উত্তর:- [খ] রাজা রামমোহন রায়


২.অজন্তা গুহাচিত্রগুলি কোন্ সময়কার?

[ক] পাল বংশ

[খ] মৌর্য বংশ

[গ] রাষ্ট্রকুট বংশ

[ঘ] গুপ্ত বংশ

উত্তর:- [খ] মৌর্য বংশ


৩.কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন?

[ক] ক্ষুদিরাম বসু

[খ] পুলিন বিহারী দাস

[গ] কেশবচন্দ্র সেন

[ঘ] বারীন্দ্র কুমার ঘোষ

উত্তর:- [খ] পুলিন বিহারী দাস


৪.'ভারতের নেপোলিয়ন' কাকে বলা হত?

[ক] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[খ] প্রথম চন্দ্রগুপ্ত

[গ] স্কন্দগুপ্ত

[ঘ] সমুদ্রগুপ্ত

উত্তর:- [ঘ] সমুদ্রগুপ্ত


৫.বাংলায় প্রথম মুদ্রণখানা (Printing Press) কোথায় স্থাপিত হয়েছিল? 

[ক] হুগলি

[খ] কলকাতা

[গ] বারাসাত

[ঘ] বাঁকুড়া

উত্তর:- [খ] কলকাতা


৬.একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন, তাঁর নাম-

[ক] জাহানারা

[খ] নূর জাহান

[গ] মমতাজ মহল

[ঘ] রাজিয়া সুলতানা

উত্তর:- [ঘ] রাজিয়া সুলতানা


৭.কে 'শের এ পাঞ্জাব' নামে পরিচিত ছিলেন?

[ক] ভগত সিং

[খ] লালা লাজপত রায়

[গ] জয় প্রকাশ নারায়ণ

[ঘ] রাম মনোহর লোহিয়া

উত্তর:- [খ] লালা লাজপত রায়


৮."তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো"- স্লোগানটি কার?

[ক] বালগঙ্গাধর তিলক

[খ] নেতাজি সুভাষচন্দ্র বসু

[গ] রাসবিহারী বোস

[ঘ] জওহরলাল নেহরু

উত্তর:- [খ] নেতাজি সুভাষচন্দ্র বসু


৯.বৃদ্ধ কোন ভাষায় তাঁর ধর্ম প্রচার করতেন?

[ক] উর্দু

[খ] পালি

[গ] প্রাকৃত

[ঘ] তুর্কি

উত্তর:- [খ] পালি


১০.তহকিক্-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে?

[ক] আবুল ফজল

[খ] আমির খসরু

[গ] অলবিরুণী

[ঘ] কবির

উত্তর:- [গ] অলবিরুণী


১১.মধ্যযুগে ভারতবর্ষে কোন্ সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন?

[ক] জাহাঙ্গির

[খ] আকবর

[গ] ঔরঙ্গজেব

[ঘ] বাবর

উত্তর:- [ঘ] বাবর


১২.পলাশি যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

[ক] চেঙ্গীজ খাঁ

[খ] মীরজাফর

[গ] সিরাজ-উদদৌলা

[ঘ] মীরজুমলা

উত্তর:- [গ] সিরাজ-উদদৌলা


১৩.মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা ছিলেন-

[ক] বালাজি বাজিরাও

[খ] ছত্রপতি শাহজি

[গ] শিবাজি

[ঘ] বালাজি বিশ্বনাথ

উত্তর:- [গ] শিবাজি


১৪.ভত্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন?

[ক] নামদেব 

[খ] নরহরি 

[গ] কবির 

[ঘ] রামানুজ

উত্তর:- [ঘ] রামানুজ


১৫.পল্লবদের রাজধানী কোথায় ছিল?

[ক] কাঞ্চিপুরম 

[খ] বাদামি 

[গ] বাতাসি 

[ঘ] মহাবলীপুরম

উত্তর:- [ক] কাঞ্চিপুরম


১৬.বুদ্ধচরিতের রচয়িতা কে?

[ক] কালিদাস

[খ] কবির

[গ] অশ্বঘোষ

[ঘ] আর্যভট্ট

উত্তর:- [গ] অশ্বঘোষ


১৭.পুরাণের সংখ্যা ক'টি?

[ক] 12 টি

[খ] 18 টি

[গ] 10 টি

[ঘ] 16 টি

উত্তর:- [খ] 18 টি


১৮.জালিয়ানওয়ালাবাগের হত্যকাণ্ড ঘটেছিল-

[ক] 28 July, 1914

[খ] 24 July, 1935

[গ] 16 October, 1905

[ঘ] 13 April, 1919

উত্তর:- [ঘ] 13 April, 1919


১৯.বীরবলের আসল নাম কী ছিল?

[ক] মহেশ দাস

[খ] শ্যাম দাস

[গ] ভগবান দাস

[ঘ] রাম দাস

উত্তর:- [ক] মহেশ দাস


২০.1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন?

[ক] দ্বিতীয় বাজিরাও

[খ] মাধবরাও

[গ] প্রথম বাজিরাও

[ঘ] বালাজি বাজিরাও

উত্তর:- [খ] মাধবরাও


২১.কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তাঁর উপাধি 'দেবনামপিয়া' দিয়ে নয়?

[ক] মহাস্থান

[খ] তক্ষশীলা

[গ] বাহাপুর

[ঘ] মাস্তি

উত্তর:- [ক] মহাস্থান


২২.বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন-

[ক] যতি ঘোষ

[খ] রাসবিহারী বোস

[গ] বিনয় কুমার বোস

[ঘ] প্রফুল্ল চাকি

উত্তর:- [ঘ] প্রফুল্ল চাকি


২৩.জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিম্নের কোনটির জন্য হয়েছিল? 

[ক] ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

[খ] অস্ত্র আইন

[গ] রাউলাট অ্যাক্ট

[ঘ] জন নিরাপত্তা আইন

উত্তর:- [গ] রাউলাট অ্যাক্ট


২৪.নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধসংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন?

[ক] শুশুত

[খ] চরক

[গ] নাগার্জুন

[ঘ] শৌনক

উত্তর:- [খ] চরক


২৫.নিম্নের কোন্ ব্যক্তি 'দীন-ই-ইলাহী'র সদস্য ছিলেন?

[ক] টোডরমল

[খ] রাজা মানসিং

[গ] রাজ্য বীরবল

[ঘ] তানসেন

উত্তর:- [গ] রাজ্য বীরবল


২৬.হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন-

[ক] ইয়ং বেঙ্গল মুভমেন্ট-এর সাথে

[খ] ভারতের জাতীয় কংগ্রেস-এর সাথে

[গ] এশিয়াটিক সোসাইটি-এর সাথে

[ঘ] থিওসোফিক্যাল সোসাইটি-এর সাথে

উত্তর:- [ক] ইয়ং বেঙ্গল মুভমেন্ট-এর সাথে


২৭.1930 সালে মুসলিম লিগের সভাপতি কে ছিলেন?

[ক] মহম্মদ ইকবাল

[খ] সৈয়দ আহমেদ খাঁন

[গ] মহম্মদ আলি জিন্না

[ঘ] সওকত আলি

উত্তর:- [ক] মহম্মদ ইকবাল


২৮.কত সালে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল?

[ক] 1922 

[খ] 1923 

[গ] 1920

[ঘ] 1921

উত্তর:- [গ] 1920


২৯.ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত জনপদ কোনটি?

[ক] কোশল

[খ] মগধ 

[গ] অস্মক

[ঘ] গান্ধার

উত্তর;- [গ] অস্মক


৩০.কাকোরি ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি দেওয়া হয়েছিল?

[ক] চিত্তরঞ্জন দাশ এবং বাসুদেব বলবন্ত ফাড়কে

[খ] কৃষ্ণজি গোপাল এবং বাঘা যতিন

[গ] রামপ্রসাদ বিসমিল এবং আসফাকুল্লা খান

[ঘ] ক্ষুদিরাম বোস এবং চন্দ্রশেখর আজাদ

উত্তর:- [গ] রামপ্রসাদ বিসমিল এবং আসফাকুল্লা খান


৩১.অশোকের শিলালিপি কোন্ ধরনের শিলালেখ? 

[ক] গ্রন্থ 

[খ] ব্রাহ্মি

[গ] কাদম্ব

[ঘ] সারদা

উত্তর:- [ক] গ্রন্থ


৩২.রাষ্ট্রকূট সাম্রাজ্যের কোন্ সম্রাট, বাদামির চালুক্য বংশকে পরাজিত করেছিল?

[ক] দস্তিদূর্গ

[খ] হরিহর-1

[গ] উত্তম

[ঘ] বিন্দুসার

উত্তর:- [ঘ] বিন্দুসার


৩৩.কোন মারাঠা সৈন্য, মুখল সৈন্যদের বিরুৎে লড়াই করতে। গিয়ে সিনহাগড় দূর্গে প্রাণ ত্যাগ করেছিলেন?

[ক] চিমাজি আল্লা

[খ] বাজ প্রভু দেশপান্ডে

[গ] তানাজি মালুসারে

[ঘ] বাজি পাসালকার

উত্তর:- [গ] তানাজি মালুসারে


৩৪.তেলের সাহিত্য 'আমুক্তমাল্যদা'-এর লেখক কে?

[ক] হরিহর

[খ] দৈবার্য

[গ] কৃষ্ণদৈবার্য

[ঘ] বুক্কা

উত্তর:- [খ] দৈবার্য


৩৫.দিল্লির কোন সুলতান "অতিরিক্ত বল প্রয়োগের নীতি" গ্রহণ করেছিলেন?

[ক] আলাউদ্দিন খলজি

[খ] গিয়াসউদ্দিন তুঘলক

[গ] বলবন

[ঘ] ইলতুৎমিস

উত্তর:- [গ] বলবন


৩৬.শেরশাহের কৃতিত্ব নিহিত রয়েছে তাঁর-

[ক] ধর্ম নিরপেক্ষতায়

[খ] হুমায়ুনের বিরুদ্ধে জয়ে

[গ] সর্বশান্তিময় রাষ্ট্র নেতা হিসাবে

[ঘ] শাসনতান্ত্রিক সংস্কারে

উত্তর:- [ঘ] শাসনতান্ত্রিক সংস্কারে


৩৭.ঔপনিবেসিক ভারতবর্ষে বিধবা মহিলাদের জন্য বিদ্যালয় "সারদা সদন" কে প্রতিষ্ঠা করেন?

[ক] মহাদেব গোবিন্দ রানাডে

[খ] সরোজিনী নাইডু

[গ] দয়ানন্দ সরস্বতী

[ঘ] পন্ডিত রমাবাঈ

উত্তর:- [ঘ] পন্ডিত রমাবাঈ


৩৮.ইতিহাসে কোন্ ব্যক্তিত্ব্য লৌহ মানব নামে পরিচিত?

[ক] সর্দার বল্লভ ভাই প্যাটেল

[খ] ভিত্তাল ভাই প্যাটেল

[গ] বাল গঙ্গাধর তিলক

[ঘ] বিপিন চন্দ্র পাল

উত্তর:- [ক] সর্দার বল্লভ ভাই প্যাটেল


৩৯.মহাবীরের প্রথম শিষ্য ছিলেন-

[ক] ভদ্রবাহ

[খ] স্থূলভদ্র

[গ] চার্বাক

[ঘ] জামালি

উত্তর:- [ঘ] জামালি


৪০.'নাট্যশাস্ত্র'-এর রচয়িতা হলেন

[ক] ভরত মুনি

[খ] নারদ মুনি

[গ] জন্ডু মুনি

[ঘ] ব্যাস মুনি

উত্তর:- [ক] ভরত মুনি


৪১.বর্ধমান মহাবীর কী নামে পরিচিত ছিলেন?

[ক] জেনা

[খ] মহান শিক্ষক

[গ] মহান ধর্ম প্রচারক

[ঘ] জৈন

উত্তর:- [ক] জেনা


৪২.মহেঞ্জোদাড়ো অবস্থিত___জেলায়।

[ক] Larkana

[খ] Montgomery

[গ] Sind

[ঘ] Udhampur

উত্তর:- [ক] Larkana


৪৩.তানসেন কোন্ সুলতানের সভায় সঙ্গীতজ্ঞ ছিলেন?

[ক] Babar

[খ] Akbar

[গ] Humayun

[ঘ] Jahangir

উত্তর:- [খ] Akbar


৪৪.স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

[ক] Lord Hardinge

[খ] Robert Clive

[গ] William Bentinck

[ঘ] Lord Dalhousie

উত্তর:- [ঘ] Lord Dalhousie


৪৫.1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন-

[ক] সেবাগ্রামে

[খ] ডান্ডিতে

[গ] সবরমতিতে

[ঘ] ওয়ার্ণাতে

উত্তর:- [গ] সবরমতিতে


৪৬.বারদলী সত্যাগ্রহ (1928)-র নেতা-

[ক] সর্দার বল্লভভাই প্যাটেল

[খ] মহাত্মা গান্দী

[গ] বল্লভভাই জে প্যাটেল

[ঘ] মহাদেব দেশাই

উত্তর:- [ক] সর্দার বল্লভভাই প্যাটেল


৪৭.১৯৪৩ সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) আত্মপ্রকাশ করে-

[ক] জাপানে

[খ] বার্মায়

[গ] সিঙ্গাপুরে

[ঘ] মালহে 

উত্তর:- [গ] সিঙ্গাপুরে


৪৮.কোন্ লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল?

[ক] ব্রাহ্মী

[খ] পালি

[গ] মাগধী

[ঘ] দেবনাগরী

উত্তর:- [গ] মাগধী


৪৯.দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মত টোকে মুদ্রার প্রচলন করেছিলেন?

[ক] গিয়াসুদ্দিন তুঘলক

[খ] ফিরোজশাহ তুঘলক

[গ] মহম্মদ বিন তুঘলক

[ঘ] এদের কোনটিই সঠিক না

উত্তর:- [গ] মহম্মদ বিন তুঘলক


৫০.মহত্মা গান্ধির রাজনৈতিক গুরু কে ছিলেন?

[ক] গোপাল কৃয় গোখলে

[খ] বাল গঙ্গাধর তিলক

[গ] মহাদেব গোবিন্দ রানাডে

[ঘ] অরবিন্দ ঘোষ

উত্তর:- [ক] গোপাল কৃয় গোখলে

Wednesday, April 10, 2024

April 10, 2024

General Knowledge MCQ Question And Answer Part-03

 General Knowledge MCQ Question And Answer Part-03

General Knowledge MCQ Question And Answer Part-03


প্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি  General Knowledge MCQ Question And Answer Part-03 । ৫০টি জিকে MCQ প্রশ্ন উত্তর যেটিতে জিকের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে। সুতরাং MCQ গুলি বিনামূল্যে সংগ্রহ করে নিজের সাধারন জ্ঞানকে সমৃদ্ধ করুন।

 জিকে MCQ প্রশ্ন উত্তর

১.বিশ্ববিখ্যাত খাজুরাহো মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত?

[ক] মধ্যপ্রদেশে

[খ] উত্তরপ্রদেশে

[গ] মহারাষ্ট্রে

[ঘ] উত্তরাখন্ডে

উত্তর:- [ক] মধ্যপ্রদেশে


২.দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাটি হল-

[ক] তেলেগু

[খ] মালয়ালাম

[গ] তামিল

[ঘ] কন্নড়

উত্তর:- [গ] তামিল


৩.'নলেজ ইনোভেশন স্ট্র্যাটেজি' গ্রন্থটির লেখক কে?

[ক] পরাগ কুলকার্নি

[খ] অমলেশ ত্রিপাঠী

[গ] দুর্জয় দত্ত

[ঘ] রবিন্দ্র সিং

উত্তর:-[ক] পরাগ কুলকার্নি


৪.'When The River Sleeps' উপন্যাসটির লেখক কে?

[ক] বিক্রম শেঠ

[খ] শোভা দে

[গ] অনুরাধা রায়

[ঘ] এস্ট্রাইন কিরে

উত্তর:- [ঘ] এস্ট্রাইন কিরে


৫.'The Golden House' গ্রন্থটির লেখক হলেন-

[ক] মাইকেল বুসি

[খ] সৌরভ দুগল্প

[গ] সলমন রুশদি

[ঘ] টানুফ্রেঞ

উত্তর:- [গ] সলমন রুশদি


৬.হিতবাদ-এর জনক হলেন-

[ক] জেমস মিল

[খ] স্টুয়ার্ট হেগেল

[গ] জেরেমি ব্যোম

[ঘ] লক্

উত্তর:- [গ] জেরেমি ব্যোম


৭.'Life on my terms: from the grassroots to the corridors of power'-কার আত্মজীবনী?

[ক] শরদ পাওয়ার

[খ] বাল থ্যাকারে

[গ] অরুণ জেঠলী

[ঘ] পি চিদম্বরম

উত্তর:- [ক] শরদ পাওয়ার


৮.কোন শতকে দিল্লির কুতুব মিনার নির্মিত হয়েছিল?

[ক] একাদশ শতাব্দীতে

[খ] দ্বাদশ শতাব্দীতে

[গ] ত্রয়োদশ শতাব্দীতে

[ঘ] চতুর্দশ শতাব্দীতে

উত্তর:- [খ] দ্বাদশ শতাব্দীতে


৯.উত্তর রবীন্দ্রনাথের ভাবধারার সর্বশ্রেষ্ঠ প্রতীক কাকে বলা হয়?

[ক] মোহিতলাল

[খ] কাজী নজরুল ইসলাম

[গ] জীবনানন্দ দাশ

[ঘ] যতীন্দ্রনাথ সেনগুপ্ত

উত্তর:- [গ] জীবনানন্দ দাশ


১০.'গৌড়ীয় ব্যাকরণ' গ্রন্থটির লেখক হলেন-

[A] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

[খ] রামমোহন রায়

[C] মধুসূদন দত্ত 

[ঘ] দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- [খ] রামমোহন রায়


১১.'হরিয়ানার হ্যারিকেন' বলা হয়-

[ক] কপিলদেবকে

[খ] সুনীল গাভাস্করকে

[গ] মহীন্দর অমরনাথক

[ঘ] শ্রীকান্তকে

উত্তর:- [ক] কপিলদেবকে


১২.নিম্নলিখিত কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র নন?

[ক] দেবী চৌধুরাণী

[খ] নীলদর্পণ

[গ] রাজসিংহ

[ঘ] বিষবৃক্ষ

উত্তর:- [খ] নীলদর্পণ


১৩.চিত্রকর নন্দলাল বোসের অঙ্কিত ছবি নীচের কোনটি নয়?

[ক] মন্দির নর্তকী

[খ] ভারত মাতা

[গ] বীণা বাদক

[ঘ] বটগাছ

উত্তর:- [ঘ] বটগাছ


১৪.দ্য বং কানেকশন চলচ্চিত্রটির পরিচালক কে?

[ক] অঞ্জন দত্ত

[খ] অনুরাগ কাশ্যপ 

[গ] যশ চোপড়া

[ঘ] গৌতম ঘোষ

উত্তর:- [ক] অঞ্জন দত্ত


১৫.রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি খন্ডে সম্বলিত গল্পগুচ্ছে মোট কতগুলো গল্প রয়েছে?

[ক] ২৫টি

[খ] ৫২টি

[গ] ৬৪টি

[ঘ] ৮৪ টি

উত্তর:- [ঘ] ৮৪ টি


১৬.রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ রচনাটিকে তাঁর প্রথম গীতিনাট্য হিসেবে গণ্য করা হয়?

[ক] বাল্মিকী প্রতিভা

[খ] চন্ডালিকা

[গ] ডাকঘর

[ঘ] রাজশ্রী

উত্তর:-[ক] বাল্মিকী প্রতিভা 


১৭.গুলাম গিরি গ্রন্থটির লেখক হলেন-

[ক] জ্যোতিবা ফুলে

[খ] স্যার সৈয়দ আহমেদ খান

[গ] বি আর আম্বেদকর

[ঘ] রামমোহন রায়

উত্তর:- [ক] জ্যোতিবা ফুলে


১৮.'গো ব্যাক টু বেদাস' আহ্বান জানিয়েছিলেন কে?

[ক] পন্ডিত গুরুদত্ত

[খ] লালা লাজপৎ রায়

[গ] লালা হংসরাজ

[ঘ] স্বামী দয়ানন্দ সরস্বতী

উত্তর:- [ঘ] স্বামী দয়ানন্দ সরস্বতী


১৯.সঙ্গীত পরিচালক এ আর রহমানের পূর্বের নাম কী ছিল?

[ক] টি বিশ্বনাথন

[খ] দিলীপ শেখর

[গ] মনোজ কুমার

[ঘ] আর রামচন্দন

উত্তর:- [খ] দিলীপ শেখর


২০.স্বর্ণমন্দির (Golden Temple) কোথায় অবস্থিত? [ক] নতুন দিল্লি 

[খ] আগ্রা

[গ] অমৃতসর 

[ঘ] চেন্নাই

উত্তর:- [গ] অমৃতসর


২১.'A Haunted House'-এর লেখক কে ছিলেন?

[ক] ভাজির্নিয়া উলফ

[খ] রিট হার্ডে

[গ] জেমস জয়েস

[ঘ] টমাস হার্ডি

উত্তর:- [ক] ভাজির্নিয়া উলফ


২২.ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত?

[ক] আসাম

[খ] অন্ধ্রপ্রদেশ 

[গ] তেলেঙ্গানা 

[ঘ] মধ্যপ্রদেশ

উত্তর:- [ঘ] মধ্যপ্রদেশ


২৩.'সাহিত্যের সব্যসাচী' কাকে বলা হয়?

[ক] রবীন্দ্রনাথ ঠাকুর

[খ] যতীন্দ্রনাথ

[গ] মোহিতলাল

[ঘ] বুদ্ধদেব বসু

উত্তর:- [ঘ] বুদ্ধদেব বসু


২৪.ভারতের কোন রাজো কাশিদা নামক সূচ শিল্প মহাভা (এমব্রয়ডারি) জনপ্রিয়?

[ক] আসাম

[খ] রাজস্থান

[গ] তামিলনাড়ু

[ঘ] জম্মু ও কাশ্মীর

উত্তর:- [ঘ] জম্মু ও কাশ্মীর


২৫.'The Unseen Indira Gandhi'- গ্রন্থটি কে রচনা করেছিলেন?

[ক] আহমেদ প্যাটেল

[খ] ড. মনমোহন সিং

[গ] ড. কে.পি. মাথুর

[ঘ] গুলামনবী আজাদ

উত্তর:- [গ] ড. কে.পি. মাথুর


২৬.'এবং ইন্দ্রজিৎ' কোন বিখ্যাত বাঙালী নাট্যকারের রচনা?

[ক] দীনবন্ধু

[খ] বাদল সরকার

[গ] মনোজমিত্র

[ঘ] উৎপল দত্ত

উত্তর:- [খ] বাদল সরকার


২৭.ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সবচেয়ে পুরনো গায়নরীতি হল-

[ক] গজল 

[খ] ঠংরি 

[গ] ধ্রুপদ

[ঘ] কোনটিই নয় 

উত্তর:- [গ] ধ্রুপদ


২৮.ভ্রান্তিবিলাস নাটকটির রচয়িতা কে? 

[ক] মাইকেল মধুসুদন দত্ত

[খ] রামমোহন রায়

[গ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

[ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- গ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


২৯.রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে 'ভোরের পাখি' আখ্যা দিয়েছিলেন?

[ক] নবীনচন্দ্র সেন

[খ] মাইকেল মধুসুদন দত্ত

[গ] প্রমথ চৌধুরী

[ঘ] বিহারীলাল চক্রবর্তী

উত্তর:- [ঘ] বিহারীলাল চক্রবর্তী


৩০.চর্যাগানগুলি প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

[ক]১৯১১ খ্রিঃ

[খ]১৯১৩ খ্রিঃ

[গ] ১৯১৬ খ্রিঃ

[ঘ]১৯১৯ খ্রিঃ

উত্তর:- [গ] ১৯১৬ খ্রিঃ


৩১.মঙ্গল কাব্যের প্রধান কয়টি ধারা?

[ক] দুটি ধারা

[খ] তিনটি ধারা

[গ] চারটি ধারা

[ঘ] পাঁচটি ধারা

উত্তর:- [খ] তিনটি ধারা


৩২.'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- উক্তিটি কার?

[ক] অন্নদা

[খ] ঈশ্বরী পাটনী

[গ] হরিহোড়

[ঘ] ভবানন্দ

উত্তর:- [খ] ঈশ্বরী পাটনী


৩৩.বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে?

[ক] কৃত্তিবাস ওঝা

[খ] ভারতচন্দ্র

[গ] বনমালী ওঝা

[ঘ] মুরারি ওঝা

উত্তর:- [ক] কৃত্তিবাস ওঝা


৩৪.বাংলা সাহিত্যের কোন্ কবিকে যুগসন্ধিক্ষণের কবি বলা। হয়?

[ক] চন্ডীদাস

[খ] জ্ঞান দাস

[গ] ভারতচন্দ্র

[ঘ] ময়ূর ভট্ট

উত্তর:- [গ] ভারতচন্দ্র


৩৪.'শ্রীকৃষ্ণ বিজয়' কার লেখা?

[ক] ভারতচন্দ্র

[খ] কৃত্তিবাস ওঝা

[গ] মালাধার বসু

[ঘ] কাশীরাম দাস

উত্তর:- [গ] মালাধার বসু


৩৫.মহাভারতের আদি অনুবাদক কে?

[ক] কবীন্দ্র পরমেশ্বর

[খ] কাশীরাম দাস

[গ] শ্রীকর নন্দী

[ঘ] নন্দরাম দাস

উত্তর:- [ক] কবীন্দ্র পরমেশ্বর


৩৬.মহাভারতের জনপ্রিয় অনুবাদক কে?

[ক] কবীন্দ্র পরমেশ্বর

[খ] কাশীরাম দাস

[গ] শ্রীকর নন্দী

[ঘ] ঘনশ্যাম দাস

উত্তর:- [খ] কাশীরাম দাস


৩৭.'গীতগোবিন্দ' কাব্যটি কে রচনা করেন?

[ক] বিদ্যাপতি 

[খ]কাশীরাম দাস

[গ] জয়দেব

[ঘ] মালাধর বসু

উত্তর:: [গ] জয়দেব


৩৮.চন্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কাকে?

[ক] জ্ঞান দাস 

[খ] গোবিন্দ দাস

[গ] বিদ্যাপতি

[ঘ] মালাধর বসু

উত্তর:- [ক] জ্ঞান দাস


৩৯.চৈতন্যদেব কোন সময়ে আবির্ভূত হন?

[ক] ১৪৮২ খ্রি.

[খ] ১৪৮৪ খ্রি.

[গ] ১৪৮৬ খ্রি.

[ঘ] ১৪৮৮ খ্রি.

উত্তর:- গ] ১৪৮৬ খ্রি.


৪০.বাংলা সাহিত্যে 'গৌরচন্দ্রিকা' কথাটির অর্থ কী?

[ক] ভূমিকা 

[খ] উপসংহার

[গ] বিষয়বস্তু 

[ঘ] লীলাকীর্তন

উত্তর:- [ক] ভূমিকা


৪১.শাক্ত পদাবলীর আদি কবি কে ছিলেন?

[ক] রামপ্রসাদ সেন

[খ] শ্রীজীব গোস্বামী

[গ] সনাতন গোস্বামী

[ঘ] শ্রীরূপ গোস্বামী

উত্তর:- [ক] রামপ্রসাদ সেন


৪২."Give me blood, I will give you freedom" উক্তিটি কার?

[ক] সুভাষচন্দ্র বসু

[খ] ক্ষুদিরাম বোস

[গ] প্রফুল্ল চাকী

[ঘ] ভগৎ সিং

উত্তর:- [ক] সুভাষচন্দ্র বসু


৪৩.'পদ্মাবতী' কাব্যটি কে রচনা করেন?

[ক] দৌলতকাজী

[খ] সৈয়দ আলাওল

[গ] জৈনুদ্দিন

[ঘ] মোজাম্মিল

উত্তর:- [খ] সৈয়দ আলাওল


৪৪.'তিলোত্তমা সম্ভব' কাব্যটি কে রচনা করেছেন?

[ক] রবীন্দ্রনাথ ঠাকুর

[খ] বিহারীলাল চক্রবর্তী

[গ] প্রমথ চৌধুরী

[ঘ] মাইকেল মধুসুদন দত্ত

উত্তর:- [ঘ] মাইকেল মধুসুদন দত্ত


৪৫.ময়মন সিংহ গীতিকা সর্বপ্রথম কবে প্রকাশিত হয়?

[ক] ১৯১০ খ্রিস্টাব্দে

[খ] ১৯১২ খ্রিস্টাব্দে

[গ] ১৯১৩ খ্রিস্টাব্দে

[ঘ] ১৯১৫ খ্রিস্টাব্দে

উত্তর:- [গ] ১৯১৩ খ্রিস্টাব্দে


৪৭.পশ্চিমবঙ্গে কোন স্থান টুসু নৃত্যের সঙ্গে সম্বন্বিত?

[ক] পুরুলিয়া

[খ] বাঁকুড়া

[গ] ঝাড়গ্রাম

[ঘ] বীরভূম

উত্তর:- [ঘ] বীরভূম


৪৮.কোন্ সামাজিক সংস্কারক বাংলা ভাষা শেখার জন্য বর্ণপরিচয় রচনা করেছিলেন?

[ক] রবীন্দ্রনাথ ঠাকুর

[খ] দীনবন্ধু মিত্র

[গ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

[ঘ] রাজা রামমোহন রায়

উত্তর:- [গ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


৪৯."Hope in a challenged Democracy"- গ্রন্থটির লেখক কে?

[ক] অমিতাভ ঘোষ

[খ] অনুরাধা রায়

[গ] ড. অশ্বিনী কুমার

[ঘ] সুনীতা নারায়ণ

উত্তর:- [গ] ড. অশ্বিনী কুমার


৫০.ভারতের অন্যতম শাস্ত্রীয় নৃত্য কুচিপুডি কোন্ রাজ্যে দেখা যায়?

[ক] মেঘালয়

[খ] কেরালা

[গ] অন্ধ্রপ্রদেশ

[ঘ] মধ্যপ্রদেশ

উত্তর:- [গ] অন্ধ্রপ্রদে

Tuesday, April 9, 2024

April 09, 2024

Life Science MCQ Question And Answer In Bengali Part-04

Life Science MCQ Question And Answer In Bengali Part-04

Life Science MCQ Question And Answer In Bengali Part-04

প্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি জীবন বিজ্ঞান MCQ  প্রশ্ন উত্তর - ০৪-এই প্র্যাক্টিস সেটে  থাকছে গুরুত্বপূর্ণ মোট ৫০টি জীব বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর, যেগুলি পরীক্ষায় আসার মতো। আমাদের এই জীবন বিজ্ঞান MCQ  প্র্যাক্টিস সেট গুলিতে প্রতিবার অংশ নিয়ে Railway Group D, NTPC এবং ANM GNM পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে উঠুন বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে

জীবন বিজ্ঞান MCQ  প্রশ্ন উত্তর

১.'DNA' এর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন-

[ক] হরগোবিন্দ খোরানা

[খ] ওয়াটসন এবং ক্রিক

[গ] বিজ্ঞানী চারগাফ

[ঘ] এফ. জ্যাকব এবং জে. মনোড

উত্তর:- [খ] ওয়াটসন এবং ক্রিক


২.মানুষের নিম্নলিখিত কোন্ কোশটি বিভাজিত হয়?

[ক] লোহিত রক্তকণিকা

[খ] অনুচক্রিকা

[গ] স্নায়ুকোশ

[ঘ] শ্বেতরক্ত কণিকা

উত্তর:- [ঘ] শ্বেতরক্ত কণিকা


৩.যে প্যারেনকাইমা কলায় বায়ুপূর্ণ থাকে, তাকে কী বলে?

[ক] ক্লোরেনকাইমা

[খ] এরেনকাইমা

[গ] প্লেকটেনকাইমা

[ঘ] প্রোসেনকাইমা

উত্তর:- [খ] এরেনকাইমা


৪.কোন কোশ অঙ্গাণুটি 'আত্মঘাতি থলি' নামে পরিচিত?

[ক] রাইবোজোম

[খ] মাইটোকনড্রিয়া

[গ] গলগি বডি

[ঘ] লাইসোজোম

উত্তর:- [ঘ] লাইসোজোম


৫.উদ্ভিদের কোন অংশে ক্রোমোপ্লাস্টিড পাওয়া যায়?

[ক] ফুল

[খ] মূল

[গ] ফল

[ঘ] A,C উভয়ই

উত্তর:- [ঘ] A,C উভয়ই


৬.বৃহত্তম প্রাণীকোশ কোনটি?

[ক] উটপাখির ডিম

[খ] পাখির X কোশ

[গ] স্নায়ু কোশ

[ঘ] সরেখ পেশি কোশ

উত্তর:- [ক] উটপাখির ডিম


৭.নিম্নের কোন্টিকে আত্মঘাতী থলি বলা হয়?

[ক] লাইসোজোম 

[খ] গলগিবডি

[গ] মাইটোকনড্রিয়া

[ঘ] রাইবোজোম

উত্তর:- [ক] লাইসোজোম


৮.'পেপটাইডোগ্লাইক্যান' দেখা যায়-

[ক] ভাইরাসের কোশপ্রাচীরে

[খ] ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে

[গ] শৈবালের কোশপ্রাচীরে

[ঘ] ছত্রাকের কোশপ্রাচীরে

উত্তর:- [খ] ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে


৯.পলিজোম আসলে-

[ক] একত্রিত রাইবোজোম

[খ] একত্রিত মাইটোকনড্রিয়া

[গ] একক রাইবোজোম

[ঘ] একক মাইটোকনড্রিয়া

উত্তর:- [ক] একত্রিত রাইবোজোম


১০.এরেনকাইমা কলা দেখা যায়-

[ক] সুন্দরী 

[খ] মটর

[গ] ক্যাকটাস

[ঘ] পদ্ম

উত্তর:- [ঘ] পদ্ম


১১.নতুন কোশ গঠনে প্রাথমিক কলার নাম হল-

[ক] ক্লোরেনকাইমা

[খ] প্যারেনকাইমা

[গ] ক্লেরেনকাইমা

[ঘ] মেরিস্টেম

উত্তর:- [ঘ] মেরিস্টেম


১২.মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে?

[ক] প্রোটিন

[খ] চর্বি বা ফ্যাট

[গ] জল

[ঘ] প্লাজমা

উত্তর:- [খ] চর্বি বা ফ্যাট


১৩.কোন কোশ অঙ্গাণুকে কোশের মস্তিষ্ক বলা হয়?

[ক] মাইটোকনড্রিয়া

[খ] নিউক্লিয়াস

[গ] লাইসোজোম

[ঘ] রাইবোজোম

উত্তর:- [খ] নিউক্লিয়াস


১৪.দুটি পর্বের মাঝে যে ভাজক কলা দেখা যায়, তাকে বলে-

[ক] অগ্রস্থ ভাজক কলা

[খ] পার্শ্বস্থ ভাজক কলা

[গ] অগ্র-পার্শ্বস্থ ভাজক কলা

[ঘ] নিবেশিত ভাজক কলা

উত্তর:- [ঘ] নিবেশিত ভাজক কলা


১৫.কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন?

[ক] প্রোটিন জাতীয়

[খ] গ্লুকোজ

[গ] শ্বেতসার জাতীয়

[ঘ] ফ্যাট জাতীয়

উত্তর:- [ক] প্রোটিন জাতীয়


১৬.উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে-

[ক] মনোস্যাকারাইড রূপে

[খ] সেলুলোজ রূপে

[গ] শ্বেতসার রূপে

[ঘ] গ্লাইকোজেন রূপে

উত্তর:- [গ] শ্বেতসার রূপে


১৭.নিম্নোক্ত উদ্ভিদ কোশকলার মধ্যে কোন্টি মৃত কোশ দ্বারা গঠিত? 

[ক] জাইলেম

[খ] ফ্লোয়েম

[গ] প্যারেনকাইমা

[ঘ] হাইপোডার্মিস

উত্তর:- [ক] জাইলেম


১৮.যে পাঁচ কার্বন শর্করাটি RNA তে পাওয়া যায়-

[ক] রাইবোজ শর্করা

[খ] ডি অক্সি রাইবোজ শর্করা

[গ] দাক্ষা শর্করা

[ঘ] গ্লুকোজ

উত্তর:- [ক] রাইবোজ শর্করা


১৯.মায়োটোম পেশি পরিলক্ষিত হয়।

[ক] আরশোলাতে

[খ] মাছে

[গ] মানুষে

[ঘ] শামুকে

উত্তর:- [খ] মাছে


২০.নিউক্লিয়াস আবিষ্কার করেন-

[ক] রাদারফোর্ড

[খ] ওয়াটসন

[গ] রাউন

[ঘ] মেন্ডেল

উত্তর:- [গ] রাউন


২১.পারণ কোশ কোথায় দেখা যায়?

[ক] অস্তত্ত্বেকের কোশে

[খ] বহিঃস্তকের কোশে

[গ] কর্টেক্সের কোশে

[ঘ] মজ্জার কোশে

উত্তর:- [ক] অস্তত্ত্বেকের কোশে


২২.ডিম্বনালীতে কোন প্রকার আবরণী কলা দেখা যায়?

[ক] আঁইশাকার

[খ] ঘনকাকার

[গ] রোমশ

[ঘ] স্তম্ভাকার

উত্তর:- [গ] রোমশ


২৩.বর্জ্যপদার্থ পূর্ণ প্যারেনকাইমা কোশকে কি বলে?

[ক] ইডিওব্লাস্ট

[খ] এরেনকাইমা

[গ] প্রোসেনকাইমা

[ঘ] ক্লোরেনকাইমা

উত্তর:- [ক] ইডিওব্লাস্ট


২৪.'প্লাজমোডেসমাটা' কোথায় পরিলক্ষিত হয়?

[ক] নিউক্লিয়াসে

[খ] সাইটোপ্লাজমে

[গ] কোশপর্দায়

[ঘ] কোশপ্রাচীরে

উত্তর:- [ঘ] কোশপ্রাচীরে


২৫.একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন?

[ক] ড্যানিয়েল ড্যাবসন

[খ] রবার্টসন

[গ] সিঙ্গার নিকলসন

[ঘ] রবার্ট হুক

উত্তর:- [খ] রবার্টসন


২৬.'S' অক্ষরটি কোন কোশ অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয়?

[ক] মাইটোকনড্রিয়া

[খ] রাইবোজোম

[গ] লাইসোজোম

[ঘ] গলগিবস্তু

উত্তর:- [খ] রাইবোজোম


২৭.DNA-তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল-

[ক] ইউরাসিল

[খ] অ্যাডিনাইন

[গ] থাইমিন

[ঘ]সাইটোসিন

উত্তর:- [ক] ইউরাসিল


২৮.'GERL' তন্ত্রে কোন কোশ অঙ্গাণুটি থাকে না?

[ক] গলগিবডি

[খ] লাইসোজোম

[গ] রাইবোজোম

[ঘ] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।

উত্তর:- [গ] রাইবোজোম


২৯.মাস মেরিস্টেম ভাজক কলা কী ধরনের বিভাজনে হয়?

[ক] কোশ বিভাজনের তল অনুসারে বিভাজন

[খ] অবস্থান অনুসারে বিভাজন

[গ] কার্যানুসারে বিভাজন

[ঘ] এর কোনওটাই নয়

উত্তর:- [ক] কোশ বিভাজনের তল অনুসারে বিভাজন


৩০.মাইক্রোটিবিউলের গঠনে টিবিউলিন প্রোটিন কটি সম আকৃতির পলিপেপটাইড নিয়ে গঠিত?

[ক] একটি 

[খ] দুটি 

[গ] তিনটি

[ঘ] চারটি

উত্তর:- [খ] দুটি


৩১.নিচের কোনটি দ্বিশর্করা নয়?

[ক] গ্যালাকটোজ

[খ] সুক্রোজ

[গ] মলটোজ

[ঘ] ল্যাকটোজ

উত্তর:- [ক] গ্যালাকটোজ


৩২.DNA তে উপস্থিত A+G-T+C এটি কার সূত্র?

[ক] ওয়াটসন এবং ক্লিক

[খ] হরগোবিন্দ খোরানা

[গ] চারগ্রাফ

[ঘ] রাবাটসন

উত্তর:- [ক] ওয়াটসন এবং ক্লিক


৩৩.কোশপর্দায় প্রোটিন এবং লিপিডের অনুপাত কত?

[ক] 4:1

[খ] 3:1

[গ] 2:1

[ঘ] 1:1

উত্তর:- [ঘ] 1:1


৩৪.নিচের কোন কোশ অঙ্গানুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়?

[ক] রাইবোজোম

[খ] নিউক্লিয়াস

[গ] মাইটোকনড্রিয়া

[ঘ] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

উত্তর:- [ক] রাইবোজোম


৩৫.মেসোজোম নিম্নলিখিত কোন্ অংশ থেকে সৃষ্টি হয়ে থাকে?

[ক] কোশ প্রাচীর

[খ] মাইটোকনড্রিয়া

[গ] লাইসোজোম

[ঘ] কোশ পর্দা থেকে

উত্তর:- [ঘ] কোশ পর্দা থেকে


৩৬.যোগকলার প্রধান প্রোটিন হল-

[ক] কেরাটিন

[খ] কোলাজেন

[গ] মেলানিন

[ঘ] মায়োসিন

উত্তর:- [খ] কোলাজেন


৩৭.এক্সট্রা নিউক্লিয়ার DNA দেখা যায়-

[ক] ক্লোরোপ্লাস্টে

[খ] রাইবোজোমে

[গ] এন্ডোপ্লাজমীয় জালকে

[ঘ] গলগি বস্তুতে

উত্তর:- [ক] ক্লোরোপ্লাস্টে


৩৮.মাইটোকনড্রিয়ার কোন্ অংশে ATP উৎপন্ন হয়?

[ক] ধাত্রে

[খ] ক্রিস্টাতে

[গ] বহিঃপর্দায়

[ঘ] F₁- বস্তুতে

উত্তর:- [ঘ] F₁- বস্তুতে


৩৯.প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয়-

[ক] ডিউটোপ্লাজম

[খ] প্লাজমা জেল

[গ] মেসোপ্লাজম

[ঘ] সাইটোপ্লাজম

উত্তর:- [ক] ডিউটোপ্লাজম


৪০.সেন্ট্রিওলকে ঘিরে কটি পর্দা পরিবেষ্টিত থাকে?

[ক] 3 টি

[খ] 0 টি

[গ] 1 টি

[ঘ] 2 টি

উত্তর:- [খ] 0 টি


৪১.হ্যাভারসিয়ান সিস্টেম দেখা যায়-

[ক] পক্ষীর অস্থিতে

[খ] সমস্ত প্রাণীকুলে

[গ] স্তন্যপায়ী প্রাণীদেহে

[ঘ] সরীসৃপের দেহে

উত্তর:- [গ] স্তন্যপায়ী প্রাণীদেহে


৪২.কোলাজেন হল-

[ক] লিপিড

[খ] শর্করা

[গ] গ্লোবিউলার প্রোটিন

[ঘ] ফাইব্রাস প্রোটিন

উত্তর:- [ঘ] ফাইব্রাস প্রোটিন


৪৩.অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি হল-

[ক] ক্যালশিয়াম থেকে

[খ] ম্যাগনেশিয়াম ফসফেট

[গ] ক্যালশিয়াম কার্বোনেট

[ঘ] সোডিয়াম ক্লোরাইড

উত্তর:- [ক] ক্যালশিয়াম থেকে


৪৪.বন্ধ প্রকৃতির নালিকা বান্ডিল কোন্ প্রকার উদ্ভিদে দেখা যায়?

[ক] একবীজপত্রী উদ্ভিদ 

[খ] দ্বিবীজপত্রী উদ্ভিদ

[গ] একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী 

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [ক] একবীজপত্রী উদ্ভিদ


৪৫.কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন্ প্রকৃতির?

[ক] সমপার্শ্বীয়

[খ] সমপার্শ্বীয় মুক্ত

[গ] সমপার্শ্বীয় বন্ধ

[ঘ] সমদ্বিপার্শীয় মুক্ত

উত্তর:- [ঘ] সমদ্বিপার্শীয় মুক্ত


৪৬.কোল্টি কোশপর্দার অংশ নয়?

[ক] মাইকোলিপিডস্

[খ] প্রোলিন

[গ] ফসফোলিপিড

[ঘ] কোলেস্টেরল

উত্তর:- [খ] প্রোলিন


৪৭.ব্যাকটেরীয় ও প্রোক্যারিওটিক প্রাণীদেহে রাইবোসোমটি হল-

[ক] 50S type

[খ] 80S Type

[গ] 70S type

[ঘ] 30S type

উত্তর:- [গ] 70S type


৪৮.এদের মধ্যে কোনটির একক পর্দা (single membrane) আছে?

[ক] নিউক্লিয়াস

[খ] কোশপ্রাচীর

[গ] মাইটোকনড্রিয়া

[ঘ] স্ফোরোজোম

উত্তর:- [ঘ] স্ফোরোজোম


৪৯.মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন্ দ্রব্য উৎপাদন করে?

[ক] সুক্রোজ

[খ] গ্যালাকটোজ

[গ] ডেক্সটোজ

[ঘ] মল্টোজ

উত্তর:- [গ] ডেক্সটোজ


৫০.কোশপ্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হল-

[ক] লিগনিন

[খ] কিউটিন

[গ] সুবেরিন

[ঘ] সবকটি

উত্তর:- [ঘ] সবকটি

April 09, 2024

Physical Science MCQ Question And Answer In Bengali Part-05

Physical Science MCQ Question And Answer In Bengali Part-05
Physical Science MCQ Question And Answer In Bengali Part-05


প্রিয় বন্ধুরা, 

আজ তোমাদের সাথে শেয়ার করছি ৫০টি ভৌতবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পর্ব-০৫ যেটিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তরের রয়েছে। সুতরাং MCQ গুলি বিনামূল্যে সংগ্রহ করে নিজের ভৌত বিজ্ঞানের জ্ঞানকে সমৃদ্ধ করুন।

 ভৌতবিজ্ঞান MCQ

১.ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ-

[ক] পরিষ্কার আবহাওয়া

[খ] ঝড়

[গ] প্রচণ্ড বৃষ্টিপাত

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [খ] ঝড়


২.জলকে ০° থেকে 10° আয়তন- সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে জলের আয়তন -

[ক] ধীরে ধীরে বাড়ে

[খ] ধীরে ধীরে কমে

[গ] প্রথমে বাড়ে তারপর কমে

[ঘ] প্রথমে কমে তারপর বাড়ে

উত্তর:- [ঘ] প্রথমে কমে তারপর বাড়ে


৩.নীচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?

[ক] জল

[খ] ইথার

[গ] বেঞ্জিন

[ঘ] পারদ

উত্তর:- [ঘ] পারদ


৪.লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলে-

[ক] Galvanization

[খ] Electroplating

[গ] lonization

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [ক] Galvanization


৫.মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না কারণ-

[ক] নিম্নচাপের জন্য

[খ] নিম্ন আর্দ্রতার জন্য

[গ] বায়ুর উচ্চ গতিবেগের জন্য

[ঘ] নিম্ন আর্দ্রতার জন্য

উত্তর:- [খ] নিম্ন আর্দ্রতার জন্য


৬.একটি 'স্প্রেয়ার' (Sprayer) কোন্ নীতির উপর কাজ করে?

[ক] নিউটন

[খ] আর্কিমিডিস

[গ] বয়েল

[ঘ] বাগৌলী

উত্তর:- [ঘ] বাগৌলী


৭.যদি পৃথিবীর ব্যাস ও ভর বর্তমান মানের দ্বিগুণ হত তবে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে?

[ক] অপরিবর্তিত থাকবে

[খ] ভাগ হবে

[গ] দ্বিগুণ হবে

[ঘ] অর্ধেক হবে

উত্তর:- [ঘ] অর্ধেক হবে


৮.প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ হল-

[ক] চাপের পার্থক্য

[খ] কৈশিকতা

[গ] তেলের নিম্ন সান্দ্রতা

[ঘ] অভিকর্ষজ বল

উত্তর:- [খ] কৈশিকতা


৯.জলের ঘনত্ব সর্বাধিক হয়-

[ক] 0°C উয়তায়

[খ] সাধারণ উয়তায়

[গ] 4°C উন্নতায়

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [গ] 4°C উন্নতায়


১০.ওজোন স্তর (Ozone layer) অবস্থিত-

[ক] আয়োনোস্ফিয়ার-এ

[খ] মেসোস্ফিয়ার-এ

[গ] ট্রোপোস্ফিয়ার-এ

[ঘ] স্ট্র্যাটোস্ফিয়ার-এ

উত্তর:- [ঘ] স্ট্র্যাটোস্ফিয়ার-এ


১১.একটি পিং পং বলকে বায়ুর মধ্যে একটি জলস্তম্ভের উপরে রেখে দিলে এর সাম্যবস্তাটি হবে-

[ক] অস্থির

[খ] সুস্থির

[গ] অনির্দিষ্ট

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [খ] সুস্থির


১২.আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

[ক] সিরিয়াস

[খ] আলফা সেন্টাউরি

[গ] প্রক্সিমা সেন্টাউরি

[ঘ] ভেনাস

উত্তর:- [ক] সিরিয়াস


১৩.ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন?

[ক] ল্যাভয়সিয়র

[খ] প্রিস্টলে

[গ] আইনস্টাইন

[ঘ] নিউটন

উত্তর:- [ক] ল্যাভয়সিয়র


১৪.একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে?

[ক] 100% 

[খ] 80% 

[গ] 50% 

[ঘ] 0%

উত্তর:- [ঘ] 0%


১৫.Wood's metal-এ নিম্নোক্ত কোন্ ধাতুটি থাকে না?

[ক] সিসা

[খ] তামা

[গ] টিন

[ঘ] বিসমাথ

উত্তর:- [খ] তামা


১৬.অ্যালকালি ধাতুগুলি কোন্ ব্লকে রয়েছে?

[ক] d

[খ] s

[গ] p

[ঘ] f

উত্তর:- [খ] s


১৭.কে প্রথম বলেন- 'পৃথিবী নিজেই একটি চুম্বক'?

[ক] ওয়েবার গিলবার্ট 

[খ] গিলবার্ট

[গ] নরম্যান

[ঘ] প্লেটো

উত্তর:- [খ] গিলবার্ট


১৮.কোনও বস্তুকণার মুক্তিবেগের মান কত?

[ক] 9.2 কিলোমিটার/সেকেন্ড

[খ] 10.2 কিলোমিটার/সেকেন্ড

[গ] 11.2 কিলোমিটার/সেকেন্ড

[ঘ] 12.2 কিলোমিটার/সেকেন্ড

উত্তর:- [গ] 11.2 কিলোমিটার/সেকেন্ড


১৯.নীচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

[ক] জল ফোটানো

[খ] সালফারের গলন

[গ] লোহার মরিচা

[ঘ] এদের কোনওটিই নয়

উত্তর:- [গ] লোহার মরিচা


২০.কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি?

[ক] কোক

[খ] গ্রাফাইট

[গ] হীরক

[ঘ] এদের কোনওটিই নয়

উত্তর:- [গ] হীরক


২১.নীচের কোনটি সঠিকভাবে যুক্ত নয়?

[ক] কম্পাঙ্ক: হার্জ

[খ] চাপ-পাসক্যাল

[গ] তড়িৎ রোধ (রেসিস্টেন্স) ভোল্ট

[ঘ] এদের কোনওটিই নয়

উত্তর:- [গ] তড়িৎ রোধ (রেসিস্টেন্স) ভোল্ট


২২.নীচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি?

[ক] 50-L

[খ] 100-C

[গ] 500-E

[ঘ] 1000-M

উত্তর:- [গ] 500-E


২৩.দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মাধ্যাকর্ষণ শক্তি হবে-

[ক] দ্বিগুণ

[খ] চারগুণ

[গ] ১/৪ ভাগ

[ঘ] ১/২ ভাগ

উত্তর:- [গ] ১/৪ ভাগ


২৪.উড়োজাহাজের উত্থান কোন্ নীতির উপর নির্ভর করে?

[ক] বারনৌলির নীতি

[খ] পাস্কালের নীতি

[গ] আর্কিমিডিসের নীতি

[ঘ] বয়েলের সূত্র

উত্তর:- [ক] বারনৌলির নীতি


২৫.অ্যালুমিনিয়ামের একটি আকরিক হল-

[ক] বক্সাইট

[খ] হেমাটাইট

[গ] ডলোমাইট

[ঘ] ম্যাগনেটাইট

উত্তর:- [ক] বক্সাইট


২৬.ব্যারোমিটার আবিষ্কার করেন-

[ক] টরিসেলি

[খ] ফ্যারাডে

[গ] টমসন

[ঘ] জন নেপিয়ার

উত্তর:- [ক] টরিসেলি


২৭.স্পেয়ার কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে?

[ক] বয়েল

[খ] বাণৌলী

[গ] নিউটন

[ঘ] আর্কিমিডিস

উত্তর:- [খ] বাণৌলী


২৮.রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলে-

[ক] কনডেনসেশন

[খ] পলিমারাইজেশন

[গ] ভালকানাইজেশন

[ঘ] হাইড্রোজিনেশন

উত্তর:- [গ] ভালকানাইজেশন


২৯.'Cupellation' পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনেব সঙ্গে জড়িত?

[ক] সিসা

[খ] টিন

[গ] তামা

[ঘ] রূপো 

উত্তর:- [ঘ] রূপো


৩০.পিতলের উপাদান হল-

[ক] তামা ও দস্তা

[খ] তামা ও টিন

[গ] দস্তা ও টিন

[ঘ] দস্তা ও রূপো

উত্তর:- [ক] তামা ও দস্তা


৩১.একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়?

[ক] নিরক্ষরেখায়

[খ] মেরুতে

[গ] পাহাড়ের চূড়ায়

[ঘ] খনির মধ্যে

উত্তর:- [খ] মেরুতে


৩২.নীচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়?

[ক] বক্সাইট

[খ] ডলোমাইট

[গ] ক্রায়োলাইট

[ঘ] কেলসপার

উত্তর:- [খ] ডলোমাইট


৩৩.প্রেসারে দ্রুত রান্না হয়, কারণ তা

[ক] স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে

[খ] স্ফুটনাঙ্ক হ্রাস করে

[গ] গলনাঙ্ক বৃদ্ধি করে

[ঘ] গলনাঙ্ক হ্রাস করে

উত্তর:- [ক] স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে


৩৪.নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখতে। পাওয়া যায়?

[ক] টিন

[খ] দস্তা

[গ] লোহা

[ঘ] ফ্রান্সিয়াম

উত্তর:- [ক] টিন


৩৫.হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কী?

[ক] হাইড্রোজেন

[খ] কার্বন

[গ] হিলিয়াম

[ঘ] অক্সিজেন

উত্তর:- [ঘ] অক্সিজেন


৩৬.নিম্নোক্ত কোন্টি একটি ধাতুকল্পের উদাহরণ নয়?

[ক] দস্তা

[খ] টিন

[গ] অ্যান্টিমনি

[ঘ] আর্সেনিক

উত্তর:- [ক] দস্তা


৩৭.গানমেটালে কোন্ ধাতুটি থাকে না?

[ক] ক্রোমিয়াম

[খ] তামা

[গ] জিঙ্ক

[ঘ] টিন

উত্তর:- [ক] ক্রোমিয়াম


৩৮.সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপো যোগ করা হয় সোনাকে ------- করার জন্য।

[ক] প্রসারণীয়

[খ] চকচকে

[গ] কঠিন

[ঘ] নমনীয়

উত্তর:- [গ] কঠিন


৩৯.'টাইটান' হচ্ছে-

[ক] শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র

[খ] একটি যাত্রীবাহী প্রমোদ তরী

[গ] একটি প্রাচীন শহর

[ঘ] ধাতব পদার্থ

উত্তর:- [ক] শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র


৪০.কোনও তরলের পৃষ্ঠটান পরিমাপের S.I. একক কী?

[ক] নিউটন/বর্গমিটার

[খ] কিলোগ্রাম/বর্গমিটার

[গ] ডাইন / বর্গমিটার

[ঘ] নিউটন / মিটার

উত্তর:- [ঘ] নিউটন / মিটার


৪১.যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে বলে-

[ক] ক্যালসিনেশন

[খ] বিগলন

[গ] জারন

[ঘ] হাইড্রোজিনেসন

উত্তর:- [ক] ক্যালসিনেশন


৪২.যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলে-

[ক] ফ্যাদোমিটার

[খ] হাইগ্রোমিটার

[গ] হাইড্রোমিটার

[ঘ] টেনসিমিটার

উত্তর:- [খ] হাইগ্রোমিটার


৪৩.নীচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে? 

[ক] নিয়ন

[খ] আর্গন

[গ] ক্রিপটন

[ঘ] বোরন

উত্তর:- [ঘ] বোরন


৪৪.নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন্টি সর্বাপেক্ষা হালকা?

[ক] লিথিয়াম

[খ] অ্যালুমিনিয়াম 

[গ] বোরণ

[ঘ] সিলিকন

উত্তর:-[ক] লিথিয়াম


৪৫.অ্যামালগাম হল এর অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ-

[ক] তামা

[খ] পারদ

[গ] সোনা

[ঘ] রুপো

উত্তর:- [খ] পারদ


৪৬.কোনটি সঙ্কর ধাতু?

[ক] সোনা

[খ] জিঙ্ক

[গ] টিন

[ঘ] ব্রোঞ্জ

উত্তর:- [ঘ] ব্রোঞ্জ


৪৭.ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোনটি?

[ক] কার্নালাইট

[খ] গিবসাইট 

[গ] ডায়াস্পোর

[ঘ]অ্যালুনাইট

উত্তর:- [ক] কার্নালাইট


৪৮.মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হল-

[ক] হাইড্রোজেন

[খ] হিলিয়াম

[গ] নিয়ন

[ঘ] অক্সিজেন

উত্তর:- [ক] হাইড্রোজেন


৪৯.ভূ-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান-

[ক] কমে যায়

[খ] বেড়ে যায়

[গ] একই থাকে

[ঘ] কোনওটিই নয়

উত্তর:- [ক] কমে যায়


৫০.কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন?

[ক] পি ভার্নিয়ার

[খ] জন নেপিয়ার

[গ] ওয়াটসন

[ঘ] মঁয়সা

উত্তর:- [ঘ] মঁয়সা

April 09, 2024

Environmental studies MCQ Question And Answer In Bengali Part - 04

Environmental studies MCQ Question And Answer In Bengali Part - 04
পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর
বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি Environmental studies MCQ In Bengali Part - 04 | পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর যেটিতে পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive EXAM-এ পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন এসে থাকে।


পরিবেশ বিদ্যা MCQ কুইজ পর্ব - 04

১.পরিবেশের প্রধান উপাদান কয়টি?

[ক] দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

উত্তর:- [খ] তিনটি


২.পরিবেশের সঞ্জীব উপাদানগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? 

[ক] দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

উত্তর:- [খ] তিনটি


৩.বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি?

[ক] ১২টি

[খ] ১৪টি

[গ] ১৬টি

[ঘ] ১৮টি

উত্তর:- [ঘ] ১৮টি


৪."বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে দশ শতাংশ শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়" কথাটি বলেছেন-

[ক] বিজ্ঞানী বলকিন

[খ] বিজ্ঞানী কিলার

[গ] রেমন্ড লিন্ডেম্যান

[ঘ] ই ডব্লিউ জিম্যারম্যান

উত্তর:- [গ] রেমন্ড লিন্ডেম্যান


৫.প্রকৃতি তথা পরিবেশের সার্বিক আলোচনা যে বিভাগে করা হয় তাকে বলে-

[ক] বাস্তুতন্ত্র

[খ] বাস্তুবিদ্যা

[গ] জীববিদ্যা

[ঘ] প্রকৃতিবিদ্যা

উত্তর:- [খ] বাস্তুবিদ্যা


৬.সুন্দরবন জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?

[ক] দার্জিলিং

[খ] জলপাইগুড়ি

[গ] আলিপুরদুয়ার

[ঘ] দক্ষিণ ২৪ পরগনা

উত্তর:- [ঘ] দক্ষিণ ২৪ পরগনা


৭.জোরপোখারি স্যালমান্ডার অভয়ারণ্য কোথায় অবস্থিত?

[ক] দার্জিলিং

[খ] জলপাইগুড়ি

[গ] আলিপুরদুয়ার

[ঘ] দক্ষিণ ২৪ পরগনা

উত্তর:- [ক] দার্জিলিং


৮.মহানন্দা অভয়ারণ্য কোথায় অবস্থিত?

[ক] দার্জিলিং

[খ] পুরুলিয়া

[গ] বাঁকুড়া

[ঘ] দক্ষিণ ২৪ পরগনা

উত্তর:- [ক] দার্জিলিং


৯.'তিবিলসি কনফারেন্স' (Tibilsi Conference) কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?

[ক] ১৯৭৭ খ্রিস্টাব্দে

[খ] ১৯৮৭ খ্রিস্টাব্দে

[গ] ১৯৯৩ খ্রিস্টাব্দে

[ঘ] ১৯৯৭ খ্রিস্টাব্দে

উত্তর:- [ক] ১৯৭৭ খ্রিস্টাব্দে


১০.কিয়োটো প্রোটোকল কোথায় অনুষ্ঠিত হয়?

[ক] লন্ডনে

[খ] প্যারিসে

[গ] ব্রাজিলে

[ঘ] জাপানে

উত্তর:- [ঘ] জাপানে


১১.জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন (১৯৭১) কোথায় অনুষ্ঠিত হয়?

[ক] ব্রাজিলে আলীর

[খ] প্যারিসে

[গ] ইরানে

[ঘ] ভারতে

উত্তর:- [গ] ইরানে


১২.কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় একটি ওজোন অণু?

[ক] দু'টি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

উত্তর:- [খ] তিনটি


১৩.গ্রীণহাউস গ্যাস হল-

[ক] কার্বন ডাই অক্সাইড, মিথেন, সি.এফ.সি

[খ] অক্সিজেন

[গ] হাইড্রোজেন

[ঘ] নাইট্রোজেন

উত্তর:- [ক] কার্বন ডাই অক্সাইড, মিথেন, সি.এফ.সি


১৪.যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাদের বলে-

[ক] স্বভোজী

[খ] উৎপাদক

[গ] জীবাণু

[ঘ] পরভোজী

উত্তর:- [ঘ] পরভোজী


১৫.চিল্কা হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত?

[ক] আসাম

[খ] ওডিশা

[গ] অন্ধ্রপ্রদেশ

[ঘ] মহারাষ্ট্র

উত্তর:- [খ] ওডিশা


১৬.নাইট্রোজেন অক্সাইডের উৎস হল-

[ক] যানবাহনের কালো ধোঁয়া

[খ] জীবাশ্ম জ্বালানির দহন

[গ] সালফাইড আকরিক থেকে সালফার নিষ্কাশন

[ঘ] সীসা, দস্তা এবং তামা নিষ্কাশনের চুল্লী

উত্তর:- [ক] যানবাহনের কালো ধোঁয়া


১৭.রিও সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?

[ক] ১৯৩৩

[খ] ১৯৯২

[গ] ২০০৩

[ঘ] ২০০৫

উত্তর:- [খ] ১৯৯২


১৮.বিনিময়যোগ্য বা সুস্পষ্ট সম্পদ হল-

[ক] স্বাস্থ্য

[খ] জ্ঞান

[গ] সামাজিক ঐক্য

[ঘ] পেট্রোলিয়াম

উত্তর:- [ঘ] পেট্রোলিয়াম


১৯.কোন্ সপ্তাহে অরণ্য পালন করা হয়?

[ক] ১৪-২০ জুন

[খ] ১৪-২০ জুলাই

[গ] ১৪-২০ আগস্ট

[ঘ] ১৪-২০ সেপ্টেম্বর

উত্তর:- [খ] ১৪-২০ জুলাই


২০.স্বাধীন ভারতে কত সালে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয়?

[ক] ১৯৪৮ সালে

[খ] ১৯৫০ সালে

[গ] ১৯৫২ সালে

[ঘ] ১৯৫৪ সালে

উত্তর:- [গ] ১৯৫২ সালে


২১.কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয়?

[ক] ১৯৫২ সালে

[খ] ১৯৭৫ সালে

[গ] ১৯৭৮ সালে

[ঘ] ১৯৮০ সালে

উত্তর:- [ঘ] ১৯৮০ সালে


২২.যৌথ বন পরিচালনা ভারতের প্রথম কোথায় শুরু হয়? 

[ক] পশ্চিমবঙ্গে

[খ] ওডিশাতে

[গ] ছত্তিশগড়ে

[ঘ] আসামে

উত্তর:- [ক] পশ্চিমবঙ্গে


২৩. বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত?

[ক] দার্জিলিং

[খ] জলপাইগুড়ি

[গ] আলিপুরদুয়ার

[ঘ] কুচবিহার

উত্তর:- [খ] জলপাইগুড়ি


২৪.বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?

[ক] দার্জিলিং

[খ] পুরুলিয়া

[গ] বীরভূম

[ঘ] দক্ষিণ ২৪ পরগনা

উত্তর:- [গ] বীরভূম


২৫.আগন্তুক প্রজাতির উদাহরণ হল-

[খ] আম গাছ

[খ] বাঁশ গাছ

[গ] নিম গাছ

[ঘ] ইউক্যালিপটাস গাছ

উত্তর:- [ঘ] ইউক্যালিপটাস গাছ


২৬.বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন-

[ক] লিন্ডেম্যান

[খ] ওডাম

[গ] ট্যাব্ন্সলে

[ঘ] ই ডব্লু জিম্যারম্যান

উত্তর:- [গ] ট্যাব্ন্সলে


২৭.ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন-

[ক] পি. ওডাম

[খ] আরনেস্ট হেকেল

[গ] ট্যান্সলে

[ঘ] লিন্ডেম্যান

উত্তর:- [খ] আরনেস্ট হেকেল


২৮.'Biogeographical Processes' নামক গ্রন্থটি কার লেখা?

[ক] আরনেস্ট হেকেল

[খ] সিমনস্

[গ] ট্যান্সলে

[ঘ] ওডাম

উত্তর:- [খ] সিমনস্


২৯.'Geography and Man's Environment' নামক গ্রন্থের লেখক কে?

[ক] সিমনস্

[খ] ওডাম

[গ]  স্ট্যালার ও স্ট্যালার

[ঘ] ট্যান্সলে

উত্তর:- [গ]  স্ট্যালার ও স্ট্যালার


৩০.'লায়ানা' (Liana) দেখা যায়-

[ক] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে

[খ] তৈগা অরণ্য বায়োমে

[গ] ভূমধ্যসাগরীয় বায়োমে

[ঘ] তুন্দ্রা বায়োমে

উত্তর:- [ক] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে


৩১.লাইকেন দেখা যায়-

[ক] তৈগা বায়োমে

[খ] ভূ-মধ্যসাগরীয় বায়োমে

[গ] তুন্দ্রা বায়োমে

[ঘ] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে

উত্তর:- [ঘ] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে


৩২.Hybernation হল-

[ক] এক প্রকার উদ্ভিদ

[খ] এক প্রকার প্রাণী

[গ] শীত ঘুম

[ঘ] জলজ উদ্ভিদ

উত্তর:- [গ] শীত ঘুম


৩৩.গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?

[ক] দার্জিলিং

[খ] জলপাইগুড়ি

[গ] আলিপুরদুয়ার

[ঘ] কুচবিহার

উত্তর:- [খ] জলপাইগুড়ি


৩৪.কত প্রকারের খাদ্যশৃঙ্খল দেখা যায়?

[ক] দুই 

[খ] তিন 

[গ] চার

[ঘ] পাঁচ

উত্তর:- [ক] দুই


৩৫.ন্যাওড়াভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?

[ক] দার্জিলিং

[খ] জলপাইগুড়ি

[গ] আলিপুরদুয়ার

[ঘ] কুচবিহার

উত্তর:- [খ] জলপাইগুড়ি


৩৬.ভারতে জীব বৈচিত্র্য আইন কত সালে হয়েছিল?

[ক] ১৯৯২ সালে

[খ] ১৯৯৯ সালে

[গ] ১৯৯৫ সালে

[ঘ] ২০০২ সালে

উত্তর:- [ঘ] ২০০২ সালে


৩৭.বিপন্ন প্রজাতিদের নিয়ে যে পাঁচটি বই আছে তাদের বলে-

[ক] Green data Books 

[খ] White data Books

[গ] Red data Books

[ঘ] Black data Books

উত্তর:- [গ] Red data Books


৩৮.The Wildlife Protection Act কত খ্রিস্টাব্দে চালু হয়?

[ক] ১৯৫২ সালে

[খ] ১৯৬২ সালে

[গ] ১৯৭২ সালে

[ঘ] ১৯৮২ সালে

উত্তর:- [গ] ১৯৭২ সালে


৩৯.বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের স্তর রয়েছে-

[ক] স্ট্যাটোস্ফিয়ার

[খ] ট্রপোস্ফিয়ার

[গ] মেসোস্ফিয়ার

[ঘ] আয়নোস্ফিয়ার

উত্তর:- [ক] স্ট্যাটোস্ফিয়ার


৪০.ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন্ রাজ্যে অবস্থিত?

[ক] ওডিশা

[খ] পশ্চিমবঙ্গ

[গ] আসাম

[ঘ] ছত্তিশগড়

উত্তর:- [ক] ওডিশা


৪১.বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস হল-

[ক] বায়বীয় শক্তি

[খ] সৌরশক্তি

[গ] স্থলজ শক্তি

[ঘ] কোনোটিই নয়

উত্তর:- [খ] সৌরশক্তি


৪২.কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

[ক] গুজরাট

[খ] ওডিশা

[গ] আসাম

[ঘ] রাজস্থান

উত্তর:- [ঘ] রাজস্থান


৪৩.ভারতে কত সালে জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাশ হয়?

[ক] ১৯৭২

[খ] ১৯৭৩

[গ] ১৯৭৪

[ঘ] ১৯৭৫

উত্তর:- [গ] ১৯৭৪


৪৪.পরিবেশ সুরক্ষায় ভারতীয় সংবিধানে কত সালে 48A ও 51A(g) ধারাটি সংযোজিত করা হয়?

[ক] ১৯৭২ সালে

[খ] ১৯৭৪ সালে

[গ] ১৯৭৬ সালে

[ঘ] ১৯৭৮ সালে

উত্তর:- [গ] ১৯৭৬ সালে


৪৫.পরিবেশ সুরক্ষা আইন কত সালে হয়?

[ক] ১৯৭২ 

[খ] ১৯৮২ 

[গ] ১৯৮৬

[ঘ] ১৯৯২

উত্তর:- [গ] ১৯৮৬


৪৬.ভারতে বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে হয়?

[ক] ১৯৭২ 

[খ] ১৯৮১

[গ] ১৯৮৬

[ঘ] ১৯৯১

উত্তর:- [খ] ১৯৮১


৪৭.চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়?

[ক] উত্তরাখণ্ড

[খ] আসাম

[গ] মধ্যপ্রদেশ

[ঘ] অন্ধ্রপ্রদেশ

উত্তর:- [ক] উত্তরাখণ্ড


৪৮.বিশনয়ী আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়?

[ক] উত্তরাখণ্ড 

[খ] আসাম 

[গ] রাজস্থান 

[ঘ] অস্ত্রপ্রদেশ

উত্তর:- [গ] রাজস্থান


৪৯.আপ্পিকো আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? [ক] ১৯৭০ 

[খ] ১৯৭৩

[গ] ১৯৮৩ 

[ঘ] ১৯৮৬

উত্তর:- [গ] ১৯৮৩


৫০.নিশ্চুপ উপত্যকা কোথায় অবস্থিত?

[ক] রাজস্থান

[খ] কেরালা

[গ] উত্তরাখণ্ড

[ঘ] ছত্তিশগড়

উত্তর:- [খ] কেরালা

April 09, 2024

General Knowledge MCQ Question And Answer Part-02

General Knowledge MCQ Question And Answer Part-02

General Knowledge MCQ Question And Answer Part-02


প্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সাথে শেয়ার করছি  General Knowledge MCQ Question And Answer Part-02 । ৫০টি জিকে MCQ প্রশ্ন উত্তর যেটিতে জিকের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে। সুতরাং MCQ গুলি বিনামূল্যে সংগ্রহ করে নিজের সাধারন জ্ঞানকে সমৃদ্ধ করুন।

 জিকে MCQ প্রশ্ন উত্তর


১.অর্জুন পুরস্কার কত সালে চালু হয়? 

[ক] ১৯৬৩ সালে

[খ] ১৯৬৫ সালে

[গ] ১৯৬১ সালে

[ঘ] ১৯৫৭ সালে

উত্তর:- [গ] ১৯৬১ সালে


২.দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

[ক] চিকিৎসক

[খ] বিখ্যাত শিল্পী

[গ] খেলাধূলার কোচ

[ঘ] দক্ষ ইঞ্জিনিয়ার

উত্তর:- [গ] খেলাধূলার কোচ


৩.পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

[ক] পরিবেশ দূষণ

[খ] অলিম্পিক গেমস

[গ] সাংবাদিকতা

[ঘ] সঙ্গীত

উত্তর:- [গ] সাংবাদিকতা


৪.নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না?

[ক] পদার্থবিদ্যা

[খ] রসায়নবিদ্যা

[গ] শান্তি

[ঘ] মিউজিক

উত্তর:- [ঘ] মিউজিক


৫.বিশ্বে খাদ্যের মান, পরিমাণ এবং প্রাপ্যতা বৃদ্ধিতে উৎসাহিত করার জন্য 'বিশ্ব খাদ্য পুরস্কারটি' কে প্রতিষ্ঠা করেছিল?

[ক] এম.এস. স্বামীনাথন

[খ] UNDP

[গ] নম্যান বোরলাগ

[ঘ] WHO

উত্তর:- [গ] নম্যান বোরলাগ


৬.নিম্নলিখিত কোন্ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 'শান্তি স্বরূপ ভাটনাগর' পুরস্কার দেওয়া হয়?

[ক] সাহিত্য

[খ] বিজ্ঞান

[গ] চিত্র প্রদর্শন

[ঘ] সমাজসেবা

উত্তর:- [খ] বিজ্ঞান


৭.বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন্ সংস্থা 'কলিঙ্গ পুরস্কার' প্রদান করে?

[ক] UNESCO 

[খ] CSIR 

[গ] UGC 

[ঘ] WHO

উত্তর:- [ক] UNESCO


৮.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে পরিচিত?

[ক] পুলিৎজার পুরস্কার

[খ] রাইট লাইভলিহুড পুরস্কার

[গ] বুকার পুরস্কার

[ঘ] রমন ম্যাগসেসাই পুরস্কার

উত্তর:- [খ] রাইট লাইভলিহুড পুরস্কার


৯.ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি?

[ক] অশোক চক্র

[খ] মহাবীর চক্র

[গ] পরমবীর চক্র

[ঘ] কীর্তি চক্র

উত্তর:- [গ] পরমবীর চক্র


১০.কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানে 'রমন ম্যাগসেসাই' পুরস্কার দেওয়া হয়?

[ক] ইন্দোনেশিয়ার

[খ] থাইল্যান্ডের

[গ] নিউজিল্যান্ডের

[ঘ] ফিলিপিন্স

উত্তর:: [ঘ] ফিলিপিন্স


১১.নিম্নলিখিত কোন্ রাজ্য কবীর সম্মান, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে?

[ক] রাজস্থান 

[খ] উত্তরপ্রদেশ

[গ] বিহার 

[ঘ] মধ্যপ্রদেশ

উত্তর:- [ঘ] মধ্যপ্রদেশ


১২.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না?

[ক] সাহিত্য আকাদেমি পুরস্কার

[খ] জ্ঞানপীঠ পুরস্কার

[গ] যমুনালাল বাজাজ পুরস্কার

[ঘ] সরস্বতী সম্মান

উত্তর:- [গ] যমুনালাল বাজাজ পুরস্কার


১৩.কার স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক শিশুদের সেবার জন্য 'মানব সেবা পুরস্কার' দেওয়া হয়?

[ক] ইন্দিরা গান্ধি

[খ] রাজীব গান্ধি

[গ] জহরলাল নেহরু

[ঘ] মহাত্মা গান্ধি

উত্তর:- [খ] রাজীব গান্ধি


১৪.বিখ্যাত আন্তর্জাতিক 'ম্যান বুকার' দেওয়া হয়-

[ক] সেরা উপন্যাস লেখার জন্য

[খ] সাহসিকতার জন্য

[গ] সমাজসেবার জন্য

[ঘ] চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য

উত্তর:- [ক] সেরা উপন্যাস লেখার জন্য


১৫.নির্মল গ্রাম পুরস্কার দেওয়া হয় কোন্ গ্রামগুলিকে?

[ক] ১০০% উন্মুক্ত মলত্যাগ মুক্ত

[খ] কোন পরিষ্কার পানীয় জল প্রদানকারী

[গ] সাম্প্রদায়িক বিভাজন থেকে মুক্ত

[ঘ] অস্পৃশ্যতা মুক্ত

উত্তর:- [ক] ১০০% উন্মুক্ত মলত্যাগ মুক্ত


১৬.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয়?

[ক] দাদাসাহেব ফালকে

[খ] মেঘদূত পুরস্কার

[গ] জামনালাল বাজাজ পুরস্কার

[ঘ] চামেলি দেবী জৈন পুরস্কার

উত্তর:- [ঘ] চামেলি দেবী জৈন পুরস্কার


১৭.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হিসেবে দেওয়া হয়?

[ক] অশোক চক্র

[খ] কীর্তি চক্র

[গ] মহাবীর চক্র

[ঘ] শৌর্য্য চক্র

উত্তর:- [ক] অশোক চক্র


১৮.নীচের কোন্ পুরস্কারটি গণিতজ্ঞদের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত?

[ক] Turning Award

[খ]Abel Prize

[গ] Rolf Navanlinna Prize

[ঘ] Wolf Prize

উত্তর:- [খ]Abel Prize


১৯.কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?

[ক] ১৯৫৩ 

[খ] ১৯৫৪

[গ] ১৯৫৫

[ঘ] ১৯৫১

উত্তর:- [খ] ১৯৫৪


২০.নীচের কোন্ পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয়?

[ক] অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

[খ] বাফটা অ্যাওয়ার্ড

[গ] ইম্মি অ্যাওয়ার্ড

[ঘ] গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

উত্তর:- [গ] ইম্মি অ্যাওয়ার্ড


২১.ধন্বন্তরী পুরস্কার কোন্ ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়?

[ক] সাহিত্য 

[খ] চিকিৎসা 

[গ] সমাজসেবা 

[ঘ] সাংবাদিকতা 

উত্তর:- [খ] চিকিৎসা


২২.অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কী?

[ক] মন্টোগোমারি

[খ] ফেয়ারব্যাঙ্কস

[গ] জ্যানেট গায়নার

[ঘ] চার্লি চ্যাপলিন

উত্তর:- [গ] জ্যানেট গায়নার


২৩.বুকার পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়?

[ক] চিকিৎসা

[খ] অ্যাডভেঞ্চার

[গ] কথাসাহিত্য রচনা

[ঘ] বিজ্ঞান

উত্তর:- [গ] কথাসাহিত্য রচনা


২৪.কোন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র পুরস্কার হিসেবে 'গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড' দেওয়া হয়?

[ক] ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

[খ] কানস চলচ্চিত্র উৎসব

[গ] ভেনিস চলচ্চিত্র উৎসব

[ঘ] ভারতের শিশু চলচ্চিত্র উৎসব

উত্তর:- [ক] ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব


২৫.বার্ষিক সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে?

[ক] ২১টি

[খ] ২২টি

[গ] ২৩টি

[ঘ] ২৪টি

উত্তর:- [ঘ] ২৪টি


২৬.রাজীব গান্ধি খেলরত্ন, অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ, দ্রোণাচার্য্য পুরস্কার সহ অন্যান্য ক্রীড়া পুরস্কার প্রতি বছর ২৯ আগস্ট কার জন্মদিন উপলক্ষে দেওয়া হয়?

[ক] কে.ডি. যাদব

[খ] পলি উমরিগড়

[গ] রাজীব গান্ধি

[ঘ] মেজর ধ্যানচাঁদ

উত্তর:- [ঘ] মেজর ধ্যানচাঁদ


২৭.জীবনের আধ্যাত্মিক মাত্রা নিশ্চিত করতে ব্যতিক্রমী অবদানের জন্য নিম্নলিখিত কোন পুরস্কার দেওয়া হয়?

[ক] পুলিৎজার পুরস্কার

[খ] টেমপ্লিটন পুরস্কার

[গ] টিউরিং পুরস্কার

[ঘ] গান্ধি শান্তি পুরস্কার

উত্তর:- [খ] টেমপ্লিটন পুরস্কার


২৮.নিম্নলিখিত কোন্ সংস্থা বা রাজ্য সাহিত্য ক্ষেত্রে ব্যাস সম্মান ও সরস্বতী সম্মান প্রদান করে?

[ক] মধ্যপ্রদেশ সরকার

[খ] কে কে বিড়লা ফাউন্ডেশন

[গ] টাকা এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট 

[ঘ] উত্তরপ্রদেশ সরকার

উত্তর:- [খ] কে কে বিড়লা ফাউন্ডেশন


২৯.চামেলি দেবী পুরস্কারটি একজন অসামান্য মহিলাকে দেওয়া হয় যিনি একজন-

[ক] বিজ্ঞানী 

[খ] আইনজীবি 

[গ] কণ্ঠশিল্পী 

[ঘ] সাংবাদিক

উত্তর:- [ঘ] সাংবাদিক


৩০.নিম্নলিখিত কোল্টিন্ট সংরক্ষণের জন্য 'সাবিন অ্যাওয়ার্ড' দেওয়া হয়?

[ক] সাপ 

[খ] উভচর 

[গ] আর্কটিক প্রাণী

[ঘ] পতঙ্গ

উত্তর:- [খ] উভচর


৩১.সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন?

[ক] অ্যালবার্ট ক্যামাস

[খ] আর্নেস্ট হামিংওয়ে

[গ] নাট হামসন

[ঘ] রেনে সুলি পুদুমে

উত্তর:- [ঘ] রেনে সুলি পুদুমে


৩২.কোন ব্যক্তি অ-ভারতীয় হিসেবে ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার 'ভারতরত্ন' পুরস্কার পেয়েছেন?

[ক] শ্যাম নিজোমা

[খ] মার্টিন লুথার কিং

[গ] জুবিন মেহতা

[ঘ] নেলসন ম্যান্ডেলা

উত্তর:- [ঘ] নেলসন ম্যান্ডেলা


৩৩.সাবিত্রি খানেলকর নামটি নিচের কোন পুরস্কারের নকশার সাথে জড়িত?

[ক] পরমবীর চক্র

[খ] পদ্মবিভূষণ

[গ] ভারতরত্ন

[ঘ] অশোকচক্র

উত্তর:- [ক] পরমবীর চক্র


৩৪.২০২০ সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন?

[ক] ১১ জন

[খ] ৭ জন

[গ] ৫ জন

[ঘ] ১৬ জন

উত্তর:- [খ] ৭ জন


৩৫.নিম্নলিখিত কোন্ পুরস্কারটি প্রতি বছর কেবলমাত্র একজনকে দেওয়া হয়?

[ক] সংগীত অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

[খ] সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

[গ] পদ্ম অ্যাওয়ার্ড

[ঘ] জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড

উত্তর:- [ঘ] জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড


৩৬.নিম্নলিখিত কোন ব্যক্তি ২০২০ সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পাননি?

[ক] আনন্দ মহিন্দ্রা

[খ] মেরি কম

[গ] পি.ভি. সিন্ধু

[ঘ] এস.সি. জামির

উত্তর:- [খ] মেরি কম


৩৭.শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয়। কোন সংস্থাটি প্রফেসর শান্তিস্বরূপ ভাটনাগরের সঙ্গে যুক্ত?

[ক] DST 

[খ] CSIR 

[গ] ICMR 

[ঘ] IISC 

উত্তর:- [খ] CSIR


৩৮.২০২০ সালে পদ্মভূষণ পুরস্কার জয়ী কৃষ্ণম্মাল জগন্নাথন কোন্ ক্ষেত্রে যুক্ত?

[ক] আর্কিটেকচার

[খ] পাবলিক অ্যাফেয়ার্স

[গ] সাহিত্য ও শিক্ষা

[ঘ] সমাজসেবী

উত্তর:- [ঘ] সমাজসেবী


৩৯.কোন্ অভিনেত্রী ২০২০ সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন?

[ক] কঙ্গনা রানাওত

[খ] প্রিয়াঙ্কা চোপড়া

[গ] মাধুরী দীক্ষিত

[ঘ] শিল্পা শেট্টি

উত্তর:- [ক] কঙ্গনা রানাওত


৪০.প্রথম ভারতীয় নোবেল পুরস্কার জয়ীর নাম কী?

[ক] মাদার টেরেসা

[খ] হরগোবিন্দ খোরানা

[গ] সি ভি রমন

[ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- [ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর


৪১.২০২০ সালে কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন?

[ক] ১১৮ জন

[খ] ১৪১ জন

[গ] ১১৬ জন

[ঘ] ১৫৬ জন

উত্তর:- [খ] ১৪১ জন


৪২.২০২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার হিসেবে কোন প্যারা অ্যাথলিট 'রাজীব গান্ধী খেলরত্ন' পুরস্কার পেয়েছেন?

[ক] রানি রামপাল

[খ] পুরুষোত্তম রাই

[গ] মারিয়াপ্পান থাঙ্গাভেলু

[ঘ] দ্যুতি চাঁদ

উত্তর:- [গ] মারিয়াপ্পান থাঙ্গাভেলু


৪৩.সম্প্রতি প্রয়াত হলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা তিনি আর্জেন্টিনার হয়ে কত সালে বিশ্বকাপ ট্রফি জেতেন? 

[ক] ১৯৮২

[খ] ১৯৮৬

[গ] ১৯৯০

[ঘ] ১৯৯৪

উত্তর:- [খ] ১৯৮৬


৪৪.ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হল-

[ক] নাইকি

[খ] অ্যাডিডাস

[গ] রিবক

[ঘ] এমপিএল

উত্তর:- [ঘ] এমপিএল


৪৫.কুঞ্জরানী দেবী কোন্ খেলার সাথে যুক্ত?

[ক] অ্যাথেলেটিক্স

[খ] সাঁতার

[গ] কুস্তি

[ঘ] ভারোত্তোলন

উত্তর:- [ঘ] ভারোত্তোলন


৪৬.নীচের কোন্ ক্রীড়ার সাথে আগা খান কাপ সম্পর্কিত?

[ক] ফুটবল 

[খ] ক্রিকেট

[গ] হকি

[ঘ] বাস্কেটবল

উত্তর:- [গ] হকি


৪৭.'ডাক' শব্দটি কীসের সাথে সম্পর্কযুক্ত?

[ক] ফুটবল

[খ] ভলিবল

[গ] ক্রিকেট

[ঘ] গল্ফ

উত্তর:- [গ] ক্রিকেট


৪৮.ফুটবল বিশ্বকাপ 2014-এর ফাইনাল খেলা হয়েছিল–

[ক] ব্রাজিল ও জার্মানির মধ্যে

[খ] আর্জেন্টিনা ও জার্মানির মধ্যে

[গ] জার্মানি ও ইতালির মধ্যে

[ঘ] আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের মধ্যে

উত্তর:- [খ] আর্জেন্টিনা ও জার্মানির মধ্যে


৪৯.IPL-7 এ সবচেয়ে বেশি রান করার জন্য কে কমলা টুপির অধিকারী হয়েছিলেন?

[ক] গ্লেন ম্যাক্সওয়েল

[খ] সুরেশ রায়না

[গ] ডেভিড মিলার

[ঘ] রবিন উথাপ্পা

উত্তর:- [ঘ] রবিন উথাপ্পা


৫০.2019 সালে মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণ এ পদক পেয়েছিলেন?

[ক] রাগিনি উপাধ্যায়

[খ] নিখাত জারিন

[গ] মঞ্জু রানি

[ঘ] পিন্ডিরাম জাংরা

উত্তর:- [গ] মঞ্জু রানি