Life Science MCQ Question And Answer In Bengali Part-05
Life Science MCQ Question And Answer In Bengali Part-05
প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর - ০৫-এই প্র্যাক্টিস সেটে থাকছে গুরুত্বপূর্ণ মোট ৫০টি জীব বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর, যেগুলি পরীক্ষায় আসার মতো। আমাদের এই জীবন বিজ্ঞান MCQ প্র্যাক্টিস সেট গুলিতে প্রতিবার অংশ নিয়ে Railway Group D, NTPC এবং ANM GNM পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে উঠুন বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে।
জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
১.প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন-
[ক] ল্যামার্ক
[খ] হ্যালডেন
[গ] ডারউইন
[ঘ] দ্য খ্রিস
উত্তর:- [গ] ডারউইন
২.জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল-
[ক] জৈব প্রযুক্তির সাহায্যে জিনোমের পরিবর্তন
[খ] প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন
[গ] অ্যান্টিবায়োটিকের উৎপাদনে জৈব প্রযুক্তির প্রয়োগ
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [খ] প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন
৩.বায়োটেকনোলজির জনক হলেন-
[ক] লুইপাস্তুর
[খ] স্মিথ
[গ] নিরেনবার্গ
[ঘ] বিডল ও টাটুম
উত্তর:- [ক] লুইপাস্তুর
৪.মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয়, তা হল-
[ক] এপিয়ারি
[খ] এপিকালচার
[গ] সেরিকালচার
[ঘ] সিলভিকালচার
উত্তর:- [খ] এপিকালচার
৫.কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যে বিজ্ঞানের যে শাখা গঠন করে তা হল-
[ক] বায়ো স্ট্যাটিকস্টিক্স
[খ] বায়ো ইঞ্জিনিয়ারিং
[গ] বায়ো ম্যাথেমেটিক্স
[ঘ] বায়োনিক্স
উত্তর:- [ঘ] বায়োনিক্স
৬.রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখার সৃষ্টি করেছে, তা হল-
[ক] বায়োফিজিক্স
[খ] বায়োইনফরমেটিক্স
[গ] বায়োজিওকেমিস্ট্রি
[ঘ] বায়োকেমিস্ট্রি
উত্তর:- [ঘ] বায়োকেমিস্ট্রি
৭.উচ্চফলনশীল ও উন্নততর গমের ভ্যারাইটিটি হল-
[ক] রত্না
[খ] জয়া
[গ] কল্যাণ সোনা
[ঘ] IR-22
উত্তর:- [গ] কল্যাণ সোনা
৮.নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর প্রয়োগে প্রাপ্ত হয়েছে?
[ক] গোল্ডেন রাইস
[খ] গ্লুকোজ
[গ] হিমোগ্লোবিন
[ঘ] a ও c সঠিক
উত্তর:- [ক] গোল্ডেন রাইস
৯.ভারতবর্ষে প্রথম জেনেটিক মডিফায়েড উদ্ভিদ যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়-
[ক] Bt তুলো
[খ] Bt বেগুন
[গ] ফ্লাভার টমাটো
[ঘ] গোল্ডেন রাইস
উত্তর:- [ক] Bt তুলো
১০.IR-8, রত্না, এগুলি আসলে হল-
[ক] উচ্চ ফলনশীল গম
[খ] উচ্চ ফলনশীল সরিষা
[গ] উচ্চ ফলনশীল ভুট্টা
[ঘ] উচ্চ ফলনশীল ধান
উত্তর:- [ঘ] উচ্চ ফলনশীল ধান
১১.এক্সপ্ল্যান্ট হল-
[ক] কলা কর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ
[খ] নির্বীজকরণ পদ্ধতি
[গ] সাবকালচার
[ঘ] প্ল্যান্টলেট
উত্তর:- [ক] কলা কর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ
১২.Bt কথার অর্থ হল-
[ক] ব্যাসিলাস সাবটিলিস
[খ] ব্যাকটিরিয়াল ট্রান্সজেনেসিস।
[গ] ব্যাসিলাস টিউবিফিক্যান্স
[ঘ] ব্যাসিলাস ঘুরিনজেনেসি
উত্তর:- [ঘ] ব্যাসিলাস ঘুরিনজেনেসি
১৩.মহাকাশ গবেষণায় যে এককোশী উদ্ভিদটি ব্যবহার করা হয় তা হল-
[ক] ইস্ট
[খ] ক্ল্যামাইডোমোনাস
[গ] ক্লোরেল্লা
[ঘ] স্পিরুলিনা
উত্তর:-[গ] ক্লোরেল্লা
১৪.পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হল-
[ক] এরিথ্রোমাইসিন
[খ] পেনিসিলিন
[গ] ক্লোরামফেনিকল
[ঘ] রিফামপিসিন
উত্তর:- [খ] পেনিসিলিন
১৫.Taxonomy শব্দটির প্রবর্তক হলেন-
[ক] থিওফ্রেটাস
[খ] জন রে
[গ] লিনিয়াস
[ঘ] ক্যানডোলে
উত্তর:- [ঘ] ক্যানডোলে
১৬.লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণিবিন্যাস করেন-
[ক] থিওফ্রেটাস
[খ] অ্যারিস্টটল
[গ] মায়ার্স
[ঘ] বেন্যাম ও হুকার
উত্তর:- [খ] অ্যারিস্টটল
১৭.হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন-
[ক] থিওফ্রেটাস
[খ] অ্যারিস্টটল
[গ] এলডার
[ঘ] লিনিয়াস
উত্তর:- [ক] থিওফ্রেটাস
১৮.সিস্টেমা নাচুরির রচয়িতা হলেন-
[ক] সিম্পসন
[খ] বেন্দাম
[গ] লিনিয়াস
[ঘ] হুকার
উত্তর:- [গ] লিনিয়াস
১৯.স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটির রচয়িতা হলেন-
[ক] হুকার
[খ] থিওফ্রেটাস
[গ] লিনিয়াস
[ঘ] মেয়ার
উত্তর:- [গ] লিনিয়াস
২০.কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুরি করার প্রক্রিয়াকে বলা হয়-
[ক] নামকরণ
[খ] শ্রেণিবিন্যাস
[গ] শনাক্তকরণ
[ঘ] বৈশিষ্ট্যায়ন
উত্তর:- [খ] শ্রেণিবিন্যাস
২১.শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা হল-
[ক] জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয়
[খ] হারানো যোগসূত্রের সন্ধান
[গ] বিবর্তনের পথের সন্ধান
[ঘ] উপরে সবগুলি প্রযোজ্য
উত্তর:- [ঘ] উপরে সবগুলি প্রযোজ্য
২২.দ্বি-পদ নামকরণের জনক হলেন-
[ক] ল্যামার্ক
[খ] লিনিয়াস
[গ] সিম্পসন
[ঘ] বেদাম
উত্তর;- [খ] লিনিয়াস
২৩.ট্যাক্সন হল-
[ক] শ্রেণিবিন্যাসের একক
[খ] সিস্টেমেটিক্সের একক
[গ] ক্যাটেগরির একক
[ঘ] কোনোটই নয়
উত্তর:- [ক] শ্রেণিবিন্যাসের একক
২৪.নিনিয়ান হায়ারার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটেগরির সংখ্যা হল-
[ক] পাঁচ
[খ] ছয়
[গ] সাত
[ঘ] নয়
উত্তর:- [গ] সাত
২৫.টক্সোনমির সর্বনিম্ন একক হল-
[ক] পূর্ব
[খ] গোত্র
[গ] শ্রেণি
[ঘ] প্রজাতি
উত্তর:- [ঘ] প্রজাতি
২৬.প্রজাতি হল-
[ক] একই প্রকার অঙ্গসংস্থানিক গঠনযুক্ত
[খ] প্রজননক্ষম অপত্য সৃষ্টি করে।
[গ] ভিন্ন প্রজাতির জীবেরা প্রকৃতিতে প্রজনন করে না
[ঘ] সবগুলি সঠিক
উত্তর:- [ঘ] সবগুলি সঠিক
২৭.জীবজগতে পাঁচ রাজ্যের শ্রেণি বিন্যাস করেন।
[ক] লিনিয়াস
[খ] হুইটেকার
[গ] হাক্সলে
[ঘ] বেন্থাম
উত্তর:- [খ] হুইটেকার
২৮.স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন-
[ক] জন রে
[খ] লিনিয়াস
[গ] হুকার
[ঘ] এন্ডলার
উত্তর:- [ক] জন রে
২৯.উদ্ভিদ বিদ্যার জনক হলেন-
[ক] থিওফ্রেটাস
[খ] অ্যারিস্টটল
[গ] মায়ার
[ঘ] ল্যামার্ক
উত্তর:- [ক] থিওফ্রেটাস
৩০.মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
[ক] প্রোটিস্টা
[খ] মোনেরা
[গ] ফাংগি
[ঘ] অ্যানিমালিয়া
উত্তর:- [খ] মোনেরা
৩১.উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটি হল-
[ক] ICZN
[খ] IUCN
[গ] ICBN
[ঘ] কোনোটই নয়
উত্তর:- [গ] ICBN
৩২.অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীবরাজ্যে অবস্থান করে?
[ক] প্ল্যান্টি
[খ] ফানজি
[গ] প্রোটিস্টা
[ঘ] মোনেরো
উত্তর:- [খ] ফানজি
৩৩.কোশপ্রাচীর কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা মিথোজীবী প্রকৃতির এমন একটি জীব হল-
[ক] প্লাজমোডিয়াম
[খ] ঈস্ট
[গ] ই. কোলাই
[ঘ] অ্যামিবা
উত্তর:- [খ] ঈস্ট
৩৪.'উদ্ভিদ জগতে রত্ন' নামে পরিচিত উদ্ভিদটি হল-
[ক] রিকেটসিয়া
[খ] ব্যাকটেরিয়া
[গ] সায়ানো ব্যাকটেরিয়া
[ঘ] ডায়াটম
উত্তর:- [ঘ] ডায়াটম
৩৫.কেল্প হল-
[ক] লোহিত শৈবাল
[খ] দৈত্যকার বাদামী শৈবাল
[গ] নীলাভ সবুজ শৈবাল
[ঘ] জিগনেমা
উত্তর:- [খ] দৈত্যকার বাদামী শৈবাল
৩৬.উদ্ভিদ জগতের উভচর বলা হয়-
[ক] শৈবাল
[খ] মস
[গ] ফার্ণ
[ঘ] ব্যক্তবীজী
উত্তর:- [খ] মস
৩৭.ক্লোরোফিল বিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ হল-
[ক] শৈবাল
[খ] ব্রায়োফাইট
[গ] ছত্রাক
[ঘ] টেরিডোফাইট
উত্তর:- [গ] ছত্রাক
৩৮.উদ্ভিদ জগতের ভ্যাসকুলার ক্রিস্টোগ্যামস বলা হয়-
[ক] টেরিডোফাইটা
[খ] ব্রায়োফাইটা
[গ] ছত্রাক
[ঘ] ব্যাকটেরিয়া
উত্তর:- [ক] টেরিডোফাইটা
৩৯.সংবহন কলা বিহীন একটি লিভারওয়াট হল-
[ক] ল্যামিনেরিয়া
[খ] পেনিসিলিয়াম
[গ] মারসিলিয়া
[ঘ] রিকসিয়া
উত্তর:- [ঘ] রিকসিয়া
৪০.অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হল-
[ক] লাইকোপোডিয়াম
[খ] মারসিলিয়া
[গ] নিটাম
[ঘ] মার্কনশিয়া
উত্তর:- [গ] নিটাম
৪১.আবরণীসহ বীজযুক্ত উদ্ভিদদের বলে-
[ক] ফাংগি
[খ] অ্যাক্সিওস্পার্ম
[গ] জিমনোস্পার্ম
[ঘ] কোনোটিই নয়
উত্তর:- [খ] অ্যাক্সিওস্পার্ম
৪২.বিষম পৃষ্ঠ, পাতা জালিকাকার শিরাবিন্যাস যুক্ত উদ্ভিদদের বলে-
[ক] দ্বিবীজ পত্রী
[খ] একবীজ পত্রী
[গ] কলিড
[ঘ] সোরাস
উত্তর:- [ক] দ্বিবীজ পত্রী
৪৩.নোটোকর্ডযুক্ত প্রাণীদের বলা হয়-
[ক] অকর্ডাটা
[খ] কর্ডাটা
[গ] অমেরুদণ্ডী
[ঘ] a ও c সঠিক
উত্তর:- [খ] কর্ডাটা
৪৪.কোয়ানোসাইট কোশ দেখা যায়-
[ক] অ্যামিবা
[খ] স্পঞ্জ
[গ] হাইড্রা
[ঘ] জেলিফিস
উত্তর:- [খ] স্পঞ্জ
৪৫.ডিপ্লোব্ল্যাস্টিক প্রাণীদের মধ্যস্তরটি হল-
[ক] এক্টোডার্ম
[খ] এন্ডোডার্ম
[গ] মেসোডার্ম
[ঘ] মেসোগ্লিয়া
উত্তর:- [ঘ] মেসোগ্লিয়া
৪৬.নিমাটোসিস্ট কোশ দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ হল-
[ক] গোলকৃমি
[খ] হার্মিফোরা
[গ] হাইড্রা
[ঘ] স্পঞ্জ
উত্তর:- [গ] হাইড্রা
৪৭.ল্যাসো কোশ নিম্নলিখিত কোন প্রাণীতে দেখা যায়?
[ক] হাইড্রা
[খ] জেলিফিস
[গ] বেরো
[ঘ] নেপচুন কাপ
উত্তর:- [গ] বেরো
৪৮.প্রাণী জগতে সর্বপ্রথম প্রাণীদের পর্বটি হল-
[ক] প্রোটোজোয়া
[খ] নিডারিয়া
[গ] পরিফেরা
[ঘ] টিনোফোরা
উত্তর:- [ক] প্রোটোজোয়া
৪৯.সর্বপ্রথম ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে?
[ক] নিডারিয়া
[খ] টিনোফোরা
[গ] প্রোটোজোয়া
[ঘ] প্লাটিহেলমিশ্বেস
উত্তর:- [ঘ] প্লাটিহেলমিশ্বেস
৫০.ছদ্মগহ্বরযুক্ত শক্ত কিউটিকল আবরণী বেস্টিত একলিঙ্গ কৃমির উদাহরণ হল-
[ক] গোলকৃমি
[খ] যকৃৎ কৃমি
[গ] উচেরেরিয়া
[ঘ] A ও C সঠিক
উত্তর:- [ঘ] A ও C সঠিক